• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
‘ঈদে দুই সিনেমায় কাজ করে আমি অভিনেতা হিসেবে তৃপ্ত’
শোবিজের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও বেশ সরব তিনি। নিজ অভিনয়গুণে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার দুটি সিনেমা।  ঈদে মুক্তি পেতে যাচ্ছে ফজলুর রহমান বাবু অভিনীত দুই সিনেমা ‘ওমর’ এবং ‘মেঘনা কন্যা’। ‘ওমর’ সিনেমাটি নির্মাণ করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। অন্যদিকে 'মেঘনা কন্যা' পরিচালনা করেছেন ফুয়াদ চৌধুরী।  এ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘দুই সিনেমায় দুরকম চরিত্রে অভিনয় করেছি। ‘ওমর’ সিনেমার গল্প একেবারেই অন্যরকম। চরিত্রটি নিয়ে এখনই বলতে চাই না। বলা যায় সবকিছুতেই নতুনত্ব আছে।’   অভিনেতা আরও বলেন, ‘সবসময়ই দর্শক ভালো গল্প চায়। ‘ওমর’ সিনেমায় শক্তিশালী একটি গল্প পাওয়া যাবে। অন্যদিকে ‘মেঘনা কন্যা’ সিনেমাটিও দারুণ গল্পে সাজানো হয়েছে। আসলে দুটি সিনেমা করে আমি অভিনেতা হিসেবে তৃপ্ত।’ ফজলুর রহমান বাবু বলেন, ‘দুটি সিনেমা নিয়েই আমি আশাবাদী। আশা করছি ঈদের ছুটিতে দর্শকরা প্রেক্ষাগৃহে যাবেন এবং সিনেমা দুটি দেখবেন।’  প্রসঙ্গত, ঈদুল ফিতরে এই দুটি চলচ্চিত্র ছাড়াও ফজলুর রহমান রহমান বাবু অভিনীত কয়েকটি নাটক প্রচারিত হবে বিভিন্ন চ্যানেলে।   
০৭ এপ্রিল ২০২৪, ১৫:০৯

নাম পেল বাইডেন-জয়ার তিন কন্যা
চট্টগ্রামের চিড়িয়াখানায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নামে নাম রাখা বাঘ বাইডেন ও তার সঙ্গিনী জয়ার ঘরে জন্ম তিন শাবকের নাম রাখা হয়েছে। বাঙালি সংস্কৃতির সঙ্গে মিল রেখে তাদের নাম প্রকৃতি, রূপসা ও স্রোতস্বিনী রাখা হয়েছে। সোমবার (২৫ মার্চ) তাদের জন্মের এক মাস পর নাম পেল এই তিন শাবক। জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে পর্যটকদের জন্য প্রকৃতি, রূপসা ও স্রোতস্বিনীকে চিড়িয়াখানায় উন্মুক্ত করা হবে। তিন ডোরাকাটা বাঘ শাবককে বুকে নিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ২০১৬ সালে প্রথম আফ্রিকা থেকে আনা দুটি শাবক থেকে এখন ১৭টা বাঘ বাঘিনী হয়েছে। এক মাস আগে জন্ম নেওয়া শাবকগুলোকে আমরা বাঙালি সংস্কৃতির সঙ্গে মিল রেখে নামকরণ করেছি। আমরা অনেক যত্ন নিয়ে লালন পালন করি। চট্টগ্রামের চিড়িয়াখানা দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে বলে জানান চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন।
২৬ মার্চ ২০২৪, ০৯:৪৭

