• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
৪১তম বিসিএস / ৮৬৬ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বিভিন্ন কলেজে পদায়ন
সাধারণ শিক্ষা ক্যাডারে ৪১তম বিসিএসের ৮৬৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে পদায়ন করা হয়েছে। জাতীয় বেতন স্কেল (নবম গ্রেড) ২০১৫ অনুসারে শর্ত স্বাপেক্ষ তাদের নিয়োগ প্রদান করা হয়। পদায়ন পাওয়া এসব শিক্ষা ক্যাডার কর্মকর্তা দুই বছরের আগে বদলির আবেদন করতে পারবেন না। আগামী ২৮ এপ্রিলের মধ্যে পদায়ন কৃত কর্মস্থলে তাদের যোগদান করতে বলা হয়েছে। রোববার (২১ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি)। প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে ৪১তম বিসিএস পরীক্ষার ফলাফল ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে মোট ৮৬৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ প্রদান করা হয়। প্রার্থীকে দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে পদায়ন করা হয়েছে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।  ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৩ সালের ৬ আগস্ট চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি।
২২ এপ্রিল ২০২৪, ১৪:১২

কলেজে বিয়ে, মাঠে খাওয়া-দাওয়া
দিনাজপুরে বিরামপুর মহিলা কলেজের শ্রেণিকক্ষে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছেন নববিবাহিত এক দম্পতি। রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় আরিফুল-আঁখি দম্পতির বিয়ের অনুষ্ঠান কলেজে সম্পন্ন করা হয়।  জানা যায়, বর আরিফুল ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার শ্যামবাসেরপাড়া গ্রামের মোমিনুল ইসলামের ছেলে। আর কনে বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর মহল্লার আজাহার আলীর মেয়ে ফাতেমা বিনতে আজাহার ওরফে আঁখি। বিয়ে শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় বরযাত্রীরা কনেকে গাড়িতে করে পীরগঞ্জে রওনা দেন। স্থানীয়রা জানান, বিরামপুর মহিলা কলেজের ১০১ নম্বর শ্রেণিকক্ষে বিয়ের মঞ্চ তৈরি করা হয়। যে মঞ্চে বর ও কনে বসেছিলেন। কলেজের মাঠে বরযাত্রী ও কনে পক্ষের অতিথিদের জন্য খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। যদিও শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ ও মাঠ কেন বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হলো সেই বিষয়ে কথা বলতে রাজি হননি বর ও কনে পক্ষের কেউ। এ বিষয়ে কথা হয় বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হকের সঙ্গে।  তিনি বলেন, ‘কনে আমাদের কলেজের সাবেক শিক্ষার্থী। কলেজে ওই মেয়ের বিয়ের অনুষ্ঠান করার জন্য মেয়ের বাবা আমাকে অনুরোধ করেছিলেন। এখন তো কলেজে ঈদের ছুটি। তাই বিয়ের জন্য কলেজের মাঠ ও কক্ষটি ব্যবহার করতে দেওয়া হয়েছে।’ শিক্ষাপ্রতিষ্ঠানে বিয়ের আসর বসানোর প্রসঙ্গে বিরামপুর মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সোহেল রানা জানান, কলেজের শ্রেণিকক্ষ ও কলেজ চত্বরের ভেতরে বিয়ের অনুষ্ঠান হয়েছে, এমন তথ্য তার কাছে নেই।  তবে তিনি সাফ জানিয়ে দেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে বিয়ের অনুষ্ঠান আয়োজন করার কোনো সুযোগ নেই।’ এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নুজহাত তাসনীম গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা নীতিগতভাবে ঠিক নয়। কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে পরে খোঁজ নিয়ে বিষয়টি দেখব।’
১৫ এপ্রিল ২০২৪, ১৩:২৪

৯ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৯টি সরকারি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করেছে।   এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো। রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শাহ্ মো. সরওয়ার জাহানকে একই মেডিকেলে, কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোহাম্মদ ইজাজুল হককে একই মেডিকেলে, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ডা. দিলরুবা জেবাকে একই মেডিকেলে, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. অমল চন্দ্র পালকে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আশুতোষ সাহা রায়কে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সাহেলা নাজনীন একই মেডিকেলে, রংপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবু রায়হান মো. সুজা-উদ-দৌলা নীলফামারী মেডিকেল কলেজে, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যাপক ডা.পীযুষ কুমার কুন্ডুকে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।  
০১ এপ্রিল ২০২৪, ২১:০৩

