• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
‘নারীদের এগিয়ে নিতে কার্যকর পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিতে কার্যকর পরিকল্পনা করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  শনিবার (২০ এপ্রিল) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অপরাজিতা নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত ‌‘জাতীয় অপরাজিতা সম্মেলন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিতে কার্যকর আইনগত মডেল ও পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারীদের প্রযুক্তিগত প্রশিক্ষণসহ বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে যেন ডিজিটাল সুযোগ প্রাপ্তিতে কোনো ধরনের বৈষম্য তৈরি না হয়। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এ দেশে নারী ভোটারের সংখ্যাও বেশি। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে যা ইতিবাচক প্রভাব রাখতে পারে। তিনি আরও বলেন, অপরাজিতা নেটওয়ার্ক ৯ হাজার নারীর একটি সমন্বিত প্ল্যাটফর্ম। এক সঙ্গে কাজ করে নিজেদের মধ্যে যোগাযোগ, সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে এই নেটওয়ার্ককে এগিয়ে যেতে হবে। বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে এই নেটওয়ার্ক নারীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে- যা অত্যন্ত প্রশংসনীয়। অনুষ্ঠানে বাগেরহাট জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও বাগেরহাট জেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি শরীফা খানমের সভাপতিত্বে খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রোকসানা খন্দকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন দিনাজপুর জেলা অপরাজিতা নেটওয়ার্কের সদস্য জেসমিন আক্তার রিভা এবং হেলভেটাস বাংলাদেশের প্রকল্প পরিচালক প্রশান্ত ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আসাদুজ্জামান নূর, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, আরমা দত্ত, নাছিমা জামান ববি এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি।  অনুষ্ঠানে ঝালকাঠির উপজেলা ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক  ইসরাত জাহান সোনালী সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
২০ এপ্রিল ২০২৪, ১৮:০৮

ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন। শুক্রবার (১৯ এপ্রিল) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী এ কথা বলেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংক গ্রুপের স্প্রিংমিটিং-এ বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে অর্থমন্ত্রী মাহমুদ আলী এখন ওয়াশিংটনে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানও অনুষ্ঠানে বক্তব্য দেন এবং মাহমুদ আলীর বর্ণাঢ্য কূটনৈতিক এবং রাজনৈতিক কর্মজীবন সংক্ষেপে তুলে ধরেন। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছেন এবং তার নেতৃত্বে দেশ সামনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। মাহমুদ আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব নিয়েছেন এবং তিনি জাতিকে এর অভীষ্ঠ লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু দেশে স্বাধীনতাবিরোধী শক্তির অস্তিত্ব এখনও বিদ্যমান এবং তারা দেশের চলমান উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আবুল হাসান মাহমুদ আলী ১৯৭১ সালে নিউইয়র্কে তার কূটনৈতিক জীবনের স্মৃতিচারণা করেন। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত প্রথম কূটনীতিক যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এর আগে, অর্থমন্ত্রী দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। দূতাবাসে পৌঁছলে অর্থমন্ত্রী মাহমুদ আলীকে স্বাগত জানান রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। সূত্র : বাসস
