• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
অবশেষে দ্বন্দ্ব ভুলে যে কারণে এক হলেন নওয়াজউদ্দিন-আলিয়া
বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ব্যক্তিগত জীবনে ভালোবেসে আলিয়া সিদ্দিকীকে বিয়ে করেন তিনি। এই দম্পতির এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। গেল বছর স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মামলা করেন আলিয়া। সব মিলিয়ে চরম পর্যায় পৌঁছে যায় তাদের দাম্পত্য কলহ। যা আদালত পর্যন্ত গড়ায়। অবশেষে সকল দ্বন্দ্ব ভুলে ফের এক হলেন নওয়াজউদ্দিন-আলিয়া।     জানা গেছে, কাদা-ছোড়াছুড়ির অবসান ঘটিয়ে ফের একসঙ্গে সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া-নওয়াজউদ্দিন। দিন কয়েক আগেই ছিল এই দম্পতির বিবাহবার্ষিকী। বিশেষ দিনটি একসঙ্গে উদযাপন করেছেন তারা। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান আলিয়া। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিছু কারণে আমার জীবনে পরিবর্তন এসেছে। খারাপ জিনিসগুলো সবার সঙ্গে ভাগ করে নিই আমরা। তাহলে ভালোটাও ভাগ করে নেওয়া উচিত।  নওয়াজের সঙ্গে কলহের কারণ ব্যাখ্যা করে আলিয়া বলেন, তৃতীয় ব্যক্তির কারণে আমরা দাম্পত্য জীবনে কলহের মুখোমুখি হয়েছিলাম। কিন্তু এখন আমরা ভুল বুঝতে পেরেছি।    অভিনেতার স্ত্রী আরও বলেন, সন্তানদের কারণে আমরা আত্মসমর্পন করেছি। তাই এখন আর আলাদা হওয়ার কোনো সুযোগ নেই আমাদের। কারণ, বাচ্চারা বড় হচ্ছে।  নওয়াজ শোরার (কন্যা) খুব ঘনিষ্ঠ। যা ঘটেছে সেটার প্রভাব শোরার ওপরে পড়েছে। সে এসব সহ্য করতে পারেনি। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি আর  ঝগড়া করব না বরং শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করব।  প্রসঙ্গত, ২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নওয়াজউদ্দিন-আলিয়া। আলিয়ার আসল নাম অঞ্জনা পাণ্ডে। অভিনেতাকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন আলিয়া। তবে ২০১৭ সালে  সম্পর্কে চিড় ধরার পর থেকেই আলাদা থাকতে শুরু করেন তারা। ২০২০ সালের মে মাসে নওয়াজউদ্দিনের নামে ডিভোর্সের মামলা করেন আলিয়া। পরবর্তীতে সেই মামলা প্রত্যাহার করে একসঙ্গে সংসার করার আগ্রহ প্রকাশ করেন তিনি। কিন্তু ২০২২ সালের শেষের দিকে ফের তাদের সম্পর্কে ফাটল ধরে। অবশেষে তিক্ততা ভুলে আবারও নতুন করে সংসার শুরু করেছেন তারা।  সূত্র : হিন্দুস্তান টাইমস     
৫ ঘণ্টা আগে

জিম্মি জাহাজের খাবার শেষ হলেও যে কারণে চিন্তার কিছু নেই
সোমালি জলদস্যুদের কবলে পড়া এমভি আবদুল্লাহ নামের বাংলাদেশি জাহাজে খাবার কমে আসছে। তবে খাবার কমলেও নাবিকদের দুশ্চিন্তার কিছু নেই। কারণ তীর থেকে দস্যুরা জাহাজে খাবার সরবরাহ করছে। বুধবার (২৭ মার্চ) জাহাজটির মালিকপক্ষ ও নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন সূত্রে এ তথ্য জানা গেছে।   