এক পায়ে ৩ কিলোমিটার হেঁটে কলেজে যায় ইয়াছমিন  
এক পায়ে ক্র্যাচে ভর দিয়ে প্রতিদিন ৩ কিলোমিটার পথ হেঁটে নিয়মিত কলেজে যায় ইয়াছমিন আক্তার (২০)। তার এক পা নেই, আরেক পা থাকলেও তা প্রায় শীর্ণ। এ গল্প নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গাংচিল গ্রামের দিনমজুর নুরনবীর মেয়ে ইয়াছমিন আক্তারের।  দেড় বছর বয়সে এক পা হারিয়ে এমন বাস্তবতা নিয়ে পাড়ি দিয়েছেন জীবনের ১৯টি বছর। তবু কঠিন জীবন সংগ্রামে দমে যাননি। দারিদ্রতা আর শারীরিক অক্ষমতাকে জয় করে সে এখন জেলার সদর উপজেলার ড.বশির আহমদ কলেজে দ্বাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগে পড়ছেন।  ২০০৫ সালের ঘটনা। মা শিশু ইয়াছমিনকে বিছানায় রেখে পাশের বাড়ি থেকে পানিতে আনতে যায়। তখন চৌকির পাশে থাকা চেরাগ থেকে মশারিতে আগুন ধরে যায়। ওই আগুনে ইয়াছমিনের দুই পা দগ্ধ হয়ে যায়। পরে ডাক্তারের পরামর্শে তার বাম পা কেটে ফেলতে হয়। পায়ের রগ পুড়ে অপর পাও অনেকটা শীর্ণ হয়ে যায়।  এরপরও উদ্যম ইচ্ছা শক্তিতে প্রথমে ভর্তি হন স্থানীয় পশ্চিম গাংচিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে গাংচিল কবি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। বর্তমানে দেড় কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রথমে স্থানীয় গাংচিল বাজারে যান। পরে সেখান থেকে গাড়ি করে বাড়ি থেকে সাড়ে ১৩ কিলোমিটার দূরে কলেজে ক্লাস করছেন নিয়মিত। আবার বাড়ি ফিরতেও তাকে হাঁটতে হয় দেড় কিলোমিটার পথ। এভাবে ব্যয়ে চলেছেন জীবনের ভার। বছরে ৫ হাজার টাকা প্রতিবন্ধী সরকারি ভাতা পান। কিন্তু সরকারের এ সহযোগিতা একেবারেই অপ্রতুল।  ইয়াছমিন আক্তার বলেন, অনেক কষ্ট করে আমি লেখা পড়া করছি। পড়া লেখা শেষ করে আমি শিক্ষক হতে চাই। সবার সহযোগিতায় একটি কৃত্রিম পা সংযোজন হলে আমার স্বপ্ন পূরণ সহজ হবে।  ইয়াছমিনের বাবা নুরনবী বলেন, আমি একজন দিনমজুর। তবে শত কষ্ট-যাতনা সহ্য করে হলে মেয়েকে লেখাপড়া করাব। তার একটি কৃত্রিম পা সংযোজনে সমাজের বিত্তবান মানুষ এগিয়ে আসবে বলে প্রত্যাশা।  ড. বশির আহমদ কলেজের প্রভাষক এ. এইচ তানিম বলেন, আমরা তার কষ্টকে মূল্যায়ন করি। একই সঙ্গে তার চেষ্টাকে সাধুবাদ জানাই। কেননা ইয়াছমিন যেটা সম্ভব করে চলেছেন তা সবার কাছেই অনুপ্রেরণা ও দৃষ্টান্ত।    ড. বশির আহমদ কলেজের অধ্যক্ষ আঞ্জুমান আরা মুক্তা বলেন, ইয়াছমিন প্রতিদিন তিন কিলোমিটার পথ এক পায়ে হেঁটে কলেজে আসে। সে একজন জীবন সংগ্রামী তরুণী। অদম্য প্রচেষ্টায় তার গল্পটি হয়ে উঠেছে প্রেরণার। দিনমজুর বাবা সব কিছু হারিয়ে মেয়েকে সারিয়ে তুললেও স্বাভাবিক ভাবে হাঁটতে পারে না সে। তাদের আকুতি যদি কৃত্রিম পা দিয়ে হাঁটত পারত ইয়াসমিন।  
৩০ মার্চ ২০২৪, ১৩:২৯

