• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
এবার হাইব্রিড মডেলে কোচ নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান
গত বছর হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করেছিল পাকিস্তান। যেখানে কিছু ম্যাচ নিজ দেশে এবং বাকিগুলো অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কাতে। এবার একই মডেলে জাতীয় দলের কোচ নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপের পর থেকে স্থায়ী কোনো কোচ খুঁজে পায়নি দ্য গ্রিন ম্যানরা।  কয়েক দিন আগেই গুঞ্জন উঠেছিল শেন ওয়াটসনকে বাবর আজমের স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিতে চায় পিসিবি। তবে গণমাধ্যমে তথ্য ফাঁস হওয়ার কথা জানিয়ে পাকিস্তানের প্রধান কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। জানা গেছে, প্রধান কোচ হিসেবে চান কোনো বিদেশিকে এবং সহকারী পদে পাকিস্তানি কাউকে চান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এর আগে দেশটির গণমাধ্যমে জানানো হয়েছিল, পিসিবি বার্ষিক ২ মিলিয়ন ডলারের চুক্তিতে ওয়াটসনকে প্রধান কোচ হওয়ার ব্যাপারে আলোচনা চালাচ্ছিল। গণমাধ্যমে বিস্তারিত তথ্য চলে আসায় সেই চুক্তি সম্পন্ন করা যায়নি। এমন মন্তব্য করেছিলেন পিসিবি প্রধান। এদিকে, ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকেও পিসিবি কোচ করতে চেয়েছিল বলে জানিয়েছিল দেশটি জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান। কিন্তু তিনিও সেটি গ্রহণ করেননি। একইভাবে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডকে এবার চ্যাম্পিয়ন বানানো কোচ মাইক হেসনও বাবর-শাহিনদের কোচ হতে আগ্রহ দেখাননি। এ ছাড়াও কোচ হওয়ার আলোচনায় ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও বর্তমান টেস্ট দলের কোচ ড্যারেন সামি। তবে ক্যারিবীয় বোর্ডের সঙ্গে চুক্তি থাকায় তার পক্ষেও এখন পাকিস্তানের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। পরবর্তীতে আরেক সাবেক অজি ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে পিসিবি আলোচনায় গেলেও, এখন পর্যন্ত ইতিবাচক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের কোনো সাবেক ক্রিকেটারকে প্রধান কোচ বানাতে আগ্রহী নয়। সূত্রের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ইংল্যান্ডে বসবাস করা সাবেক দুই ক্রিকেটার আজহার মাহমুদ ও সাকলাইন মুশতাক নিশ্চিত করেছেন তাদের সঙ্গেও পিসিবি থেকেও যোগাযোগ করা হয়নি।  পিএসএলের ফাইনাল শেষে আগামী ১০ দিনের মধ্যেই পাকিস্তান দলের কোচ চূড়ান্ত করা হবে জানান পিসিবি সভাপতি নাকভি। তিনি বলেন, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আগামী সাত থেকে দশদিনের মধ্যে আমরা কোচ নিয়োগের কাজ সম্পন্ন করব। 
২২ মার্চ ২০২৪, ১৯:৩২

চোখের সমস্যা ও সাকিবের ফিটনেস নিয়ে যা জানালেন কোচ সোহেল 
