• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিবির
২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া নারী দল। এবার ১০ বছর পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় আসছে অজি মেয়েরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলবে অজিরা। এই সফরে টাইগ্রেসদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।  আসন্ন এই সিরিজের সময়সূচি আগেই ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার অজি নারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ঘরের মাঠে এই সিরিজে সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দল থেকে উইকেটকিপার ব্যাটার শামীমা সুলতানা বাদ পড়েছেন। এ ছাড়া অলরাউন্ডার লতা মণ্ডল ও ব্যাটার শরিফা খাতুনেরও জায়গা হয়নি। তাদের দুজনকেই স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। এদিকে দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ফারজানা হক লিসা। যথারীতি দলের অধিনায়ক নিগার সুলতানা ও সহ-অধিনায়ক থাকছেন নাহিদা আক্তার। আগামী ১৭ মার্চ ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়ার মেয়েরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দুই দলের মাঠের লড়াই শুরু হবে। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় গড়াবে। ২১, ২৪ ও ২৭ মার্চ হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। এরপর ৩১ মার্চ এবং ২ ও ৪ এপ্রিল গড়াবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ ওয়ানডে সিরিজটি। সকাল সাড়ে ৯টায় ওয়ানডে এবং দুপুর ১২টায় টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে। এদিকে বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির নেতৃত্বে তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, এলিস পেরিদের সবাই দলে রয়েছেন। অস্ট্রেলিয়া স্কোয়াড : অ্যালিসা হিলি (অধিনায়ক), তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), ডার্সি ব্রাউন, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, সোফি মলিনেক্স, বেথ মুনি ও টায়লা ভ্লাইমিঙ্ক। বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুরশিদ খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক লিসা। স্ট্যান্ডবাই : ফারিহা ইসলাম, শরিফা খাতুন ও লতা মণ্ডল।
১৬ মার্চ ২০২৪, ১৬:২৬

একদিন আগে ওয়ানডে দল ঘোষণা শ্রীলঙ্কার
টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে'র প্রস্তুতি হিসেবে চট্টগ্রামে গিয়ে অনুশীলনও করেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। আগামী বুধবার (১৩ মার্চ) থেকে মাঠে গড়াচ্ছে ৫০ ওভারের সিরিজটি। অথচ সিরিজ শুরুর ২৪ ঘণ্টা বাকি থাকতেও স্কোয়াড দেওয়া নিয়ে দ্বিধায় ছিল লঙ্কানরা।  অবশেষে ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে সফরকারীরা। ৫০ ওভারের এই সিরিজের জন্য কুশল মেন্ডিসকে অধিনায়ক করা হয়েছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন পাথুম নিশাঙ্কা। অলরাউন্ডার চামিকা করুণারত্নেও দলে রয়েছেন। অন্যদিকে কুড়ি ওভারের ফরম্যাট শেষে লঙ্কায় ফিরেছেন দাসুন শানাকা, নুয়ান তুশারা ও মাথিশা পাথিরানারা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে। প্রথম দুটি ম্যাচ শুরু হবে বেলা দুইটায়। অন্যদিকে শেষ ম্যাচটি সকাল ১০টায় মাঠে গড়াবে। এর আগে, প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। কিন্তু তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে এক নুয়ান থুসারার তাণ্ডবে গুঁড়িয়ে যায় বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। অন্যদিকে চট্টগ্রাম যাত্রা শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও ফিরবে সিলেটে। সেখানে ২২ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শেষ হলে তিনদিনের বিরতি দিয়ে ফের চট্টগ্রামে ফিরে দ্বিতীয় টেস্ট খেলবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০ মার্চ থেকে গড়াবে সিরিজের শেষ টেস্ট। শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড : কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে, আকিলা ধনাঞ্জয়া, চামিকা করুণারত্নে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, জানিথ লিয়ানাগে, সাহান আরাচ্চিগে।
১২ মার্চ ২০২৪, ১৮:০১

