• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
বিরামপুরে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত
দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় শফিকুল ইসলাম নয়ন (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৯ র্মাচ) সকাল সাড়ে ১১টায় বিরামপুর রেল স্টেশন প্লাট ফরমে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম নয়ন পৌর শহরের পূর্বজগন্নাথ পুর নতুন বাজার এলাকার হাসান আলীর ছেলে। বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনন্দ কুমার চক্রবর্তী বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি বিরামপুর স্টেশন ছেড়ে যাচ্ছিল। এ সময় নয়ন চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্লাট ফরমের নিচে পড়ে যায়। এতে ট্রেনের ধাক্কায় তার শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। পরে বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরা পারভীন তাকে মৃত ঘোষণা করেন। নিহত নয়ন দীর্ঘদিন থেকে পরিবার নিয়ে ঢাকায় অবস্থান করে কাপড়ের ব্যবসা করতেন। তিনি বিরামপুরে একটি মাহফিলে যোগ দিয়ে ঢাকায় ফেরার সময় ট্রেন উঠতে গিয়ে দুর্ঘটনায় পড়েন। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ট্রেনে কাটা পড়ে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।
০৯ মার্চ ২০২৪, ১৫:৩১

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মোটরসাইকেলসহ অন্তত ১০টি মোটরসাইকেল।  বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ কলেজ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার জন্য ছাত্রলীগের দুই পক্ষ পরস্পরকে দায়ী করেছে। কোটালীপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া বলেন, বুধবার বিকেলে উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগের পদবঞ্চিত নেতা ইয়াদুল নিজামীর সঙ্গে কলেজের এক শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। তিনি বিষয়টি মীমাংসা করে দিতে গেলে ক্ষিপ্ত হয়ে চলে যান ইয়াদুল। পরে ইয়াদুল গ্রুপের লোকজন লাঠিসোঁটা নিয়ে এসে তার লোকজনের ওপর হামলা চালায়। তিনি বলেন, এরপর দুগ্রুপের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। এ ঘটনায় উভয়পক্ষের ৮ জন আহত হয়। এ সময় কলেজ চত্বরে থাকা ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। কোটালীপাড়া উপজেলার সাধারণ সম্পাদক পদবঞ্চিত ইয়াদুল নিজামী জানিয়েছেন, সন্ধ্যার আগে তাদের গ্রুপের দুজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে সাধারণ সম্পাদক গ্রুপের লোকজন। আহতদের মধ্যে গুরুতর ইমন নিজামীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে ও তার ভাই ইব্রাহীমকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসব ঘটনার পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদত্যাগের দাবিতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রলীগের পদবঞ্চিতরা। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম জানান, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫০

ফুলগাজীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর থেকেই পরিত্যক্ত
ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের পাশে মুক্তিযোদ্ধাদের জন্য দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত কমপ্লেক্সটি উদ্বোধনের পর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। চারপাশে আবর্জনা, নেই বিদ্যুৎ সংযোগ। কাজে আসছে না স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের। রোববার (২৮ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, উদ্বোধনের পর থেকে কমপ্লেক্সেটিতে কোনো ধরনের সভা, সেমিনার, প্রোগ্রাম, স্বাধীনতা দিবস, বিজয় দিবসের অনুষ্ঠান করা হয়নি।  ফুলগাজী উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মাহমুদ জানান, ২০১৬ সালের ২৬ এপ্রিলে শুরু হয় কমপ্লেক্সের নির্মাণ কাজ। ২ কোটি ১৬ লাখ ৯৩৩ টাকা ব্যয়ে কাজ শেষ হয় একই বছরের ৩০ জুন। উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিলের এক সদস্য জানান, ভবনটি ব্যবহার না হয়ায় ফুলগাজীর সবজি বাজারের সকল প্রকার ময়লা আবর্জনা এর চারপাশে রাখা হয়। এমনকি বাজারে আগত বিভিন্ন ধরনের মানুষ এই কমপ্লেক্সের চারপাশকে গণশৌচাগার হিসেবে ব্যবহার করছে। অথচ এই কমপ্লেক্সটির নিচতলা এবং দ্বিতীয় তলার দোকানগুলো ভাড়া দিয়ে তৃতীয় তলায় বীর মুক্তিযোদ্ধা অফিস খরচের ব্যবস্থা করার কথা ছিল। কিন্তু ভবনটি উদ্বোধনের পাঁচ বছর পেরিয়ে গেলেও ভাড়া দেওয়া হয়নি এর বারোটি দোকান ঘর।  ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি অবহেলা আর অযত্নে পড়ে আছে। আমরা ইতোমধ্যে এটিকে আয়ের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করছি। অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিল বাকির কারণে বিদুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব সমস্যার সমাধাণ করে কমপ্লেক্সটি দ্রুত চালু করা হবে।
২৮ জানুয়ারি ২০২৪, ২৩:০০

