• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
ভিসা কার্ড নিয়ে এলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
ভিসা নেটওয়ার্কের আওতায় অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন মাল্টিকারেন্সি ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড নিয়ে এলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। ইএমভি চিপযুক্ত এবং থ্রিডি সিকিউরড কন্ট্যাক্টলেস সুবিধাসহ বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, শপিং আউটলেট এবং বিভিন্ন হাসপাতালের জন্য বেঙ্গল কার্ডে রয়েছে আকর্ষণীয় অফার।  রোববার (১০ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বেঙ্গল কার্ডের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন।  এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী ও এস এম ফারুকী হাসান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ, ভিসার দক্ষিণ এশিয়া অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক আশিষ চক্রবর্তী, আইটিসি পিএলসি এর বিজনেস ডিরেক্টর ওসমান হায়দার, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা।
১৯ মার্চ ২০২৪, ১৫:৩০

লক্ষ্মীপুরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপশাখা উদ্বোধন
লক্ষ্মীপুরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ২৯তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সদর উপজেলার পোদ্দার বাজারে এ উপশাখার উদ্বোধন করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. কায়কোবাদ, চৌমুহনী ব্রাঞ্চের ব্যবস্থাপক মশিউর রহমান, পোদ্দার বাজার উপশাখার ব্যবস্থাপক মোহাম্মদ আশিকুর রহমান, বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের উপপরিবেশ-বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম পাটোয়ারী। এ সময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, আমাদের ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির সঙ্গে ব্যাংককে সম্পৃক্ত করা। গ্রামের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে বদ্ধপরিকর আমরা। আমরা আশা করছি, আমাদের ব্যাংকের মাধ্যমে এখানকার স্থানীয় ব্যবসায়ীরা উপকৃত হবেন।  
৩০ জানুয়ারি ২০২৪, ১৬:৩৫

সেনা কল্যাণ সংস্থার কমার্শিয়াল টাওয়ারের ‘গ্রাউন্ড ব্রেকিং সিরিমনি’ 
সেনাকল্যাণ সংস্থার নিজস্ব জমিতে নির্মিতব্য ৪১ তলা বিশিষ্ট কমার্শিয়াল টাওয়ারের ‘গ্রাউন্ড ব্রেকিং সিরিমনি’ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।  বক্তব্যের শুরুতেই সেনাপ্রধান স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সেনাবাহিনীর আধুনিকায়নে মাননীয় প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক দিকনির্দেশনা ও সকল প্রকার সহায়তার জন্য তিনি  প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় তিনি উল্লেখ করেন, সেনাকল্যাণ সংস্থা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং তাদের পরিবারবর্গের কল্যাণে নিয়োজিত একটি কল্যাণমূখী সংস্থা। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সেনাকল্যাণ সংস্থা জাতীয় অর্থনীতিসহ সশস্ত্র বাহিনীর কল্যাণে আরও অবদান রাখবে। সেনাকল্যাণ কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানী প্রায় ১৪ বৎসর যাবৎ অত্যন্ত সুনামের সাথে বাংলাদেশের বিভিন্ন জেলায় ভবন নির্মাণ করে আসছে। এই ৪১ তলা ভবন এর নির্মাণ কাজ শুরুর মাধ্যমে সেনাকল্যাণ সংস্থা এবং সেনাকল্যাণ কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানীর জন্য একটি নতুন দিগন্তের উন্মোচন হলো।  অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, অন্যান্য অফিসার, সেনাকল্যাণ সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
০১ জানুয়ারি ২০২৪, ১৭:১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়