• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
কারখানার সীমানায় কুকুর হত্যা, বিড়ম্বনায় প্রতিষ্ঠান
একটি পাগল কুকুর যেনো বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ালো গাজিপুরে অবস্থিত এফ বি ফুটওয়্যারের। জুতা প্রস্তুতকারি এই প্রতিষ্ঠানটির কারখানায় একটি বেওয়ারিশ পাগল কুকুর মেরে ফেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। আর এই ঘটনার সঙ্গে জড়িত কারখানায় দায়িত্বরত গুড গার্ড সিকিউরিটি এন্ড প্রোপার্টি ম্যানেজমেন্টের সিকিউরিটি গার্ড। ঘটনা চলাকালিন ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সজীব নামের এক ব্যক্তি। এরপর থেকেই অজ্ঞাতনামা কিছু লোক এফ বি ফুটওয়্যারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। শুধু তাই না, এ ঘটনাকে কেন্দ্র করে ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন কল ও এসএমএস দিয়ে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ তোলা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এ ঘটনায় এফ বি ফুটওয়্যার লিমিটেডের এইচআর অ্যাডমিনের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় পুরো ঘটনা উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এদিকে ফেসবুকে ভিডিও শেয়ার করা ব্যক্তি মো. সজীব তার ভুল স্বীকার করেন। এরসঙ্গে আরও একটি পোস্টে তিনি লেখেন, ‘গত ২৮ জুন বেলা আনুমানিক ১০টায় আমার পার্শ্ববর্তী কারখানায় একটি কুকুরকে কোম্পানির নিরাপত্তা কর্মীরা মারধর করে এবং আমি সেটা মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করি। পরে জানতে পারি কুকুরটি পাগল ছিল এবং একটি ছাগলকে কামড়িয়ে মেরে ফেলেছে। যেহেতু স্বনামধন্য প্রতিষ্ঠানটিতে অনেক শ্রমিক কাজ করে তাই তাদের এবং অন্যান্য প্রানীর নিরাপত্তার স্বার্থে পাগল কুকুরটিকে ধরে মারা হয়েছে। আমি পুরোপুরি ঘটনা না জেনে একটি অসত্য তথ্য ছড়িয়ে সামাজিক বিভ্রান্তির সৃষ্টি করেছি এবং উক্ত প্রতিষ্ঠানের সম্মানহানি করেছি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মানসম্পদ বিভাগের প্রধান মো. মনজুরুল হাসান গণমাধ্যমে বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটি অবশ্য কারও কাম্য নয়। এমন একটি অমানবিক ঘটনা আমদের কারখানার সীমানায় ঘটে যাওয়াটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা এতে মর্মাহত। ঘটনার পর থেকে কর্তব্যরত গার্ডদের বিরুদ্ধে আমরা গুড গার্ড প্রতিষ্ঠানে অভিযোগ দায়ের করি। প্রাথমিকভাবে দুজন গার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে তারা যেন বিষয়টি আরও কঠোরভাবে পরিচালনা করে সেই বিষয়েও আমরা নজর দিচ্ছি। তিনি আরও বলেন, তবে এই ঘটনাকে কেন্দ্র করে এফ বি ফুটওয়্যারের সম্মানহানী যেভাবে করা হচ্ছে সেটিও বিড়ম্বনার বিষয়। আমরা আইন অনুযায়ি বিষয়টি সমাধানের চেষ্টা করছি। কিন্তু এরমধ্যে আমাদের প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের যেভাবে হুমকি দেওয়া হচ্ছে সেটির বিষয়েও আমরা আইনি পদক্ষেপ নিয়েছি। আশা করব সবকিছুর একটি সুন্দর সমাধান হবে। সেটাই আমাদের চাওয়া। অন্যদিকে, সিকিউরিটি কোম্পানির ভাষ্য অনুযায়ী কুকুরটি একদিন পূর্বে কারখানার (এফ বি ফুটওয়্যার লি:) একটি ছাগল মেরে ফেলে এবং তার অস্বাভাবিক চলাফেরা লক্ষ্য করা যায়। কুকুরটি পাগল নিশ্চিত হলে ফ্যাক্টরির অন্যান্য প্রাণী (ছাগল -৬০টি, গরু-২৬ টি) এবং প্রায় ২৫০০ শ্রমিক কর্মচারীর নিরাপত্তার কথা বিবেচনা করে কুকুরটিকে মেরে ফেলা হয়।
০৬ এপ্রিল ২০২৪, ২০:৫৬