তিতুমীর কলেজে সাংবাদিককে পিটিয়ে জখম
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তিতুমীর কলেজে শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় কলেজে একটি ইফতার মাহফিলে অংশ নেওয়া শেষে কর্মস্থলে ফেরার পথে হামলার শিকার হন ওই সাংবাদিক। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়েছে। অভিযোগ উঠেছে, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লের নেতৃত্বে কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক এস এম ইমরুল রুদ্র এই হামলা করেছেন। এ বিষয়ে হামলার শিকার সাংবাদিক সাব্বির আহমেদ বলেন, আমার ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিতে ক্যাম্পাসে যাই। সেখানে ছাত্রলীগ নেতা এস এম ইমরুল রূদ্র এসে আমার সঙ্গে সাক্ষাৎ করেন।  ইফতার শেষে রূদ্র আক্কাসুর রহমান আঁখি হলের নেতাকর্মীদের নিয়ে আমার ওপর অতর্কিত হামলা করে। তারা রড ও লাঠিসোটা নিয়ে আমাকে এলোপাথাড়ি আঘাত করে। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। তিনি আর‌ও বলেন, কলেজ প্রশাসনকে পরিচালনা করছেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল। ক্যাম্পাসে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও কলেজ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না।   এই বিষয়য়ে বক্তব্য জানতে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।  এদিকে হামলার বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নজরে আনলে তারা বলেন, হামলাকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
২২ মার্চ ২০২৪, ২৩:৩৮

আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজে চাকরি
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি পৃথক সাত পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ৬ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা পদ সংখ্যা: ৭টি পদের সংখ্যা: ১১ জন ১. পদের নাম: প্রভাষক পদসংখ্যা: ৫ (গণিত-২, রসায়ন-১, কৃষিশিক্ষা-১, ইংরেজি-১) যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা ২. পদের নাম: সহকারী শিক্ষক পদসংখ্যা: ২ (চারু ও কারুকলা-১, ইসলাম শিক্ষা-১) যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা ৩. পদের নাম: সহকারী শিক্ষক পদসংখ্যা: ১ (শারীরিক শিক্ষা-১) যোগ্যতা: বিশ্ববিদ্যালয় থেকে বিপিএড ডিগ্রি থাকতে হবে। বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা ৪. পদের নাম: সহকারী শিক্ষক পদসংখ্যা: ১ (প্রাথমিক শাখা) যোগ্যতা: বিশ্ববিদ্যালয় থেকে বিপিএড ডিগ্রি থাকতে হবে। বেতন: ১১,২৪০-৩০,২৩০ টাকা ৫. পদের নাম: কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১ যোগ্যতা: কম্পিউটার ডিপ্লোমা ইন সায়েন্স বা এইচএসসি বা সমমান পাস হতে হবে। বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা ৬. পদের নাম: হিসাব সহকারী পদসংখ্যা: ১ যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস বেতন: ১১,৩২০-২২,৪৯০ টাকা ৭. পদের নাম: মালি (পুরুষ) ও পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ) পদসংখ্যা: ২ যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ১০,০৫০-২০,০১০ টাকা যেভাবে আবেদন: আবেদনপত্রের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি দিতে হবে। আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর মুঠোফোন নম্বর লিখতে হবে। আবেদনপত্র সরাসরি, রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সভাপতি, গভর্নিং বডি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, শায়েস্তা খান অ্যাভিনিউ, সেক্টর-০২, উত্তরা, ঢাকা-১২৩০। আবেদনের সময়সীমা: আগ্রহীরা ৬ মার্চ ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন। 
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৮

কলেজে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ
নেত্রকোণার মদন উপজেলায় কলেজে যাওয়ার পথে এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সাজন মিয়া (২২) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পৌরসদরের বাসা থেকে কলেজে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। জানা গেছে, অভিযুক্ত সাজন মিয়া মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ মিয়ার ছেলে। ভুক্তভোগী ছাত্রীর বাসা পৌরসদরে। তিনি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণিতে পড়েন। মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মঙ্গলবার সকালে পৌরসদরের বাসা থেকে কলেজে যাওয়ার সময় বখাটে সাজন তার পথরোধ করে কুপ্রস্তার দেন। একপর্যায়ে জোর করে দেওয়ান বাজার রোডের একটি চালের দোকানে তুলে নিয়ে যান। পরে সাজনের একজন সহযোগী বাইরে থেকে দোকানের তালা লাগিয়ে দেন। দোকানে কলেজছাত্রীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে সাজন। পরে ঘটনাটি পরিবারকে জানান ওই ছাত্রী।  ভুক্তভোগী মেয়েটি বলেন, আমি চিৎকার শুরু করলে হত্যার হুমকি দিয়ে সাজন আমাকে একাধিকবার ধর্ষণ করে। পরে আমি ঘটনাটি আমার পরিবারকে জানাই। আমি সাজনের সর্বোচ্চ শাস্তি চাই।    মেয়েটির মা বলেন, কলেজে যাওয়ার পথে দিনদুপুরে রাস্তা থেকে তুলে নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করেছে। বাসায় গিয়ে মেয়েটি কান্নাকাটি করে আমাকে সব জানিয়েছে। বিচারের আশায় থানায় মামলা করেছি। এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার বলেন, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৪

