• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
আম্বানির ছেলের বউ যার সঙ্গে প্রেম করতেন
সম্প্রতি ভারতের গুজরাটের জামনগরেজমকালো আয়োজনে অনুষ্ঠিত হল নীতা আম্বানি ও মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছিলেন বলিউড, দক্ষিণী ও হলিউডের সেলিব্রিটিরা। সেই সঙ্গে হাজির হয়েছিলেন নন্ত আম্বানির হবু স্ত্রী রাধিকার প্রাক্তন প্রেমিকও। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাধিকার প্রাক্তন প্রেমিকের নাম রোহন আগরওয়াল। ২০১৩ পর্যন্ত রোহনের সঙ্গে সম্পর্কে ছিলেন রাধিকা। যদিও পরে ব্যবসায়ী পরিবারের সন্তান রোহানের সঙ্গে রাধিকার বিচ্ছেদ হয়ে যায়। স্কুলে রাধিকা, রোহন ও অনমোল তিন বন্ধু ছিলেন। তবে বিচ্ছেদ হলেও এখনও প্রাক্তনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন রোহন। সাবেক প্রেমিকার বিয়েতে এসে নাচের অনুষ্ঠানও করেছেন তিনি। রাধিকা ও অনন্ত আগামী ১২ জুলাই বিয়ে করতে চলেছেন। এর আগে অনন্ত আম্বানির প্রি-ওয়েটিং ঘিরে গুজরাটের জাম-নগরে আন্তর্জাতিক ব্যক্তিত্বদের নিয়ে চাঁদের হাট বসে। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ইভাঙ্কা ট্রাম্প, সস্ত্রীক মার্ক জাকারবার্গ, বিল গেটস, সুন্দর পিচাইসহ বড় বড় অতিথিরা।  দেশের স্বনামধন্য অতিথিদের মধ্যে হাজির ছিলেন বলিউডের তিন খান শাহরুখ, আমির ও সালমান। এছাড়াও, রণবীর-দীপিকা থেকে শুরু করে বলিউডের অন্য অতিথিরাও এই অনুষ্ঠানে হাজির ছিলেন। ক্রিকেট জগতের নক্ষত্রেরাও আমন্ত্রণ পেয়েছিলেন এই অনুষ্ঠানে।  
২৬ মার্চ ২০২৪, ১১:২৬

বোরকা পরে পর্যটকদের ব্ল্যাকমেইল করতেন তারা
কক্সবাজার হোটেল মোটেল জোনে পর্যটকদের টার্গেট করে ছিনতাই, ব্ল্যাকমেইলিং, মাদক ব্যবসা, মাদক সেবনসহ অসামাজিক কার্যকলাপে সক্রিয় থাকার অভিযোগে অভিযান চালিয়ে একটি চক্রের ২৫ সদস্যকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। আটককৃতদের মধ্যে ৯ জন নারী ও ১৬ জন পুরুষ রয়েছে। তারা কক্সবাজারের মহেশখালী, ঈদগাঁও, সাতকানিয়া ও লক্ষ্মীপুরের বাসিন্দা।  শনিবার (২ মার্চ) ভোর রাতে এ অভিযান চালিয়ে তাদের আটক করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোন। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, আটককৃত নারী-পুলিশ সংঘবদ্ধ চক্র। তারা কক্সবাজার আগত পর্যটকদের টার্গেট করে কৌশলে তাদের আস্তানায় নিয়ে গিয়ে আটকে রেখে সর্বস্ব লুট করে নেয়। ইতোপূর্বে পর্যটকদের নিরাপত্তা ও পর্যটন জোনকে অপরাধ মুক্ত করতে এ বোরকা বাহিনীকে আইনের আওতায় আনতে ট্যুরিস্ট পুলিশ তাদের নিজস্ব গোয়েন্দা দিয়ে নজরদারি বৃদ্ধি করে। দীর্ঘ তৎপরতায় অবশেষে এ বোরকা বাহিনীর আবিষ্কার করতে পেরেছি আমরা এবং তাদের গোপন আস্তানার সন্ধান পেয়েছি।  তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে একটি টিম মোটেল জোনের কলাতলী লাইট হাউজ এলাকা সংলগ্ন আবাসিক কটেজ জোন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। এ সময় বাহিরে তালাবদ্ধ একটি সাইনবোর্ড বিহীন কটেজে (যা বোরকা বাহিনী গোপন আস্তানা হিসেবে ব্যবহার করে) অভিযান চালিয়ে নারী-পুরুষসহ বাহিনীর ২৫ সদস্যকে আটক করা হয়।  আটককৃতরা হলেন চকরিয়ার উওর কাহারিয়া ঘোনা এলাকার নুরুল আলমের পুত্র মো. ইউনুস, কক্সবাজার শহরের কলাতলীর আব্দুল আজিজের পুত্র ইমাম হোসেন, চকরিয়ার ভরামহুরী এলাকার ফেরদৌস আহমদের পুত্র মো. রুবেল, শহরের কলাতলীর আবুল কালামের পুত্র মো. রাব্বি, লক্ষীপুর  লামচর এলাকার মো. হারুনের পুত্র মো. বিপ্লব, কিশোরগঞ্জের সরওয়ার জাহানের পুত্র ইয়াহিয়া, চট্টগ্রাম সাতকানিয়ার বাবুল বড়ুয়ার পুত্র বিপুল বড়ুয়া, চট্টগ্রাম সাতকানিয়ার মৃত অরবিন্দ বড়ুয়ার পুত্র জনপ্রিয় বড়ুয়া, চট্টগ্রাম সাতকানিয়ার মৃত অসীম বড়ুয়ার পুত্র সবুজ বড়ুয়া, মহেশখালীর আব্দুল মোনাফের পুত্র রুবেল, চট্টগ্রাম লোহাগড়ার জাহিদ মোল্লার পুত্র তামিম মোল্লা, নোয়াখালীর বালুচরা এলাকার জাকির হোসেনের পুত্র রিফাত, শহরের নাজিরারটেকের আমান উল্লাহর পুত্র শওকত ওসমান, চট্রগ্রাম আনোয়ারার আবু সৈয়দের পুত্র মো. লোকমান, চকরিয়ার বদরখালীর জামাল উদ্দিনের পুত্র ফোরকান, সিরাজগঞ্জের শরীফ সলঙ্গা এলাকার আব্দুস সামাদের পুত্র মো. নান্নু, গাজীপুর টংগীর মজিবুর হোসেনের মেয়ে নোহা জাহান, ময়মনসিংহ ফরাজিবাড়ি এলাকার মনির হোসেনের স্ত্রী নূরী, ঈদগাঁ পূর্ব নাপিতখালির বেলালের মেয়ে জোবাইদা আক্তার, উখিয়ার জয়নাল উদ্দিনের মেয়ে তানিয়া আক্তার, ঢাকার যাত্রাবাড়ী থানার সম্রাট আহমেদের মেয়ে আফরিন আক্তার, চট্টগ্রাম বাঁশখালীর আব্দুল মজিদের মেয়ে ঝিনুক, ঈদগাঁও বাঁশখালীর আলী হোসেনের মেয়ে শারমিন, গাজীপুর চৌরাস্তা এলাকার আজগর আলীর মেয়ে ফাতেমা ও ঢাকা মুগদা থানা এলাকার রমজানের মেয়ে নিলা।  এ সময় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ট্যুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ।
০২ মার্চ ২০২৪, ২০:৩২

ট্রেনে বিনা পয়সায় করতেন ভ্রমণ, হজ করে এসে রেলওয়েকে দিলেন ১০ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এক বাসিন্দা বিভিন্ন সময়ে বিনা টিকিটে রেল ভ্রমণ করেছেন এমনটি জানিয়ে নিজের ‘দেনা শোধ’ করতে রেলওয়ে কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা দিয়েছেন। মানিক ভূঁইয়া (৫৫) নামে ওই ব্যক্তি একজন ইতালি প্রবাসী। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশনে টিকিট কাউন্টারে গিয়ে ভ্রাম্যমাণ টিকিট কালেক্টরের (টিসি) কাছে ১০ হাজার টাকা জমা দেন তিনি।  