এ বিষয়ে জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জিম্মি নাবিকেরা সুস্থ আছেন। জাহাজে নাবিকদের খাবার কমলেও দুশ্চিন্তার কিছু নেই। কারণ তীর থেকে দস্যুরা জাহাজে খাবার নিয়ে আসছে।  নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, দস্যুরা নিজেদের স্বার্থেই খাবার নিয়ে আসে। এমভি আবদুল্লাহ জাহাজেও তেহারিজাতীয় খাবার নিয়ে আসার খবর পেয়েছি। মালিকপক্ষ জানিয়েছে, জিম্মি নাবিকদের ফিরিয়ে আনতে দস্যুদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। দস্যুদের সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছানোর আশা করছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে মিজানুল ইসলাম বলেন, ‘দস্যুদের সঙ্গে দ্রুত সমঝোতা করে নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে আমাদের তৎপরতা চলছে।’   নাবিকদের সংগঠনের একজন নেতা জানান, সমঝোতা কখন হবে তা দস্যুদের ওপর নির্ভর করে। কারণ তারা তাদের দাবিতে অনড় থাকলে সমঝোতায় পৌঁছাতে দেরি হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় দ্রুত সমঝোতা হতেও পারে। জলদস্যুরা জিম্মি করার সময় জাহাজটিতে নাবিকদের জন্য ২৫ দিনের খাবার ছিল। এরই মধ্যে জিম্মিদশার ১৬ দিন পার হয়েছে। এ সময় নাবিকদের পাশাপাশি দস্যুরাও জাহাজের খাবার খাওয়া শুরু করে। ফলে দ্রুতই শেষ হচ্ছে খাবার। এর আগে ২০১০ সালে জিম্মি করা এমভি জাহান মণি জাহাজেও খাবার ফুরিয়ে আসার পর দস্যুরা সরবরাহ করেছিল। ওই ঘটনায় প্রায় ১০০ দিনের মাথায় নাবিকসহ জাহাজটি মুক্ত হয়। সেই জাহাজে থাকা নাবিক মোহাম্মদ ইদ্রিস জানিয়েছেন, জিম্মি করার পর একপর্যায়ে জাহাজের ফ্রিজ বন্ধ থাকায় হিমায়িত খাবার নষ্ট হয়ে যায়। জিম্মিদশার শেষ দিকে খাবার ফুরিয়ে যাওয়ার পর তীর থেকেই খাবার সরবরাহ করত দস্যুরা। উল্লেখ্য, গত ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। দস্যুদের কাছে জিম্মি হয় ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। পরে দুই দফা স্থান পরিবর্তন করে জাহাজটিকে সবশেষ সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করে রাখা হয়েছে। জাহাজসহ নাবিকদের উদ্ধারে নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার ও জাহাজটির মালিকানা প্রতিষ্ঠানটি।
২৮ মার্চ ২০২৪, ০০:৪৯

দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনা ঘটেছে : রেলমন্ত্রী
লোকোমাস্টারসহ দায়িত্বরতদের দায়িত্বহীনতার কারণে পাবনার ঈশ্বরদীতে দুই মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। বুধবার (২৭ মার্চ) বেলা সোয়া ১১টায় রাজবাড়ীর পাংশায় জেলা পরিষদ ডাকবাংলোতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। রেলমন্ত্রী বলেন, ঈশ্বরদীতে যে ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে এটি খুবই অনভিপ্রেত। এটি দায়িত্বহীনতার পরিচয়। কারণ একজন লোকোমাস্টার ক্লিয়ারেন্স ছাড়া ট্রেন ছাড়বে, এটা কোনো সময় আশা করা যায় না। আমি আশা করব যে, সবাই দায়িত্বশীলতার সঙ্গে তার দায়িত্ব পালন করবেন এবং সমস্ত রকম দুর্ঘটনা থেকে রেলকে মুক্ত রাখবে। প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ওই রুটের ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে সকাল ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রাথমিকভাবে ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশনমাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাকশী বিভাগীয় রেলওয়ের কার্যালয়।
