• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
আইপিএলের জনপ্রিয়তার আসল কারণ জানালেন কোহলি
আর মাত্র কয়েক দিন পরেই মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর। বিশ্বের সব থেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের নামি-দামি সব তারকা। এবার আইপিএলের জনপ্রিয়তা নিয়ে কথা বলেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগে বিভিন্ন বিষয় নিয়ে দেশটির জনপ্রিয় স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টসকে সাক্ষাৎকার দিয়েছেন কোহলি। সেখানে বেঙ্গালুরুর সাবেক এই অধিনায়ক বলেন, আমি আসলেই আইপিএলকে ভালোবাসি, কারণ এখানকার বন্ধুত্বপূর্ণ পরিবেশ।  ‘যেখানে অনেক নতুন ক্রিকেটারের সঙ্গে লম্বা সময় খেলার সুযোগ থাকে, যারা আপনার বাইরের দেশের। যাদের সঙ্গে হরহামেশা দেখা হয় না।’ এরপরই আইপিএলের জনপ্রিয়তা নিয়ে কোহলি বলেন, সবাই কেন আইপিএলকে ভালোবাসে তার পেছনে একটি কারণ আছে। কারণ এখানে ক্রিকেটার ও ভক্তদের মাঝে একটি যোগসূত্র আছে।  ‘অন্যদিকে আইসিসির টুর্নামেন্টগুলোতে বিভিন্ন দলের বিপক্ষে খেলতে হয়, কিন্তু প্রায় সময় সেখানে অন্য দলের ক্রিকেটারদের সঙ্গেও সেভাবে যোগসূত্র বা যোগাযোগের পরিবেশ তৈরির কোনো সুযোগ নেই।’ তিনি আরও বলেন, ‘আইপিএলে প্রতিটি দল প্রতিপক্ষ কারও সঙ্গে তৃতীয় দিন কিংবা প্রতি সেকেন্ডেও সাক্ষাৎ হতে পারে, আর এটিই আইপিএলের সৌন্দর্য। এখানে আপনাকে ভিন্ন কন্ডিশন, ভিন্ন শহর এবং ভিন্ন ভিন্ন দলের মোকাবিলা করতে হয়। টুর্নামেন্টে ভালো করতে হলে সবারই কিছু নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং এরই মাঝে কিছু সুন্দর মুহূর্ত তৈরি হয়ে যায়।’ ঘরের মাঠে চলমান ভারত–ইংল্যান্ডের চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলছেন না সাবেক এই ভারতীয় অধিনায়ক। ব্যক্তিগত কারণে তিনি বেশ কিছুটা সময় খেলার বাইরে রয়েছেন।  দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পর আসন্ন আইপিএল দিয়ে মাঠে ফিরবেন কোহলি। আইপিএলের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে তার দল বেঙ্গালুরু মোকাবিলা করবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে।
০৯ মার্চ ২০২৪, ১২:৩৮

বাকি তিন টেস্ট থেকেও সরে দাঁড়ালেন কোহলি
ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে জিতে সমতায় এনেছে ভারত। প্রথম দুই ম্যাচে খেলেননি বিরাট কোহলি। এবার পরের তিন ম্যাচে থেকেও সরে দাঁড়িয়েছেন এই তারকা ব্যাটার। শনিবার (১০ ফেব্রুয়ারি) লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজাকে ফিরিয়ে এনে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ তিন টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন ব্যাটার শ্রেয়াস আইয়ার। এ ছাড়াও ব্যক্তিগত কারণে সিরিজের বাকি তিন ম্যাচ থেকেও সরে দাঁড়িয়েছেন খেলা বিরাট কোহলি।  তবে দলের নতুন মুখ ডান-হাতি পেসার আকাশ দীপ। হায়দারাবাদে সিরিজের প্রথম টেস্টে ইনজুরিতে পড়ায় বিশাখাপতমে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে যান রাহুল ও জাদেজা। সিরিজের বাকী তিন টেস্টের জন্য দলে সুযোগ হলেও, শর্তসাপেক্ষে নেওয়া হয়েছে তাদের। বিসিসিআইর মেডিকেল টিমের ছাড়পত্র পেলেই খেলতে পারবেন রাহুল ও জাদেজা। দ্বিতীয় টেস্টে পিঠের ইনজুরিতে পড়ে পুরো সিরিজের বাকি ম্যাচ থেকেই ছিটকে গেছেন আইয়ার। তার জায়গায় খেলার সুযোগ পেতে পারেন রজত পাতিদার ও সরফরাজ খানের মধ্যে কেউ। দ্বিতীয় টেস্টে অভিষেক হওয়া পাতিদার দুই ইনিংসে মোট ৪১ রান করেছেন। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বল হাতে দারুণ পারফম্যান্সের সুবাদে প্রথমবারের মত টেস্ট দলে সুযোগ পেলেন দীপ। ভারত ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেন তিনি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের ওয়ানডে দলে সুযোগ পেলেও অভিষেক হয়নি দীপের। প্রথম শ্রেনীর ক্রিকেটে ২৯ ম্যাচে ১০৩ উইকেট শিকার করেছেন এই ডান হাতি পেসার। ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, লোকেশ রাহুল, সরফরাজ খান, রজত পাতিদার, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপ।  
