• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
উঠান বৈঠকে ককটেল হামলা, কুসিক মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
জমে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন। প্রচার প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ। এরই মধ্যে টেবিল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী মনিরুল হকের উঠান বৈঠকে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে মনিরুল হকের মালিকানাধীন হোটেলে ভাঙচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তিনি।  সোমবার (৪ মার্চ) রাত ১০টায় প্রার্থীর নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হামলার জন্য বাস প্রতীকের প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন মনিরুল হক। প্রার্থী মনিরুল হক অভিযোগ করেন, সোমবার বাদ আসর কুমিল্লা নগরীর ৯নং ওয়ার্ড বাগিচাগাঁও এলাকায় ঘড়ি প্রতীকের পক্ষে উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শুরুর পূর্বে মানুষজন যখন এখানে জড়ো হন তখনই পার্শ্ববর্তী একটি ভবনের ছাদ থেকে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ ছাড়াও একজন যুবক বোরকা পড়ে বৈঠকে হামলার চেষ্টা করে। মনিরুল হক সাক্কু অভিযোগ করেন, বাগিচাগাঁওয়ে উঠান বৈঠকে হামলার কিছুক্ষণ পরে নগরীর রেসকোর্স এলাকায় অবস্থিত তার মালিকানাধীন হোটেল রেডরুফ-ইন-এ হামলা চালানো হয়। এ সময় হোটেলে ভাঙচুরসহ হোটেলটির সুপারভাইজার কবির হোসেন, স্টাফ ফারুক, রুহুল আমিন ও নাসিরকে পিটিয়ে আহত করা হয়। তিনি অভিযোগ করেন, সরকার দলীয় সমর্থক বাস প্রতীকের প্রার্থীর লোকজন এ হামলা চালিয়েছে।  এছাড়াও গত শুক্রবার থেকে প্রতিদিনই তার উঠান বৈঠকে হামলা ও কর্মীদের মারধর করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 
০৫ মার্চ ২০২৪, ০৭:০১

কুসিক উপনির্বাচনে ৪ মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ 
কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।  শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কুমিল্লা নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।   জানা গেছে, মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা বাস প্রতীক পেয়েছেন, দুবারের সাবেক মেয়র বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি, বহিষ্কৃত বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তামিম হাতি প্রতীক পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারবেন। আগামী ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  কুমিল্লা সিটি কর্পোরেশনের ২ লাখ ৪২ হাজার ৬৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৯

কুসিক উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) শেষ দিন বেলা ১১টা থেকে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেন। মনোনয়নপত্র জমা দিয়েছেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা, সাবেক মেয়র ও বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র জমা দেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারেক আবদুল্লাহ, দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন মহানগর স্বেচ্ছাসেবক সেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দীন কায়সার ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম। কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের রিটার্নিং কমকর্তা মো. ফরহাদ হোসেন জানান, মেয়র পদে ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন শেষ দিন পর্যন্ত ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। আগামী ১৫ ফেব্রুয়ারি যাচাই ও ৯ মার্চ এই সিটিতে মেয়র পদে ইভিএমএ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়