প্রাইভেটকারের ধাক্কায় কারখানার কেয়ারটেকার নিহত
রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেটকারের ধাক্কায় আনিসুর রহমান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জুরাইনে একটি কারখানার কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন। রোববার (৩১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। আনিসুর রহমানের বাড়ি টাঙ্গাইল জেলায়। বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম। তিনি জানান, রাত দেড়টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলেন আনিসুর রহমান। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকারের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে চিকিৎসক তাকে রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।   মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই মো. মনিরুল ইসলাম।
০১ এপ্রিল ২০২৪, ১০:১৮

চট্টগ্রামে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামের বায়েজিদে টেক্সটাইল মোড় এলাকায় জুতা তৈরির কারখানায় লাগা আগুন ১ ঘণ্টা ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।  শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে বলে জানিয়েছে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বিকেল ৪টা ১৫ মিনিটে বায়েজিদের একটি জুতার কারখানায় আগুন লেগেছে এমন খবর পাই। এর ১৫ মিনিটের মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শুরুতে চারটি ইউনিট কাজ শুরু করলেও পরে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বিকেল ৫টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানাতে পারেননি এ ফায়ার কর্মকর্তা। এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, কারখানাটি বিদেশি মালিকানাধীন বলে শুনেছি। আমরা খোঁজ নিচ্ছি।
২৯ মার্চ ২০২৪, ১৯:৩০

মুন্সীগঞ্জে ১১ ঘণ্টা পর সুপার বোর্ড কারখানার আগুন নিয়ন্ত্রণে 
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে প্লাই বোর্ড তৈরির কারখানার গুদামে লাগা আগুন প্রায় ১১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। রোববার (২৪ মার্চ) দুপুরে এই আগুনের সূত্রপাত। মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি সোমবার (২৫ মার্চ) দৃশ্যমান আগুন নিভে গেছে। তবে গুদামে মজুত করা পাটখড়ি ও প্লাই বোর্ডে আগুনের ফুলকি আছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৪টি  ইউনিটের  ৫৭ জন কর্মী কাজ করছেন।  ফায়ার সার্ভিস ও কারখানা-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার (২৪ মার্চ) বেলা সোয়া ১টার দিকে গুদামে মজুত করা পাটখড়িতে আগুন ধরে গেলে শ্রমিক ও স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করেন। তবে বাতাসের কারণে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় তারা ব্যর্থ হন। গুদামের পাশেই নদীতে পাটখড়িবোঝাই তিনটি ট্রলার মালামালসহ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথম দিকে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, এরপর নারায়ণগঞ্জের আরও চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় কুমিল্লা, ঢাকা থেকেও ফায়ার সার্ভিসের আরও কয়েকটি দল আসে। রাত সাড়ে আটটায় আগুনের ভয়াবহতা কমতে শুরু করে।  গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার গণমাধ্যমকে বলেন, রোববার (২৪ মার্চ) দুপুর থেকে রাত পর্যন্ত গজারিয়া, নারায়ণগঞ্জ, ঢাকা ও কুমিল্লা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে টানা কাজ করেছে। দৃশ্যমান আগুন নিভে গেছে। তবে গুদামের মজুত করা পাটখড়ি ও প্লাই বোর্ডে আগুনের ফুলকি আছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। পাটখড়ি ও প্লাই বোর্ডের ওপরের স্তরে ফুলকি আছে। পানি ছিটিয়ে একটি একটি করে আগুন নির্বাপণ করে মালামাল সরানো হচ্ছে। এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
২৫ মার্চ ২০২৪, ১৫:১৫

লুঙ্গি কারখানার আগুন নিয়ন্ত্রণে
টাঙ্গাইলে এটিএম লুঙ্গি কারখানার আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।  রোববার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকার এটিএম লুঙ্গি কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে এলেও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিছ বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
১০ মার্চ ২০২৪, ১৮:৩১