প্রথা ভেঙে পাকিস্তানের ফার্স্ট লেডি হচ্ছেন প্রেসিডেন্ট কন্যা
সাধারণত একটি রাষ্ট্রের প্রেসিডেন্টের স্ত্রীই সেখানকার ফার্স্ট লেডি হিসেবে বিবেচিত হন। কিন্তু এ প্রথা এবার ভাঙতে যাচ্ছেন পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। নিজ কন্যা আসিফা ভুট্টোকে পাকিস্তানের পরবর্তী ফার্স্ট লেডি হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন তিনি। মূলত স্ত্রী বেনজির ভুট্টো জীবিত না থাকার কারণেই এ সিদ্ধান্ত তার।  জারদারির দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) তথ্য সম্পাদক ফয়সাল করিম কুন্ডির বরাতে এ তথ্য দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।  সংবাদমাধ্যমটিকে কুন্ডি বলেছেন, ‘আসিফা ভুট্টোকে ফার্স্ট লেডি হিসেবে ঘোষণা করা হবে এবং এ বিষয়ে সরকারি ঘোষণা আসবে শিগগিরই।’ তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পিপিপির নেতাদের সঙ্গে পরামর্শ করেই ৩১ বছর বয়সী আসিফা ভুট্টোকে ফার্স্ট লেডি করার সিদ্ধান্ত নিয়েছেন।  গতকাল সোমবার পাকিস্তানের ১৪ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আসিফ আলী জারদারি। পাকিস্তানের ইতিহাসে তিনিই একমাত্র বেসামরিক ব্যক্তি, যিনি দুই মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।  আসিফ আলী জারদারি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর জামাতা। ভুট্টোর কন্যা বেনজির ভুট্টোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জারদারি। বেনজিরও দুই মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে বেনজির আততায়ীর গুলিতে নিহত হন।  উল্লেখ্য, আসিফা ভুট্টো আসিফ আলী জারদারি-বেনজির ভুট্টো দম্পতির দ্বিতীয় সন্তান। তিনি ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে মায়ের হত্যাকাণ্ডের ১ বছর পর পাকিস্তানের প্রেসিডেন্ট হন আসিফার বাবা জারদারি। সে সময় তার বয়স ছিল মাত্র ১৫ বছর। আসিফ আলী জারদারির সেই মেয়াদে পাকিস্তানের কোনও ফার্স্ট লেডি ছিল না।  স্ত্রীর জায়গায় অন্য কাউকে ফার্স্ট লেডি ঘোষণা করার ঘটনা পাকিস্তানের ইতিহাসে অবশ্য এই প্রথম নয়। এর আগে পাকিস্তানের প্রথম স্বৈরশাসক আইয়ুব খান ১৯৫৮ সালে প্রেসিডেন্ট হওয়ার পর তার কন্যা নাসীম আওরঙ্গজেবকে ফার্স্ট লেডি হিসেবে ঘোষণা করেছিলেন।  পাকিস্তানের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রে স্ত্রীর পরিবর্তে অন্য কাউকে ফার্স্ট লেডি মনোনীত করার ইতিহাস আছে। মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন তার ভাতিজি এমিলি ডোনেলসনকে ফার্স্ট লেডি মনোনীত করেছিলেন। এ ছাড়া, আরও দুই মার্কিন প্রেসিডেন্ট চেস্টার আর্থার ও গ্রোভার ক্লিভল্যান্ডের আমলে তাদের বোনেরা যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করেছেন।  
১২ মার্চ ২০২৪, ১২:৩৪

‘বঙ্গবন্ধু কন্যা নারীদের অগ্রযাত্রার পরিবেশ তৈরি করে দিয়েছেন’
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অর্থনৈতিক মুক্তির জন্য নারীদের স্বাবলম্বী হতে হবে। নারীর ক্ষমতায়নের মূল শক্তি তারা নিজেরাই। শুক্রবার (৮ মার্চ) সকালে সাপাহার উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।  নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজন নারী রয়েছেন। বর্তমানে নয় জন নারী সচিব দায়িত্ব পালন করছেন। সংসদে স্পিকারের দায়িত্ব পালন করছেনও একজন নারী।  আমাদের দেশে নারীর সংখ্যা অর্ধেক নয় বরং অর্ধেকেরও বেশি। ভোটার তালিকা দেখলে সেটা স্পষ্ট হয়ে যায়। নারীরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে নারীর অগ্রযাত্রার পরিবেশ তৈরি করে দিয়েছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু কিছু অশুভ শক্তি নারীদের পিছিয়ে দিতে চায়। অশুভ শক্তিকে পরাজিত করে উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হতে নারীদের প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী।  সাপাহারের উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রশিদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম। এ সময় নিয়ামতপুর ও পোরশা উপজেলা প্রশাসন কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আন্তর্জাতিক নারী দিবসে এক বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেষ হয়। এর আগে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সাপাহার উপজেলা পরিষদের নবনির্মিত ভবন ও অডিটোরিয়ামের উদ্বোধন করেন।
০৮ মার্চ ২০২৪, ২০:০৯

