• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
টাইব্রেকার ভাগ্যে ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পোর্তোর বিপক্ষে আর্সেনালকে কঠিন পরীক্ষাই দিতে হলো। ম্যাচের নির্ধারিত সময়ে ১-০ গোলে জেতে তারা। কিন্তু প্রথম লেগে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। সেখানেও ফল না আসলে টাইব্রেকার ভাগ্যে ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্সেনাল। ২০১০ সালের পর প্রথমবার এই টুর্নামেন্টের কোয়ার্টারে উঠলো গানাররা। মঙ্গলবার (১২ মার্চ) রাতে এমিরেটসে রোমাঞ্চকর লড়াই শেষে টাইব্রেকারে ৪-২ গোলে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। এদিন নিজেদের মাঠে শুরুর দিকেই এগিয়ে যায় প্রথম লেগে হারা আর্সেনাল। ম্যাচের ৪১তম মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে এগিয়ে যায় গানাররা। এরপর আর কোনো গোল না হলেও শেষ পর্যন্ত লিড ধরে রেখেছিল আর্তেতার শিষ্যরা। দুই লেগ মিলিয়ে ১-১ সমতা থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। এরপর সেখানেও গোল করতে পারেনি কেউই। এতে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে গানারদের বাঁচিয়েছেন গোলরক্ষক ডেভিড রায়া। পোর্তোর দুটি স্পটকিক ফিরিয়েছেন ধারে আর্সেনালের হয়ে খেলা এই গোলকিপার।  তার দারুণ দুটি সেভ ও আর্সেনালের হয়ে মার্টিন ওডেগার্ড, কাই হ্যাভার্টজ, বুকায়ো সাকা এবং ডেক্লান রাইসের সফল স্পটকিকে ৪-২ গোলের জয় পায় আর্তেতার শিষ্যরা।
১৩ মার্চ ২০২৪, ১১:৫৮

সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে প্রথম লেগে এফসি কোপেনহেগেনের মাঠে ৩-১ ব্যবধানে তাদের হারিয়ে কোয়াটার ফাইনালে এক পা দিয়ে রেখেছিল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগেও একই ব্যবধানে জয় পেয়েছে সিটিজেনরা। বুধবার (৬ মার্চ) দিবাগত রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে এফসি কোপেনহেগেনকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রথম দশ মিনিটের মধ্যেই জোড়া গোল, পরে আর্লিং ব্রট হলান্ডের আরও এক গোলে জয় নিশ্চিত করে বাকি কাজ সেরে ফেলে পেপ গার্দিওলার দল। ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় সিটি। আলভারেসের কর্নারে বক্সে জটলার ভেতর থেকে দারুণ ভলিতে গোলটি করেন আকনজি। নবম মিনিটে আলভারেস নিজেই ব্যবধান দ্বিগুণ করেন। বলা যায়, আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে গোল উপহার দেন কোপেনহেগেন গোলরক্ষক কামিল গ্রাবারা। আলভারেসের কর্নারে রদ্রির হেড ক্রসবারে লাগার পর ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। বাঁ দিকে বক্সের বাইরে বল পান আলভারেস। তার ডান পায়ের কোনাকুনি শট ছিল গোলরক্ষক বরাবর, কিন্তু গ্রাবারার হাত ফসকে বল জালে জড়ায়। খেলার ধারার বিপরীতে দারুণ এক প্রতি-আক্রমণে ২৯তম মিনিটে ব্যবধান কমায় কোপেনহেগেন। এলিয়োনোসি মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে বক্সে সতীর্থকে পাস দিয়ে তিনি নিজেও ভেতরে ঢুকে পড়েন। ফিরতি বল পেয়ে ডান পায়ের নিচু শটে গোলটি করেন নরওয়ের এই ফরোয়ার্ড। আক্রমণে আধিপত্য ধরে রেখে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আবার বাড়িয়ে নেয় সিটি। রদ্রির উঁচু করে বাড়ানো বল বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন হলান্ড। তার সামনে ছিল প্রতিপক্ষের দুই ডিফেন্ডার। একটু জায়গা বানিয়ে বাঁ পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন নরওয়ের তারকা। চ্যাম্পিয়ন্স লিগে ৩৭ ম্যাচে হলান্ডের গোল হলো ৪১টি। প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ গোলের তালিকায় সিটির সাবেক ফরোয়ার্ড সের্হিও আগুয়েরোর সঙ্গে যৌথভাবে ১৭তম স্থানে আছেন তিনি। অবশ্য আগুয়েরোর চেয়ে ৪২ ম্যাচ কম খেলেই তাকে ছুঁয়ে ফেললেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।  দ্বিতীয়ার্ধে অবশ্য খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি সিটি। ৬৬তম মিনিটে কোপেনহেগেনের একটি শট ঠেকান এদেরসন। ৮৮তম মিনিটে হলান্ডকে তুলে নেন গার্দিওলা। শেষ সময়ে রিকো লুইসের একটি প্রচেষ্টা ক্রসবারে লাগায় ব্যবধান আর বাড়েনি। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।    
০৭ মার্চ ২০২৪, ১৩:৪০

রোনালদোর গোলে ভর করে কোয়ার্টার ফাইনালে আল নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই আল ফাইহার বিপক্ষে প্রথম লেগে ক্রিশ্চিয়ানো রোনালদোর এক মাত্র গোলে জয় পেয়েছিল আল নাসর। দ্বিতীয় লেগেও গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন এই পর্তুগিজ তারকা ফুটবলার।  বুধবার (২১ ফেব্রুয়ারি) রানে শেষ ষোলোর ফিরতি লেগে ঘরের মাঠ কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে আল ফায়হাকে ২-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর। দলের হয়ে একটি করে গোল করেন ওতাভিও ও রোনালদো।  দুই লেগ মিলিয়ে প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে সৌদি আরবের রিয়াদ ভিত্তিক ক্লাবটি। ম্যাচ শুরুর পর এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি আল নাসর। ১৭তম মিনিটে ওতাভিওর গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কোনো দল। এতে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা এগিয়ে যেতে থাকে। তবে গোল পাচ্ছিল না কোনো দল। তবে শেষ দিকে দলের জয়ের ব্যবধান বাড়ান রোনালদো। ৮৬তম মিনিটে সতীর্থের দেওয়া পাস ধরে এগিয়ে যান রোনালদো, গোলরক্ষক ঠিকঠাক ক্লিয়ার করতে না পারায় পায়ের ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা।   আল নাসরের পরের ম্যাচ প্রো লিগে। আগামী রোববার আল শাবাবের ঘরের মাঠে খেলতে যাবে রোনালদোর দল। শিরোপার লড়াইয়ে তাদের সামনে রয়েছে আল হিলাল। তারা আল নাসর থেকে ৭ পয়েন্ট এগিয়ে রয়েছে। নেইমার জুনিয়রের ক্লাবকে টপকে শীর্ষে উঠতে গেলে আল নাসরকে কঠিন প্রতিযোগিতায়ই নামতে হবে।
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়