• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
কালিহাতীতে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সল্লা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার গোহালিয়াবাড়ী এলাকার শুকুর মণ্ডলের ছেলে ভ্যানচালক সাত্তার (৪০) ও কুর্শাবেনু এলাকার আব্দুল হক খানের ছেলে মমিন (৩৭)। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এস আই) নাজমুল ইসলাম জানান, গোহালিয়াবাড়ী থেকে ভ্যানে করে কাঁচামাল নিয়ে হাটে যাচ্ছিলেন চালক সাত্তার। এ সময় হানিফ পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভানের চালকসহ দুইজন নিহত হয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসটি আটক করা গেলেও চালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০২

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার পৌলি ও সল্লা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।  নিহতরা হলেন সদর উপজেলার গালা এলাকার নূরনব্বীর মেয়ে চায়না আক্তার (২৫)। অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।  টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, পৌলি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহতের খবর পেয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়৷ অপরদিকে, সল্লা বাসস্ট্যান্ড থেকে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাত ব্যক্তিকে ফায়ার সার্ভিস উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে দুপুরে তার মৃত্যু হয়।
১৬ জানুয়ারি ২০২৪, ১৭:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়