• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল
কেন্দ্রীয় কমিটির কয়েকটি পদে রদবদল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের নেতাদের পদের রদবদলের তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদারকে চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে। নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দল আশা প্রকাশ করে যে, উল্লিখিত নেতারা দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।   
১৯ মার্চ ২০২৪, ১২:২৬

সংসদীয় স্থায়ী কমিটিতে সাকিব-মাশরাফি
দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটিসহ মোট ১৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। মাশরাফি বিন মুর্তজা গত সংসদেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। অন্যদিকে সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন জাহিদ আহসান রাসেল। আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। কমিটিতে সদস্য হিসেবে আরও আছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান, শফিকুল ইসলাম, মাইনুল হোসেন খান, আব্দুস সালাম মুর্শেদী, সোলায়মান সেলিম ও মহিউদ্দীন মহারাজ। সংসদ নেতা শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূর–ই–আলম চৌধুরী এই কমিটিসহ ১৬টি স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব করেন সোমবার। পরে কণ্ঠভোটে এই প্রস্তাব পাস হয়।  
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৫

বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কমিটিতে শাবির দুই অধ্যাপক
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের দুইজন অধ্যাপক স্থান পেয়েছেন। নতুন কমিটির সহসভাপতি হিসেবে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ও শাবির গণিত বিভাগের অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস এবং সদস্য হিসেবে শাবির গণিত বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম মনোনীত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) শাবির গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটিতে সভাপতি হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, সহসভাপতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল হাকিম খান, কোষাধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সালমা পারভীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্র্যাক ইউনিভার্সিটির সিএসই বিভাগের ড. মাহবুবুল আলম মজুমদার মনোনীত হয়েছেন।   কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন চট্রগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দে, ঢাকাস্থ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক রাজিয়া বেগম, নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নোভা আহমেদ, ঢাবির গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, রাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, খুবির গণিত বিভাগের অধ্যাপক ড. হায়দার আলী বিশ্বাস, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ড. ব্রাদার লিও পেরেরা।  সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন ঢাবির গণিত বিভাগের সাবেক অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী, রাবির গণিত বিভাগের সাবেক অধ্যাপক সুব্রত মজুমদার, ঢাবির গণিত বিভাগের সাবেক অধ্যাপক অমল কৃষ্ণ হালদার এবং প্রথম আলো পত্রিকার সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। বাংলাদেশে গণিত অলিম্পিয়াড দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকে গণিতের প্রতি আগ্রহ বাড়াতে ও ভয়ভীতি দূর করতে কাজ করে। তৃতীয় থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদেরকে চারটি লেভেলে ভাগ করে কাজ করে বিভিন্ন প্রতিযোগিতা ও উৎসবে আয়োজন করে থাকে সংগঠনটি।
২৩ জানুয়ারি ২০২৪, ১৬:৩৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়