১৯ এপ্রিল ২০২৪, ১৫:৪৯

রাসুল (সা.) যেভাবে ঘুমাতে নিষেধ করেছেন
মানুষের সুস্থতার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ঘুম। ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রাসুল (সা.)-এর সুন্নত মোতাবেক ঘুমও ইবাদত-পুণ্যে পরিণত হয়। ঘুমের জন্য সবচেয়ে উপযোগী সময় হলো রাত। কেননা আল্লাহ তা’আলা রাতকে বিশ্রামের উপযোগী করেই বানিয়েছেন।  রাসুল (সা.) এশার নামাজের পর গল্পগুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন (মুসনাদ আবি ইয়ালা, হাদিস :  ৪৮৭৯)। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি, তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণস্বরূপ আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য (সুরা : নাবা, আয়াত : ৯-১১)।’ আমাদের প্রিয় নবি (সা.) রাতে দেরি করে ঘুমানো অপছন্দ করতেন। সাহাবায়ে কিরামকে তাগিদ দিতেন এশার পরপরই ঘুমিয়ে যাওয়ার। রাসুল (সা.) এশার নামাজ এক-তৃতীয়াংশ রাত পরিমাণ দেরি করে পড়া পছন্দ করতেন, আর এশার আগে ঘুমানো এবং এশার পর না ঘুমিয়ে গল্পগুজব করা অপছন্দ করতেন। (সহিহ বুখারি, হাদিস : ৫৯৯)। নির্জন বাড়ি-ঘরে ঘুম : অনেক সময় বাড়ি-ঘর নিস্তব্ধ ও নির্জনতায় ছেয়ে থাকে। এসব ঘরে একাকী ঘুমানো উচিত নয়। তাই জনশূন্য ঘরে ঘুমানোর ক্ষেত্রে হাদিসের নিষেধাজ্ঞা রায়েছে। আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত হয়েছে, ‘রাসুল (সা.) কোনো ঘরে নির্জন রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন (মুসনাদে আহমাদ, হাদিস : ৫৬৫০) খোলা আকাশের নিচে ঘরের বাইরে ও আকাশের নিচে ঘুমাতে মহানবি (সা.) নিষেধ করেছেন। অনুরূপ ছাদেও ঘুমানো উচিত নয়। হাদিসে রাসুল (সা.) ইরশাদ করেন, ‘কেউ যদি রাতে বেষ্টনীবিহীন ছাদে ঘুমায়, তাহলে (কোনো দুর্ঘটনা ঘটলে) তার ব্যাপারে (আল্লাহর) কোনো দায়িত্ব নেই (আবু দাউদ, হাদিস : ৫০৪১)।’ জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রেখো। ঘরের দরজাগুলো বন্ধ রেখো। আর সন্ধ্যাবেলা বাচ্চাদের ঘরের ভেতর রেখো, কারণ এ সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে। ঘুম যাওয়ার সময় বাতিগুলো নিভিয়ে দাও। কেননা, অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বালিত সলতেযুক্ত প্রতীপ-বাতি টেনে নিয়ে যায় এবং সব জ্বালিয়ে-পুড়িয়ে দেয়।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৩১৬)  
১৬ এপ্রিল ২০২৪, ১৮:২৭

মিস ইউনিভার্সে যাওয়া নিয়ে মিথ্যাচার করেছেন সেই সৌদি সুন্দরী 
রুমি আলকাহতানি। মডেলিংয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে দারুণ খ্যাতি আছে ২৭ বছর বয়সী এ সৌদি সুন্দরীর। সম্প্রতি লাস্যময়ী এ তরুণীকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনার ঝড় ওঠে মিস ইউনিভার্স প্রতিযোগীতায় তার অংশগ্রহণের খবরে। কারণ, এর আগে কখনো এমন প্রতিযোগীতায় নিজেদের কোনও প্রতিনিধি পাঠায়নি সৌদি আরব।  কিন্তু সপ্তাহের ব্যবধানে ব্যাপারটি নিয়ে মুখ খুলেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। আর তাতেই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য।  