‘আফিফ ওয়ানডে দলে না থাকায় আমি কিছুটা বিস্মিত’
সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ভালো খেলেও পরের দুই ম্যাচে সুযোগ পাননি আফিফ হোসেন। বিপিএলেও রান করেছেন তিনি। তবুও শ্রীলঙ্কা সিরিজে জায়গা হয়নি এই স্পিন অলরাউন্ডার। আফিফের বাদ পড়া নিয়ে অবাক হয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়ায় আফিফের ব্যস্ততা এখন ঢাকা প্রিমিয়ার লিগের প্রস্তুতিতে। এবারও আবাহনী লিমিটেডের হয়ে ঢাকা লিগ খেলবেন। যে দলে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ। টি-টোয়েন্টি নিয়ে আফিফের সম্ভাবনা ফিফটি-ফিফটি। কিন্তু কোনোভাবেই ওয়ানডে দল থেকে বাদ পড়ার মতো না বলে দাবি খালেদ মাহমুদের।  সুজন বলেন, আফিফের কোচ হিসেবে একটা কথা বলতে পারি, যেহেতু আবাহনীতে ওকে অনেকদিন ধরে দেখছি, আমি কিছুটা বিস্মিত যে, ও ওয়ানডে দলে নেই। সবশেষ ওয়ানডেতেও ওর  রান ছিল ৩৮। তারপর ও কেন দলে নেই। আফিফকে নিয়ে আবাহনীরে কোচ বলেন, সে কঠোর পরিশ্রম করে, নিবেদিত একজন ক্রিকেটার। লড়াই করতে জানে, খুবই ভালো ফিল্ডার। কিছুটা বিস্ময়কর, তবে যাকে নিয়েছে (তার জায়গায়), সেখানে অবশ্যই নির্বাচকরা চিন্তা করেই নিয়েছে। আমার কিছু বলার নেই। গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পেয়ে খেলেছিলেন ২৮ বলে ৩৮ রানের ইনিংস। পরের দুই ম্যাচে তার সুযোগ হয়নি। এবার দল থেকেই বাদ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে বিপিএলে তার পারফরম্যান্স তেমন উজ্জ্বল না হলেও আহামরি খারাপ নয়। খুলনা টাইগার্সের হয়ে ১২ ম্যাচে ১২০.৮৬ স্ট্রাইক রেটে ২৭৮ রান করেছেন। বিপিএলের পারফরম্যান্স জাতীয় দলে আসার মতো বিবেচনাতে আনা যায়। তবে ভবিষ্যতে তাকে দলে রাখার পরামর্শ দলেন মাহমুদ, আমার মত যদি বলতে হয়, আফিফ বাংলাদেশের ম্যাচ জেতানো ক্রিকেটার। অনেক ম্যাচ জিতিয়েছে বাংলাদেশকে। ওর মতো ছেলেকে যেন আমরা অবহেলা না করি। এটাই সবচেয়ে বড় বিষয়। কারণ এই ছেলেরাই বাংলাদেশকে জেতাবে, বিশ্বাস রাখি। তিনি আরও বলেন, এরকম একটা ইয়াং স্টার এবং এখন তো আফিফ অভিজ্ঞ। এমন নয় যে, ও বাচ্চা ছেলে বা ছোট। ভালো-খারাপ দিন আসবে। আমার মনে হয়ে, দূরে না সরিয়ে না রেখে ওকে দলের সঙ্গে রাখাই ওর জন্য ভালো, বাংলাদেশ দলের জন্যও ভালো।
০৬ মার্চ ২০২৪, ২৩:৪২

বিপিএলের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএলে চট্টগ্রাম পর্বে আজ (১৬ ফেব্রুয়ারি) মুখোমুখি ঢাকা-খুলনা ও চট্টগ্রাম-রংপুর। অন্যদিকে রাতে ফ্রেঞ্চ লিগ আঁ'তে লড়বে লিওঁ-নিস। এ ছাড়াও আছে ম্যাচ কিছু খেলা। বিপিএল ঢাকা-খুলনা বেলা ২টা, টি স্পোর্টস ও গাজী টিভি চট্টগ্রাম-রংপুর সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস ও গাজী টিভি মেয়েদের টেস্ট-দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সকাল ৯টা, স্টার স্পোর্টস ২ রাজকোট টেস্ট-দ্বিতীয় দিন ভারত-ইংল্যান্ড সকাল ১০টা, টি স্পোর্টস ও স্পোর্টস ১৮-১ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল  বসুন্ধরা কিংস–রহমতগঞ্জ               বিকেল ৫টা ১৫ মিনিট, টি স্পোর্টস ডিজিটাল বুন্দেসলিগা কোলন-ব্রেমেন রাত ১টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ২ ফ্রেঞ্চ লিগ আঁ লিওঁ-নিস রাত ২টা, স্পোর্টস ১৮-১
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৪