২৭ মার্চ ২০২৪, ১৬:৪৪

যে কারণে ইফতারে রাখবেন স্বাস্থ্যকর দই-চিড়া
সারাদিন রোজার পর ক্লান্ত হয়ে পড়ে শরীর। প্রয়োজন একটু সতেজতা। আপনার শরীরে সেই সতেজতা এনে দিতে পারে দই চিড়া। একই সঙ্গে বাড়বে হজম প্রক্রিয়া, দূর হবে গ্যাস্ট্রিকের সমস্যা। চিড়া কার্বোহাইড্রেটের অন্যতম উৎস। প্রোটিন, খাদ্য আঁশ, জিংক, আয়রনের উৎস। এ ছাড়া এতে ক্যালসিয়াম পাওয়া যায়। সারাদিন রোজা রাখার পর আমাদের শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণ শক্তি সরবরাহ করতে পারে এই চিড়া। সাদা চিড়ার পরিবর্তে লাল চিড়া খাওয়ার চেষ্টা করুন।  ইফতারে মিষ্টি দইয়ের চেয়ে টক দই বেশি উপকারী। ইফতারে চিড়া-গুড় কিংবা দই-চিড়াও খাওয়ার অভ্যাস অনেকেরই। চিড়া ভিজিয়ে তাতে চিনি, গুড় কিংবা দই মিশিয়ে খাওয়া হয়। চিড়া আমাদের পেট ঠান্ডা করে, পানির অভাব পূরণ করে এবং একইসঙ্গে ক্ষুধা মেটায়। পুষ্টিবিদদের মতে, স্বাস্থ্যের অবস্থা ও বয়সের ওপর ভিত্তি করে পরিবারের সবার জন্য স্বাস্থ্যকর, ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ ইফতার হওয়া উচিত। যা শারীরিক শক্তি জোগাবে, কর্মচঞ্চল রাখবে, প্রোটিন, শর্করাসহ প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে। শরীরের পানিশূন্যতা পূরণ করবে, ক্লান্তি ভাব দূর করতে কাজ করবে তেমনই একটি খাবার দই চিড়া। পুষ্টিবিদরা জানান, চিড়ায় পটাশিয়াম ও সোডিয়ামের পরিমাণ কম থাকার জন্য কিডনি রোগীদের ক্ষেত্রে চিড়া খাওয়ার উপকারিতা অনেক। সিলিয়াক ডিজিজের রোগীদের জন্যও চিড়া খাওয়ার উপকারিতা রয়েছে। চিড়া আমাদের পেট ঠান্ডা করে, পানির অভাব পূরণ করে এবং একইসঙ্গে ক্ষুধা মেটায়। চিড়ায় আঁশের পরিমাণ অনেক কম থাকে, যা ডায়রিয়া, ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, অন্ত্রের প্রদাহ এবং ডাইভারটিকুলাইসিস রোগ প্রতিরোধে এর উপকারিতা অনেক। জেনে নিতে পারেন ইফতারে দই চিড়া খাওয়ার দারুণ এই রেসিপি। দই চিড়া তৈরিতে যা যা লাগবে- টক দই (২ কাপ), চিড়া (১/২ কাপ), পাকা কলা (স্কয়ার করে কাটা ১টি), চিনি (প্রয়োজন মতো), লবণ (প্রয়োজন মতো), এলাচি গুঁড়া (১/৪ চা চামচ), কিসমিস (১ টেবিল চামচ)। যেভাবে তৈরি করবেন- প্রথমে চিড়া ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর বাটিতে টকদই, চিনি ও লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে। ফেটানো দইয়ে চিড়া মেখে ফ্রিজে রাখুন। এক ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে কলা, এলাচি গুঁড়া ও কিশমিশ ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন।