জানা গেছে, বিশ্বব্যাপী আরও বড়ভাবে আলোচনায় আসার জন্যই মিস ইউনিভার্স প্রতিযোগীতায় নিজের অংশগ্রহণের খবরটি ছড়িয়েছেন রুমি আলকাহতানি। ইনস্টাগ্রামে আরবি ভাষায় দেওয়া এক পোস্টে এই সৌদি মডেল লিখেছিলেন, ২০২৪ সালের মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। পোস্টটিতে নিজ দেশের জাতীয় পতাকা হাতে একটি ছবিও জুড়ে দেন রিয়াদে জন্ম নেওয়া আলকাহতানি। ছবিতে একটি ঝলমলে গাউন, মাথায় মুকুট এবং ‘মিস ইউনিভার্স সৌদি আরব’ লেখা স্যাস পরে ছিলেন তিনি। আলকাহতানির ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওই পোস্টের সূত্র ধরেই খবরটি নিশ্চিত ভেবে নেয় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। মিস ইউনিভার্স প্রতিযোগীতায় সৌদি আরবের প্রথম প্রতিনিধি নিয়ে ছাপা হয় প্রতিবেদন। তোলপাড় হয় রুমি আলকাহতানি নামের এই সুন্দরী মডেলকে নিয়ে।  কিন্তু মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এখন দাবি করছে, এবারের প্রতিযোগিতায় সৌদি সুন্দরীর অংশগ্রহণ নিয়ে প্রকাশিত খবরটি পুরোপুরি মিথ্যা। শুধু তাই নয়, সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তারা সৌদি আরবে এখন পর্যন্ত কোনো বাছাই প্রক্রিয়াই পরিচালনা করেনি।  বিবৃতিতে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ বলেছে, এখন পর্যন্ত যে দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত হয়েছে, সে তালিকায় নাম নেই সৌদি আরবের। বর্তমানে আমরা একটি কঠোর যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি যেন দেশটির একজন সম্ভাব্য প্রার্থীকে ভোটাধিকার প্রদানের জন্য যোগ্য এবং প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় পরিচালক নিয়োগ করা হয়। এটি চূড়ান্ত এবং আমাদের অনুমোদন কমিটি দ্বারা নিশ্চিত না হওয়া পর্যন্ত সৌদি আরব আমাদের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে না। প্রসঙ্গত, ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে ১০ লাখ অনুসারী রয়েছে রুমি আলকাহতানির। গত ২৫ মার্চ মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিসেবে তার নাম ঘোষণা করেছে বলে দাবি করা হয়েছিল এই অ্যাকাউন্ট থেকে। সূত্র : আল-আরাবিয়া, খালিজ টাইমস।   
০৩ এপ্রিল ২০২৪, ১৭:০৬

বিয়ে করেছেন রিয়েলিটি সিরিজে খ্যাতিমান মার্কিন সংযুক্ত যমজ অ্যাবি হেনসেল
টিএলসি রিয়েলিটি সিরিজ "অ্যাবি অ্যান্ড ব্রিটানি" তে খ্যাতি অর্জনকারী মার্কিন সংযুক্ত যমজ অ্যাবি ও ব্রিটানি হেনসেল বিয়ে করেছেন। তিন বছর আগে গোপনে বিয়ে করেছেন মার্কিন সেনাবাহিনীর একজন অভিজ্ঞ জোশ বোলিংকে। যমজ অ্যাবি এবং ব্রিটানি হেনসেল আমেরিকার সবচেয়ে বিখ্যাত সংযুক্ত যমজ। খবর আন্তর্জাতিক গণমাধ্যম দ্যা স্ট্যান্ডার্ডের। সম্প্রতি, TikTok অ্যাকাউন্ট @abbyandbrittanyhensel অ্যাবির বড় দিন উদযাপন করার একটি ক্লিপ শেয়ার করেছে, ফেসবুক অ্যাকাউন্ট ব্রিট এবং অ্যাবি দম্পতির একটি ছবি পোস্ট করেছে। ১৯৯০ সালে জন্মগ্রহণ করা এই যমজের দুটি মাথা, দুটি হৃদয় এবং দুটি ফুসফুস রয়েছে। তবে অন্য সবকিছু ভাগ করে নেয় তারা। প্রতিটি যমজ তার শরীরের অর্ধেক নিয়ন্ত্রণ করে, তাই তাদের আশ্চর্যজনক সমন্বয় রয়েছে। তারা গাড়ি চালাতে পারে। উভয়ই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। মেয়েরা ডাইসেফালিক প্যারাপাগাস, যার অর্থ তারা দুটি মাথার সাথে পাশাপাশি মিশ্রিত। তাদের পেলভিসে দুটি মেরুদণ্ড, দুটি হৃৎপিণ্ড, দুটি অন্ননালী, দুটি পাকস্থলী, তিনটি কিডনি, দুটি পিত্তথলি, চারটি ফুসফুস- দুটি যুক্ত হয়েছে। একটি যকৃত, একটি পাঁজর, একটি ভাগ করা সংবহনতন্ত্র এবং আংশিকভাবে ভাগ করা স্নায়ুতন্ত্র। কোমর থেকে নীচে, প্রজনন অঙ্গ সহ সমস্ত অঙ্গ আলাদা। তারা ১৯৯০ সালে একটি আংশিক-গঠিত তৃতীয় বাহু নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যা ১২ বছর বয়সে অপসারণ করা হয়েছিল। মেরুদণ্ডের বক্রতা সংশোধন করতে এবং তাদের শ্বাস-প্রশ্বাসে সহায়তা করার জন্য অস্ত্রোপচার করা হয়েছিল। ১৯৯৬ সালে দ্য অপরাহ উইনফ্রে শো এবং লাইফ ম্যাগাজিনের কভারে উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে তারা। তারা মিনেসোটাতে বসবাস করতেন, ১৬ বছর বয়সে একটি টিএলসি ডকুমেন্টারিতে অভিনয় করা পর্যন্ত মিডিয়া এড়িয়ে চলেন। তাদের বাবার নাম প্যাটি ও মা মাইক। জন্মের সময় যমজ সন্তানদের আলাদা করলে তাদের বাঁচানো যেত না। তাই অপারেশন করে তাদের আলাদা করার সিদ্ধান্ত নেননি তারা।