বসুন্ধরায় খেলার পরিকল্পনা বিসিবির
দীর্ঘদিন ধরেই টানা খেলার মধ্য দিয়ে যাচ্ছে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম। এতে পিচের মান নিয়েও রয়েছে আলোচনা-সমালোচনা। এমনকি বিসিবি বস সভাপতি নাজমুল হাসান পাপনও বিষয়টি নিয়ে বেশ চিন্তিত। তার (পাপন) দাবি, টানা খেলার মাঝে মিরপুরের মাঠ ঠিক করারই সময় পাওয়া কঠিন।  আরও পড়ুন : অধিনায়কের নাম জানাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স   এসব কারণ বিবেচনায় এবার বিকল্প ভেন্যু খুঁজছে বিসিবি, ক্রিকেটপাড়ায় এমন জোর গুঞ্জন। বিকল্প ভেন্যু হিসেবে বসুন্ধরা গ্রুপের দিকেই নজর দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থার। আর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সও বিসিবিকে সাহায্য করতে প্রস্তুত। গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদিক। তার ভাষ্যমতে, একটা জিনিস আগেই জানিয়ে রাখি ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হচ্ছে এই মাঠেরও ড্রেসিং রুম সব শেষ হয়ে গেলে সামনের দিনগুলোতে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, হয়তো বা মেয়েদের কিছু আন্তর্জাতিক ম্যাচ আপনারা এখানে দেখতে পারবেন ইনশা-আল্লাহ। আরও পড়ুন : অধিনায়ক কে, জানাল খুলনা টাইগার্স   এদিকে শুধু ঘরোয়া ক্রিকেটই না, আন্তর্জাতিক ও বিপিএলের ভাবনায়ও আছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে।  ইশতিয়াকের মন্তব্য, আমি বিশ্বাস করি আমাদের যে মূল ক্রিকেট স্টেডিয়াম ২০২৫ সালের শেষ নাগাদ হয়ে যাবে। তখন ক্রিকেট বোর্ড যদি চায়, অবশ্যই সেখানে বিপিএল কিংবা আন্তর্জাতিক যেকোনো ম্যাচ অনুষ্ঠিত হবে।  
১৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩৫

খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে ঘরের মালামাল লুট
মাদারীপুরে খাবারের সঙ্গে চেনতানাশক খাইয়ে ঘরের মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অসুস্থ হয়ে তিনজন হাসপাতালে ভর্তি।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোরে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের মিজানুর রহমান মৃধার বাড়িতে এভাবে লুট করা হয়। মিজানুর রহমান মৃধা ওই গ্রামের ইব্রাহীম মৃধার ছেলে। স্বজনরা জানায়, রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে মিজানুরের পরিবারের সবাই। সকালে ঘরের দরজা না খুললে প্রতিবেশিরা ডাকাডাকি করে। এতে সাড়া না দিলে তাদের সন্দেহ হয়। পরে টিনশেট ঘরের বেড়া কাটা দেখতে পান তারা। একপর্যায়ে ঘরের ভেতর সব এলোমেলো দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয় পরিবারের অন্য সদস্যরা। এ সময় অসুস্থ তিনজনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রাতে কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে রাখে দুর্বৃত্তরা। পরে টিনশেট ঘরের বেড়া কেটে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোন নিয়ে যায়।  শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার হালদার জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৭ জানুয়ারি ২০২৪, ১২:০৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়