• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি হওয়ায় এক ডাক্তারকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে পটিয়া পৌর সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম রফিক হাসান (৪৬)।  এর আগে গত বুধবার (১১ এপ্রিল) রাত ১১টা ২০মিনিটের দিকে পটিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার রক্তিম দাশ (২৯) ওপর এ হামলার ঘটনা ঘটে। এ সময় ওই ডাক্তারকে মেরে আহত করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১২ এপ্রিল) ঈদের দিন রাতে পটিয়া জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক এস এইচ খাদেমী প্রকাশ বাহাদুর বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় মোহাম্মদ মুকুল, মোহাম্মদ টিপু ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার (১০ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটের দিকে সাইফুল্লাহ পলাশ (৪২) নামের এক ব্যক্তিকে আহত অবস্থায় পটিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রক্তিম দাশ আহত সাইফুল্লাহ পলাশকে প্রাথমিক চিকিৎসার পর তাকে পরবর্তী চিকিৎসার জন্য অপারেশন রুমে নিয়ে যান। অপারেশন রুমে যেতে দেরি হওয়ায় ডা. রক্তিম দাশকে হাসপাতালেই মারধর করা হয় এবং সরঞ্জাম ভাঙচুর করা হয়।  পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে পটিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনাটির সিসিটিভি ফুটেজে শনাক্ত করে রফিক হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে। মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। 
১৭ এপ্রিল ২০২৪, ১৪:৩৩

ইসরায়েলকে সহায়তা করায় উত্তাল জর্ডান
ইসরায়েলকে লক্ষ্য করে ৩০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান কিন্তু সেগুলো ইসরায়েলে পৌঁছানোর আগে অনেকগুলো ভূপাতিত করে জর্ডান। আর এতেই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে দেশটির জনগণ। তবে জর্ডান সরকার জানিয়েছে, আত্মরক্ষার জন্য এটি করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ডয়েচে ভেলে। সরায়েলের পশ্চিমা মিত্রদের সঙ্গে জর্ডানও ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার দায়িত্ব নিলেও এক বিবৃতিতে জানিয়েছে জর্ডান সরকার জানিয়েছে আত্মরক্ষার জন্য এটি করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, কারণ এগুলো আমাদের জনগণ ও জনবহুল এলাকার জন্য হুমকিস্বরূপ ছিল। কিন্তু কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্ডানের নাগরিকরা তাদের সরকারের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন। জর্ডানের রানিসহ প্রতি পাঁচজনের একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত। হুসেইন নামে দেশটির একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট বলেন, জর্ডান যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে তাতে আমি খুবই বিরক্ত। বিপদের আশঙ্কা থাকায় তিনি তার পুরো নাম উল্লেখ করতে চাননি। এখানকার অনেকেই এটা মেনে নিচ্ছে না। আমরা ইরানকে সমর্থন করি না এবং গাজায় এখন যা ঘটছে তার পেছনে ইরানের বড় ভূমিকা আছে বলে মনে করি৷ কিন্তু গাজায় ইসরায়েলের কার্যক্রমে বাধা সৃষ্টি করে এমন যে-কোনো পদক্ষেপের সঙ্গে আমরা আছি। মারিয়াম নামে আম্মানের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, জর্ডানে