২৭ মার্চ ২০২৪, ১৫:৫৬

যে কারণে স্ট্যাটাস দিয়ে ডিপজলকে ভোট দেওয়ার ঘোষণা দিলেন আন্না
আগামী ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন। এবার নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। মিশা সওদাগর-ডিপজলের বিপরীতে লড়বেন মাহমুদ কলি-নিপুণ আক্তার। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়ে সভাপতি পদে নির্বাচন করার কথা জানিয়েছেন অভিনেতা ড্যানি সিডাক। চূড়ান্ত প্যানেল ঘোষণা না হলেও প্রাচরণায় ব্যস্ত রয়েছেন শিল্পীরা। এদিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সভাপতি প্রার্থী মনোয়ার হোসেন ডিপজলকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না। তিনি লেখেন, আর কাকে কি দিবো জানি না এখনো। তবে ইনশাআল্লাহ মনোয়ার হোসেন ডিপজলকে ভোট দিবো এটা কনফার্ম। কারণ উল্লেখ করে আন্না আরও লেখেন, উনি কিন্তু কাউকে দিয়ে বলায় নাই কিংবা আমাকে অনেক টাকাও পাঠায়নি। গতবারের একজনের মতো ঘুষ দিতে চায়নি। ভোট উনাকে দিবো কারণ, উনি আমার ওস্তাদ আর তিনি বাংলা সিনেমার কিং। তার কারণে অনেক শিল্পী কর্ম পেয়েছে ফিল্ম জগতে। এমন ঘোষণার পর এই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই স্ট্যাটাসের কারণে ভোটার তালিকা থেকে আমার নামও বাদ পড়তে পারে। এটি অস্বাভাবিকের কিছু না। শুনেছি, সমিতির নিয়মিত ভোটার এবং মাসিক চাঁদা পরিশোধ করার পরও ভোটার তালিকায় নাম ওঠেনি আমাদের কয়েকজন শিল্পীর। এগুলো কেন করা হয়েছে সবাই অবগত। অলরেডি নির্বাচন ঘিরে একটা নোংরামি শুরু হয়েছে।  কেন স্ট্যাটাস দিয়েছি তারও কারণ আছে। সবকিছু প্রকাশ্যে আনতে চাই না। আমাদের সাধারণ শিল্পীদের চাওয়া গতবারের মতো এবার যাতে নোংরামি না হয়। আমরা সুস্থ ও সুন্দর একটি নির্বাচন প্রত্যাশা করছি। বললেন আন্না। প্রসঙ্গত, ডিপজল-আন্না একসঙ্গে চারটি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাগুলো হচ্ছে —‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘বাজারের কুলি’, ‘সমাধি’ ও ‘ওরা ১১ জন’।
২৬ মার্চ ২০২৪, ১৬:১৬

‘বিএনপির কারণে এখনও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির কারণে আমরা এখনও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাইনি। সোমবার (২৫ মার্চ) দুপুরে গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার বক্তব্যে একথা বলেন তিনি। হানিফ বলেন, জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছিল তারা মুক্তিযুদ্ধের সব ইতিহাস মুছে দিয়েছিল। তারা বলে ৩০ লাখ মানুষ প্রাণ হারায়নি। এই মিথ্যাচারের কারণে আমরা এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পাইনি।  তিনি বলেন, এইদিন আমাদের নিরস্ত্র মানুষের ওপর হামলা চালিয়ে পাকিস্তান গণহত্যা শুরু করেছিল। আজকে ২৫ মার্চ, সে ২৫ মার্চ যেদিন গণহত্যা শুরু হয়েছিল। এই গণহত্যায় ৩০ লাখ প্রাণ হারিয়েছে কিন্তু এখনও স্বীকৃতি পাইনি। নাৎসি বাহিনীর হাতে ১ লাখ ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল সেটার স্বীকৃতি আছে, রুয়ান্ডার গণহত্যা, বসনিয়ার গণহত্যার স্বীকৃতি আছে; কিন্তু আমাদের ত্রিশ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল সেটার স্বীকৃতি নেই। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, রাতের অন্ধকারে অপারেশন সার্চ লাইটের নামে ইয়াহিয়া খান, টিক্কা খানদের নির্দেশে নির্মম হত্যাকাণ্ড করা হয়েছে। এই গণহত্যার স্বীকৃতি আমরা এখনও জাতিসংঘ থেকে পাইনি। যতদিন স্বীকৃতি আমরা আদায় করতে না পারব, আমাদের যে বীর সন্তানরা নির্মম হত্যার স্বীকার হয়েছে, তাদের মর্যাদা আমরা দিতে পারব না। নাছিম বলেন, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। ত্রিশ লাখ শহীদের হত্যার স্বীকৃতি আমাদের আদায় করতে হবে। খুনি মুশতাক, জিয়ারা স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বঙ্গবন্ধুকে হত্যা করে। খুনি জিয়া ক্ষমতা দখল করে খুনিদের দেশের বাইরে পাঠিয়ে দেয়। পাকিস্তানিদের দোসর সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেওয়াদের প্রতিহত করতে হবে জানিয়ে তিনি বলেন, আমাদের এই গণহত্যার স্বীকৃতি আদায় করতে হবে। এর মধ্য দিয়ে পাকিস্তান সেনাবাহিনী হবে যুদ্ধাপরাধী সেনাবাহিনী আর পাকিস্তান হবে যুদ্ধাপরাধী দেশ। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
২৫ মার্চ ২০২৪, ১৬:৫৫

জিহ্বা পরিষ্কার করা যে কারণে জরুরি
অনেকে ভাবেন, দাঁত নিয়মিত পরিষ্কার করলেই মুখের ভেতরের বাকি যত্নও নেওয়া হয়ে যায়। আলাদা করে আর কিছু পরিষ্কার করার প্রয়োজন নেই। তবে নিয়মিত জিহ্বা পরিষ্কার করা না হলে মুখে দুর্গন্ধ, মাড়ির সমস্যাসহ নানারকম অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। তাই মুখের অভ্যন্তরীণ স্বাস্থ্য বজায় রাখার জন্য আপনাকে নিয়মিত জিহ্বা পরিষ্কার করতে হবে। জিহ্বা পরিষ্কার না করলে পেটের সমস্যাসহ নানা অসুখ হতে পারে। চলুন জেনে নেওয়া যাক নিয়মিত জিহ্বা পরিষ্কার যে কারণে জরুরী- অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে- প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনাকে অবশ্যই জিহ্বা পরিষ্কার রাখতে হবে। এতে আপনার মুখে জমে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে। যে কারণে শরীর সুস্থ রাখা সহজ হবে। এটি অন্ত্রের স্বাস্থ্যের জন্য জরুরি একটি কাজ। তাই নিয়ম মেনে এটি করতে হবে। হালকা গরম পানিতে কুলকুচি- প্রতিদিন অন্তত দুইবার হালকা গরম পানিতে কুলকুচি করার অভ্যাস করুন। এই অভ্যাসের ফলে জিহ্বা পরিষ্কার হবে। জিহ্বা ভালোভাবে পরিষ্কার না করলে ব্যাকটেরিয়া পেটে চলে যেতে পারে। যেখান থেকে দেখা দিতে পারে শরীরের নানা রকম ক্ষতি। তাই এদিকে খেয়াল রাখুন। দুর্গন্ধ ও আলসার- জিহ্বা যদি নিয়মিত পরিষ্কার না করা হয় তাহলে মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে এবং সেইসঙ্গে দেখা দিতে পারে আলসারের সমস্যাও। এর ফলে দেখতে পারে দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যাও। তাই মুখে দুর্গন্ধ ও আলসার দূর করার জন্য আপনাকে নিয়মিত জিহ্বা পরিষ্কার রাখতে হবে। এতে সুস্থ থাকা সহজ হবে। তরল পরিষ্কারক ব্যবহার- বাজারে বিভিন্ন প্রসিদ্ধ ব্র্যান্ডের তরল পরিষ্কারক পাওয়া যায়। যেগুলো দিয়ে কুলকুচি করলে তা সহজেই জিহ্বা পরিষ্কার করতে সাহায্য করে। প্রয়োজনে আপনি সেসব তরলও ব্যবহার করতে পারেন। তবে তা কেনার আগে অবশ্যই সেই পণ্যের গুণগত মান সম্পর্কে নিশ্চিত হয়ে নেবেন।