২৯ মার্চ ২০২৪, ০১:১৭

‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
ইসরায়েলি ভাস্করের কাছ থেকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পুরস্কার পাওয়াকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, এই পুরস্কার গ্রহণ করে ড. ইউনূস ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যাকে সমর্থন করেছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি খুব অবাক হয়েছি..... এটা খুবই দুর্ভাগ্যজনক।’ হাসান মাহমুদ বলেন, গাজার এই পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস একজন ইসরায়েলির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এটা কী? এটার কী মানে? এর মানে কি তারা গাজায় ইসরাইলি হত্যাকাণ্ডকে সমর্থন করছে? তিনি বলেন, অধ্যাপক ইউনূসকে ইউনেস্কো পুরস্কৃত করেনি, এটা ইউনূস সেন্টার মিথ্যা প্রচার করেছে। ইউনূস সেন্টারের মিথ্যাচারের ঘটনা এটিই প্রথম নয়, এর আগেও তারা একই ধরনের মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেন ড. হাছান। এর আগে, গতকাল বুধবার বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘দ্যা ট্রি অব পিস’ পুরস্কার দেয়নি ইউনেস্কো। শিক্ষামন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কো একটি পুরস্কার দিয়েছে বলে সংবাদ প্রচার হচ্ছে। কিন্তু বাংলাদেশ ইউনেস্কো কমিশন এ বিষয়ে কিছু জানে না। এরপর বিষয়টি নিশ্চিত হতে বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে ইউনেস্কোর সদর দপ্তরে যোগাযোগ করা হয়েছে। সদর দপ্তর জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূসকে এ ধরনের কোনো সম্মাননা ইউনেস্কোর পক্ষ থেকে দেওয়া হয়নি। এ ছাড়া ইউনেস্কোর ঢাকা অফিস নিশ্চিত করেছে, তাদের প্যারিস সদরদপ্তর এরকম কোনো পুরস্কার সম্পর্কে অবগত নয়। এবং ১১তম বাকু ফোরামে ইউনেস্কোর কোনো আনুষ্ঠানিক প্রতিনিধিত্বও ছিল না।
২৮ মার্চ ২০২৪, ১৮:৫৭

রাশিয়ায় বিশ্ব যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ছাইয়েদুল
রাশিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ব যুব উৎসব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক যুব সহযোগিতা বৃদ্ধির আদেশ অনুসারে ২০২৪ সালে দেশটিতে এ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আর এই আয়োজনে রাশিয়ান সরকারের আমন্ত্রণ ও অর্থায়নে অংশগ্রহণ করেছে মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম। তিন সপ্তাহব্যাপী উৎসবটি কৃষ্ণসাগরের উত্তর-পূর্ব উপকূলের শহর সোচি সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উৎসবটি আয়োজন করে রাশিয়ান ফেডারেশনের যুব বিষয়ক ফেডারেল এজেন্সি। ছাইয়েদুল সেন্ট পিটার্সবার্গে আঞ্চলিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং অবদান রাখার জন্য, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্থানীয় সরকারের যুব নীতি কমিটির ডেপুটি চেয়ারম্যান পলিশুক ওলেগ ইগোরিভিচ এর কাছ থেকে প্রশংসাপত্র গ্রহণ করেন। এ ছাড়া তিনি রাশিয়ায় অনুষ্ঠিত অষ্টম প্রেসিডেন্ট নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। একইসঙ্গে সেন্ট পিটার্সবার্গে নির্বাচনী এলাকার বিভিন্ন পোলিং স্টেশন পরিদর্শন করেন।     