• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ সামসু মিয়া (৬৫) নামের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।  সামসু মিয়া হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সেনপাড়া এলাকার জাফর আলীর (জুলন) ছেলে। তিনি কালিয়াকৈরে থাকতেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, ২০০৩ সালে কালীগঞ্জ থানায় হত্যা মামলায় তার ৩০ বছরের কারাদণ্ড হয়। বৃহস্পতিবার ভোরে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৬টায় তিনি মারা যান। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলছে।
২৫ জানুয়ারি ২০২৪, ১৪:১৫

কাশিমপুর কারাগারে বন্দি নারী হাজতির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রাশিদা বেগম (৫১) নামের এক নারী হাজতির মৃত্যু হয়েছে।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় দিন চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মারা যান ওই নারী।  আরও পড়ুন : চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী প্রচারের সময় দুজনকে ছুরিকাঘাত   জানা যায়, রাশিদা বেগমকে ১৫ দিন আগে রাজবাড়ীর পাংশা থানার পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে রাজবাড়ী কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। রাশিদা বেগম পরিবারের সঙ্গে পাংশা থানার চাঁদপুর গ্রামে বসবাস করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।  আরও পড়ুন : মানিকগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে কৃষকের মাঝে পাওয়ার টিলার বিতরণ   মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
০৫ জানুয়ারি ২০২৪, ১০:০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়