৬ দিন পর নিভলো চট্টগ্রামের চিনি কারখানার আগুন
ছয় দিনের প্রচেষ্টায় অবশেষে চট্টগ্রামের চিনি কারখানার আগুন নেভাতে সক্ষম হলো ফায়ার সার্ভিস। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এর আগে গত ৪ মার্চ বিকেল ৪টার দিকে কর্ণফুলীর ইছাপুর এলাকায় অবস্থিত চিনি কারখানাটিতে আগুন লাগে। কারখানায় ৬টি গোডাউন ছিল। এর মধ্যে একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (চট্টগ্রাম) উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডের প্রথমদিন রাতে সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ওই সময় ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট কাজ করে। তাতে মূল কারখানা ও অন্য গুদামগুলোতে আগুন ছড়ানো ঠেকানো যায়। আগুন নিয়ন্ত্রণ করা গেলেও গোডাউনের ভেতরে আগুন নেভানো যায়নি। পরে নৌবাহিনী, সেনাবাহিনী ও কোস্ট গার্ডের শতাধিক সদস্য ফায়ার সার্ভিসকে আগুন নির্বাপণ কাজে সহযোগিতা করে। শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় সম্পূর্ণভাবে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এই সময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (চট্টগ্রাম) উপ-পরিচালক দিনমনি শর্মা বলেন, অপরিশোধিত চিনিগুলো দাহ্য পদার্থ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে এতটা বেগ পেতে হয়েছে। অন্য গোডাউনে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেটি নিয়ে আমরা সতর্ক অবস্থানে ছিলাম। রোবট ফায়ার ফাইটার, ফোম, কেমিক্যাল ব্যবহারসহ বিভিন্ন চেষ্টায় আগুন নির্বাপণ করতে সক্ষম হয়েছি। কারখানার কর্মকর্তারা বলছেন, রমজান সামনে রেখে মিলের চারটি গুদামে মোট চার লাখ টন অপরিশোধিত চিনি মজুত করা হয়েছিল। পরিশোধনের পর ওই চিনি বাজারে যাওয়ার কথা। এর মধ্যে ১ নম্বর গোডাউনের এক লাখ টন চিনি পুড়ে গেছে। অপরিশোধিত এই চিনি আগুনে গলে লালচে কালো কাদার মতো তরল কর্ণফুলীতে গিয়ে দূষণ ঘটাতে শুরু করেছে। পোড়া চিনি ও কেমিক্যালের বর্জ্য মিশে পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যাওয়ায় ৫ মার্চ থেকেই নদীর দুই তীরে ভেসে উঠতে শুরু করেছে মাছ ও জলজ প্রাণী। ওই বর্জ্য যেন আর নদীতে না ছড়ায়, তা নিশ্চিত করার তাগিদ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। পরিবেশবিদ ড. ইদ্রিস আলী বলেন, শিল্প কারখানা গড়ে তোলার আগে কিছু বিষয় মাথায় রাখা উচিত ছিল। তারা ডাম্পিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা রাখেনি। এ কারণে কারখানা থেকে পোড়া বর্জ্য পড়ছে কর্ণফুলী নদীতে। পুড়ে যাওয়া সম্পদের ক্ষতি একসময় পুষিয়ে যাবে। কিন্তু পরিবেশের যে ক্ষতি হচ্ছে তা আর পূরণ হবে না। এ জন্য আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে সজাগ হতে হবে।
১০ মার্চ ২০২৪, ০১:২৭

সাড়ে ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চিনি কারখানার আগুন
চট্টগ্রামের কর্ণফুলীতে একটি চিনির কারখানায় লাগা আগুন সাড়ে চার ঘণ্টা চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যাচ্ছে বলে জানানো হয়েছে। সোমবার (৪ মার্চ) অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক ও ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা এ তথ্য জানান। তিনি বলেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। অল্প সময়ের মধ্যে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে আসবে। ঘটনা তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে সোমবার বিকেল ৪টার দিকে কর্ণফুলী মইজ্জারটেক এলাকায় এস আলম সুগার মিলে এ আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে করে কারখানায় থাকা এক লাখ টন অপরিশোধিত চিনি পুড়ে গেছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। কারখানার সহকারী ফিটার মনির জানান, গোডাউনে থাকা ব্রাজিল থেকে আমদানি করা ১ লাখ টন অপরিশোধিত চিনি ছিল। এগুলো রমজানকে সামনে রেখে আমদানি করা হয়েছিল। এখান পরিশোধিত হয়ে চিনিগুলো মার্কেটে যাওয়ার কথা ছিল। আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের পক্ষে থেকে কিছু না জানালেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন মিলের কর্মচারীরা।
০৪ মার্চ ২০২৪, ২২:৩১

মোজা কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের শ্রীপুরে একটি মোজার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। তিনি জানান, শনিবার বিকেলে শ্রীপুরের রাজাবাড়িতে একটি মোজা তৈরির কারখানায় আগুন লাগে। ঘটনার পরপরই কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। পর্যায়ক্রমে শ্রীপুর, জয়দেবপুর ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ৮টা ১৫ মিনিটে সময় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন নির্বাপনের কাজ চলছে। তিনি আরও জানান, কারখানার তিন তলা ভবনের দ্বিতীয় তলায় প্রথমে আগুন লাগে। পরে আগুন নিচ তলা ও তিন তলায় ছড়িয়ে পড়ে। পর্যায়ক্রমে আগুনের তীব্রতা বাড়তেই থাকে। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বেগ পেতে হয়। এর আগে এদিন বিকেল ৪টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামের কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়