ইরানের জনপ্রিয়তা নেই। কিন্তু আমি ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র জর্ডানের বাধা দেওয়া ও অনিচ্ছাকৃতভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়া প্রত্যাখ্যান করি। আম্মানের সামরিক বিশ্লেষক মাহমুদ রিদাসাদ ডিডাব্লিউকে বলেন, সপ্তাহান্তে যে ঘটনা ঘটেছে তাকে ‘কখনও ইসরায়েলকে রক্ষার জন্য করা হয়েছে তেমনটা বলা যাবে না, বরং জর্ডানের সার্বভৌমত্ব এবং আকাশসীমা রক্ষার জন্য করা হয়েছে'৷ কারণ, ড্রোন বা মিসাইল কোথায় পড়বে তা জানা যায় না বলে মন্তব্য করেন তিনি৷ এদিকে জর্ডান সহায়তা করেছে বলে ইসরায়েলের গণমাধ্যমে খুশির খবর প্রকাশ সম্পর্কে রিদাসাদ বলেন, এটা ইসরায়েলের প্রোপাগান্ডা ছাড়া কিছু নয়। ব্রাসেলসভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ফিলিস্তিন বিষয়ক বিশ্লেষক তাহানি মুস্তফা ডিডাব্লিউকে জানান, সপ্তাহান্তের ঘটনা নিয়ে জর্ডানের নাগরিকেরা বিভক্ত৷কারণ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে জর্ডানের অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক নিয়ে মানুষ বিস্তারিত জানে না, কারণ এসব বিষয় নিয়ে এখানে বেশি লেখা হয় না। ২০২১ সালে যুক্তরাষ্ট্র ও জর্ডানের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হয়েছিল। কিন্তু এক্ষেত্রে জর্ডানের সংসদের অনুমোদন নেওয়া হয়নি বলে সমালোচনা রয়েছে। এই চুক্তির আওতায় মার্কিন সামরিক বাহিনীর সদস্য, পরিবহন ও বিমান বাধা ছাড়াই জর্ডানে ঢুকতে ও ঘুরে বেড়াতে পারবে৷ গাজা নিয়ে আম্মানে বিক্ষোভ শুরুর পর অনেকে জর্ডান থেকে মার্কিনিদের তাড়িয়ে দেওয়ার কথা বলতে শুরু করেন বলে ডিডাব্লিউকে জানান মুস্তফা। গত কয়েক সপ্তাহ ধরে আম্মানে ইসরায়েলের দূতাবাসের সামনে জড়ো হয়ে কয়েক হাজার স্থানীয় মানুষ বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা ১৯৯৪ সালে ইসরায়েল ও জর্ডানের মধ্যে সই হওয়া শান্তি চুক্তি বাতিলেরও আহ্বান জানান।
১৬ এপ্রিল ২০২৪, ২৩:৪৫

ঈদের দিন উচ্চস্বরে গান-বাজনা করায় জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের অবৈধযানে উচ্চস্বরে গান-বাজনা এবং মোটরসাইকেলে দুই জনের বেশি আরোহী থাকায় পাঁচজনকে তিন হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে জেলার শিবগঞ্জের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।  বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন জানান, সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইন অমান্য করায় তাদের জরিমানা করা হয়েছে।  এর আগে, গত ৮ এপ্রিল উপজেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শিবগঞ্জ উপজেলায় ঈদ ও নববর্ষ উদযাপনে আতশবাজি, সড়কে অবৈধযান ব্যবহার করে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ।  
১২ এপ্রিল ২০২৪, ০৮:৩৫

হালান্ডের সমালোচনা করায় কিনকে এক হাত নিলেন গার্দিওলা