বিপিএলে চোখের সমস্যা ভালো ভাবেই ভুগিয়েছে সাকিবকে। তাই শ্রীলঙ্কা সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে ফিট করতে ডিপিএল দিয়ে মাঠে ফিরেছেন দেশসেরা এই ক্রিকেটার। সাকিবের চোখের সমস্যা এবং ফিটনেস নিয়ে কথা বলেছেন শেখ জামালের কোচ সোহেল ইসলাম। সাকিবের চোখে সমস্যা নিয়ে সোহেল ইসলাম বলেন, সে যতটুকু খেলেছে আমার তো মনে হলো তার চোখে কোন সমস্যা নেই। তার ব্যাটিং এবং টেকনিক্যাল বিষয়গুলো তো ঠিক-ই আছে সব। চোখে নিয়ে সে এখন চিন্তিত না। সে প্রস্তুত হচ্ছে এখান থেকে ভালো পারফর্ম করে জাতীয় দলে যত দ্রুত ফিরতে পারে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য সাকিব কতটুকু ফিট তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। তবে চট্টগ্রাম টেস্টের আগে সাকিব চাইলেই ফিট হয়ে উঠবেন বলেন মনে করেন এই কোচ। তিনি বলেন, অনেক দিন ধরেই সে মাঠের বাইরে। ম্যাচ ফিটনেস আসলে ম্যাচ খেলে খেলেই প্রমাণ করতে হয়। যেহেতু সামনে এনসিএল কিংবা বিসিএলের কোন খেলা নেই, তাই তাকে টেস্ট খেলতে হবে এবং নিজেকে প্রমাণ করতে হবে। অভিজ্ঞ ক্রিকেটার হওয়ায় সে জানে লঙ্গার ক্রিকেট খেলতে কেমন ফিটনেস প্রয়োজন।  ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ড শেষ। এর মাঝে সবগুলো ম্যাচেই বেশ ভালোভাবে জয় তুলে নিয়েছে চ্যাম্পিয়ন রেসে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু এতোদিন তারা মাঠে পায়নি তাদের সবচেয়ে বড় তারকার সার্ভিস। কারণ, ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কা সিরিজ থেকে বিশ্রাম নেয়ার পাশাপাশি ডিপিএল থেকেও এতোদিন দূরে ছিলেন সাকিব আল হাসান। এ পুরোটা সময় নিজের নির্বাচনী এলাকায় নানা কাজ, সংসদ অধিবেশন, বিজ্ঞাপনী কমিটমেন্ট এবং পরিবার নিয়েই ব্যস্ত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে টেস্ট সিরিজের দল ঘোষণার পর ক্রীড়ামন্ত্রী এবং বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেছে সাকিব। সেখানে টেস্ট খেলতে বিসিবি বসের অনুমতি চেয়েছেন তিনি।  তাই ধারণা করা হচ্ছে চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন টাইগার পোস্টারবয়। সিলেট টেস্ট শেষ হতে ডিপিএলে আরও কয়েক রাউন্ড ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব। 
২১ মার্চ ২০২৪, ১৬:৪৮

টাইগারদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ন্যাথান কাইলি
বাংলাদেশ জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে ন্যাথান কাইলিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছরের চুক্তিতে আগামী ১৫ এপ্রিল থেকে কাজ শুরু করবেন তিনি। চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে এর আগে কাজ করার অভিজ্ঞতা আছে কাইলির।  সোমবার (১১ মার্চ) এক বিবৃতিতে ন্যাথান কাইলিকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে বর্তমানে অস্ট্রেলিয়ার রাগবি ক্লাব ব্রিসবেন ব্রনকোসের এনআরএল অ্যাথলেটিক পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করছেন কাইলি।   এর আগে ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ৩ বছর ৪ মাস ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন তিনি। সেখানে কিছু সময়ের জন্য ব্যাটিং কোচ হিসেবে হাথুরুসিংহেকে পেয়েছিলেন এই অস্ট্রেলিয়ান।   এ ছাড়া সিডনি সিক্সার্স নারী দলের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। অস্ট্রেলিয়ান স্ট্রেংথ ও কন্ডিশনিং অ্যাসোসিয়েশন (এসসিএ) থেকে লেভেল-২ সার্টিফিকেট পেয়েছেন কাইলি।
১১ মার্চ ২০২৪, ২০:২৯

বাবর-রিজওয়ানদের কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার
গত এক বছরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন পদে একাধিক বার পরিবর্তন এসেছে। ভারত বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর বাবর আজমদের কোচ থেকে সরিয়ে দেওয়া হয় গ্র্যান্ট ব্র্যাডবার্নকে। তারপরও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে পুরোপুরি ব্যর্থ হয় দ্য গ্রিন ম্যানরা। দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই আগে ভাগেই দলের সবকিছু শক্তিশালী করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই পাকিস্তান দলের দায়িত্ব তুলে দিতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার শেন ওয়াটসনকে। এই তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেট পাকিস্তানসহ দেশটির বেশ কয়েকটি জনপ্রিয় গণমাধ্যম। ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়াটসনকে কোচ করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছে পিসিবি। এখন কেবল নতুন চেয়ারম্যান মহসিন রাজা নাকভির সিদ্ধান্তের অপেক্ষায় তারা। চলতি পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়াটসন। দলের অবস্থানও ভালো পর্যায়ে। তাই সব দিক বিবেচনা করেই এই অজি কিংবদন্তিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে পাকিস্তান। সবকিছু ঠিক থাকলেও এই সিরিজ থেকেই শুরু হতে পারে পাকিস্তান ক্রিকেটের ওয়াটসন অধ্যায়। মোহাম্মদ হাফিজের স্থলাভিষিক্ত হবেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার দেশের হয়ে ২০০৭ আর ২০১৫ সালে দুটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। এ ছাড়াও জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স ট্রফিও। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া ওয়াটসন কোচ হিসেবেও বেশ সফল। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করিয়েও বেশ সুনাম কুড়িয়েছেন। ৪২ বছর বয়সী সাবেক এই অজি অলরাউন্ডার পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে শিরোপা জিতেছেন।
০৮ মার্চ ২০২৪, ১৬:৪৭

জাতীয় দলের কোচ না হওয়ার আসল কারণ জানালেন সালাউদ্দিন
বাংলাদেশের সেরা কোচদের তালিকায় সবার শীর্ষে সালাউদ্দিন। যার হাত ধরে সাকিব-তামিমদের মতো তারকা ক্রিকেটার উঠে এসেছিল। তবে জাতীয় দলের হয়ে কাজ কারার সুযোগ পাননি। এ বিষয়ে বিসিবিকে যত বারই প্রশ্ন করা হয়েছে, একই জবাব দিয়েছে তারা। কয়েক দিন আগেও সালাউদ্দিনকে কেনো জাতীয় দলের দায়িত্বে দেখা যায় না, এমন প্রশ্ন করা হয়েছিল ক্রীড়া প্রতিমন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে। সে সময় তিনি জানিয়েছিলেন, কোচ হওয়ার জন্য সালাউদ্দিন নিজেই আগ্রহী নন। অথচ সালাউদ্দিন কেনো আগ্রহী নন সেটাই বুঝতে চায় না বিসিবি। বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে সর্বদাই প্রাধান্য পেয়ে থাকেন বিদেশি কোচরা। তবে সালাউদ্দিনও হেড কোচ ছাড়া অন্য কোনো পদে কাজ করবেন না। যা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি। সোমবার (৪ মার্চ) এক সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেন, সত্যি বলতে, এখন আমার অন্য কারও অধীনে কাজ করার বয়স নেই। সহকারী কোচ হলে অনেক বেশি পরিশ্রম করার পাশাপাশি অনেক সময় দিতে হবে। যেটা এখন আমি দিতে পারব না এবং অন্য কারও অধীনে কাজ করার মানসিকতাও এখন আর নেই। হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হওয়ার পর ব্যাটিং-বোলিং কোচসহ বেশ কয়েকটি পদে পরিবর্তন এনেছে বিসিবি। এমন পরিবর্তনের ব্যাখ্যাও দিয়ে তিনি বলেন, হাথুরুসিংহের ব্যাপারে আমি যা বুঝেছি যে, অন্য কোচরা তার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না।  ‘আমি যেমন মানসিকতার তাতে আমাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। অন্য কেউ আমার কাজে প্রভাব বিস্তার করলে আমার জন্য কাজ করা কঠিন হয়ে দাঁড়াবে। এ কারণেই আমি নাম দিইনি।’  তিনি আরও বলেন, আমি যতটুকু শুনেছি যে, তারা হাথুরুর সঙ্গে কাজ করতে চায় না। যদি তারাই কাজ না করতে চায়, তাহলে আমি কীভাবে করবো।