এ ঘটনায় আখাউড়া রেলওয়ে অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়।  জানা যায়, মানিক ভূঁইয়া আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের আব্দুল হকের ছেলে।   এ বিষয়ে মানিক ভূঁইয়ার পরিবারের সদস্যরা জানান, ১৯৯৭ সাল থেকে মানিক ভূঁইয়া ইতালিতে বসবাস করেন। প্রবাসে যাওয়ার আগে তিনি বড় বাজারে অ্যালুমিনিয়ামের তৈজসপত্রের ব্যবসা করতেন। সম্প্রতি তিনি হজ পালন করে দেশে ফেরেন। অনুশোচনার জায়গা থেকেই তিনি রেলওয়ে কর্তৃপক্ষকে এ টাকা দিয়েছেন। এ দিকে সোমবার সন্ধ্যায় তার সঙ্গে টাকা দিতে যাওয়া দেবগ্রামের বাসিন্দা যুবলীগ নেতা আল-আমিন গণমাধ্যমকর্মীদের বলেন, মানিক ভূঁইয়া দেশে থাকাকালীন ব্যবসা করার সময় ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরবসহ বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতেন। কখনও ট্রেনের টিকিট কেটেছিলেন কখনও কাটতে পারেননি। বিষয়টি নিয়ে তিনি অনুশোচনায় ভুগছিলেন। এর থেকে এখন তিনি একসঙ্গে ১০ হাজার টাকা জমা দিয়েছেন। তার ধারণা, এর মধ্য দিয়ে স্বচ্ছভাবে জীবনযাপন করতে পারবেন।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩০

স্বর্ণের দোকানে ১২ ঘণ্টা দাঁড়িয়ে কাজ করতেন নায়িকা নিপুণ
ঢাকাই সিনেমার নায়িকা নিপুণ আক্তার। এফ আই মানিক পরিচালিত পিতার আসন চলচ্চিত্রের মাধ্যমে ২০০৬ সালে রূপালী পর্দায় পা রাখেন তিনি।  এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করে দুইবার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এই নায়িকা।   নিপুন তার স্বামী এবং মেয়ে তানিশার সঙ্গে লস অ্যাঞ্জেলেসে ২০০৬ সাল পর্যন্ত ছিলেন। পরে বিচ্ছেদ ঘটে এই নায়িকার। বিচ্ছেদের পর বেশ যুদ্ধ করে জীবন কাটাতে হয়েছে এই তাকে। বিদেশের মাটিতে নিজের থাকার জায়গা না থাকায় তার বোনের এক বান্ধবীর বাসায় ওঠেন বিচ্ছেদের পর।   এক সাক্ষাৎকারে নিপুণ বলেন, আমার বিচ্ছেদের পর আপুর বান্ধবীর বাসা থেকেই আমি একটি চাকরি খুঁজতে থাকি। শেষ পর্যন্ত একটি স্বর্ণের দোকানে কাজ পাই। এরপর সপ্তাহে দুদিন ১২ ঘণ্টা করে দাঁড়িয়ে কাজ করেছি। পরে বড় কফি শপে চাকরি পেয়ে যাই। নিপুণ আরও বলেন, আমার তখনকার কাজেই সেই অভিজ্ঞতাই এখন আমার ব্যবসায় বেশ কাজে লাগছে। আসলে সফলতা পেতে হলে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কিন্তু সফলতা আসবে না। প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি নিজস্ব টিউলিপ নামের একটি পার্লার পরিচালনা করছেন নিপুণ। পাশাপাশি তার টিউলিপ এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও আছে।
০৯ জানুয়ারি ২০২৪, ১৭:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়