২৪ মার্চ ২০২৪, ১২:১৩

ফের যে কারণে এক হলেন এ আর রহমান-প্রভু দেবা
বলিউডের জনপ্রিয় দুই তারকা এ আর রহমান ও প্রভু দেবা। একজন গানের জগতে অনন্য, আরেকজন নাচের গুরুদেব। ২৫ বছর পর ফের এক হলেন তারা। ‘মুকাবলা’ এবং ‘উর্বশী’সহ তামিল মুভি ‘কাধলান’র হিট গানগুলো ব্যাপক সাফল্য অর্জন করে। ২৫ বছর পরও সেই গানগুলোর চর্চা তুঙ্গে। হিন্দি এবং তেলেগুতে ডাব করা সংস্করণের পাশাপাশি এই গানগুলোর আসল ভার্সনও বক্স-অফিসও মাতায়। শুধু তাই নয়, একটি প্রজন্মকে প্রভু দেবার নৃত্যের চাল অনুকরণ করতেও অনুপ্রাণিত করে। বর্তমানে নির্মিত হওয়া ‘এআরআরপিডি-৬’ সিনেমায় একসঙ্গে আবারও দেখা যাবে রহমান ও প্রভু দেবাকে। সিনেমাটি লেখক ও নির্মাতা মনোজ এন এসের একটি সৃজনশীল প্রচেষ্টা। গত ২২ মার্চ সিনেমাটির পোস্টার পোস্ট করার পাশাপাশি এই ঘোষণা দেন রহমান নিজেই। মিউজিক মেস্ট্রোর শেয়ার করা পোস্টারটিতে ‘মুকাবলা’ গানের প্রভু দেবার একটি স্মরণীয় ছবির পটভূমিতে সোনালি আকাশে রহমানের একটি সোনালি সিলুয়েট সেট করা হয়েছে। ‘এআরআরপিডি-৬’র প্রভু দেবা, যোগী বাবুসহ মালয়ালম অভিনেতা অজু ভার্গিস এবং অর্জুন অশোকান প্রধান চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া সিনেমায় আরও রয়েছেন—মোটা রাজেন্দ্রন এবং রেডিন কিংসলেও। যৌথভাবে সিনেমাটির প্রযোজনায় রয়েছেন মনোজ এনএস, দিব্যা মনোজ এবং ডা. প্রবীন এলাক। সিনেমার সঙ্গীত পরিচালনা করছেন রহমান। শিগগিরিই একসঙ্গে কাজের চিত্রগ্রহণ শুরু হতে চলেছে রহমান ও প্রভু দেবার।      
২৩ মার্চ ২০২৪, ১৫:২৮

ব্যবসায়ীদের অধিক মুনাফার কারণে বাড়ছে পণ্যের দাম : স্বরাষ্ট্রমন্ত্রী 
‘অতি মুনাফালোভীরা চাঁদাবাজদের চেয়েও ভয়ানক’ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা অল্প দামে পণ্য কিনে তিনগুণ দামে বিক্রি করছেন, তাদের বিরুদ্ধে তদারকি করা সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৩ মার্চ) সকালে মিরপুরে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা-ইন-সাইবার সিকিউরিটি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজির থেকে অতিরিক্ত মুনাফার লোভে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পায়। রমজানে যারা চাঁদাবাজি ও অধিক মুনাফা করছে তাদের স্পেশাল ফোর্সের আওতায় আনা হবে। নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না হলে সবাইকে আইনের আওতায় আনা হবে। এ নিয়ে নিয়মিত মনিটরিংয়ের কাজ চলছে। চাঁদাবাজি দেখলেই পুলিশকে অ্যাকশন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, চাঁদাবাজি রোধে পুলিশ-র‍্যাব কঠোর অবস্থানে রয়েছে। কারওয়ান বাজারে যে জিনিস ২০ টাকায় বিক্রি হচ্ছে সেটাই অল্প কিছু দূর নিয়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। যশোর থেকে ঢাকায় একটি ট্রাকের কত টাকা চাঁদা দেওয়া লাগে। সেই হিসাবে আমরা পরিসংখ্যান করেছি। চাঁদাবাজির চাইতে অধিকতর মুনাফার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঢাকায় বাড়ে।  