০৪ মার্চ ২০২৪, ১৯:৪৮

টি-টোয়েন্টিতে যাদের ফেভারিট বললেন কোচ সিলভারউড
বিপিএল শেষ না হতেই টাইগারদের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে পা রেখেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজে নিজেদেরকেই ফেভারিট মনে করছেন লঙ্কান হেড কোচ ক্রিস সিলভারউড।   রোববার (৩ মার্চ) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে টাইগারদের বিপক্ষে সিরিজ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন লঙ্কান কোচ। তিনি বলেন, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। দুটি দলই ভালো। অতীতে যা হয়েছে, আমার কাছে তা ইতিহাস। সেটা পেছনেই চলে গেছে। সামনে বিশ্বকাপ আছে, তাই নিজেদের প্রস্তুত হতে হবে। দুই দলের ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে তিনি বলেন, প্রত্যেক দলই এখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আমরাও বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি। যেটা বললাম, খুবই রোমাঞ্চকর একটা সিরিজের আশা করছি। দুই দলেই আছে কয়েকজন ভয়ংকর ক্রিকেটার। তাই দারুণ মজা হবে।  এই সিরিজে ফেভারিট কে এমন প্রশ্নের জবাবে সিলভারউড বলেন, আমি তো বলব শ্রীলঙ্কাই ফেভারিট। তবে যা বললাম, দুই দলই খুব ভালো। সিরিজ জেতা তাই অনেক কঠিন হবে। আমরা সেরা ক্রিকেট খেলতে চাই।’  নিজের দল নিয়ে এই কোচ আরও বলেন, আমরা আমাদের শক্তির দিকে নজর রাখছি, নিজেদের পারফরম্যান্সে গুরুত্ব দিচ্ছি। টি-টোয়েন্টিতে আমরা ভালো করছি, সেই ধারাবাহিকতাটাই রাখতে চাই। একটি দল হিসেবে আমাদের গড়ে উঠতে হবে। বিশ্বকাপের আগে আমাদের নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট প্রতিষ্ঠিত করতে চাই। আমরা শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার মতোই খেলতে চাই।
০৩ মার্চ ২০২৪, ২০:০০

হামজার বাংলাদেশের হয়ে খেলা নিয়ে যা জানালেন কোচ কাবরেরা
কয়েকদিন আগেই জানা গিয়েছিল সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা হামজার। তবে আসলেও ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার বাংলাদেশের হয়ে খেলবেন কিনা তা পরিষ্কার করেনি বাফুফে। কিন্তু লাল-সবুজের জার্সিতে হামজার খেলা নিয়ে আশাবাদী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। মার্চে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করবে কাবরেরার শিষ্যরা। সে লক্ষ্যে শনিবার (২ মার্চ) ঢাকা ত্যাগ করবে তারা।  তাই বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বাফুফে ভবনে এই সফর সংক্রান্ত সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। যেখানে কাবরেরাকে হামজার প্রসঙ্গে জিজ্ঞাস করা হলে তিনি বলেন, আমার মনে হয়, আমরা হামজাকে নিয়ে ইতিবাচক হতেই পারি। তবে এ ব্যাপারে বাফুফে আরও ভালো করে বলতে পারবে।  ‘মার্চ বা জুনের উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে খেলতে পারবে কি না, সেটি হয়তো অপ্রাসঙ্গিক। কিন্তু এটা বলাই যায়, হামজা বাংলাদেশের হয়ে খেলবে। শিগগিরই হামজার ব্যাপারটি বাস্তব হয়ে যাবে।’ সম্প্রতি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদও হামজার ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছিলেন হামজার সঙ্গে বাফুফে কথাবার্তা বলছে। নাবিল দাবি করেছিলেন, হামজা বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী, এ ব্যাপারে দুই পক্ষের কথাবার্তাও অনেক দূর এগিয়েছে।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৪

নতুন কোচ পেল বাংলাদেশ
নানান নাটকীয়তা শেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ জাতীয় দলের নতুন ব্যাটিং ও বোলিং কোচ। বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন আন্দ্রে অ্যাডামস। অন্যদিকে নতুন ব্যাটিং কোচ হয়েছেন ডেভিড হ্যাম্প। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাই-পারফরম্যান্স (এইচপি) প্রধান কোচ ডেভিড হেম্পকে জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ২০২৩ সালের মে থেকে এইচপি প্রধান কোচ হিসাবে কাজ করছেন তিনি। এ ছাড়া গত বছর নিউজিল্যান্ডে খন্ডকালীন ব্যাটিং কোচ হিসাবে জাতীয় দলের সঙ্গে সফর করেছিলেন। নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসকেও জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। দুজনেই দুই বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করবেন। ইসিবি লেভেল-৪ কোচিং শেষ করেছেন হেম্প। গ্ল্যামরগান, ফ্রি স্টেট এবং ওয়ারউইকশায়ারের হয়ে ১৫ হাজার ৫০০ রান করেছেন তিনি। দলের হয়ে ২৪টি ওয়ানডে খেলেছেন তিনি। এর আগে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তান নারী জাতীয় দলের প্রধান কোচ ছিলেন এবং নারী বিগ ব্যাশে ভিক্টোরিয়া স্টেট এবং মেলবোর্ন স্টারদের প্রধান কোচের ভূমিকায়ও ছিলেন।  অন্যদিকে অ্যাডামস ৪৭ ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশে যোগ দেওয়ার আগে নিউজিল্যান্ড হোয়াইট ফার্নসের বোলিং কোচ ছিলেন। এক দশকের কোচিং ক্যারিয়ারে পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজে ব্ল্যাক-ক্যাপসদের বোলিং কোচ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২২-২৩ সিরিজে অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন। অ্যাডামস ২০১৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ান শেফিল্ড শিল্ডে নিউসাউথ ওয়েলস ব্লুজের প্রধান বোলিং কোচ ছিলেন।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৩

কোচ সালাউদ্দিনের সাফল্যের রহস্য উন্মোচন করলেন লিটন
বিপিএলের আগের নয় আসরে সর্বোচ্চ চার বার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দশম আসরেও ফাইনালের টিকিট পেয়েছে তারা। দলটির অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে কাজ করে আসছেন প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দেশসেরা এই কোচ কেনো অন্য সবার থেকে আলাদা এবং সফল তা প্রকাশ করেছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সংবাদ সম্মেলনে এসে লিটন বলেন, আমার মনে হয় রংপুর তো কুমিল্লার মতনই কাছাকাছি। তারাও একই কোচিং স্টাফ, প্রায় একই প্লেয়ার নিয়ে অনেক দিন যাচ্ছে।  ‘আমার মনে হয় (সালাউদ্দিন) স্যারের কিছু ধরাবাঁধা নিয়ম আছে স্যার এক প্লেয়ারকে অনেক দিন সুযোগ দেয়। এটা স্বাভাবিক হওয়া উচিত। আপনি একটা প্লেয়ারকে এক সিজনে জাজ করতে পারবেন না।' কোচ সালাউদ্দিনের মানসিকতা নিয়েও প্রশংসা করেছেন এই টাইগার ব্যাটার। তিনি বলেন, স্যার দেখে সবাই ঘরোয়া ক্রিকেটও খেলে। আমার মনে হয় এদিক দিয়ে ভালো। তার থেকে বড় জিনিস আমরা সবাই খুবই ফ্রেন্ডলি।  ‘আমাদের ম্যানেজমেন্ট থেকে যদি কোনো ছেলে নতুন আসে সে কখনওই বুঝবে না যে আমরা এত সিনিয়রদের সাথে বসে আড্ডা মারতেসি। সবাই অনেক ফ্রি, স্যার অনেক ফ্রি মাইন্ডের। একটা প্লেয়ারকে যদি স্বাধীনতা দেন খেলো, মজা করো। তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। এদিক দিয়ে সালাউদ্দিন স্যার বেস্ট।’  
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৩

বিপিএল নিয়ে বোমা ফাটালেন কোচ হাথুরুসিংহে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মান নিয়ে প্রশ্ন তোলা নতুন কোনো বিষয় নয়। যা নিয়ে ভক্ত-সমর্থকদের মনে আক্ষেপের শেষ নেই। এতে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন বিপিএল গর্ভনিং কমিটি। এবার বিপিএল নিয়ে বোমা ফাটালেন টাইগার হেড কোচ হাথুরুসিংহে। বিপিএল শেষ করে শ্রীলঙ্কা সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তাই ছুটি শেষ করে ঢাকায় ফিরেছেন লঙ্কান হেড মাস্টার। এরপর জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএল নিয়ে রীতিমত ক্ষোভ ঝেড়েছেন হাথুরু।  বাংলাদেশ কেন টি-টোয়েন্টিতে বিশ্বমানের দল হতে পারছে না? কোচ হিসেবে কেমন মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করছেন? এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, উপায় নেই তো! আমাদের একটা সঠিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। শুনতে খারাপ লাগবে, কিন্তু মাঝে মাঝে বিপিএল দেখতে গিয়ে আমি টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো কোনো ক্লাসেরই না। বিপিএলে ভালোমানের বিদেশি খেলোয়াড় আসছেন কম। যারাও আসছেন, পুরো টুর্নামেন্ট খেলছেন না। যার যখন ইচ্ছে হুট করে চলে যাচ্ছেন আরেক টুর্নামেন্টে। খেলোয়াড়দের আসা-যাওয়ার মধ্যেই দল সাজাতে হচ্ছে। ফলে স্থিতিশীলতা থাকছে না টুর্নামেন্টের। খেলোয়াড়দের ইচ্ছামতো আশার যাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছেন টাইগার কোচ। তিনি বলেন, এই সিস্টেম নিয়ে আমার ঘোর আপত্তি আছে। আইসিসির এটা দেখা উচিত। বোর্ডেরও আমাদের জন্য কিছু করা উচিত। নিয়মনীতি থাকা দরকার।  একজন খেলোয়াড় একটি টুর্নামেন্টে খেলছে, আবার খেলছে আরেক টুর্নামেন্টে। যেন সার্কাসের মতো। খেলোয়াড়রা সুযোগের কথা বলবে, এটা ঠিক নয়। এতে মানুষ আগ্রহ হারায়, আমি যেমন হারিয়েছি। বিপিএলে বিদেশি ক্রিকেটাররা সুযোগ পেলেও বাংলাদেশিদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ সুযোগ পায় না। তাই বিসিবিকে নতুন প্রস্তাব দেন। হাথুরু বলেন, আমাদের একটা টুর্নামেন্ট দরকার যেখানে আমাদের খেলোয়াড়রা কিছু করতে পারবে-ধরুন বাংলাদেশি ব্যাটার সেরা তিনের মধ্যে ব্যাট করলো, বোলাররা ডেথে বল করার সুযোগ পেলো। তা না হলে তারা এসব কোথায় শিখবে? তিনি আরও বলেন, আমার আদর্শ পরামর্শ হলো, বিপিএলের আগে আরেকটা টুর্নামেন্ট হোক। এখানে তো ফ্র্যাঞ্চাইজি যা চাচ্ছে, তাই করছে। আমাদের কয়েকজন সেরা খেলোয়াড়ও খেলতে পারছে না। তাহলে আপনি কিভাবে আশা করেন, আমরা অন্য দলগুলোর মতো হবো? আমি কঠিন এক যুদ্ধ করছি।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়