• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
বাইডেন নাকি ট্রাম্প, কাকে পছন্দ জানালেন পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেনকে বেশি পছন্দ করেন। পুতিনের মতে, বাইডেন আরও অভিজ্ঞ, সাদাসিধা ব্যক্তি। গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পুতিন। তার সাক্ষাৎকার নেন রুশ সাংবাদিক পাভেল জারুবিন। পুতিনের কাছে পাভেল জানতে চান, ডেমোক্র্যাট বাইডেন ও রিপাবলিকান ট্রাম্পের মধ্যে কে রাশিয়ার জন্য ভালো?  বিনা দ্বিধায় পুতিন বলেন, বাইডেন। তিনি আরও অভিজ্ঞ, অনুমানযোগ্য ব্যক্তি। তিনি পুরোনো ধারার রাজনীতিবিদ। পরক্ষণেই সামান্য হেসে পুতিন বলেন, তবে আমরা যেকোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করব, যার ওপর আমেরিকান জনগণ আস্থা রাখে। যুক্তরাষ্ট্রে এখন উচ্চমাত্রায় রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে। এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক এখন তলানিতে। এমন প্রেক্ষাপটে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন পুতিন। তবে তার এই মন্তব্য আন্তরিক হিসেবে বিবেচিত না হওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে বাইডেনের বয়স ও মানসিক স্বাস্থ্য নিয়ে ওঠা প্রশ্ন উড়িয়ে দিয়ে পুতিন জানান, ২০২১ সালে তাদের যখন শেষবার দেখা হয়েছিল, তখন অস্বাভাবিক কিছু তার চোখে পড়েনি। এ ব্যাপারে পুতিন বলেন, তখনো (তিন বছর আগে) মানুষ বলত তিনি অযোগ্য, কিন্তু আমি এ রকম কিছুই দেখিনি।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৩

‘এখন আমি কাকে নিয়ে থাকবো’
দৌলতপুরে একটি বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৭ ফেবুয়ারি) দুপুরের দিকে উপজেলার আল্লার দর্গা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন, নবজাতককে উদ্ধারে কাজ করছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনার পর পুলিশকে জানানো হলে দ্রুত তারা পদক্ষেপ নিতে শুরু করেছেন। পুলিশের একাধিক দল কাচ করছে। এদিকে হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়- বোরকা পরিহিত লাল সোয়েটার গায়ে এক নারী নবজাতককে কোলে নিয়ে তড়িঘড়ি করে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছেন। জানা যায়, হাসপাতালের মহিলা ওয়ার্ডে নবজাতকের নানির কোল থেকে বাচ্চাকে আদর করার কথা বলে কোলে তুলে নেন বোরকা পরিহিত ওই নারী। পরে শিশুটির নানি পানি আনতে গেলে নবজাতককে নিয়ে পালিয়ে যান বলে জানিয়েছেন শিশুটির নানি রহিমন নেছা। নবজাতকের মা রিয়া খাতুন বলেন, গত ৫ তারিখে আমার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে শিশুর জন্ম হয়। বিয়ের পর এটাই আমার প্রথম বাচ্চা। কান্না জড়িতকন্ঠে তিনি বলেন, এখন আমি কাকে নিয়ে থাকবো? এদিকে নবজাতক চুরির ঘটনায় এলাকাবাসীর প্রশ্ন প্রায়ই শুনি হাসপাতাল থেকে শিশু চুরি হয়। কিন্তু কোথায় নেওয়া হয় এসব শিশুদের? কারা জড়িত? আইনশৃংখলা বাহিনী কি ইচ্ছে করলে তা বের করতে পারে না? তারা আরও বলছেন, এভাবে আর কত পরিবারের স্বপ্ন ভাঙবে? এর কি কোন সমাধান নেই?
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়