• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
কালীগঞ্জে ঊষার ইফতার ও দোয়া মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল করেছে ‘ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (ঊষা)। এতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রায় তিন শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। প্রাণের বন্ধনে ফের মিলিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। মঙ্গলবার (৯ এপ্রিল) কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  ঊষা কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আলিফ আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিখা রানী সাহা প্রমুখ। এছাড়াও ঊষার উপদেষ্টাসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা)। শিক্ষার্থীদের এ সংগঠনটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়।
১০ এপ্রিল ২০২৪, ০৩:৩৩

কালীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।  সোমবার (৮ এপ্রিল) ভোরে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতের নাম হাসানুজ্জামান (৪৫)। তিনি সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। জানা যায়, নিহত হাসানুজ্জামান সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।  প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ভোরে ঝিনাইদহ থেকে হাসানুজ্জামান মোটরসাইকেলে করে কর্মস্থল সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের দিকে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কের ওপর পড়ে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ।  তিনি জানান, ভোরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে।
০৮ এপ্রিল ২০২৪, ১৪:০৮

কালীগঞ্জে পুলিশি বাধার পরও বিএনপির ইফতার মাহফিল 
পুলিশি বাধা উপেক্ষা করে ইফতার মহফিল করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি।  শনিবার (৩০ মার্চ) উপজেলা শহরের নলডাঙ্গা সড়কে বিএনপি এ মাহফিলের নির্ধারিত দিন ছিল।  ইফতার মাহফিল সফল করতে আয়োজকদের পক্ষ থেকে সব কার্যক্রম শেষ পর্যায়ে ছিল। তার আগেই কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহফিল বন্ধের নির্দেশ দেন। মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।  তবে পুলিশের নির্দেশ দেওয়ার পরও সেখানে তিন শতাধিক নেতাকর্মী অবস্থান নেন। এরপর সেখানে নতুন করে আর কোন নেতাকর্মী প্রবেশ করতে দেয়নি পুলিশ। শেষ পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা সেখানে ইফতার মাহফিল করেন।  ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে যোগ দেন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, ঝিনাইদহ জেরা বিএনপির সভাপতি এমএ মজিদ, খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমান কুণ্ডু, কেন্দ্রী ড্যাব নেতা ইব্রাহিম রহমান বাবু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক-দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদসহ জেলা উপজেলা নেতাকর্মীরা।  এ ঘটনায় বিকালে বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী এক ভিডিও বার্তায় তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পুলিশ সেখানে অবস্থান নিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। বর্তমান ডামি সরকারের পুলিশ বাহিনী ইফতার মাহফিল দোয়া অনুষ্ঠানের বাধা সৃষ্টি করে। শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। যেন নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে না পারে। তারা ধর্মীয় কর্মসূচীতে বাধা দিয়ে বর্তমান সরকার স্বৈরাচার সরকার তা আবারো প্রমাণ করেছে। তিনি সেখান থেকে ইফতারের আগেই পুলিশ বাহিনীকে সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় প্রস্বানের প্রতি আহ্বান জানান।  তবে, পুলিশের দাবি ইফতার মাহফিল আয়োজনের জন্য পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। ফলে আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশংকায় মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন আমরা মাহফিল আয়োজনের এক সপ্তাহ আগেই জেলা পুলিশের বিশেষ শাখায় অনুমতির জন্য আবেদন করেছিলাম। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক-দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাদিুল ইসলাম হামিদ জানান, আমরা মাহফিল আয়োজনের এক সপ্তাহ আগেই জেলা পুলিশের বিশেষ শাখায় অনুমতির জন্য আবেদন করেছিলাম। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোন উত্তর দেওয়া হয়নি। আমাদের নির্ধারিত দিন শনিবার আয়োজন প্রায় শেষ পর্যায়ে ছিল তখন কালীগঞ্জ থানার পুলিশ এসে বন্ধ করে দেন। তারপরও আমরা সেখানে ইফতার করবো বলে যোগ করেন তারা।  কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, বড় পরিসরে দলীয় কোনো আয়োজন করতে হলে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের অনুমতি নিতে হয়। কিন্তু তারা কোনো অনুমতি নেননি। অনুমতি না নিয়েই তারা ওপেন প্লেসে বড় পরিসরে আয়োজন করেছেন। তবে তারা সেখানে পুলিশি নিরাপত্তায় ইফতার মাহফিল সম্পন্ন করেছে।  
৩০ মার্চ ২০২৪, ১৮:৫৮

কালীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ৫০ হাজার টাকা জরিমানা 
ঝিনাইদহের কালীগঞ্জে দারুস শেফা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে লাভলী বেগম (২৬) নামে এক প্রসূতি মা ভুল চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগ উঠেছে। লাভলী বেগম কালীগঞ্জ পৌরসভাধীন বলিদাপাড়ার বাসিন্দা। স্বামী এনামুল কবিরের চাকরির সুবাধে কালীগঞ্জে বসবাস করেন। তাদের গ্রামের বাড়ি জেলার হরিণাকুন্ডু উপজেলার তৈলটুপি। শনিবার (৩০ মার্চ) বেলা ৩টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের নেতৃত্বে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ক্লিনিকের মালিক ডাক্তার জহুরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা ও ওটিসিলগালা করে দেন। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন ও কালীগঞ্জ থানার পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, লাভলী বেগম দ্বিতীয়বারের মতো সন্তান জন্ম দিতে ২৯ মার্চ সকালে কালীগঞ্জ শহরের কালীবাড়ি মোড় এলাকার দারুস শেফা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। সেখানে বিকেল ৪ টার দিকে তার শরীরে অস্ত্রোপচার করেন ডাক্তার রেক্সোনা পারভীন। অস্ত্রোপচারের মাধ্যমে লাভলী বেগম কন্যা সন্তানের জন্ম দেন কিন্তু তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। রক্ত বন্ধ না হওয়ায় লাভলী বেগমকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। রাত ৮ টা পর্যন্ত রোগীকে দ্বিতীয় অপারেশনের কথা বলে অপারেশন থিয়েটারেই রাখা হয়। স্বজনরা এ সময় রোগীর অবস্থা সম্পর্কে জানতে চাইলে অপারেশন থিয়েটারের ভেতর থেকে বার বার জানানো হয় রোগী ভালো আছে। সেলাই শেষ করেই তাকে বেডে দেওয়া হবে। দীর্ঘ সময় পার হলেও রোগীকে অপারেশন থিয়েটার থেকে বের না করাই স্বজনদের মনে সন্দেহ হয়। এরপর একজন অপারেশন থিয়েটারে প্রবেশ করে দেখেন রোগী অচেতন অবস্থায় পড়ে আছে। অপারেশন থিয়েটারের মেঝে রক্তে ভরে গেছে। এ সময় ডাক্তার রেক্সোনা রোগীর স্বজনদের বলেন, উন্নত চিকিৎসার জন্য লাভলী বেগমকে এখনই যশোরে নেওয়া প্রয়োজন। রাতেই ক্লিনিক কর্তৃপক্ষ জোর করেই যশোর সদর হাসপাতালে ভর্তি করে। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লাভলী বেগম। রোগীর স্বজন সাদ্দাম হোসেন এই প্রতিবেদককে জানান, দারুস শেফা প্রাইভেট হাসপাতালের ডাক্তারের অপচিকিৎসায় লাভলী বেগম মারা গেছে। হাসপাতালের ডাক্তার রেক্সোনা পারভীন অপ্রয়োজনে তার জরায়ু কেটে ফেলেছেন। জরায়ু কেন কাটা হলো এমন প্রশ্নের কোনো উত্তর তিনি দিতে পারেননি। রোগীর শরীরের রক্তক্ষরণ দেখে ডাক্তার রেক্সোনা নিজেই ঘাবড়ে যান। তিনি আমাদেরকে বলেন এই রোগীর সব দায়-দায়িত্ব আমি নেব। আমি সঙ্গে লোক দিচ্ছি আপনারা দ্রুত যশোর নিয়ে যান বলে গাড়িতে উঠিয়ে দেন। আমরা এ অপচিকিৎসকের বিচার চাই।  এ ব্যাপারে শেফা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ডা. রেক্সোনা পারভীনের সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে ডায়াগনষ্টিক সেন্টারে গেলে নিরাপত্তারক্ষীরা বলেন ম্যাডাম আজ আসেননি।  কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, দারুস শেফা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রায়ই রোগী মৃত্যুর ঘটনা ঘটে। প্রতিবারই ভুক্তভোগীরা বিভিন্ন সময় অভিযোগ করলেও প্রাইভেট হাসপাতাল মালিক পক্ষের সঙ্গে সমঝোতা করাই শেষ পর্যন্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। ঘটনা শুনলাম, আমি অবশ্যই এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।  
৩০ মার্চ ২০২৪, ১৭:১৩

কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নছিমনচালক নিহত 
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগারমিল নামক স্থানে কাভার্ডভ্যানের ধাক্কায় রেজাউল নামের এক নছিমনচালকের মৃত্যু হয়েছে।  শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।  নিহত রেজাউল ঝিনাইদহ সদর উপজেলার ভুটেরগাদি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করতে পারেনি পুলিশ।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ। তিনি বলেন, সকাল আটটার সময় আমরা খবর পাই সুগারমিল নামক স্থানে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। দ্রুত সেখানে গিয়ে আমরা জানতে পারি, যশোর থেকে নছিমনে মুরগি নিয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের রেজাউল ইসলাম। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোচিক সুগার মিলের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার পাশে নছিমনটি উল্টে চালক রেজাউল ইসলাম গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক গায়েন বলেন, আমরা খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করতে পারিনি। তবে আটকের চেষ্টা চলছে।
২২ মার্চ ২০২৪, ১৮:৫৮

