• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
মুখোমুখি সংঘর্ষে সিমেন্টবোঝাই কার্গোডুবি
বাংলার সুয়েজখাল খ্যাত ঝালকাঠির গাবখান নদীতে দুটি কার্গোর মুখোমুখি সংঘর্ষে একটি ডুবে গেছে। আর অপর কার্গো জাহাজটি আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গাবখান নদীর সারেঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে সারেঙ্গল বাজার এলাকায় নদীতে দুটি জাহাজে সংঘর্ষ হয়েছে। এতে কাউখালীর দিক থেকে আসা খালি কার্গো মারিয়া রহমান-৩ এবং সুগন্ধা নদীর মোহনা থেকে সিমেন্টবোঝাই নূর-এ মদিনার তলা ফেটে যায়। এরপর নূর-এ মদিনা জাহাজে আস্তে আস্তে পানি ঢুকে তলিয়ে যেতে থাকে। অপর কার্গো জাহাজ মারিয়া রহমান নদীতে ভাসতে ভাসতে গাবখান ব্রিজ-সংলগ্ন এলাকায় গিয়ে নোঙর করে। সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, খালি কার্গো মারিয়া রহমানকে আটক করা হয়েছে। ওই কার্গোর লোকজনকেও থানায় নেওয়া হয়েছে। নৌ-পুলিশকে খবর দেওয়া হয়েছে।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়