• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
সালমান হাবীবের কাব্যগ্রন্থ ‘কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো’
  অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে কবি ও কথাসাহিত্যিক সালমান হাবীবের কাব্যগ্রন্থ ‘কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো।’ এটি কবির ১১তম কাব্যগ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন আহমেদ বোরহান। প্রকাশ করেছে পুনশ্চ পাবলিকেশন। বইমেলায় ভূমি প্রকাশের স্টলে (৩০৬, ৩০৭) পাওয়া যাবে বইটি। ‘কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো’ কাব্যগ্রন্থে উঠে এসেছে যাপিত জীবনের হাসি-কান্না বিরহ-বেদনা।  তার আগের প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে, ‘অতটা দূরে নয় আকাশ’, ‘ভালোবাসি একটি কবিতার নাম’ ‘বিরামচিহ্ন’, ‘আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ’, ‘বিষাদের ধারাপাত’ ‘আল্লাহকে ভালোবাসি’, ‘মন খারাপের মন ভালো নেই’ ও ‘আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে’ ‘দুখ দুগুণে পাঁচ’ ও কবি তার কবিতার। প্রসঙ্গত, কর্মজীবনে সালমান হাবীব একজন রেডিও ব্যক্তিত্ব। তিনি এফএম ‘রেডিও ক্যাপিটাল’-এ ‘মধ্যরাতের ভবঘুরে’ নামে একটি জনপ্রিয় শো উপস্থাপনা করেন।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৯

ইথার আখতারুজ্জামানের কাব্যগ্রন্থ ‘মিথের মতো মিথ্যে’
‘অমর একুশে বইমেলা ২০২৪’-এ প্রকাশিত হয়েছে তরুণ কবি ও গীতিকার ইথার আখতারুজ্জামানের চতুর্থ কাব্যগ্রন্থ ‘মিথের মতো মিথ্যে।’ বইটি প্রকাশ করেছে আজব প্রকাশ। প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম্য।  পাওয়া যাবে আজব প্রকাশের ৩৯২ ও  ৩৯৩নং স্টলে।  প্রকাশিত বই নিয়ে ইথার আখতারুজ্জামান বলেন, আমার লেখালেখির শুরু শৈশবে থেকে। মাঝে বেশ কয়েক বছর বিভিন্ন ব্লগ ও লিটল ম্যাগাজিনে নিয়মিত লিখেছি। কিন্তু নিজের লেখা কখনও বই আকারে প্রকাশ করব এবং তা চার চারটি বইয়ে রূপ নেবে, এই ব্যাপারে কোনো নিশ্চিত ধারণা কখনোই ছিল না। অসংখ্য পাঠকের ভালোবাসা আমাকে এখানে নিয়ে এসেছে। ‘মিথের মতো মিথ্যে’র অধিকাংশ কবিতারই গত বছর ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে লেখা। আশা করছি গত তিনটি বইয়ের মতোই এই বইটিও পাঠকদের তৃপ্ত করবে। আজব প্রকাশের প্রকাশক জয় শাহরিয়ার বলেন, ইথারের পূর্বে প্রকাশিত তিনটি বইয়ের মতোই এ বছর প্রকাশিত বইটি নিয়েও আমি আশাবাদী। আশা করি বইটি সর্বোচ্চ মাইলফলক স্পর্শ করবে। ইতোমধ্যেই বইটি কবিতা ক্যাটাগরিতে বেস্ট সেলার লিস্টে উঠে এসেছে পাঠকের ভালোবাসায়। আখতারুজ্জামানের লেখা বই নৈঃশব্দ্যের ঘোর (২০২১), রুইতনের বিবি (২০২১), বসন্ত বিভ্রম (২০২৩) প্রকাশ পেয়েছে।  ‘রুইতনের বিবি’র জন্য তিনি পেয়েছেন ২০২২ সালে পাঠক জরিপে ‘চলন্তিকা সাহিত্য পুরস্কার।’ 
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৩

