• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
মক্কা-মদিনায় ঈদের নামাজ পড়াবেন যারা
পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য দুজন প্রসিদ্ধ ইমামের নাম ঘোষণা করেছেন।   হারামাইন কর্তৃপক্ষ জানায়, মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফে ঈদুল ফিতরের নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়েখ সালেহ আল হুমাইদ।  এ ছাড়া মদিনার মসজিদে নববিতে ইমামতি ও খুতবা প্রদান করবেন নববিরই  প্রসিদ্ধ ইমাম শায়েখ আহমেদ হুজাইফি।  পবিত্র এই দুই মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে স্থানীয় সময় বুধবার (১০ এপ্রিল) সকাল ৬টা ২০ মিনিটে। এদিকে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে, বাংলাদেশেরও বিভিন্ন জেলায় সৌদির সঙ্গে মিল রেখে আজ (বুধবার) ঈদ উদযাপিত হচ্ছে।  
১০ এপ্রিল ২০২৪, ০৯:২১

কাবা শরিফে মুসল্লির আত্মহত্যার চেষ্টা
সৌদি আরবের মক্কার মসজিদুল হারামের ওপরের তলা থেকে লাফ দিয়ে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর খালিজ টাইমসের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মক্কা কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, এ ব্যাপারে তদন্ত শুরু করেছে কাবার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনী। তবে পবিত্র এ মসজিদে আত্মহত্যার চেষ্টা চালানো ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি তারা। প্রসঙ্গত, ২০১৭ সালে সৌদি আরবের এক বাসিন্দা কাবা চত্বরে নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটকে দেন। ২০১৮ সালে পবিত্র কাবা শরীফে এক বাংলাদেশিসহ তিনটি আত্মহত্যার ঘটনা ঘটে। 
০৯ এপ্রিল ২০২৪, ১৮:০৬

কাবা থেকে ৩ কিলোমিটারেরও বেশি দূর গেলো তারাবির কাতার
সৌদি আরবের পবিত্র কাবা শরীফে তারাবির নামাজ আদায়ের জন্য শুক্রবার (২২ মার্চ) জড়ো হয়েছিলেন লাখ লাখ মানুষ। মুসল্লিদের নামাজের কাতার কাবার গ্র্যান্ড মসজিদ পেরিয়ে তিন কিলোমিটারেরও বেশি দূরের মাআলা এলাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। শনিবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। মাআলা এলাকায় মানুষের নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ড্রোন থেকে তোলা ওই ভিডিওতে দেখা যায়, রাস্তার অলি-গলিতে হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করছেন। ভিডিওতে যতদূর চোখ যায়, শুধু মুসল্লি আর মুসল্লি। এসময় মূল সড়কে যানবাহন চলাচল করতেও দেখা যায়। আল মাআলা মক্কার একটি প্রসিদ্ধ এলাকা। সেখানে রয়েছে মক্কার অন্যতম পুরোনো কবরস্থান ‘আল মাআলা কবরস্থান’। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর অনেক সঙ্গী এবং ইসলামিক ব্যক্তিত্ব এই কবরে শুয়ে আছেন। পবিত্র রমজান মাস এলে মক্কায় লাখ লাখ মানুষের সমাগম ঘটে। বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ওমরাহ পালন করতে মক্কায় ছুটে আসেন।
২৩ মার্চ ২০২৪, ২০:২৫

