• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
প্রেসিডেন্ট পুলিশ পদক পেলেন ওসি আকবর আলী খান
সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান ভূষিত হয়েছেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) উপাধিতে। মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারী) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পদক গ্রহণ করেন ওসি আকবর আলী খান। বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে পুলিশ সপ্তাহ-২০২৪ শুরু হয়েছে। সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৪০০ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন।  এর আগেও কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আইজিপি এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পেয়েছেন ওসি আকবর আলী। পেশাদার, সৎ, দক্ষ, সাহসী ও নিরপেক্ষ পুলিশ কর্মকর্তা আকবর আলী খান রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হওয়ায় দোয়া, ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করেছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেবাপ্রাপ্তি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অজস্র শুভ কামনা ও প্রীতি জানিয়েছেন তাকে। ওসি আকবর আলী খান বেসিক ট্রেনিং গ্রহণের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদানের পর কর্মক্ষেত্র শুরু করেন। পুলিশের বিভিন্ন স্টেশনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে সর্বশেষ গাজীপুরের কালিয়াকৈর থানা হয়ে বর্তমানে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে সরকারের লক্ষ্য অনুযায়ী পুলিশ বাহিনীর সুনাম অর্জনে কাজ করে যাচ্ছেন।  আকবর আলী খান ছোট বেলা থেকেই লেখাপড়ায় ও সামাজিক কাজে মনোযোগী ছিলেন। প্রাথমিক শিক্ষা জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত নিজেকে অগণিত সামাজিক ও দায়িত্বশীল কাজে নিয়োজিত করেছেন এবং পুলিশ বাহিনীর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে সহকর্মী ও পুলিশি সেবা প্রার্থীদের কল্যাণে কাজ করে সাধারণ মানুষ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নন্দিত হয়েছেন। এ ছাড়াও ঢাকা রেঞ্জ ও জেলা পুলিশে যোগদানের পর দায়িত্বপ্রাপ্ত স্টেশনের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকল, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ অনেক দায়িত্ব পালন করে সার্বিক বিবেচনায় বিশেষ সম্মাননাসহ একাধিকবার পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন আকবর আলী খান।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০১

টাঙ্গাইলের শ্রেষ্ঠ ওসি ভূঞাপুর থানার আহসান উল্লাহ্
অভিনব কায়দায় একাধিক হত্যা মামলার রহস্য উদঘাটন, ঘটনায় জড়িত আসামিদের দ্রুত সময়ে গ্রেপ্তার, মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডরোধে বিশেষ অবদান রাখায় স্বীকৃতিস্বরুপ টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্। একই সঙ্গে ভূঞাপুর থানাকেও অপরাধ দমনে জেলার মধ্যে প্রথম স্থান অধিকার অর্জন করিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা ও কল্যাণ সভায় তাকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়সার। সূত্র জানায়, গত বছরের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে একাধিক হত্যা মামলা ও লাশ উদ্ধারসহ চুরি-ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটে। দায়ের করা এসব মামলায় অভিযোগের পর দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করতে সক্ষম হন থানা পুলিশ। এরই প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে থানার ওসি আহসান উল্লাহ্ ও থানাসহ বেশ কয়েকজন এস আই এবং এএসআইকে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট প্রাপ্ত উপপরিদর্শক (এস আই) হলেন ফরিদ আহম্মেদ, আল মামুন, তাহেরুল ইসলাম, জুম্মান খান। এএসআই আব্দুল্লাহ আল মাহফুজ ও মঞ্জুরুল ইসলাম। ক্রেস্ট প্রদানকালে টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশের অন্যান্য ইউনিটের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, একাধিক হত্যা মামলার রহস্য উদঘাটন কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় ভূঞাপুর থানা জেলার মধ্যে প্রথমস্থান অধিকার করে এবং আমাকেও শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি দেওয়াসহ বিভিন্ন ক্যাটাগরিতে থানার ১৪ জন পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। ভূঞাপুরবাসীসহ থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় আমাদের এ অর্জন বলেও জানান তিনি।
২৫ জানুয়ারি ২০২৪, ২১:১৪

গোপালপুর থানার ওসি প্রত্যাহার
টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মো‌র্শেদ‌কে প্রত‌্যাহার করে পু‌লিশ লাইনসে সংযুক্ত করা হ‌য়ে‌ছে।  বৃহস্প‌তিবার (৪ জানুয়া‌রি) বি‌কে‌লে জেলা নির্বাচন কর্মকর্তা ম‌তিউর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান,  নির্বাচন সুষ্ঠু ও নির‌পেক্ষ করার জন‌্য প্রত‌্যাহার করতে নির্বাচন কমিশন থে‌কে নি‌র্দেশ দেওয়া হয়েছিল। এর আগে গতকাল বুধবার (৩ জানুয়া‌রি) নির্বাচন ক‌মিশ‌নের উপস‌চিব (চল‌তি দা‌য়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষ‌রিত চি‌ঠি‌তে বলা হ‌য়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির‌পেক্ষ করার ল‌ক্ষ্যে গোপালপুর থানার ওসি মো. জিয়াউল মো‌র্শেদ‌কে প্রত‌্যাহার ক‌রে সেখা‌নে অন‌্য একজন কর্মকর্তা‌কে পদায়ন করার জন‌্য নি‌র্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আস‌নের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতী‌কের ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু সম্প্রতি গোপালপুর থানার ওসি মো. জিয়াউল মো‌র্শেদের বিরু‌দ্ধে নির্বাচন ক‌মিশন বরাবর লি‌খিত বি‌ভিন্ন অভি‌যোগ ‌দিয়েছিলেন। 
০৪ জানুয়ারি ২০২৪, ২২:০৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়