কালীগঞ্জে সড়ক ও রেলে ঝরল ২ প্রাণ
ঝিনাইদহের কালীগঞ্জে ২ ঘণ্টার ব্যবধানে সড়ক ও রেল দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে কালীগঞ্জ শহরের বিহারী মোড় এলাকায় শাহেদ হোসেন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীকে দ্রুতগামী একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান শাহেদ। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিস নিহত শাহেদের মরদেহ উদ্ধার করেছে। নিহত শাহেদ উপজেলার আড়পাড়া গ্রামের রমজান আলীর ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।  এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে কালীগঞ্জ শহরে আসছিল শাহেদ আলী। পথিমধ্যে বিহারীমোড় নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় শাহেদ। মরদেহ পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনার ২ ঘণ্টা পর সকাল ১১টার দিকে পৃথক আরেকটি রেল দুর্ঘটনায় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস নামক ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২০) নামের এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেকারী পণ্যবোঝাই নসিমন গাড়ি নিয়ে চালক মেহেদী হাসান মোবারকগঞ্জ রেললাইনের ওপর আটকে পড়লে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস গাড়িটিকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মেহেদী হাসান ।নিহত মেহেদী হাসান উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মাহাবুব হাসানের ছেলে। মোবারকগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার তৈহিদুর রহমান জানান, শহর থেকে বেকারী পণ্য নিয়ে নসিমন চালিয়ে বাবরা গ্রামের দিকে যাচ্ছিল মেহেদী হাসান। পথিমধ্যে বাবরা রেলক্রসিং পার হওয়ার সময় লাইনের ওপর আটকে যায় তার নসিমন গাড়িটি। সেসময় গাড়িটি ঠেলে সরাতে গেলে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মেহেদী হাসান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
০৬ মার্চ ২০২৪, ১৫:৩৫

কালীগঞ্জে ২ ডেন্টাল ক্লিনিককে ৭০ হাজার টাকা জরিমানা
ঝিনাইদহের কালীগঞ্জে ফিরোজ ডেন্টাল ও ঢাকা ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করেছেন ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহ ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ফিরোজ ডেন্টালকে ৪০ হাজার টাকা ও ঢাকা ডেন্টালকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, খারাপ দাঁতের পরিবর্তে ভালো দাঁত তুলে ফেলা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে ফিরোজ ডেন্টালকে ৪০ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ঢাকা ডেন্টাল ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলমগীর কবির, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০০

কালীগঞ্জে ৩ পায়ের অদ্ভুত বাছুর
গরু চারটি পা নিয়ে জন্ম নেয়। তবে মাঝে মাঝে এ নিয়মের ব্যত্যয়ও ঘটে। তেমনি নিয়ম ভেঙে এবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংগী গ্রামে একটি গরুর বাছুর তিন পা নিয়ে জন্ম নিয়েছে। অপূর্ব ঘোষ নামের এক চাষির গোয়ালে তিন পায়ের এ বকনা বাছুরের জন্ম হয়েছে গত ২০ জানুয়ারি। বাছুরটি নিয়ে বিপাকে এখন অপূর্ব ঘোষ।  অপূর্ব ঘোষ জানান, আমি একটি এনজিও থেকে ঋণ নিয়ে গরুটি কিনেছিলাম। সবাই বলছে বাছুরটি বিক্রি হবে না।  সিংগী গ্রামের বাসিন্দা সমীর ঘোষ জানান, এমন তিন পায়ের বাছুর আমি কখনো দেখিনি।  উপজেলার রায়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আক্তারুল ইসলাম জানান, অপূর্ব ঘোষ গরিব মানুষ। আমি শুনেছি তার গাভীর তিন পায়ের একটি বাছুর হয়েছে। এখানে উদ্বেগ বা উৎকণ্ঠার কিছু নেই। পরিবারটিকে আমি পূর্বেও সহায়তা করেছি এবং ভবিষ্যতেও করব।
২৭ জানুয়ারি ২০২৪, ১৫:৫৩

কালীগঞ্জে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জের একতারপুর গ্রাম থেকে বিদেশি পিস্তল ও গুলি সহ রাজন বিশ্বাস রাজু (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে।  কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, সকালে উপজেলার একতারপুর গ্রামের এক নারী ওই গ্রামেরই রাজন বিশ্বাস রাজুর বিরুদ্ধে সকালে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে একতারপুর গ্রামের একটি রাস্তার পাশ থেকে সেই মামলার আসামি রাজন কে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কালীগঞ্জ, যশোর সহ বিভিন্ন থানায় নাশকতা, মাদক, ধর্ষণ চেষ্টাসহ ছয়টি মামলা রয়েছে।
১৬ জানুয়ারি ২০২৪, ২২:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়