চলতি মৌসুমে নিজের সেরাটা দিতে পারছেন না আর্লিং হালান্ড। গত ম্যাচে আর্সেনালের বিপক্ষে গোলশূন্য ড্র করে ম্যানচেস্টার সিটি। এরপরই হালান্ডকে নিম্নমানের খেলোয়াড় বলে সমালোচনা করেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রয় কিন। এর জবাকে কিনকে এক হাত নিলেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা। মঙ্গলবার (২ এপ্রিল) সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সমালোচকদের উদ্দেশ্যে ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, আমি তার (রয় কিন) সঙ্গে একমত নই। কোনোভাবেই নয়। হালান্ড বিশ্বের সেরা স্ট্রাইকার। তিনি বলেন, হালান্ড গত মৌসুমে আমাদের সাফল্যে বড় অবদান রেখেছে। তার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ২০২২-২৩ মৌসুমে প্রথমবারের মতো ট্রেবল জেতে ম্যানচেস্টার সিটি।  ২০২২-২৩ মৌসুমে বিধ্বংসী ফর্মে ছিলেন ম্যান সিটির আর্লিং ব্রট হালান্দ। গোটা মৌসুমে ৫৩ ম্যাচে ৫২ গোল করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। প্রিমিয়ার লীগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সঙ্গে ভাঙেন একাধিক রেকর্ড। চলতি মৌসুমে সিটির হয়ে সবমিলিয়ে ৩৫ ম্যাচে ২৯ গোল করা এই স্ট্রাইকার অ্যাসিস্ট করেছেন ৬টি। আর্সেনাল-সিটি ম্যাচের পর স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রয় কিন বলেছিলেন, তার (হালান্ড) মাঠের খেলা খুবই নিম্নমানের। এটা শুধু আজকের কথা নয়, আমি সাধারণভাবেই এমনটা মনে করি। গোল মেশিন হালান্ডের প্রশংসা করলেও ফুটবলার হিসেবে নরওয়েজিয়ান স্ট্রাইকারের উন্নতি দরকার বলে মনে করেন রয় কিন। তিনি বলেন, গোলমুখে সে বিশ্বসেরা। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে তার সাধারণ খেলা খুবই নিম্নমানের। বয় কিন আরও বলেন, তাকে খেলার উন্নতি করতে হবে। সে অনেকটা দ্বিতীয় স্তরে খেলা ফুটবলারের মতো। তাকে আমি এভাবেই দেখি। মাঠের সাধারণ খেলায় তাকে উন্নতি করতে হবে এবং এটা কয়েক বছরের মধ্যে হবে। সে অসাধারণ একজন স্ট্রাইকার। কিন্তু তাকে তার সামগ্রিক খেলায় আরও উন্নতি করতে হবে।
০৩ এপ্রিল ২০২৪, ১৯:২০

স্বামী গর্ভের সন্তান নষ্ট করায় সৎ মেয়েকে হত্যা
স্বামী গর্ভের সন্তান নষ্ট করায় মেয়ে জোনাকিকে শ্বাসরোধে হত্যা করেছেন সৎ মা নার্গিস বেগম। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে লাশ উদ্ধারের ১০ ঘন্টা পর হত্যার দায় স্বীকার করেন তিনি। এসব তথ্য জানান যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মফিজুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় নার্গিস বেগমের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নার্গিস পুলিশকে জানান, এ পর্যন্ত তিনবার তার গর্ভের সন্তান নষ্ট করেছেন স্বামী। সেই ক্ষোভে তিনি সৎ মেয়ে জোনাকিকে কৌশলে বাড়িতে এনে শ্বাসরোধে হত্যা করেন। জোনাকি যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি গ্রামের শাহীন তরফদারের মেয়ে। সে তার নানির কাছে থাকত। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে পুকুর থেকে জোনাকির (৯) লাশ উদ্ধার করা হয়। তার মুখ, হাত, পা ও গলায় আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় তার সৎ মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যার দায় স্বীকার করেন জোনাকির সৎ মা নার্গিস বেগম। হত্যার দায় স্বীকারের পর মঙ্গলবার রাত ১০টার দিকে নার্গিস বেগমকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। এরপর সে হত্যাকাণ্ডের বিবরণ দেয়। এ সময় জোনাকির কাপড় ও জুতা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে নার্গিস জানান, তার স্বামী গর্ভে আসা তিনটি সন্তান নষ্ট করেছে। এ কারণে তিনি ক্ষুব্ধ ছিলেন। জোনাকি বেড়াতে আসার পর তিনি ক্ষোভের বশবর্তী হয়ে তাকে হত্যা করেন। হত্যার পর লাশ দরজার পাশে দাঁড় করিয়ে রেখেছিলেন। বাড়ির সবাই জোনাকিকে খুঁজে না পেয়ে থানায় জিডি করতে গেলে লাশ নিয়ে পুকুরে ফেলে আসেন। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, জোনাকি সোমবার সকাল ১০টার দিকে নিখোঁজ হয়। ঘটনার দিন রাতেই যশোর কোতয়ালি মডেল থানায় ডিজি করে শিশুটির পরিবার। মঙ্গলবার বাসার পিছনের ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঈদের আগে বেড়াতে এসে সৎ মায়ের হাতে খুন হয় শিশু জোনাকি।
০৩ এপ্রিল ২০২৪, ০৫:১০

বিনাটিকিটে রেল ভ্রমণ / জরিমানা করায় টিটিইসহ দুইজনকে মারধর 
ময়মনসিংহে বিনাটিকিটে রেল ভ্রমণের দায়ে এক যাত্রীকে জরিমানা করায় মারধরের শিকার হয়েছেন ভ্রাম‍্যমান টিকেট পরীক্ষকসহ (টিটিই) দুই রেলকর্মী।  সোমবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার গফরগাঁও স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে এ মারধরের ঘটনা ঘটে। আহত দুজনের নাম রনি (৩৮) ও  আরজু বলে জানা গেছে। এদের মধ্যে রনি টিটিই এবং আরজু ট্রেন এটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।  রাত সোয়া ৮টার দিকে ময়মনসিংহ রেলওয়ে টিকেট পরীক্ষক বিজয় মিত্র শুভ এই হামলা ও মারধরের তথ‍্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করায় এক যাত্রীকে ১৩০ টাকা জরিমানা করেন টিটিই রনি। পরে ওই যাত্রী মোবাইলে তার লোকজনকে ঘটনাটি জানায়। ট্রেনটি গফরগাঁও স্টেশনে পৌঁছালে টিটিই রনির ওপর হামলা চালায় তারা। এ সময় ট্রেন এটেনডেন্ট আরজু তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তাকেও মারধর করে হামলাকারীরা।  আহত দুই রেলকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের নিয়ম অনুযায়ী আমরা রাজস্ব আদায় করতে গিয়ে যদি এভাবে হামলা ও মারধরের শিকার হই, তাহলে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা কোথায়? অবিলম্বে সিসি ক‍্যামেরার ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।    এ বিষয়ে যোগাযোগ করা হলে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) ময়মনসিংহ থানার উপপরিদর্শক (এসআই) মোছা: তানজিনা  বলেন, ঘটনাটি শুনেছি। ওসি স‍্যার পরে বিস্তারিত জানাবেন।  
০১ এপ্রিল ২০২৪, ২১:৩৬

ইলিশ মাছ রান্না না করায় মাকে কুপিয়ে হত্যা
ভোলার বোরহানউদ্দিনে ‘ইলিশ মাছ রান্না না করায়’ না‌সিমা বেগম (৪২) নামে এক মাকে দা দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ সময় না‌সিমাকে বাঁচা‌তে এসে গুরুতর আহত হয়েছেন এক প্রতিবেশী নারীও।  সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় বোরহানউদ্দিন উপ‌জেলার গঙ্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুলাল হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।  পুলিশ অভিযুক্ত ছে‌লে রাহাতকে (৩০) আটক করেছে।  স্থানীয়রা জানান, অভিযুক্ত রাহাত ঢাকায় কামরাঙ্গীরচরে তা‌দের মুদি দোকানে থাকে। কাউকে কিছু না জানিয়ে আজ সকালে বাড়িতে চলে আসে রাহাত। সন্ধ্যার দিকে মা না‌সিমার সঙ্গে রাহ‌াতের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাহাত উত্তেজিত হ‌য়ে ঘ‌রে থাকা ধারা‌লো দা দি‌য়ে মাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। এ সময় না‌সিমাকে বাঁচাতে এগিয়ে এসে জান্নাত বেগম নামে পাশের ঘরের এক নারীও দায়ের কোপে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার ক‌রে প্রথ‌মে বোরহানউদ্দিন হাসপাতা‌লে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়।   ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ওসি শা‌হিন ফ‌কির। প্রত্যক্ষদর্শীদের বরাতে দিয়ে ওসি জানান, রাহাত হোসেনের স্ত্রী ও বাবা ঢাকায় রয়েছেন। সোমবার সন্ধ্যায় ইফতারের পর রাহাত তার মাকে ইলিশ মাছ রান্না করতে বলেন। তার মা জানায়, বাড়িতে কেউ নেই, তিনি একা সংসারের অন্যান্য কাজ শেষ করে মাছ রান্না করতে পারবেন না। এরপরও রাহাত তার মাকে ইলিশ মাছ রান্না করতে বারবার অনুরোধ করেন। এরইমধ্যে মায়ের সঙ্গে মাছ রান্না নিয়ে রাহাতের মনোমালিন্য ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে রাহাত দা দিয়ে তার মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে মরদেহের পাশে বসে থাকেন। ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত রাহাত‌কে আটক করা হয়েছে।
২৬ মার্চ ২০২৪, ০৯:৫১

সিরিজ স্থগিত করায় অস্ট্রেলিয়াকে কড়া বার্তা আফগানিস্তানের
টেস্ট আর ওয়ানডের পর এবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও স্থগিত করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে নারী ও শিশুদের প্রতি মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়ে সিরিজটি স্থগিতের ঘোষণা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরপরই অস্ট্রেলিয়াকে বাহ্যিক চাপ এবং রাজনৈতিক প্রভাবের কাছে মাথা নত না করার আহ্বান জানিয়েছে (এসিবি)।   বুধবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ার সিরিজ স্থগিত করাকে কেন্দ্র করে একটি বিবৃতি দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে বলা হয়েছে, আইসিসির একটি পূর্ণ সদস্য দেশ হিসেবে আফগানিস্তানের অবস্থানকে বুঝা উচিত ক্রিকেট অস্ট্রেলিয়ার। ‘বাহ্যিক চাপ বা রাজনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার না করে বিকল্প সমাধানের উপায় বের করারও আহ্বান জানাচ্ছি।’ স্থগিত করা সিরিজটি আইসিসির ভবিষ্যত ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অন্তর্ভুক্ত ছিল। তাই সিরিজটি স্থগিত করায় পর চরম হতাশা প্রকাশ করেছে রশিদ-নবীদের ক্রিকেট বোর্ড। এসিবি জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের উপস্থিতিতেই আইসিসির এফটিপিতে এই সিরিজ অনুমোদিত হয়েছিল, তারা সেই সময়ে ফিক্সচারে সম্মত হয়েছিল। তবে মানবাধিকারকে অজুহাত বানিয়ে এখন তারা পেছনে সরে যাচ্ছে। অস্ট্রেলিয়া সরকারকে অনুরোধ জানিয়ে এসিবি আরও বলেছে, অস্ট্রেলিয়ান সরকার যেন ক্রিকেট বোর্ডের ওপর তাদের নীতি চাপিয়ে না দেয়। বরং এর পরিবর্তে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে সহায়তা করার দিকে মনোনিবেশ করে। এর আগেও অস্ট্রেলিয়ান সরকারের সাথে পরামর্শের পর, ক্রিকেট অস্ট্রেলিয়া আফগানিস্তানে নারী ও মেয়ে শিশুদের মানবাধিকারের একটি উল্লেখযোগ্য অবনতির কারণে ২০২৩ সালের মার্চে নির্ধারিত ওয়ানডে সিরিজ স্থগিত করেছিল। তখন তারা জানিয়েছিল, দেশের নারী ও মেয়ে শিশুদের উন্নত জীবনমান নিশ্চিতে জড়িত থাকতে হবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে। উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান শাসনামল শুরু হওয়ার পর থেকেই মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে শুরু করে বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থাগুলো।