সাকিবকে ছাড়াই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বিসিবির
মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনকে বাদ দিয়ে নতুন নির্বাচক প্যানেল তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নান্নুর পরিবর্তে গাজী আশরাফ হোসেন লিপু এবং বাশারের জায়গায় দায়িত্ব পেয়েছে হান্নান সরকার। দায়িত্ব পাওয়ার একদিন পর শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে ও টি-টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নতুন নির্বাচক প্যানেল।  লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান, রনি তালুকদার, শামীম পাটোয়ারি ও আফিফ হোসেন। ওই জায়গায় দলে ‍ঢুকেছেন নাঈম শেখ। এ ছাড়া মাহমুদউল্লাহ দীর্ঘ দেড় বছর পর টি-টোয়েন্ট দলে ফিরেছেন।  যদিও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তাকে কেবল ওয়ানডে ফরম্যাটে রাখা হয়েছে। টি-টোয়েন্টি দলের সবচেয়ে বড় চমক সম্ভবত টেস্টের স্পিনার তাইজুল ইসলাম ও নতুন স্পিনার আলিস ইসলামকে অন্তর্ভুক্ত করা।  তাইজুল ইসলামকে ওয়ানডে দলেও ফেরানো হয়েছে। তার সঙ্গে রিশাদ-তানজিদ তামিমরা জায়গা ধরে রেখেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ।   ওয়ানডে দল:  নাজমুল শান্ত (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান।    টি-টোয়েন্টি দল: নাজমুল শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদী, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, আলিস আল ইসলাম।   
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৩

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ৬ ভারতীয় ক্রিকেটার
বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-আইসিসি ঘোষিত বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারতের ৪ ক্রিকেটার জায়গা পেয়েছিলেন। এবার বর্ষসেরা ওয়ানডে দলেও বরাবরের মতো ভারতীয়দেরই আধিপত্য। অধিনায়ক রোহিত শর্মাসহ মোট ৬ জন ক্রিকেটার রয়েছেন ৫০ ওভারের ফরম্যাটে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি। বিশ্বকাপের বছর হওয়ায়, বৈশ্বিক মহারণের পারফরম্যান্স খুব ভালোভাবেই প্রভাব রেখেছে। ১১ জনের দলে ৬ জনই ভারতীয়। ভারত ছাড়া অন্য তিন দেশের ক্রিকেটার এই তালিকায় জায়গা পেয়েছেন। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে দলপতি হিসেবে জায়গা পেয়েছেন রোহিত শর্মা। বিশ্বমঞ্চে বেশ ছন্দে ছিলেন ভারতীয় অধিনায়ক। ৫০০-এর বেশি রান করেছেন ঘরের মাঠে বৈশ্বিক আসরে। একই সঙ্গে রয়েছেন কিং কোহলিও। ওয়ানডে বৈশ্বিক মহারণে সবচেয়ে বেশি রান সংগ্রাহক তিনি। এ ছাড়া বছরজুড়ে করেছেন এক হাজার ৩৭৭ রান। এই দুই ভারতীয় ছাড়াও শুভমান গিল, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন। এদিকে ভারত বিশ্বকাপ জয়ী অধিনায়ক হলেও একাদশে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের। তবে ফাইনালের নায়ক ট্রাভিস হেড এই দলে রয়েছেন। হেডের পাশাপাশি অ্যাডাম জাম্পাও জায়গা পেয়েছেন।  এ ছাড়াও দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও হেইনরিখ ক্লাসেন এবং নিউজিল্যান্ডের ডেরিল মিচেল এই দলে জায়গা পেয়েছেন। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ট্রাভিস হেড, বিরাট কোহলি, ডেরিল মিচেল, হেনরিক ক্লাসেন, মার্কো ইয়ানসেন, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি।  
২৩ জানুয়ারি ২০২৪, ১৫:৫৬

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশি নাহিদা
গত বছর ঘরের মাটিতে পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জিতে ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ ছাড়াও দাক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছিল নিগার সুলতানা। দলের এমন অর্জনে বল হাতে দুর্দান্তভাবে ভূমিকা রেখেছিলেন নাহিদা আক্তার। সেই পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন এই বাংলাদেশি ক্রিকেটার।  গত বছর ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে গত বছর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন নাহিদা। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে অনবদ্য ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের দায়িত্ব দেওয়া হয় তার কাঁধে। নাহিদা হতাশ করেননি তাতে। পাঁচ বলে ৭ রান দিয়ে শিকার করেছেন দুই উইকেট। বাংলাদেশও পায় সহজ এক জয়। এছাড়া প্রথম ও তৃতীয় ম্যাচে নেন তিনটি করে উইকেট।   ঘরের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজেও নাহিদার পারফরম্যান্স ছিল দারুণ। তিন ম্যাচে ১৫ গড়ে তার শিকার ছয় উইকেট।   অন্যদিকে বর্ষসেরা একাদশে সবচেয়ে বেশি জায়গা দখল করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এ ছাড়া নিউজিল্যান্ডের দুই, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার আছেন একাদশে। বর্ষসেরা একাদশ: ফিবি লিচফিল্ড, এলিসা পেরি, অ্যামেলিয়া কের, বেথ মুনি, নাহিদা আক্তার, চামারি আতাপাত্তু (অধিনায়ক), ন্যাট সিভার-ব্রান্ট, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক ও লিয়া তাহুহু।
২৩ জানুয়ারি ২০২৪, ২০:২৪