ছাইয়েদুল বর্তমানে চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস বিশ্ববিদ্যালয়ে চীন সরকারের স্কলারশিপে পিএইচডি প্রোগ্রামে ইন্টারন্যাশনাল ট্রেড মেজরে অধ্যয়ন করছেন। উচ্চতর শিক্ষাগ্রহণের জন্য ২০১৮ সালে চীন সরকারের স্কলারশিপে একই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ইন্টান্যাশনাল বিজনেস মেজরে ভর্তি হন তিনি। ছাইয়েদুল ইসলামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামে। বাবার নাম মোহাম্মদ লুৎফর রহমান বারিক। দুই ভাই বোনের মধ্যে তিনিই বড়। পড়াশোনার পাশাপাশি তিনি চীনে একজন গণমাধ্যমকর্মী হিসেবে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
২০ মার্চ ২০২৪, ১৭:৪১

রাজকীয়ভাবে বিয়ে করেছেন যেসব তারকা
বিয়ের সানাই বাজলেই যেন মুখরিত হয়ে ওঠে তারকাদের চারপাশ। বিয়ের তারিখ ঠিক হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় আনুষ্ঠানিকতার তোড়জোড়। তারকাদের মধ্যে অনেকেই আছেন খুব সাধারণভাবে এবং হালকা সাঝপোশাকেই বিয়ের পিঁড়িতে বসেছেন। অন্যদিকে বেশ জমকালো আয়োজনেই বিয়ে করেছেন বেশ কয়েকজন তারকা। রীতিমতো নজরকাড়া বিয়ের লুকে ধরা দিয়েছেন তারা।  যেসব তারকা জমকালো আয়োজনে বিয়ে করেছেন চলুন তাদের সম্পর্কে জেনে নেই—  প্রিয়াংকা-নিক ভারতের যোধপুরের উমাইদ ভবন প্রাসাদে বর্ণিল আয়োজনে বসেছিল প্রিয়াংকা-নিকের বিয়ের আসর। পরিবারের সদস্য এবং বন্ধুদের উপস্থিতিতে ধুমধামভাবেই বিয়ে করেন তারা। জানা গেছে, বিয়ের জন্য এই প্যালেস এক সপ্তাহের জন্য ভাড়া করেছিলেন প্রিয়াংকা-নিক। এজন্য প্রতিদিন প্রায় ৬৪.৪০ লাখ টাকা ভাড়া গুনতে হয়েছিল এই তারকা দম্পতিকে। এই প্যালেসে টানা পাঁচ দিন ধরে চলে প্রিয়াংকা-নিকের বিয়ের নানা অনুষ্ঠান। শুধু তাই নয়, তাদের বিয়ের অনুষ্ঠানে ২০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিল।   দীপিকা-রণবীর   রাজকীয় সাজে মহাধুমধাম করে ইতালির বিলাসবহুল লেক কোমোতে বিয়ে করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এই রিসোর্টের ভাড়া ছিল ২ কোটি রুপি। এখানে এক সপ্তাহ ধরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা চলে। এ ছাড়া ভারতের অনুষ্ঠানে খরচ হয় প্রায় ৭৭ কোটি রুপি। এর বাইরে ছিল বিয়ের খাবার, পোশাক, নিরাপত্তা-সংক্রান্ত নানা খরচ। পরিনীতি চোপড়া ও রাঘব চড্ডা   দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গেল বছরের ২৪ সেপ্টেম্বর পিচোলা হ্রদের ধারে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। প্রায় তিন দিন ধরে রাজস্থানের উদয়পুরে বসে তাদের রাজকীয় বিয়ের আসর। বিয়েতে খরচ ছাড়িয়েছে কোটির ওপরে। এর পর দেশের বড় দুই শহরে হয়েছে প্রীতিভোজের অনুষ্ঠান। সেখানে খরচ হয় আরও কোটি টাকার ওপর।  সিদ্ধার্থ-কিয়ারা   সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ে করেন রাজস্থানের মরুশহর জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে। রীতিমতো জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। এ উপলক্ষে সূর্যগড় প্যালেসকে একটি বিলাসবহুল বুটিক হোটেলের রূপ দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে তাদের বিয়ের জন্য নাকি জয়সলমেরে প্রায় ৮৪টি বিলাসবহুল ঘর বুকিং করা হয়েছিল। এছাড়া ৭০টিরও বেশি গাড়িও ভাড়া করা হয়েছিল। জানা গেছে, এই প্যালেসের একেকটি ঘরের প্রতিদিনের ভাড়া প্রায় দুই লাখ রুপি।   ক্যাটরিনা-ভিকি বলিউডের আরেক জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাদের বিয়ের জমকালো আয়োজন নজর কেড়েছিল নেটদুনিয়ায়। রাজস্থানের সিক্স সেন্সেস রিসোর্টে সাতপাকে বাঁধা পড়েছিলেন তারা। জানা গেছে,  ৭০০ বছরের পুরনো এ কেল্লায় ক্যাট-ভিকি হোটেলের যে স্যুট ভাড়া নেন, সেটার জন্য প্রতিদিন দিতে হতো প্রায় সাত লাখ রুপি। এ ছাড়া অতিথিদের জন্য ভাড়া নেওয়া হয় ১৫টি স্যুট। যেগুলোর প্রতিটির ভাড়া প্রতি রাত চার লাখ রুপি।    