২০ মার্চ ২০২৪, ২১:৫৮

বাড়তি দামে পণ্য বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
রাজধানীতে বাড়তি দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ মার্চ) বনানীর কাঁচাবাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাই ভাই মুরগির দোকানে ট্রেড লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা এবং বাড়তি দামে পণ্য বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীরা জানান, সরকার নির্ধারিত নতুন মূল্যের তালিকা তাদের জানা নেই। তবে বনানী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ বলেন, সরকার যেহেতু দাম নির্ধারণ করে দিয়েছে, তাই এখন ওই দামেই আমাদের বিক্রি করতে হবে। ডিএনসিসির বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক সৈয়দ হাসান নূর ইসলাম বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখতে প্রত্যেকটি বাজারে মনিটরিং করা হবে।
১৮ মার্চ ২০২৪, ১৯:৩৫

আদিল বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে যা বললেন রাখি
ফের বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের সাবেক স্বামী আদিল খান। বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সুখবরটি নিজেই জানিয়েছেন আদিল। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই খেপেছেন রাখি।  শুধু তাই নয়, রীতিমতো আদিলের ওপর ক্ষোভ ঝেড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও দিয়েছেন তিনি। রাখির ভাষ্য, তার শরীর ব্যবহার করে ছেড়ে দিয়েছেন আদিল।    নেটমাধ্যমে রাখি লিখেছেন— ‘আমি নিজেকে নিয়ে গর্বিত। আমি সব ধরনের যন্ত্রণা, পারিবারিক সমস্যা, বিশ্বাস, হার্টব্রেক, নিরাপত্তাহীনতা, বিষণ্নতা ইত্যাদির মধ্য দিয়ে যাচ্ছি। আমি এসবের সঙ্গে লড়াই করেছি। আমার শরীর নিয়ে খেলেছে আদিল। কিন্তু আমি হেরে যাইনি।’ এর আগে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন রাখি। অভিনেত্রী বলেন, তার জন্য নয়, নিজের ইরানি প্রেমিকার জন্যই ছয় মাস জেলে ছিলেন আদিল। রাখির অভিযোগ, ভায়াগ্রা জাতীয় ওষুধ খায় আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। পুলিশও সেই ওষুধ পেয়েছে। ওষুধ খাওয়ার পর তার ওপরে অত্যাচার শুরু হতো আদিলের।  অভিনেত্রীর আরও অভিযোগ— মধুচন্দ্রিমাতেও গিয়েও আদিলের বিকৃত কামের শিকার হয়েছেন রাখি। এমনকি বাথরুমেও নাকি ছাড় পেতেন না তিনি। রাখি জানান, তার একাধিক নগ্ন ভিডিও আদিলের কাছে রয়েছে। আর সেই ভিডিও ৪৭ লাখ টাকায় বিক্রিও করেচন আদিল। যদিও সব অভিযোগ অস্বীকার করেন আদিল। রাখির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে তিনি বলেন— আগের স্বামী রীতেশ সিংকে ডিভোর্স না দিয়েই তাকে নিকাহ করেছিলেন রাখি। তাছাড়া আদিলের থেকে সাত বছরের বড় তিনি।  প্রসঙ্গত, ২০২২ সালে আদিলকে বিয়ে করেন রাখি। এমনকি স্বামীর জন্য নিজের ধর্মও পরিবর্তন করেছিলেন এই অভিনেত্রী। কিন্তু গেল বছরের শুরুর দিকে স্বামীর বিরুদ্ধে পরকীয়াসহ নানান অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। বর্তমানে রাখি সিঙ্গেল থাকলেও বিয়ে করে নতুন করে ঘর বাঁধলেন আদিল।    
০৯ মার্চ ২০২৪, ১৫:৩৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়