• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪ নারী
ভারতে ২ বছরের কারাভোগ শেষে ৪ নারী বাংলাদেশে ফিরেছেন। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। রোববার (১৪ এপ্রিল) সকালে ‘রাইটস যশোর’ নামের একটি বেসরকারি সংস্থা তাদের গ্রহণ করে। জানা যায়, শনিবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরেন। ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান। তিনি বলেন, দালালের খপ্পরে পড়ে প্রায় আড়াই বছর আগে অর্থের বিনিময়ে ভালো কাজের আশায় কোহিনুর খাতুন (২০), মিম আক্তার (১৭), নুরুন নাহার (১৯) ও জান্নাতুল ফেরদৌসকে (১৮) কলকাতায় গিয়েছিলেন। সেখানে দালালরা তাদের শিয়ালদা রেলওয়ে স্টেশনে রেখে পালিয়ে যায়। সেখান থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে আদালত তাদের দুই বছরের সাজা দেয়। তিনি আরও বলেন, বেসরকারি সংস্থা ‘রাইটস যশোর’ তাদের থানা থেকে নিয়ে গেছে। তারাই পরিবারের কাছে হস্তান্তর করবে।
১৪ এপ্রিল ২০২৪, ১৭:২০

কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় যুবক
মাদক নিয়ে বাংলাদেশে গ্রেপ্তার হয়ে এক বছর কারাভোগ শেষে এক ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।  শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে তাকে ভারতের হিলি অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করেন হিলি অভিবাসন পুলিশ।  দেশে ফিরে যাওয়া ওই ভারতীয় নাগরিকের নাম দিদারুল ইসলাম (২৬)। তিনি ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি থানার খারুন (ভীম) গ্রামের শামসুল আলমের ছেলে। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুল বলেন, ভারতীয় নাগরিক দিদারুল গত ২০২২ সালের আগস্ট মাসে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় বিজিবি সদস্যরা তাকে মাদকসহ আটক করেন। এই ঘটনায় বিজিবি বাদী হয়ে তার বিরুদ্ধে বিরামপুর থানায় মাদক মামলা দায়ের করলে পুলিশ তাকে দিনাজপুর জেল হাজতে পাঠান।  মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত অনুপ্রবেশের দায়ে এক বছর ও মাদক মামলায় এক বছর সাজা দেন। একই সঙ্গে দুই মামলার সাজা চলায় এক বছরে তার সাজার মেয়াদ শেষ হওয়ায় আজ হস্তান্তর করা হয়।  
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়