• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
এক পরিবারের ১৩ শিশুর প্রাণ কেড়ে নিলো ইসরায়েল
দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে বিমান হামলা চালিয়ে এক পরিবারের ১৩ শিশুসহ ১৫ জনকে হত্যা করেছে ইসরায়েল। গাজা হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (২১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়। ইসরায়েলি বাহিনী রাফাহ অঞ্চলে পরপর দুবার বিমান হামলা চালায়। এতে এক পরিবারের ১৩ জন শিশুসহ দুইজন নারী নিহত হয়েছেন। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজার ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন মানুষকে হত্যা করে হামাস। পাশপাশি জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় ২৪২ জনকে। এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। দখলদারদের এমন হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে নারী ও শিশুর সংখ্যাই ২৪ হাজারের বেশি। বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখ মানুষ। ২২৯টি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।  
২১ এপ্রিল ২০২৪, ১৯:৩৪

সব কেড়ে নিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা
ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন স্বজনকে দেখতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনাবাজারে এসে বাসের জন্য অপেক্ষা করেন কৃষক আলম মিয়া। কিছুক্ষণ পর ময়মনসিংহ থেকে একটি যাত্রীবাহী বাস আসলে কয়েকজন যাত্রীকে বাসে দেখে তিনিও ওই বাসে ওঠে বসেন। বাসটি জৈনাবাজার ছেড়ে কিছু দূর যাওয়ার পর বাসে থাকা কয়েকজন যাত্রীবেশি ছিনতাইকারী তার গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে তাকে মারধর করে তার কাছে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় বাসে থাকা ছিনতাইকারীরা। সম্প্রতি রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ছিনতাইকারীরা এ কৃষকের কাছ থেকে সব কেড়ে নেয়। ঘটনার শিকার আলম মিয়া শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে। ওই দিন ভোর সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মধ্যরাতে বা ভোরের আলো ফোটার আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পথচারী ও বাসযাত্রীদের আতঙ্ক হলো এসব যাত্রীবেশি ছিনতাইকারী। প্রায়ই ভোররাতে খালি বাস নিয়ে ছিনতাই করেন তারা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোনো স্থান থেকে যাত্রীকে বাসে তুলে মারধর ও ছুরিকাঘাত করে নগদ টাকাসহ মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে একাধিকবার। গত ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) ভোর সাড়ে ৫টা। মুদি ও মুনিহারী ব্যবসায়ী সিরাজ মিয়া (৫৫) দোকানের মালামাল কেনার জন্য জৈনাবাজার থেকে গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে আসা একটি অজ্ঞাত যাত্রীবাহী বাসে উঠেন। ওই বাসে ৪-৫ জন যাত্রী ছিলেন। বাসটি মাওনা চৌরস্তা উড়াল সেতুর ওপর উঠার সঙ্গে সঙ্গে বাসে বসে থাকা ওই ৪-৫ জন যাত্রী বাসের দরজা বন্ধ করে তার মুখ বেঁধে গলায় গামছা পেঁচিয়ে সিটের সঙ্গে বেঁধে ফেলেন। এ সময় তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। হামলাকারীরা তার জ্যাকেটের বুক পকেটে থাকা মালামাল কেনার জন্য নগদ ৫০ হাজার টাকা, একটি মোবাইল ছিনিয়ে নেন। পরে তাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার ২নং সিএন্ডবি বাজারের ১০০ গজ সামনে নিয়ে বাস থেকে ফেলে দিয়ে বাসটি দ্রুতগতিতে চলে যায়। ফেলে দেওয়ার আগে এ ঘটনা কারো সঙ্গে শেয়ার করলে তাকে খুন করে ফেলবে বলেও হুমকি দেয় ওই ছিনতাইকারীরা। ভুক্তভোগী সিরাজ মিয়া গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের জন্দর আলীর ছেলে। তিনি জৈনাবাজার আমিন সুপার মার্কেটের মুদি ও মনোহারি ব্যবসায়ী। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে ওইদিন রাতে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেন। গভীর রাত থেকে ভোর পর্যন্ত ৪-৫ জন একসঙ্গে গাড়িতে থেকে বাসে একা যাত্রী পেলে এভাবে ছিনতাই করে এই ছিনতাইকারী চক্রটি। এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পণ্ডিক জানান, আমার নিজের এক আত্মীয়ও এ ধরনের ঘটনার শিকার হয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহবুব মোর্শেদ বলেন, ছিনতাইয়ের বিষয়গুলো লোকাল (শ্রীপুর) থানা পুলিশ দেখবে। আমরা হাইওয়ে থানা পুলিশ এগুলো দেখি না। তিনি ভুক্তভোগীদের শ্রীপুর থানায় অভিযোগ দেওয়ার জন্য এ প্রতিনিধিকে পরামর্শ দেন।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩১

ভক্তের ফোন কেড়ে নিয়ে যা করলেন দক্ষিণী সুপারস্টার (ভিডিও)
দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার অজিত কুমার। রুপালী পর্দার বাইরে নিজের ব্যক্তিগত জীবনকে গোপন রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্তও ব্যবহার করেন না এই অভিনেতা। ভক্তদের সঙ্গে মাঝে মধ্যেই বিরক্ত হয়ে বাজে আচরণ করেন। এবার এক ভক্তের ফোন কেড়ে নিলেন অজিত। তবে কি এমন ঘটলো যে, ভক্তের ফোনই কেড়ে নিলেন অজিত? এমন প্রশ্নে রীতিমতো রহস্যের জট বেঁধেছে তার ভক্ত-অনুরাগীদের মনে। জনসাধারণের কাছ থেকে বরাবরই নিজেকে দূরে সরিয়ে রাখেন এই অভিনেতা। কোনো চলচ্চিত্রের অনুষ্ঠানে যোগ দেওয়া তো দূরের কথা, সিনেমার প্রচারণাতেও কখনও দেখা যায় না তাকে। তারপরও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সিনেমা নিয়ে মেতে থাকেন ভক্তরা। এমনকি অডিও লঞ্চ এবং প্রি-রিলিজ ইভেন্টের মতো প্রচারমূলক ইভেন্ট ছাড়াই তার চলচ্চিত্রগুলো ব্লকবাস্টার হয়ে ওঠে। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, বর্তমানে দুবাইতে পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন অজিত। আর সেখানে এক ভক্তের সঙ্গে অদ্ভুত ব্যবহার করতে দেখা গেছে তাকে। মুহূর্তেই অজিতের এমন কীর্তির ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, অজিতের কাছে গিয়ে এক ভক্ত তার ভিডিও করতে শুরু করলে, অভিনেতা সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে ফোন কেড়ে নেয় এবং সেই ভিডিও মুছে দেন। আর এই পুরো বিষয়টির ভিডিও আবার ধারণ করেছেন আরেকজন ব্যক্তি। ভিডিওটি দেখে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ব্যক্তিগত জীবনের যুক্তি টেনে অজিতের পক্ষেই কথা বলেছেন নেটিজেনদের একাংশ। অন্যদিকে অনেকেই আবার অভিনেতার এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন।    এর আগে, করোনা মহামারি চলাকালীন সময়ে এক ভক্ত তার কাছে ছবি তোলার চেষ্টা করলে তার ফোন কেড়ে নিয়েছিলেন অজিত। মহামারি প্রোটোকল ভেঙে ফেলায় সে সময় ব্যাপক ক্ষুব্ধ হয়েছেপকেই অভিনেতা। এমনকি ভক্তকে কড়া হুঁশিয়ারি দিতেও দেখা যায় তাকে। পরে ভক্তের কাছে ফোন ফেরত দেওয়া হয়। প্রসঙ্গত, অজিত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থুনিভা’। পরবর্তীতে মাগিজ থিরুমেনি পরিচালিত ‘ভিদামুইয়ারচি’—এ দেখা যাবে এই অভিনেতাকে। এই সিনেমায় অজিত ছাড়াও তৃষা, অর্জুন এবং রেজিনা ক্যাসেন্দ্রা প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। চলতি বছরেই মুক্তি পাবে সিনেমাটি।    সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস   
০৬ জানুয়ারি ২০২৪, ১৬:৩৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়