• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
কলাবাগান থেকে নারীর ঝলসানো লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে বাড়ির ২০০ গজ দূরে কলাবাগান থেকে কাঠমিস্ত্রির স্ত্রী মালেকা বেগমের (৩৫) পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের গোতার বাজার-সংলগ্ন (স্কয়ার প্রজেক্ট) এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি বাচ্চু মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহত নারীর বড় ছেলে মানিক (১৮) জানান, তিনি শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় কারখানায় চাকরি করেন। গতকাল রাতে তার নাইট শিফটে ডিউটি ছিল। ভোর ৪টার দিকে তার বাবা তাকে ফোন দিয়ে জানান তার মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কারখানা ছুটি হলে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়িতে এসে তার মায়ের আগুনে পোড়া লাশ বাড়ির ২০০ গজ দূরে কলাবাগানে দেখতে পান। নিহতের বাবা পাশের দক্ষিণ ধনুয়া গ্রামের বাসিন্দা মমতাজ উদ্দিন জানান, বিয়ের পর থেকেই মালেকার স্বামী তাকে নির্যাতন করতো। তার মেয়ের দুই লাখ টাকা তার (বাবার) কাছে রক্ষিত ছিল। ওই টাকা এনে দেওয়ার জন্য তার স্বামী তাকে নির্যাতন করতো। বাচ্চু মিয়া মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর আগুনে পুড়িয়ে কলাবাগানে লাশ ফেলে রেখেছে। স্থানীয়দের দাবি, কাঠমিস্ত্রি বাচ্চু মিয়া অন্য মেয়ে বাড়িতে এনে ফুর্তি করতেন। এ নিয়ে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগে থাকতো। তাছাড়া, সংসারে অভাব-অনটন নিয়েও তাদের মধ্যে বিবাদ লেগে থাকতো। ধারণা করা হচ্ছে, ঝগড়ার এক পর্যায়ে সে তার স্ত্রীকে হত্যার পর রাতের কোনও একসময় গায়ে আগুন দিয়ে পুড়িয়ে লাশ বাড়ির পাশের কলা বাগানে ফেলে রাখে হত্যাকে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করছে। শ্রীপুর থানার ওসি শাহ জামান জানান, এখনও কিছু বোঝা যাচ্ছে না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও রহস্য নিশ্চিত হওয়া যাবে।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৩

কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর ধানমন্ডির কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১ জানুয়ারি) বিকেল ৩টা ১৭ মিনিটে মঞ্চে উপস্থিত হন তিনি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে ঢাকার আসনগুলোর দলীয় সংসদ সদস্য প্রার্থীরা অংশ নেন। এ ছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্কমকর্তা সাবিরুল ইসলামের সই করা এক চিঠিতে এ জনসভার অনুমতি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালা প্রতিপালন এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণের শর্তে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ১ জানুয়ারি দুপুর ২টায় ধানমন্ডির কলাবাগান মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠানের বিষয়ে অনাপত্তি জ্ঞাপন করা হলো। প্রসঙ্গত, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকে জানিয়েছিলেন, ১ জানুয়ারি রাজধানীতে নির্বাচনী জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিন বিকেল ৩টায় মোহাম্মদপুরের শারীরিক চর্চাকেন্দ্র মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে স্থান পরিবর্তন করে কলাবাগানে নেওয়া হয়।
০১ জানুয়ারি ২০২৪, ১৬:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়