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের দৌড়ে ভারতের আধিপত্য
আইসিসির ২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন তালিকায় চারজনের তিনজনই ভারতের। নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন আরেকজন। ভারতের বিরাট কোহলি, শুভমান গিল ও মোহাম্মদ শামির সঙ্গে আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। এদিকে পুরুষের পাশাপাশি গেল বছরের বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন তালিকাও প্রকাশ করে আইসিসি। বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটারের মনোনয়নে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের স্কিভার-ব্রান্ট ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কোহলি। ১১ ইনিংসে ব্যাট করে ৭৬৫ রান করেন তিনি। যা বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।  বিশ্বকাপে ১১ ইনিংসের মধ্যে ৯ ইনিংসেই পঞ্চাশোর্ধ রানের রেকর্ড গড়েন কোহলি। এ ছাড়া বিশ্বমঞ্চে ওয়ানডে ইতিহাসে স্বদেশি শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ ওয়ানডে শতকের রেকর্ডও ভেঙে ৫০ সেঞ্চুরির মালিক হন তিনি। গেল বছরে ভারতের হয়ে ২৭ ওয়ানডেতে ৬ সেঞ্চুরি ও ৮ হাফ-সেঞ্চুরিতে ১ হাজার ৩৭৭ রান করেন এই ব্যাটার।   গত বছর ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক ছিলেন গিল। ২৯ ম্যাচে ৫ সেঞ্চুরি ও ৯ হাফ-সেঞ্চুরিতে ১ হাজার ৫৮৪ রান করেন তিনি। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ভারতের শামি। ৭ ম্যাচে ২৪ উইকেট নেন তিনি। গেল বছর সর্বমোট ১৯ ওয়ানডেতে ৪৩ উইকেট শিকার করেছিলেন সামি। উইকেট শিকার তালিকায় তৃতীয় স্থানে তিনি। ভারতীয়দের পারফরমেন্সের ভিড়ে সেরার দৌড়ে মিচেলও সুযোগ পেয়েছেন। গেল বছরে ২৬ ওয়ানডেতে ১ হাজার ২০৪ রান করেছেন তিনি। ওয়ানডেতে ৫টি সেঞ্চুরি করেন মিচেল। এর মধ্যে বিশ্বকাপে ৫৫২ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার।
০৪ জানুয়ারি ২০২৪, ২১:২৯

আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব
২০২৩ সালের শুরুতে এক অনুষ্ঠানে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছিলেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি সেরা বছর হতে চলেছে। কিন্তু বছরের দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এশিয়া কাপ ও বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ টাইগাররা। এমনকি ভারত বিশ্বকাপকেই দেশের ইতিহাসে সবচেয়ে ‘খারাপ বিশ্বকাপ’ বলতে বাধ্য হয়েছেন টাইগার দলপতি। সাকিবের প্রত্যাশা আর প্রাপ্তিতে তফাত থাকলেও ভারতীয় ক্রিকেট-বিশ্লেষক আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিনি। বছরজুড়ে দল সুবিধা করতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে অনেকটা উজ্জ্বল ছিলেন সাকিব। যে কারণে আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। মূলত অলরাউন্ডার কোটায় সাকিবকে দলে রেখেছেন তিনি।  আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দলে আধিপত্য ভারতীয় ক্রিকেটারদের। নিজ দেশ থেকে ছয় ক্রিকেটারকে বর্ষসেরা ওয়ানডে একাদশে রেখেছেন তিনি। তবে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটারের এই একাদশে জায়গা হয়নি। এই দলে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে নেতৃত্ব রাখা হয়েছে। আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দল : রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, ড্যারি মিচেল, মোহাম্মদ রিজওয়ান, সাকিব আল হাসান, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কূলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ। অন্যদিকে আকাশ চোপড়ার মতো বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছেন আরেক জনপ্রিয় ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। যেখানে জায়গা হয়নি সাকিবের। টাইগার দলপতির পরিবর্তে রবীন্দ্র জাদেজা এই একাদশে জায়গা পেয়েছেন। পাকিস্তান থেকে মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি রয়েছেন। হার্শা ভোগলের বর্ষসেরা ওয়ানডে দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, অ্যাইডেন মারক্রাম, মোহাম্মদ রিজওয়ান, হেনরিক ক্ল্যাসেন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শাহিন শাহ আফ্রিদি।
০১ জানুয়ারি ২০২৪, ১৮:৪১