নবাবগঞ্জ সরকারি কলেজে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
নবাবগঞ্জ সরকারি কলেজে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।  মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে বেলুন উঠিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম। অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক দুরুল হোদা, যুগ্ম সম্পাদক  আব্দুল খালেক চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কলেজ কতৃপক্ষ জানিয়েছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলবে আগামী চারদিন। এতে খেলাধুলার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবে।
২৩ জানুয়ারি ২০২৪, ১৬:৪৯

হঠাৎ নারী থেকে পুরুষ, এলাকায় চাঞ্চল্য!
সিরাজগঞ্জের তাড়াশে তমা সরকার (১৮) নামে এক তরুণী নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছে। এ সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে তাকে দেখতে প্রতিনিয়ত বাড়িতে লোকজন ভিড় করছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তমা সরকার উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌয়াড়িয়া দক্ষিণ পাড়ার শ্রী সুধান্ন সরকারের মেয়ে। বুধবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন তমা সরকার নিজে ও তার মা শিখা রানী।  তমা সরকার জানান, ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে। লজ্জা ও ভয়ে বিষয়টি নিজের মধ্যেই চাপা রাখেন। এভাবে তার বেশ কিছুদিন কেটে যায়। পরে তিনি রাজশাহীতে আলহাজ সুজা উদ-দৌলা সরকারী কলেজে এইচএসসিতে ভর্তি হন। আর এরই মাঝে তার সহপাঠীকে জানালে সহপাঠী তমার বাবা-মাকে বিষযটি বলেন।  তমার বাবা সুধান্ন সরকার বলেন, স্থানীয় স্কুল থেকে ২০২৩ সালে এসএসসি পাস করে মেয়ে তমা। এসএসসি পাস করার পর রাজশাহীতে আলহাজ সুজা উজ দৌলা সরকারি কলেজে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করে। আর এ সময় তার সহপাঠী প্রথমে তমা পুরুষে রূপান্তর হওয়ার বিষয়টি আমাকে অবগত করে। পরে হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট নিয়ে পুরোপুরি নিশ্চিত হই। তমা মা শিখা রানী জানান, নারী থেকে পুরুষে রূপান্তর হয়েছে তমা। একই সঙ্গে তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন এসেছে। হিন্দু ধর্মের কিছু রীতিনীতি থাকায় রূপান্তরিত তমা সরকারের নাম এখনো পরিবর্তন করে নতুন নাম রাখা হয়নি।  তমার চিকিৎসক হরমোন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানিয়েছেন, হরমোনের কারণে এ রকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়। বারুহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক বলেন, ঘটনাটি অনেকদিন আগে ঘটলেও বিষয়টি আজকে জানাজানি হয়েছে। আমি নিজেও বিষয়টি নিশ্চিত হয়েছি যে ঘটনা সত্য।
১৮ জানুয়ারি ২০২৪, ১০:২২

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
২০২৪ শিক্ষাবর্ষে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার ইংলিশ ভার্সনে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে শনিবার (১৩ জানুয়ারি) সকালে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।  এ সময় মো. জাহাঙ্গীর আলম বলেন, শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হিসেবে সবাইকে গড়ে উঠতে হবে। দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মাধ্যমেই জীবনের সফলতা নির্ভর করে। এ লক্ষ্য নিয়েই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। অনুষ্ঠানে সহকারী শিক্ষক ওয়ালী উল্লাহ ভূঁইয়া, মল্লিক আমিরুল ইসলাম, মারিয়াম সুলতানা, শংকর কুমার মণ্ডল, সুমনা সুলতানাসহ অনেকে উপস্থিত ছিলেন।
১৩ জানুয়ারি ২০২৪, ১৫:০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়