১০ মার্চ ২০২৪, ১০:১০

জি এম কাদের বেইমানি করেছেন : রওশন
জি এম কাদের দলের সঙ্গে বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। তিনি বলেন, নির্বাচনে সারাদেশের ২৫০ প্রার্থীকে কোরবানি দিয়েছেন তিনি। তাদের কোনো খোঁজ নেননি। শনিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে দলের দশম জাতীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন। রওশন এরশাদ বলেন, এরশাদ এদেশে যে নতুন ধারার রাজনীতির প্রবর্তন করেছিলেন, সেই রাজনীতি হারিয়ে যেতে বসেছিল। আজ এই কাউন্সিল যদি না হতো, তাহলে জাতীয় পার্টি হারিয়ে যেত। দেশের মানুষ জাতীয় পার্টি থেকে মুখ ফিরিয়ে নিতো। আমরা আমাদের  হাজার হাজার নেতাকর্মীকে আমরা হারিয়ে ফেলতাম। এই কাউন্সিলের মাধ্যমে এরশাদের নীতি-আদর্শ এবং উন্নয়ন-সমৃদ্ধি ও সংস্কারের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণের মনে আবার আমরা বিশ্বাস প্রতিষ্ঠা করতে পেরেছি।’  তিনি বলেন, এরশাদের জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকব। অতীতে যারা পার্টি ছেড়ে গেছে, তারা কেউ এরশাদের নীতি-আদর্শ নিয়ে যায়নি। তাই জাতীয় পার্টি কখনো ভেঙেছে- তা আমি মনে করি না। লাঙ্গল প্রতীক এখনো আমাদের অনুকূলে আছে এবং আগামীতেও থাকবে। রওশন এরশাদ আরও বলেন, দলের চেয়ারম্যান হিসেবে আমি ক্ষমতা কেন্দ্রীভূত না রেখে বিকেন্দ্রীকরণ করার প্রস্তাব রেখেছি। জাতীয় পার্টিতে গণতন্ত্র চর্চার একটা নিদর্শন আমরা সৃষ্টি করতে চাই। সেই লক্ষ্যে গঠনতন্ত্র সংশোধন উপকমিটি প্রয়োজনীয় সংশোধনীর প্রস্তাব আনবে।
০৯ মার্চ ২০২৪, ১৭:৩৮

এক ইনিংসেই তিন রেকর্ড করেছেন জাকের
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয়ের খুব কাছাকাছি গিয়েও হেরেছে বাংলাদেশ। এদিন টপ-অর্ডারের ব্যর্থতার গ্লানি মুছে আলো ছড়িয়েছেন দুই মিডিল-অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী। এই দুজনের ব্যাট থেকেই এসেছে ১২২ রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন অভিষিক্ত জাকের আলী। অন্যপ্রান্তে ৩১ বলে অর্ধশতক হাঁকিয়ে ৫৪ রানে প্যাভিলিয়নে ফেরেন প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা মাহমুদউল্লাহ। ৬৮ রানের ইনিংস খেলার পথে দেশের হয়ে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ৬ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন জাকের। এর আগে, পাকিস্তানের বিপক্ষে নাজিম-উদ্দিন, আয়ারল্যান্ডের বিপক্ষে জিয়াউর রহমান, ওমানের বিপক্ষে তামিম ইকবাল, শ্রীলঙ্কার বিপক্ষে লিটন দাস ও জিম্বাবুয়ের বিপক্ষে মাহমুদউল্লাহ এই কীর্তি গড়েছিলেন। এদিন সমান ২০০ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন জাকের। যা কিনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ স্ট্রাইক রেট। এর আগে, ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ২২৫ দশমিক ৯২ স্ট্রাইক রেটে ২৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬১ রানের ইনিংস উপহার দেন মোহাম্মদ আশরাফুল। লঙ্কানদের বিপক্ষে পার্টনারশিপেও রেকর্ড গড়েছেন জাকের। ওভারপ্রতি গড়ে ১৪ দশমিক ৪৪ রান তোলার রেকর্ড গড়েন জাকের-মেহেদী জুটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ছাড়ানো জুটিতে যা বাংলাদেশের সর্বোচ্চ। উল্লেখ্য, প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ২০৭ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০৩ রান তুলতে পেরেছিল শান্ত-লিটনরা। শেষ পর্যন্ত ৩ রানের জয় পায় লঙ্কানরা।
০৫ মার্চ ২০২৪, ১৪:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়