• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ভুট্টাখেতে কাঁদছিল নবজাতক, অতঃপর... 
সিরাজগঞ্জের তাড়াশে ভুট্টাখেত থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (১২ মার্চ) সকা‌লে তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চড়হামকুড়িয়া গ্রামের পূর্ব পাশের ফসলী মাঠের ভুট্টাখেত থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।  পরে উদ্ধারকৃত নবজাতককে চিকিৎসার জন্য তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসার পর নব জাতককে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা সমাজসেবা কার্যালয়ে তত্ত্বাবধানে নেওয়া হয়েছে।  স্থানীয় এলাকাবাসীর জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চড়হামকুড়িয়া গ্রামের মো. শামীম রেজার স্ত্রী মোছা. লাবনী খাতুন ছেলেকে নিয়ে বোরো ধানের জমি দেখতে যান। এ সময় ওই বোরো ধানের জমির পাশে ভুট্টার জমিতে তার ছেলে নবজাতকের কান্নার শব্দ শুনতে পায়। বিষয়টি তার মাকে জানালে ভুট্টারখেতের ভেতরে গিয়ে নবজাতককে দেখতে পান লাবনী খাতুন।  পরে বাড়িতে ফিরে এসে তার স্বামীকে বিষয়টি জানালে, স্বামী শামীম রেজাসহ এলাকার লোকজন মি‌লে ভুট্টারখেত থেকে ওই নবজাতককে উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা বি‌শিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বিষয়টি তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে নবজাতককে উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে নেওয়া হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. মনোয়ার হোসেন বলেন, বাচ্চাটি হাসপাতালে আনার পর তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। বাচ্চার শারীরিক আবস্থা ভাল আছে, সুস্থ্য আছে। তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, থানা প্রশাসনের মাধ্যমে শিশুটিকে রাজশাহী সোনা মনি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা গণমাধ্যমকে বলেন, বাচ্চাটি দত্তক নেওয়ার জন্য অনেকেই আবেদন করেছেন। জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক বাচ্চাটিকে রাজশাহী সোনা মনি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
১২ মার্চ ২০২৪, ২৩:৫৬

মেম্বারের বাবার কবরের ওপর কাঁদছিল নবজাতক, অতঃপর...
ময়মনসিংহের নান্দাইলে জঙ্গলের ভিতরের কবরের ওপর থেকে কান্নারত নবজাতককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মুশল্লি ইউনিয়নের তারেরঘাট রসুলপুর এলাকার গ্রামীণ সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এক অটোচালক। পরে রাত ৯টার দিকে নবজাতককে হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই সড়ক দিয়ে অটো চালিয়ে যাচ্ছিলেন মো. সুরুজ মিয়া। হঠাৎ জঙ্গলের ভেতরের নির্জন স্থান থেকে শিশুর কান্নার আওয়াজ পান। তিনি এগিয়ে গিয়ে দেখেন ওই গ্রামের সোহেল মেম্বারের বাবার কবরের ওপরে কাপড়ের টুকরো দিয়ে ঢাকা এক নবজাতক কান্না করছে। তিনি সেখান থেকে তাকে উদ্ধার করে সরাসরি নান্দাইল থানায় নিয়ে যান। পরে থানা থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। নবজাতকটির বিষয়ে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল জানান, শিশুটির বয়স আনুমানিক ২ থেকে ৩ দিন হবে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।  নান্দাইল থানার ওসি আব্দুল মজিদ বলেন, নবজাতকটিকে থানায় আনার পরপরই আমি ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। উদ্ধারকারী অটোচালক সুরুজ মিয়া শিশুটির দায়িত্ব নিতে চান। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে।  
০২ মার্চ ২০২৪, ০৬:২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়