কাবা শরীফের ইমাম হতে চান বিশ্বজয়ী হাফেজ বশির
ইরানে কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৮০টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করা বাংলাদেশের হাফেজ বশির আহমেদকে সংবর্ধনা দিলো ছাত্রলীগ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন প্রাঙ্গণে তাকে সংবর্ধনা দেওয়া হয়।  সংবর্ধনায় হাফেজ বশিকে একটি গিফট বক্স তুলে দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। ছাত্রলীগের পক্ষ থেকে এমন সম্মাননা পেয়ে আনন্দিত বশির ও তার শিক্ষক মাওলানা হাফেজ নেছার আহমেদ নেছারী। হাফেজ বশির বলেন, আলহামদুলিল্লাহ! দেশবাসীর দোয়ায় আমি ইরানে কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছি। হাফেজদেকে সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানাই। বশিরের শিক্ষক মাওলানা হাফেজ নেছার আহমেদ নেছারী বলেন, বশির মাত্র পাঁচ মাসে হিফজ সম্পন্ন করেছে। সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে খুব ভয় পাচ্ছিলো। আমি তাকে বলেছি তুমি ১৮ কোটি মানুষের ভার নিয়ে এসেছো। যেকোনো মূল্যে বাংলাদেশের পতাকাকে সম্মানিত করতেই হবে। তার স্বপ্ন হচ্ছে ইসলামিক স্কলার হওয়া এবং পবিত্র কাবা শরীফের ইমাম হওয়া। তিনি আরও বলেন, বশির সারা বিশ্বে বাংলাদেশকে সম্মানিত করায় তাকে দেশের বিভিন্ন মহল থেকে সম্মানিত করা হচ্ছে। এই ধারা অব্যাহত রাখলে হাফেজরা আরও অনুপ্রাণিত হবে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা উন্নত হবে, বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মান বাড়বে।  ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমরা চাই দেশে একটি ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থা ও ছাত্ররাজনীতি গড়ে উঠুক। মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে থাকার জন্য আমরা মাদ্রাসা শিক্ষা বিষয়ক কার্যক্রম চালু করেছি। তারা যেন প্রযুক্তির সুযোগ সুবিধা, কর্মসংস্থানের নিশ্চয়তা এবং দক্ষতা অর্জন করতে পারে সেজন্য বাংলাদেশ সরকার তাদের বিশ্বস্ত বন্ধু হয়ে কাজ করবে। 
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩১

কাবা শরিফ ও মসজিদে নববীতে বিয়ের অনুমতি দিল সৌদি
মক্কা ও মদিনায় আসা হজ ও উমরাহ যাত্রীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে দুই পবিত্র স্থান কাবা শরিফ ও মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি সরকার।   শনিবার (২৭ জানুয়ারি) সৌদির দৈনিক আল ওয়াতানের বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।  এক প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মক্কা ও মদিনায় স্বস্তিতে যেন বিয়ে পড়ানো যায়, সেজন্য এই উদ্যোগ নিয়েছে হজ ও উমরাহ মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলেছেন, এই দুই মসজিদের পবিত্রতা রক্ষা করে- সেখানে বিয়ে আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ‘ব্যতিক্রম আইডিয়া’ নিয়ে আসার জন্য- এটি একটি বড় সুযোগ। মাসুদ আল জাবরি নামের সৌদির এক বিবাহ কর্মকর্তা জানিয়েছেন, মসজিদে বিয়ে পড়ানোর ক্ষেত্রে ধর্মীয় সম্মতি আছে। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) একবার এক সহযোগীর বিয়ে মসজিদে পড়িয়েছিলেন। মাসুদ আরও জানিয়েছেন, মদিনার যে স্থানীয় মানুষ আছেন তাদের অনেকেই এখনই মসজিদে নববীতে বিয়ের কার্য সম্পাদন করেন।  তিনি বলেছেন, বিভিন্ন কারণে মদিনাবাসী এটি করেন। মদিনার অনেক মানুষ ঐতিহ্যগতভাবে বিয়েতে তাদের সব আত্মীয়-স্বজনকে দাওয়াত দেন। বেশিরভাগ সময়ই কনের পরিবার সবার জন্য ঘরে জায়গা করতে পারে না। ফলে মসজিদে মসজিদে নববী বা কাবায় এসে বিয়ে পড়ানো হয়। অনেকের বিশ্বাস মসজিদের বিয়ে পড়ানো হলে সেটি মঙ্গলজনক হয় বলে জানান মাসুদ আল জাবরি। মসজিদে নববী অথবা কাবা শরিফে যারা বিয়ে পড়াতে আসবেন তাদের কিছু নিয়ম-কানুন মানতে হবে বলে জানিয়েছেন সৌদির এ বিবাহ কর্মকর্তা। তিনি বলেছেন, জোরে শব্দ করে মুসল্লিদের মনযোগ নষ্ট করা যাবে না। মসজিদগুলোর পবিত্রতা রক্ষা করতে হবে এবং কফি, মিস্টিসহ অন্যান্য খাবার বেশি পরিমাণে আনা যাবে না। সূত্র: গালফ নিউজ  
২৭ জানুয়ারি ২০২৪, ২২:৪৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়