কবি ঋজু রেজওয়ানের কাব্যগ্রন্থ ‘জ্যা~মন নাচমিতি এবং জলপ্রহর’ 
‘অমর একুশে বইমেলা ২৪’-এ প্রকাশিত হয়েছে কবি ঋজু রেজওয়ানের কাব্যগ্রন্থ ‘জ্যা~মন নাচমিতি এবং জলপ্রহর’। বইটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী।  ‘জ্যা~মন নাচমিতি এবং জলপ্রহর’ কবির তৃতীয় কবিতাগ্রন্থ। এর আগে ২০২২ ও ২০২৩ সালে বইমেলায় আত্মপ্রকাশ করেছে ‘সুখ+মানুষ = জামা>গিলোটিন’ এবং ‘বিপ্রতীপতা (+) হাইটেক বাই ফোকাল’ নামের দুটি কবিতাগ্রন্থ। ঋজু রেজওয়ানের লেখালেখির চর্চা কৈশোরে স্কুল দেয়ালপত্রিকা ‘উদয়ন’-এর সম্পাদনার মধ্য দিয়ে। তিনি নিয়মিত লিখছেন ছোট-বড় কাগজে এবং দৈনিকের সাহিত্য সাময়িকীতে। কবিতা, কবিতাবিষয়ক প্রবন্ধ, শিশুতোষ ছড়া ছাড়াও পদ্যও লিখছেন সমান আগ্রহে। ‘জ্যা~মন নাচমিতি এবং জলপ্রহর’ সম্পর্কে বলতে গিয়ে ঋজু রেজওয়ান বলেন, এর প্রতিটি কবিতা শাস্ত্রীয় ছন্দের নানারকম পরীক্ষা ও নীরিক্ষার এক আকর গ্রন্থ হলেও এর প্রতিটি কবিতা সাবজেক্টলি অ্যান্ড স্ট্রাকচারাল দিক থেকে বিবেচনা করলে এ সবই আবহমান কবিতার চিরায়ত সুর ঝংকৃত হয়েছে এ কবিতাগ্রন্থে। এ ছাড়া তিনি আরও বলেন, তার প্রথম দুটি কবিতাগ্রন্থের বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়ে আছে ‘জ্যা~মন নাচমিতি এবং জলপ্রহর।’ এ কবিতাগ্রন্থে দুটি পর্ব। ‘জ্যা ~ মন নাচমিতি’ পর্বে ২৪টি কবিতা ও ‘এবং জলপ্রহর’ পর্বে ২৭টি কবিতা সন্নিবেশিত হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন শামীম আরেফিন। পাওয়া যাবে ১৪৭-১৪৮ স্টলে।  
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৬

বইমেলায় আসছে জাহারা মিতুর দ্বিতীয় কাব্যগ্রন্থ 
রুপালি পর্দার এই প্রজন্মের নায়িকা জাহারা মিতু। একাধারে তিনি মডেল, উপস্থাপক ও অভিনেত্রী। এর পাশাপাশি গেল বছর বইমেলায় আত্মপ্রকাশ করেছেন লেখক হিসেবে। তারই ধারাবাহিকতায় চলতি বছরের বইমেলায় আসছে মিতুর দ্বিতীয় কাব্যগ্রন্থ।  মিতুর দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম ‌‘তুই আমার না পাওয়া ভালোবাসা’। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মেলায় পাওয়া যাবে বইটি। দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশ হতে যাচ্ছে এটি। সামাজিক যোগাযোগমাধ্যমে বই প্রকাশের বিষয়টি নিজেই জানিয়েছেন মিতু।  পাঠকদের উদ্দেশে মিতুর পোস্টটি হুবহু তুলে ধরা হলো—  ‘অবশেষে উন্মোচন হতে যাচ্ছে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‌‘তুই আমার না পাওয়া ভালোবাসা।  এবারের বইমেলার সার্বিক অবস্থা দেখে অনেকটা দোটানায় ছিলাম বই প্রকাশ করব কিনা। অসুস্থ সামাজিকতা আমাকে কখনোই টানে না। তবে সব দোলাচল শেষে একজন সাধারণ লেখক সত্তার সাধারণ কিছু সময় এবং অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাতে বইটির আত্মপ্রকাশ জরুরি ছিল।  আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে বইটি পাওয়া যাবে আমাদের প্রিয় দেশ প্রকাশনীর ৪৭৮, ৪৭৯, ৪৮০ নং স্টলে। আশা করছি শিগগিরই দেখা হবে এবারের বইমেলাতে।’ সম্প্রতি দেশের এক গণমাধ্যমে নিজের বই প্রকাশের অনুভূতি জানিয়ে মিতু বলেন, আসলে এ এক অন্যরকম অনুভূতি। পাঠকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকব আমি এখন। কবিতা আমার জন্য আমার জীবনের প্রতিটি মুহূর্তকে ঘিরে। জীবনে আসা ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন অনুভূতিই হলো কবিতার বিষয়বস্তু। যে কবির তৃতীয় চক্ষু যতোটা শক্তিধর, সে তার পাঠকের অনুভূতি ততোটাই ভালোভাবে বুঝতে পারে। কাউকে ভালোবাসা প্রকাশ করতে একটি কবিতা পাঠিয়ে দেখুন, ভালোবাসার প্রকাশটাই ভিন্ন হবে। অভিনেত্রী আরও বলেন, সারাজীবন কেটেছে বই পড়ে অথবা লেখালেখি করে। ভাবতাম লেখাই একমাত্র ডকুমেন্ট যার মাধ্যমে মানুষ ততদিন বেঁচে থাকে পৃথিবীতে তার মৃত্যুর পর শেষ বইটিও যতক্ষণ পর্যন্ত অক্ষত থাকে। জানি না কিভাবে নায়িকা হয়ে গেছি। মিডিয়ায় হুট করেই আসা, হুট করেই জীবনের সবচেয়ে বড় বাঁক। তবে লেখক হওয়ার ইচ্ছা আজীবনের। সেই স্বপ্ন থেকেই একটু একটু এগিয়ে যাওয়া। ভালো লাগে যখন নিজের স্বপ্ন পূরণ হতে দেখি। 
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৪

