• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
কাস্টমস কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কাস্টমস কর্মকর্তাকে মারধরের ঘটনায় হৃদয় (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হৃদয় উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর গ্রামের ইদন মিয়ার ছেলে।  শুক্রবার (১৫ মার্চ) বিকেলে এ মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা প্রধান মো. কামরুল পারভেজ বাদী হয়ে শনিবার চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আলম।  জানা গেছে, শুক্রবার বিকেলে ভারত থেকে আসা এক বা একাধিক যাত্রী সাত থেকে আটটি বড় ব্যাগে (লাগেজ) করে ভারত থেকে ওই লাগেজগুলো কাস্টমসের লাগেজ স্ক্যানিংয়ের কক্ষে না দিয়ে কৌশলে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে সহকারী রাজস্ব কর্মকর্তা প্রধান মো. কামরুল পারভেজের নেতৃত্বে তিনজন ওই অটোরিকশাটির গতিরোধ করে। লাগেজগুলো চেকিং করার জন্য কাস্টমসে ফেরত নিতে বলেন। এমন সময় পেছন থেকে মোটরসাইকেলে এসে কয়েকজন যুবক কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলা করেন। আহতরা হলেন কাস্টমসের সিপাহী পদে কর্মরত মো. জুম্মন ও মো. ইমন মিয়া।   আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আলম বলেন, কাস্টমসের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় চারজনকে আসামি করে মামলা দিয়েছে। রাতেই এজাহারনামীয় একজনকে আটক করা হয়েছে। বাকিদেরকে আটকের চেষ্টা চলছে।
১৬ মার্চ ২০২৪, ১৭:৩১

লাগেজ পার্টির হামলায় কাস্টমস কর্মকর্তাসহ আহত ৩
ভারত থেকে লাগেজে করে আনা বিপুল পরিমাণ পণ্য রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে যাওয়ার সময় আটক করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কাস্টমসের একজন সহকারী রাজস্ব কর্মকর্তাসহ দুই সিপাহীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় চোরাকারবারিদের হামলায় কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা কামরুল পারভেজ, সিপাহী জুম্মান ও ইমন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৫টায় এ ঘটনার খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় রাতেই আখাউড়া থানায় অভিযোগ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আখাউড়া কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভারত থেকে একদল লাগেজ চোরাকারবারি আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে দেশে আসে। এ সময় লাগেজ পার্টির সদস্যরা মিলে কাস্টমস স্ক্যানিং মেশিনে ব্যাগ না নিয়ে অটোরিকশা ও মোটরসাইকেলে পণ্য বোঝাই ব্যাগ রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে আখাউড়া কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা কামরুল পারভেজ তার দুই সিপাহী নিয়ে মোটরসাইকেলে তাদের পিছু ধাওয়া করে বন্দর এলাকার বঙ্গেরচর নামক স্থানে আটক করেন। এ সময় কাস্টমস স্ক্যানিং না করে ব্যাগগুলো নিয়ে আসায় কাস্টমস কর্মকর্তা চ্যালেঞ্জ করলে লাগেজ চোরাকারবারিরা কাস্টমসের ওই কর্মকর্তা এবং সিপাহীদের ওপর হামলা চালায়। এ সময় ভারতীয় পণ্য বোঝাই লাগেজ ছিনিয়ে নিয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়্যুম জানান, বন্দর এলাকার বাসিন্দা কবীর, আওলাদ, রিপন ও হৃদয় ওরা লাগেজ পার্টির চিহ্নিত সদস্য। ভারতীয় একাধিক পাসপোর্টধারী লাগেজ চোরাকারবারি প্রতিদিন ওদের সহযোগিতায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য এনে সরকারের লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১৬ মার্চ ২০২৪, ১১:৩০

গাজীপুরে কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমসের উপকমিশনার বিল্লাল হোসেন ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। সোমবার (৪ মার্চ) দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক বায়েজিদুর রহমান খান বাদী হয়ে মামলা দুটি করেন। বিল্লাল হোসেন বর্তমানে রংপুর কাস্টমস হাউজে ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস মহাখালী ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটে কর্মরত। মামলার এজাহার থেকে জানা যায়, বিল্লাল হোসেন ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের সম্পদের তথ্য চেয়ে দুর্নীতি দমন কমিশন থেকে সম্পদ বিবরণী জারি করা হয়। পরে তিনি ২০২০ সালে ২৭ ডিসেম্বর সম্পদ বিবরণী দাখিল করেন। তার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে উপকমিশনার বিল্লাল হোসেনের নামে ৫১ লাখ ৩৮ হাজার ৮১৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পান। আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে বিল্লাল হোসেনের নামে দুর্নীতি দমন কমিশন মামলা করে। এজাহারে আরও উল্লেখ করা হয়, সম্পদ বিবরণী যাচাইকালে বিল্লাল হোসেনের স্ত্রী চিকিৎসক জান্নাতুল ফেরদৌসের নামে ৫৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপনসহ এক কোটি ১৩ লাখ এক হাজার ৮৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছেন অনুসন্ধানকারী কর্মকর্তা। ওই সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিল্লাল হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের নামেও আরেকটি মামলা করা হয়।
০৫ মার্চ ২০২৪, ০৬:৪০

লালমনিরহাটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন
‘মিলে নবীন-পুরনো অংশীজন কাস্টমস করবে লক্ষ্য অর্জন’এ প্রাতিপাদ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন করা হয়েছে।  দিবস উপলক্ষে শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস কর্তৃপক্ষ। শুরুতে সকালে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের ওপারে ভারতের চ্যাংরাবান্ধা স্থল শুল্ক স্টেশন ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় উভয় শুল্ক স্টেশন, বিজিবি-বিএসএফ ও স্থল বন্দরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে সকাল ১১টায় বুড়িমারী স্থলবন্দরের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যুগ্ম কমিশনার মোহাম্মদ আরিফুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ। অন্যান্যদের মধ্যে বুড়িমারী কাস্টমসের সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান, বুড়িমারী ইউনিয়নের চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠুসহ স্থানীয় ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
২৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫৪

হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
মিলে নবীন-পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।  শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বন্দরের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে (ভারত-বাংলাদেশের) দুই দেশের কাস্টমস কর্মকর্তারা। দিনাজপুর কাস্টমসের সহকারী কমিশনার  দীবাকর হালদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট) জিয়াউর রহমান খান। এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিনসহ বন্দরের সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।  এ সময় বক্তারা বলেন, তারা ভারত থেকে এই বন্দর দিয়ে মোটরসাইকেলের পার্টস ও ফল আমদানি করতে কাস্টমসের সহযোগিতা চান। দেশের অর্থনীতিতে কাস্টমসের গুরুত্ব অনেক। বন্দর থেকে দ্রুত পণ্য ছাড় করণের সহযোগিতার পাশাপাশি রাজস্ব আহরণের কাস্টমস কর্তৃপক্ষের সহযোগিতাও চান ব্যবসায়ীরা।  
২৬ জানুয়ারি ২০২৪, ১৪:৫৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়