১০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২২

রাজকোট-রানচিতেও খেলবেন না কোহলি
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও চতুর্থ টেস্টেও খেলবেন না ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি। এমনকি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচেও কোহলির খেলার সম্ভাবনা ক্ষীণ। ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ান কিং কোহলি। তৃতীয় টেস্ট থেকে দলে ফেরার কথা ছিল তার। কিন্তু পরের দুই টেস্টে খেলবেন না বলে ভারতীয় নির্বাচকদের জানিয়ে দেন কোহলি। শেষ তিন টেস্টের জন্য খুব দ্রুতই দল ঘোষণা করবে ভারতীয় নির্বাচকরা। কোহলির বাদ পড়াকে বড় ধাক্কাই মনে করছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসেন হুসেইন। তার মন্তব্য, কোহলি খেলতে না পারলে সেটি ভারতের জন্য বড় ধাক্কা হবে। সে না খেললে ভারতের মিডল-অর্ডার দুর্বল হয়ে পড়বে। এক্ষেত্রে সুবিধা পাবে ইংল্যান্ড। প্রথম দুই টেস্টে দারুণ লড়াই করেছে দু’দল। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ফিরতে পারেন ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচের আগের ছিটকে যাওয়া ব্যাটার লোকেশ রাহুল ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। প্রথম টেস্টে ইনজুরির কবলে পড়েন তারা। পুনর্বাসনের জন্য ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে আছেন তারা। সেখানকার চিকিৎসকদের ছাড়পত্র পেলেই তৃতীয় টেস্টে দলে সুযোগ পাবেন রাহুল ও জাদেজা।  এর আগে, হায়দ্রাবাদে প্রথম টেস্ট ২৮ রানে জিতে সিরিজ শুরু করে ইংল্যান্ড। বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্ট ১০৬ রানে জিতে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরে ভারত।  আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। শেষ দুই টেস্ট শুরু হবে ২৩ ফেব্রুয়ারি ও ৭ মার্চ।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৪

ভারতের হারে সুসংবাদ পেল বাংলাদেশ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরুর পরও হারের স্বাদ পেয়েছে ভারত। হার্টলির স্পিন ঘূর্ণিতে ভারতকে ২৮ রানে হারিয়েছে সফরকারীরা। রোমাঞ্চকর জয়ে ১-০’তে সিরিজে এগিয়ে গেল ইংলিশ শিবির। হায়দ্রাবাদ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২৪৬ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৩৬ রান করে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা ৪২০ রান তুললে ২৩১ রানের লক্ষ্য পায় রোহিত শর্মার দল। জবাবে দিতে নেমে ২০২ রানে অল-আউট ভারত। এতে ২৮ রানের জিতেছে ইংলিশরা। ম্যাচ সেরা হয়েছেন টম হার্টলি। হোম ভেন্যুতে এমন হারের পর বড় দুঃসংবাদও পেয়েছে ভারতীয় শিবির। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশেরও নিচে নেমে গেছে রোহিত শর্মার দল। হায়দ্রাবাদ টেস্টে হেরে পয়েন্ট টেবিলে চার ধাপ পিছিয়েছে ভারত। এতে টাইগারদের নিচে অবস্থান দুইবারের রানার্স-আপদের। এই টেস্টের আগে ৫৪ দশমিক ১৬ শতাংশ পয়েন্টে দুইয়ে ছিল রোহিত শর্মার দল। নতুন চক্রে চার ম্যাচের দুটিতে জিতেছিল ভারত। অন্যদিকে এক ড্রয়ের বিপরীতে এক হারের স্বাদ নিয়েছে ভারতীয় শিবির। এ ছাড়া স্লো ওভাররেটের কারণেও কিছু পয়েন্ট হারিয়েছে ভারত। হায়দ্রাবাদে হারের পর ভারতের পয়েন্ট ৪৩ দশমিক ৩৩ শতাংশ। একই দিনে ওয়েস্ট উইন্ডিজের কাছে হারের পরও টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তবে শতাংশের হিসেবে কমেছে অজিদের পয়েন্ট। ১০ টেস্টের ৬টিতে জিতেছে অজিরা।  দুই ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের তিনে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচে এক জয় ও এক হারে চারে নিউজিল্যান্ড। আর পাঁচে আছে বাংলাদেশ। চলতি চক্রে ২ ম্যাচে টাইগারদেরও জয় একটি।
