• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
বৃষ্টির পরেও ঢাকার বাতাস নিয়ে দুঃসংবাদ
টানা দুদিন বৃষ্টির পরও বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী ঢাকার বাতাসের মান আজ ‘ঝুঁকিপূর্ণ’।  সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার পর ১৭৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। একইসময়ে ১৯৭ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ১৯৪ ও ১৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও আলজেরিয়ার আলজেরিয়ার্স। এরপর যথাক্রমে ১৭৫ স্কোর নিয়ে পাঁচ নম্বরে মিশরের কাইরো রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর। ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্ণতার ঝুঁকি।
২৫ মার্চ ২০২৪, ০৯:৪৪

এইচএসসি পাসে এয়ার অ্যাস্ট্রায় নিয়োগ, ফ্রেশাররাও আবেদন করতে পারবে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটি কেবিন ক্রু পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইনস পদের নাম: কেবিন ক্রু পদের সংখ্যা: নির্ধারিত নয়   শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি/এইচএসসি বা সমমান পাস হতে হবে। জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫ থাকতে হবে। ‘ও’ লেভেলের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বিষয়ে ‘সি’ এবং ‘এ’ লেভেলের ক্ষেত্রে সর্বোচ্চ ২ বিষয়ে ‘সি’ থাকা যাবে।  ভাষা দক্ষতা: ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল উচ্চতা: পুরুষ ১৬৮ সে.মি (ন্যূনতম), নারী ১৫৮ সে.মি (ন্যূনতম)   ওজন: উচ্চতা অনুযায়ী পুরুষের বিএমআই (১৮-২৫), নারী বিএমআই (১৮-২২)   চোখের দৃষ্টি: পরিষ্কার দৃষ্টিসম্পন্ন হতে হবে (৬/৬) অন্যান্য যোগ্যতা: সাঁতার কাটতে জানতে হবে শারীরিক অবস্থা: সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী। বিমান পরিষেবার জন্য উপযুক্ত ফিটনেস থাকতে হবে  বাহ্যিক অবয়ব: আকর্ষণীয়, গ্ল্যামারাস ও অধূমপায়ী হতে হবে অবস্থান সম্পর্কিত যোগ্যতা: অবশ্যই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, উত্তরা মডেল টাউন (সেক্টর ১-১৮), নিকুঞ্জে বসবাসকারী হতে হবে।  বয়স: ফ্রেশারদের বয়সসীমা (১৮-২৭ বছর)। অভিজ্ঞদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর  বেতন: উল্লেখ নেই  আবেদন করবেন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে এই লিংকে ক্লিক করুন  আবেদনের শেষ সময়: ১৪ মার্চ ২০২৪ পর্যন্ত। 
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৬

সরকারিভাবে তুরস্ক নেবে ২০০ কর্মী, বেতন ও এয়ার টিকিটসহ যেসব সুবিধা
সরকারিভাবে তুরস্কের ইউরোটেক্স টেক্সটাইল কোম্পানিতে কর্মী নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনায় ২০০ জন নারী কর্মী নেবে দেশটি। বোয়েসেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেক্সটার্সিং ওয়ার্কার পদে ১০০ জন এবং স্পিনিং, ডায়িং ও গার্মেন্ট ওয়ার্কার পদে ১০০ জন নেওয়া হবে।  আবেদনের শর্ত ও বিস্তারিত- থাকা- কোম্পানি বহন করবে খাবার- কাজে থাকা অবস্থায় কোম্পানি দেবে বিমান ভাড়া- কোম্পানি দেবে  সাপ্তাহিক ছুটি- এক দিন শ্রমচুক্তি- দুই বছর তবে এটি নবায়নযোগ্য শিক্ষানবিশকাল- তিন মাস ডিউটি- দৈনিক ৮ ঘণ্টা ওভারটাইম- তুরস্কের শ্রম আইন অনুযায়ী আবেদনকারীর বয়স- ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস হতে হবে। উচ্চতা: কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি। দক্ষতা: ইংরেজি কথা বলায় পরদর্শী হতে হবে। যেভাবে আবেদন: আগ্রহীদের ইংরেজিতে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য বোয়েসেলের লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই–বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে। কোম্পানির প্রতিনিধির মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। যেতে খরচ: চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ এবং আনুষঙ্গিক ব্যয়সহ মোট ৫৬ হাজার ৩৫০ টাকার পে-অর্ডার বোয়েসেলে জমা দিতে হবে। আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১২

ঢাকার বাতাস আজ ‘বিপজ্জনক’
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী রোববার (৪ ফেব্রুয়ারি) ঢাকার বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’। এদিন সকাল সাড়ে ৯টার দিকে ৩৮৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। একইসময়ে ৪২৩ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে পশ্চিম আফ্রিকার দেশ ঘানার আক্রা। ১৯৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। এরপর যথাক্রমে ১৮৩ স্কোর নিয়ে চার নম্বরে চীনের শেনইয়াং ও ১৮২ স্কোর নিয়ে শীর্ষ পাঁচে আছে ভারতের মুম্বাই। অর্থাৎ, শহরদুটির বাতাসও আজ অস্বাস্থ্যকর। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর। ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্ণতার ঝুঁকি।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়