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে ভারতের আধিপত্য
ওয়ানডে বিশ্বকাপের বছর হওয়ার কারণে ২০২৩ সালে সব দলেরই ওয়ানডে খেলায় বেশি মনোযোগ ছিল। যে কারণে সদ্যসমাপ্ত হওয়া বছরে ইতিহাসের সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে। পুরো বছরজুড়ে ক্রিকেটারদের পারফর্মম্যান্স বিবেচনায় বর্ষসেরা দল ঘোষণা করেছে ‘ক্রিকেটের বাইবেল’ বলে খ্যাত প্রকাশনা 'উইজডেন'। উইজডেনের ঘোষিত একাদশে জায়গা পেয়েছেন বিশ্বকাপের রানার্সআপ দল ভারতের ৭ ক্রিকেটার। অপরদিকে শিরোপাজয়ী অস্ট্রেলিয়া থেকে মাত্র ২ জনকে এই একাদশে রাখা হয়েছে। এছাড়া বাদ পড়েছেন বিশ্বকাপে দুর্দান্ত ৪টি সেঞ্চুরি হাঁকানো দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। ঘোষিত একাদশে অধিনায়ক করা হয়েছে ভারতের বিশ্বকাপ দলের অধিনায়ক রোহিত শর্মাকে। গেল বছর ২৭টি ওয়ানডে ম্যাচে ৫২.২৯ গড়ে মোট ১ হাজার ২৫৫ রান করেছেন রোহিত। এছাড়া বিশ্বকাপে দলকে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে অপরাজিত রেখেই ফাইনালে তুলেছেন তিনি। রোহিতের সঙ্গে ওপেনার হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে। গত মৌসুমে ১৩টি ওয়ানডেতে ৫১.৮১ গড়ে মোট ৫৭০ রান করেছেন হেড। বিশ্বকাপের ফাইনালে মূলত এই হেডের কাছেই হেরে গেছে ভারতীয়রা। ওই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন এই অসি ব্যাটার। একাদশে তিন নম্বরে রাখা হয়েছে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলিকে। ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক ২০২৩ সালে মোট ২৭টি ওয়ানডে ম্যাচ খেলে ১ হাজার ৩৭৭ রান করেছেন। এর মধ্যে ৬টি সেঞ্চুরি রয়েছে এই ক্রিকেট সুপারস্টারের। একাদশে স্থান পেয়েছেন নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার একজন করে খেলোয়াড়। কিউইদের থেকে উইজডেন বাছাই করে নিয়েছে ড্যারিল মিচেলকে। তিনি গেল বছর ২৬টি ওয়ানডে খেলে ১ হাজার ২০৪ রান করেছেন। সঙ্গে ৯টি উইকেটও রয়েছে মিচেলের। অপরদিকে উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। বিশ্বকাপের ইতিহাসে সেরা ইনিংস খেলা অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকেও রাখা হয়েছে একাদশে। আফগানিস্তানের বিপক্ষে প্রায় হেরে যাওয়া ম্যাচে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে একাই জিতিয়েছেন তিনি। এছাড়া ২০২৩ সালে ১১টি ওয়ানডে ম্যাচ খেলে ৫১.৬২ গড়ে তিনি করেছেন ৪১৩ রান। বল হাতে শিকার করেছেন ১০টি উইকেট। একাদশে সবশেষ অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন ভারতের রবিন্দ্র জাদেজা। এক বছরে ২৬টি ওয়ানডে ম্যাচে ৩১টি উইকেট শিকার করেছেন এই স্পিনার। তাছাড়া ৩০.৯০ গড়ে ৩০৯ রান করেছেন তিনি। বোলার হিসেবে জায়গা পাওয়া সবাই ভারতীয় ক্রিকেটার। এর মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি মোহাম্মদ শামি রয়েছেন। তার সঙ্গে আছেন- পেসার জাসপ্রিত বুমরাহ, রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও পেসার মোহাম্মদ সিরাজ। উইজডেনের ঘোষিত সেরা একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেনরিখ ক্লাসেন, গ্লেন ম্যাক্সওয়েল, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদব।
০১ জানুয়ারি ২০২৪, ২০:৩৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়