ভুল চিকিৎসায় উনিশেই পরপারে আমিরের ‘দঙ্গল’ কন্যা
মাত্র ১৯ বছর বয়সেই পরপারে পাড়ি জমালেন আমির খানের ‘দঙ্গল’ কন্যা সুহানি ভাটনগর। ভারতীয় চলচ্চিত্র জগতে 'মিস্টার পারফেকশনিস্ট' খ্যাত  আমির খানের 'দঙ্গল' ছবিতে তার মেয়ে ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সীমিত স্ক্রিন টাইমেই সাবলীল অভিনয়ে মুগ্ধ করেছিলেন দর্শকদের। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিল্লিতে মৃত্যু হয়েছে সুহানি ভাটনগরের। সংবাদ মাধ্যমগুলোর দাবি, ভুল চিকিৎসায় মাত্র ১৯ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো সম্ভাবনাময় এ অভিনেত্রীকে। প্রতিবেদনে জানা গেছে, কিছুদিন আগেই পা ভেঙে যায় অভিনেত্রী সুহানি ভাটনাগরের। তার চিকিৎসা চলছিল। সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খাওয়ানো হয়েছিল তাকে। ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তার শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। আর সেটাই সুহানির এই অকাল মৃত্যুর কারণ। জানা গেছে, চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন সুহানি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ফরিদাবাদে তার শেষকৃত্য সম্পন্ন হয়।   প্রসঙ্গত, ‘দঙ্গল’ ছবিতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি। ছবিতে সুপারস্টার আমির খান, সাক্ষী তানওয়ার, ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এছাড়াও বেশকিছু টিভি বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন সুহানি। 
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৪

এবার সিনেমায় জনি লিভারের কন্যা
বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান জন প্রকাশ রাও জানুমালা। সিনেমাপ্রেমীরা যাকে জনি লিভার নামেই চেনেন। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের বাবা জনি। মেয়ের নাম জেমি লিভার ও ছেলের নাম জেসি লিভার। বাবার পথ অনুসরণ করে অভিনয়ে নাম লেখিয়েছেন জেমি লিভার। বেশ কটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার। তেলেগু ভাষার ‘আ ওকাতি আড়ুকু’ সিনেমার মাধ্যমে এ যাত্রা শুরু করবেন জেমি। ফিল্ম কোম্পানিয়ন এ খবর প্রকাশ করেছে। তেলেগু জেমির মাতৃভাষা। নিজ ভাষার সিনেমায় অভিনয় করতে পারা তার কাছে বিশেষ। এ যাত্রা নিয়ে উচ্ছ্বসিত জেমি লিভার বলেন, আ ওকাতি আড়ুকু’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হবে। এর মাধ্যমে স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে। এটি কেবল পেশাগত যাত্র নয়, এটি আমার শিকড়ের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা। তেলেগু আমার মাতৃভাষা। এ ভাষার সিনেমায় অভিনয়ের মাধ্যমে আমি আমার দাদিকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার দাদি মাতৃভাষায় (তেলেগু) কথা বলতে অধিক স্বাচ্ছন্দ্য বোধ করেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জেমি লিভার। তবে তার সহশিল্পী হিসেবে কে কে রয়েছেন তা এ প্রতিবেদনে জানানো হয়নি। প্রসঙ্গত,  বাবার মতো মেয়ে জেমিও দারুণ মেধাবী। ৩৬ বছর বয়সী জেমি লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। যখন পেশা বেছে নেওয়ার সময় আসে, তখন মোটা বেতনে কোনো করপোরেট প্রতিষ্ঠানে চাকরি খোঁজেননি। বরং বাবার মতো কৌতুককেই নিজের পরিচয় আর পেশা হিসেবে গ্রহণ করেন। তারকাসন্তান হিসেবে সুবিধা নেননি জেমি। বরং নিজস্বতা দিয়ে ভক্তদের মন জয় করেছেন। গায়ের রং শ্যামবর্ণের হলেও নিজের মাধুর্য দিয়ে দর্শকের মন জয় করেছেন। ২০১৫ সালে ‘কিস কিস কো পেয়ার কারু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে জেমির। এরপর ‘হাউজফুল ফোর’, ‘ভূত পুলিশ’, ‘ইয়াত্রি’ সিনেমায় অভিনয় করেন জেমি।
২০ জানুয়ারি ২০২৪, ১৪:৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়