• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
চাঁদপুরে কুকুরের কামড়ে আহত ২০
চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরের কামড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার রূপসা উত্তর, রূপসা দক্ষিণ এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতের মধ্যে ১৫ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  স্থানীয়রা জানান, রূপসা দক্ষিণ ইউনিয়নের রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা, বদরপুর, রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী, গৃদকালিন্দিয়া বাজার এলাকা, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে চর রামপুর ও হর্ণি র্দুগাপুর গ্রামে সকাল থেকে কুকুড়ের কামড়ের শিকার হয় লোকজন। এর মধ্যে জখম অবস্থায় গৃদকালিন্দিয়ার তাসলিমা (১৬), আনিকা (৩০), লোকমান (৭০), নুরুল ইসলাম (৭০), দক্ষিণ বদরপুরের রাহাত (২০), চর রামপুরের রুহুল আমিন(৭০), চরমান্দারীর তাহমিনা (২১), তাসলিমা (২০),আ: সাত্তার (৬৫),  বারপাইকা গ্রামের রেখা (৪০), বদরপুর গ্রামের খাদিজা (৩৩), হর্ণি দুর্গাপুর গ্রামের রৌশন আরা (৬০), ফারিহা (৩) ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। বাকী আহতরাও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বারপাইকা এলাকার লোকজন জানান, মঙ্গলবার সকাল থেকেই কুকুরের কামড়ের খবরে আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি। অন্তত ২০ জনের বেশি লোক কুকুকের কামড়ের শিকায় হয়েছে বলে জানতে পেরেছি। স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে এ সময় অভিভাবকদের ছুটাছুটি করতে দেখা গেছে।  রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শরীফ হোসেন খান জানান, মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন স্থানে কুকুড়ের কামড়ে লোকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিলেক অফিসার (আরএমও) ডা. মুজাম্মেল হোসেন জানান, হঠাৎ করেই মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কুকুড়ের কামড়ে আহত রোগী আসা শুরু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ১৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে সহযোগিতা করেছেন।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১১

কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৯ 
টাঙ্গাইলের ভূঞাপুরে এক পাগলা কুকুরে কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে।  মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার থেকে দুপুর পর্যন্ত ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ এলাকা, বীরহাটি এলাকা, ভুঞাপুর বাজার ও ছা‌ব্বিশা এলাকায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, পৌর শহরের বীরহাটি গ্রামের আবদুল হাকিমের ছেলে আব্দুল হালিম (৩৮), বামনা হাটা গ্রামের কোরবান শেখের ছেলে জহুরুল ইসলাম (২৩), ফসলান্দি গ্রামের হাসান আলীর ছেলে আতিকুর রহমান (৩৮), পশ্চিম ভূঞাপুর গ্রামের সুজনের স্ত্রী লিলি বেগম (৩০), ফলদা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের কেরামত আলী (৬৫), আহত আইয়ুব আলী, স্কুলছাত্রী জুই খাতুন (৯), পৌরসভার বেতুয়া এলাকার আতোয়ার রহমানের স্ত্রী জহুরা (৫০) এবং নিকরাইল এলাকার মঈন উদ্দিনের স্ত্রী নাসিমা বেগম (৪৫)। এছাড়াও আহত কয়েক জনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহতদের রোগীদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত জহুরুল ইসলাম বলেন, ইবরাহীম খাঁ মাজারের কাছে একটি পাগলা কুকুর লাফ দিয়ে আমার ওপর এসে পড়ে এবং পায়ে কামড়ে দেয়। এরপরই সেখানে থাকা আরও কয়েকজনকে কামড় দিয়েছে। আহত উপজেলার কষ্টাপাড়া ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক আতিকুর রহমান বলেন, বাসা থেকে বের হয়ে পরীক্ষাকেন্দ্রে খোঁজ নিতে যাওয়ার সময়ই দৌড়ে এসে কুকুর কামড় দিয়েছে। পরে হাসপাতালে এসে চিকিৎসা নিতে এসে দেখি ভ্যাকসিন নেই। বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনে দিতে হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ইফাত ফারজানা জানান, কুকুরের আক্রমণে শিকার হয়ে ৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুত্বর চারজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাইরে থেকে রোগীদের কিনে আনতে হচ্ছে।  
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩০

কুকুর-বিড়ালের কামড়ে আহত ৩ শতাধিক, আতঙ্কে স্থানীয়রা
লক্ষ্মীপুরে হঠাৎ করেই কুকুর ও বিড়ালের কামড়ে গত এক সপ্তাহে প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ-শিশু আহত হয়েছে। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছে শহরবাসী। প্রতিদিনই সদর হাসপাতালে ভিড় করছেন কুকুর ও বিড়ালের কামড়ে-আঁচড়ে আহত নানা বয়সী মানুষ। আক্রান্তদের ভ্যাকসিন দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল সংশ্লিষ্টদের।  সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মামুনুর রশিদ পাটওয়ারী ছেলে মোহাম্মদ পাটওয়ারীকে হাসপাতালে এনেছেন কুকুরের কামড়ের ভ্যাকসিন দিতে। মোহাম্মদের হাতে পাগলা কুকুর কামড় দিয়েছে বলে জানান তিনি। অপরদিকে চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের বতু মাঝি বাড়ির ৩৫ বছর বয়সী হোসনেয়ারা বেগমের গালে কামড় দেয় কুকুর। বিড়ালের কামড়ে আহত লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার সাব্বির আহমেদ হাসপাতাল ভ্যাকসিন নিতে এসেছেন। এভাবেই প্রতিদিন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভিড় করছের কুকুর ও বিড়ালের কামড়ে আহত নারী পুরুষ ও শিশুরা। লক্ষ্মীপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুর রব জানান, প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ জন রোগী কুকুর ও বিড়ালের কামড়ের ভ্যাকসিন নিতে আসছেন হাসপাতালে। এভাবে গত এক সপ্তাহে প্রায় ৩ শতাধিক আহতরা এসে ভ্যাকসিন নিয়েছেন। রোগীদের হাত-পিঠ ও গালসহ শরীরের বিভিন্ন অংশে কুকুর বিড়ালের কামড়ের দাগ রয়েছে।  সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, কুকুর ও বিড়ালের কামড়ের রোগীর চাপ বেড়ে গেছে, সকাল থেকে শতাধিক রোগী এসেছে। তাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পাগলা কুকুরের কামড় থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে।
২৮ জানুয়ারি ২০২৪, ১৫:৩৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়