বইমেলায় এরশাদ সোহেলের কাব্যগ্রন্থ ‘অতৃপ্ত শহর’
‘অমর একুশে বইমেলা ২০২৪’-এ প্রকাশিত হয়েছে কবি এরশাদ সোহেলের প্রথম কাব্যগ্রন্থ ‘অতৃপ্ত শহর।’ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে সৃজন প্রকাশনী, প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি ঐতিহ্য প্যাভিলিয়ন এবং মাত্রা প্রকাশ-এর ৪৬৬-৪৬৭ নং স্টলে পাওয়া যাচ্ছে।  ‘অতৃপ্ত শহর’ কাব্যগ্রন্থে দৃশ্যমান হয়েছে প্রেম-ভালোবাসার অজুত-নিজুত, দেশাত্মবোধ, বঙ্গবন্ধুর দেশের প্রতি আত্মত্যাগ পরবর্তী স্বাধীনতার স্বাদ গ্রহণে উজ্জীবিত বাঙালি জাতির কথা। উঠে এসেছে ছিন্নমূল অসহায় মানুষের গল্প, এমনকি হিজড়াদের প্রতিবন্ধকাময় জীবনের প্রতিচ্ছবিও ফুটে উঠেছে বইটিতে।  লেখক মোহাম্মদ এরশাদ সোহেলের বেড়ে ওঠা দ্বীপজেলা ভোলার তজুমদ্দিন উপজেলায়। তিনি ১৯৮৫ সালের ২ আগস্ট জন্মগ্রহণ করেন। লেখালেখির হাতেখড়ি ২০০২ সালে একটি সাপ্তাহিক পত্রিকার মাধ্যমে। এরশাদ সোহেল নিজ জেলা থেকে স্নাতক শেষ করে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।   
১২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪০

মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ ‌‘মায়াতন্ত্র’
সৃজনশীল লেখক, কবি ও সাংবাদিক মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ 'মায়াতন্ত্র' আসছে এবারের ব‌ই মেলায়। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে শ্রাবণ প্রকাশনী থেকে ব‌ইটি মেলায় আসছে বলে জানান প্রকাশক রবিন আহসান। মায়াতন্ত্র'র প্রচ্ছদ এঁকেছেন রাজিব রায়। এতে ৭০টির মতো কবিতা থাকছে। এরমধ্যে বেশিরভাগ কবিতা‌ই প্রেমের।  নতুন কাব্যগ্রন্থ প্রসঙ্গে কবি মিজান মালিক বলেন, প্রতিটি মানুষেরই কিছু শখের মানুষ থাকে। তাদের প্রতি অতুল মায়াও থাকে। অনুভূতির উঠোনে একটু যত্ন পেলে তুলতুলে নরম হয়ে ওঠার অজস্র গল্প আছে ।‌ অপরদিকে বাস্তবতার সড়কে আক্রান্ত মানুষ, অন্যের প্রতি কোমল ভালোবাসার ভিটায় যখন শ্লেষের চারা লাগায়,তখন সে ভীর থেকে বেরিয়ে আলাদা হয়ে যায়। বিষণ্ণ মন খুঁজে প্রশান্তি।‌ কখনো বৃষ্টির প্রার্থনায়, সন্ধ্যা তারার মাঝে। মেঘ‌ও হয়ে ওঠে অভিমানের পারদ। যদি বৃষ্টি না ঝরায়। কবিতায় মানুষের আকুল মনের নানামুখী তৎপরতা উঠে এসেছে। তিনি বলেন, মায়াতন্ত্র'র কবিতার শরীর শৈলিতে প্রেম, আশা-নিরাশা, কাছে পাওয়া কিংবা দূরত্বের শঙ্কা আবার কখনো দোটানা আশ্রয় নিয়েছে বেশ। বলা চলে এই কাব্যগ্রন্থের বড় একটা জায়গা দখলে রেখেছে প্রেম, ভালোবাসা বিরহব্যথার অমিমাংসিত রহস্য। পাশাপাশি জীবনপাতার ওপর কুয়াশা ঝরে পড়াও পেয়েছে জায়গা। তবে সেটিও মূখ্য হয়ে উঠতে পারেনি, কাব্যগ্রন্থের রোমান্টিক কবিতার দাপটের কাছে। এর প্রতিটি কবিতা যেনো বিদ্যমান সময়ের একেকটা বৃক্ষ। যার ছায়ায় একটু জিরিয়ে নিতে চাইবে সবাই। এর আগে, ২০২০ সালে লেখক সাংবাদিক মিজান মালিকের প্রথম কাব্যগ্রন্থ 'গল্প ছাড়া মলাট' প্রকাশ করেছিল ঐতিহ্য প্রকাশনী। সে বছর মেলায় ব‌ইটি বেশ সাড়া ফেলে। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মন খারাপের পোস্টার' প্রকাশ পেয়েছিল ২০২১ সালে। করোনাকালে। এইসময় প্রকাশনা বের করেছিল এটি। তার দুটো কাব্যগ্রন্থ‌ই পাঠকপ্রিয়তা পেয়েছিল। আশা করা যাচ্ছে মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ 'মায়াতন্ত্র'ও পাঠকের মনে জায়গা করে নিতে পারবে।
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়