• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
মেসির পর এবার দি মারিয়াকে হত্যার হুমকি
লিওনেল মেসির শহর রোজারিও’তেই জন্ম আর্জেন্টিনার ফুটবল সাফল্যের অন্যতম বড় কাণ্ডারি আনহেল ডি মারিয়ার। এবার সেই শহরেই হত্যার হুমকি পেয়েছেন বিশ্বকাপজয়ী এই উইঙ্গার।  আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোজারিওতে দি মারিয়া ফিরলে তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলছেন আর্জেন্টাইন এই ফুটবলার। তবে গত সপ্তাহে দি মারিয়া জানিয়েছিলেন, ছেলেবেলার ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলেই ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি। এবার ওই ঘোষণার পরই হত্যার হুমকি পেলেন তিনি। সোমবার (২৫ মার্চ) ভোরে তার বাড়িতে একটি ধূসর গাড়ি থেকে হুমকিসংবলিত কাগজ ছুঁড়ে ফেলে যায় অজ্ঞাতরা। সেই কাগজে ডি মারিয়ার পরিবারের উদ্দেশে লেখা ছিল, আর্জেন্টাইন তারকা যদি শহরে ফেরেন, তাহলে প্রাদেশিক গভর্নর ম্যাক্সিমিলিয়ানো পুয়ারোও ডি মারিয়াদের নিরাপদে রাখার নিশ্চয়তা দিতে পারবেন না। এদিকে সেই কাগজের বার্তা ও পুলিশের বরাত দিয়ে আর্জেন্টাইন নিউজ পোর্টাল ইনফোবে তাদের ওয়েবসাইটে তুলে ধরেছে, ‘তোমাদের ছেলে আনহেলকে বলো রোজারিওতে না ফিরতে। সে যদি ফেরে, তোমাদের পরিবারের যেকোনো একজন সদস্যকে আমরা খুন করব। পুয়ারোও তোমাদের বাঁচাতে পারবে না। আমরা শুধু কাগুজে বার্তাই ফেলে যাই না, আমরা বুলেট আর লাশও ফেলে যাই।’ এর আগে, গত বছর আকাশি-নীল শিবিরের বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরিবারের সুপারমার্কেটে বন্দুক হামলা করেছিল অজ্ঞাত সন্ত্রাসীরা। সেখানে সেই সন্ত্রাসীরা ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না’ লেখা কাগজও ফেলে রেখে গিয়েছিল।
২৬ মার্চ ২০২৪, ১৩:০১

জবির পর এবার পাবিপ্রবির এক ছাত্রীর আত্মহত্যা
শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যা নিয়ে উত্তপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে এবার শারভিন সুলতানা নামের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (২৫ মার্চ) দুপুরে পাবনা শহরের মুনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শারভিন সুলতানা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী। মেহেরপুরের সালদা থানার এলাকার আজিজুল ইসলামের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে মাত্র এখানে এসেছি। উড়না কেটে মরদেহ নামানো হলো। এখনও বিস্তারিত কিছু পায়নি। পরে বিস্তারিত বলা যাবে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমিও রওনা দিয়েছি। এখনও পৌঁছায়নি। পরে বিস্তারিত বলতে পারবো।
২৫ মার্চ ২০২৪, ১৭:৩৪

এবার মানিকগঞ্জে কয়েল কারখানা ও কাঠপট্টিতে আগুন
এবার মানিকগঞ্জের গোলড়া বিসিক এলাকার একটি কয়েল কারখানায় ও শিবালয় উপজেলার আরিচা কাঠপট্টিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। সোমবার (২৫ মার্চ) ভোর ৪টায় এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি বলেন, মানিকগঞ্জে ২ জায়গায় আগুন লেগেছে। এরমধ্যে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের গোলড়া বিসিক এলাকার একটি কয়েল কারখানায় আগুন লাগে। এছাড়া রাত আড়াইটার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা কাঠপট্টিতে আগুন লাগে। তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট ৬ ইউনিট। এর মধ্যে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত দুটার দিকে কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ভোর রাত সোয়া ৪টার দিকে কাঠপট্টির আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এরআগে রোববার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দীর সিকিরগাঁওয়ে সুপার বোর্ড কারখানায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এবং আরও দুটি জাহাজ চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। প্রায় ৫ ঘণ্টা পর বৃষ্টি নামলে আগুন নিয়ন্ত্রণে আসে।  তবে আগুনে কারখানার কয়েক কোটি টকার সম্পদ পুড়ে গেছে বলে দাবি কর্তৃপক্ষের।
২৫ মার্চ ২০২৪, ০৭:৪৩