২৯ জানুয়ারি ২০২৪, ১৩:৫৯

কে হবেন বর্ষসেরা ক্রিকেটার : হেড, কামিন্স, কোহলি না জাদেজা
আইসিসির ২০২৩ বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, ট্রাভিস হেড, ভারতের বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। গত বছরের পুরুষ ও নারী ক্রিকেটারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে আইসিসি। পুরুষ বিভাগে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি এবং নারী বিভাগে রাচেল হেইহো ফ্লিন্ট ট্রফি তুলে দেওয়া হবে। নারী বিভাগে মনোনয়ন পেয়েছেন শ্রীলংকার চামারি আতাপাথু, অস্ট্রেলিয়ার অ্যাশলেগ গার্ডনার ও বেথ মুনি এবং ইংল্যান্ডের ন্যাট সাইভার-ব্রান্ট। পাশাপাশি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন তালিকাও প্রকাশ করেছে আইসিসি। সেখানে জায়গা পেয়েছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও উসমান খাজা এবং ইংল্যান্ডের জো রুট। গেল বছরটি স্বপ্নের মতো কেটেছে কামিন্সের। শুধু বল হাতেই ছন্দে ছিলেন না, অধিনায়ক হিসেবে আইসিসি দুটি মেগা ইভেন্টের শিরোপা জিতেছেন তিনি। কামিন্সের নেতৃত্বে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে অস্ট্রেলিয়া। এ সময় টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে ৫৯ উইকেট শিকার করেছেন ২০১৯ সালের বর্ষসেরা এই টেস্ট ক্রিকেটার। অস্ট্রেলিয়ার দুটি মেগা ইভেন্টের শিরোপা জয়ে বড় অবদান ছিল হেডের। টেস্ট ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। বছরে তিন ফরম্যাট মিলিয়ে প্রায় ১ হাজার ৭০০ রান করেছেন তিনি। বল হাতেও গুরুত্বপূর্ণ সময় ব্রেক-থ্রু এনে দিয়েছেন হেড। তৃতীয়বারের মতো স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জয়ের বড় দাবিদার কোহলি। গেল বছর শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ড ভেঙে ৫০ শতকের মালিক হয়েছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন কোহলি। বছরে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ২ হাজার ৪৮ রান করেছেন তিনি। কোহলির সঙ্গে বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় আছেন জাদেজা। গেল বছর তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৬৬ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতেও ৬১৩ রান করেছেন জাদেজা। গেল বছর টেস্টে সর্বোচ্চ রানের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার খাজা। তিনটি সেঞ্চুরিতে ৫২ দশমিক ৬০ গড়ে ১ হাজার ২১০ রান করেছেন তিনি। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত অ্যাশেজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন খাজা। দ্য ওভালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে ১৬৩ রানের নান্দনিক ইনিংস খেলেন হেড। সারা বছর অলরাউন্ডার পারফরমেন্স করা হেড ব্যাট হাতে ৪১ দশমিক ৭৭ গড়ে ৯১৯ রান করেছেন। আইসিসি টেস্ট বোলিং আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে গেল বছর শেষ করেছেন অশ্বিন। ১৭ গড়ে ৭ টেস্টে ৪১ উইকেট নিয়েছেন তিনি। তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। সবচেয়ে বেশি চারবার ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি। গেল বছর ইংল্যান্ডের সফল ব্যাটার ছিলেন রুট। ৮ টেস্টে ৬৫ গড়ে ৭৮৭ রান করেছেন তিনি। ২০২১ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছিলেন রুট।
০৬ জানুয়ারি ২০২৪, ১০:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়