• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
একই পরিবারের ৩ জনের মুখে এসিড নিক্ষেপ
বরিশালে পাওনা টাকা ফেরত চাওয়ায় স্বামী-স্ত্রী এবং তাদের দেড় বছর বয়সী শিশু কন্যার মুখে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে সদর উপজেলার চর নেহালগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন- পাওনাদার রিয়াজ হাওলাদার, তার স্ত্রী খাদিজা ও দেড় বছর বয়সী সন্তান জান্নাতি। তারা গুরুতর আহত অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি আছেন। আহত রিয়াজ হাওলাদার বলেন, আমার চাচাতো ভাই ফিরোজ ও মিরাজ সাত বছর আগে ট্রলার কেনার জন্য আমার কাছ থেকে এক লাখ টাকা ধার নেন। দীর্ঘদিন ধরে টাকা চাইলেও ফেরত না দিয়ে উল্টো আমাকে হুমকি দিয়ে আসছিলেন তারা। এরই জেরে শুক্রবার রাতে পরিবারসহ আমি ঘরে শুয়ে ছিলাম। এ সময় ফিরোজ, মিরাজসহ ৪ জন জানালা দিয়ে আমাদের লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এতে আমাদের শরীর ঝলসে যায়। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, শনিবার (২৭ জানুয়ারি)  দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগীদের সঙ্গেও কথা বলেছি। জড়িতদের দ্রুত আটক করা হবে।
২৭ জানুয়ারি ২০২৪, ২০:০৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়