• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
জাল রশিদ তৈরি করে প্রতারণা, কম্পিউটার দোকানির বিরুদ্ধে মামলা
নেত্রকোণার পূর্বধলায় ভূমি উন্নয়ন কর পরিশোধের জাল রশিদ তৈরি করে প্রতারণার অভিযোগে মো. আল মুনসুর (৪০) নামে এক কম্পিউটার দোকানির বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আল আমীন বাদী হয়ে সোমবার রাতে এ মামলা করেন। এ দিন দুপুরে তার কম্পিউটার দোকানে অভিযান চালায় প্রশাসন। কম্পিউটার চেক করে জালিয়াতির প্রমাণ পাওয়ার পর সেটি জব্দ করা হয়। তবে মামলার পর থেকে এলাকা ছেড়ে পালিয়েছেন মুনসুর। অভিযুক্ত আল মুনসুর উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে। পূর্বধলা শহরের একটি দোকানে কম্পিউটার কম্পোজ, চাকরির আবেদন ও জমির নামজারির আবেদন সংক্রান্ত ব্যবসা করেন তিনি। পাশাপাশি তিনি ‘দৈনিক প্রতিবাদ’ নামে একটি অনিবন্ধিত অনলাইন পোর্টালের সম্পাদক।  মঙ্গলবার বিকেলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বাদী ধলামূলগাঁও ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আল আমীন মামলায় উল্লেখ করেন, আল মুনসুর দীর্ঘদিন ধরে তার দোকানে কম্পিউটার ব্যবহার করে জাল ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ তৈরিসহ বিভিন্ন সনদপত্র প্রস্তুত করে মানুষের কাছ আর্থিক সুবিধা নেন। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মামলার পর মুনসুর এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, ভূমি উপসহকারী কর্মকর্তার কাছ থেকে জালিয়াতির খবর পেয়ে মুনসুরের দোকানে অভিযান চালাই। কম্পিউটার চেক করে জাল ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদটির হুবহু সফট কপি দেখতে পাই। পরে তার কম্পিউটার জব্দ করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে। এটি একটি বড় ধরনের প্রতারণা।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৩

৮৭ হাজার টাকা বেতনে চাকরি, প্রয়োজন কম্পিউটার ব্যবহারে দক্ষতা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি ‘অ্যাসিস্ট্যান্ট কো–অর্ডিনেটর’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কো–অর্ডিনেটর (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ট্রেজারি অপারেশন) পদসংখ্যা: ১টি শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো সংস্থা বা ইউএসএইডের ভ্যাট, ট্যাক্স ইউনিটে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ইআরপি সফটওয়্যার ও এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। অন্যান্য ডাটা অপারেশন সফটওয়্যার সম্পর্কে জানাশোনা থাকতে হবে। চাকরির ধরন: ফুল টাইম কর্মস্থল: ঢাকা বেতন: ৮৭,১০৭ টাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ক্লিক করুণ এখানে। আবেদনের শেষ তারিখ: ৩ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
২২ জানুয়ারি ২০২৪, ১০:২৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়