চাঁদাবাজি বন্ধে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে ইতোমধ্যে ক্যামেরার আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে সব মহাসড়ককে ক্যামেরার আওতায় আনা হবে। ঘন ঘন আগুন লাগার কারণ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক মাসের মধ্যে দেখেছি বড় বড় দু’চারটা অগ্নিকাণ্ড হয়েছে। সেখানে জানমালের ক্ষতি হয়েছে। রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডের অনুসন্ধান চলছে। একের পর এক অগ্নিকাণ্ড নাশকতা কিনা, এখনও তার কোনো প্রমাণ মেলেনি। তবে সতর্ক থাকলে অগ্নিকাণ্ড রোধ সম্ভব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) ড. মল্লিক ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান প্রমুখ। 
২৩ মার্চ ২০২৪, ১৬:৩১

যে কারণে ছেলেকে নিয়ে শাকিবের বাসায় বুবলী
শবনম বুবলী ও শাকিব খানের ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন ছিল বৃহস্পতিবার (২১ মার্চ)। আর জন্মদিনের দিন চিত্রনায়কের গুলশানের বাসায় দেখা গেল বুবলী এবং বীরকে। ছেলের জন্মদিন উপলক্ষে নিজের বাসায় দোয়া মাহফিল ও কোরআন খানির আয়োজন করেছিলেন শাকিব।    এদিন নিজের ভেরিফায়েড ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে পোস্ট দেন বুবলী। চিত্রনায়িকার পোস্ট করা ছবিতেই সেসব দেখা যায়। শুধু তাই না, দাদির (শাকিব খানের মা) সঙ্গে কেক কাটেন বীর। এসময় পাশে ছিলেন বুবলীও। হয়তো শাকিবও ছিলেন সেখানে। কিন্তু বুবলীর ফ্রেমে ধরা দেননি তিনি।    ছেলের জন্মদিনের আয়োজনের ছবি শেয়ার করে বুবলী লিখেছেন, আজকের বাপজানের জন্মদিনের ব্যস্ততায় সবচেয়ে মিষ্টি কিছু মুহূর্ত। আমি আপনাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ— যেভাবে আপনারা শেহ্জাদকে ভালোবাসা দিয়ে আজকে সারাক্ষণ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন! অসংখ্য ধন্যবাদ! এভাবেই শেহজাদ বাবাকে সবসময় আপনাদের দোয়ায় রাখবেন।  পোস্টটি করার সঙ্গে সঙ্গেই ৪০ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে বুবলীর কমেন্টসবক্সে। অনেকেই এই ছবির নিচে বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শুভ কামনা জানিয়েছেন বুবলীকেও।  প্রসঙ্গত, আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলীর দুটি সিনেমা। একটি ‘দেওয়ালের দেশ’এবং অপরটি ‘মায়া’। অন্যদিকে ঈদে মুক্তি পাবে শাকিবের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’।
২২ মার্চ ২০২৪, ১৯:১৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়