সাকিবের পর এবার শোরুম উদ্বোধনে নামছেন তামিম
বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। তাই নিজেদের প্রচারণা বাড়াতে সাকিবের ব্রান্ড ভ্যালুকে ব্যবহার করতে উঠেপড়ে লাগে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো। তাই বিভিন্ন শোরুম বা প্রতিষ্ঠানের উদ্বোধন করতে দেখা যায় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।  সাকিবের এমন কাজের জন্য অনেক সমালোচনারও শিকার হতে হয়েছে। নেটিজেনরা ব্যঙ্গ করে তার নাম রেখেছেন শোরুম আল হাসান। এবার সাকিবের এই সমালোচিত কাজের সঙ্গী হচ্ছেন তামিম ইকবাল খান। বাংলাদেশ ক্রিকেটের ড্যাশিং ওপেনার খ্যাত তামিম ইকবাল এবার ফেনিতে যাচ্ছেন শোরুম উদ্বোধন করতে। সেখানে একটি ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স কোম্পানির শো-রুম উদ্বোধন করবেন তিনি।  শনিবার (২৩ মার্চ) নিজের ফেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শো’রুম উদ্বোধনের জন্য ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন তামিম। দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবাল প্রায় সব সময়ই আলোচনায় ছিলেন। তবে সম্প্রতি মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা দেওয়া একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনায় আসেন টাইগার এ ক্রিকেটার। এবার নতুন করে শো-রুম উদ্বোধনের ঘোষণা দিয়ে ভক্তদের মাঝে ভিন্ন আলোচনার জন্ম দিলেন তামিম ইকবাল।  তামিম ইকবাল এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ২৪৩টি ওয়ানডে, ৭০টি টেস্ট এবং ৭৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ব্যাট হাতে ওয়ানডে ফরম্যাটের ২৪০ ইনিংসে ৮ হাজার ৩৫৭, টেস্টে ৫ হাজার ১৩৪ এবং টি-টোয়েন্টিতে ১ হাজার ১৫৮ রান করেছেন।
২৪ মার্চ ২০২৪, ১৭:২০

এবার হিন্দি ছবি আমদানিতে স্টার সিনেপ্লেক্স
বছরে ১০টি হিন্দি ছবি আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য ও তথ্য মন্ত্রণালয়। গত বছর শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ দিয়ে শুরু হয়েছিল এই যাত্রা। এরপর ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিম্যাল’ ও ‘ডানকি’ মুক্তি পেয়েছিল বাংলাদেশে। ছবিগুলো কমবেশি দর্শক হলে টেনেছে। ছবিগুলো আমদানি করেছে অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। ‘ডানকি’র পর দীর্ঘদিন হিন্দি ছবি আমদানি বন্ধ ছিল, বিরতির পর এবার হিন্দি ছবি আমদানিতে এগিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স।  শুক্রবার (২৯ মার্চ) ভারতে মুক্তি পাবে টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন অভিনীত ‘ক্রু’। একই দিনে বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতেও মুক্তি পাবে ছবিটি। ভারতীয় কোনো ছবি আমদানির বিপরীতে একটি দেশীয় ছবি ভারতে পাঠাতে হয়। প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’-এর বিনিময়ে ‘ক্রু’ আনছে স্টার সিনেপ্লেক্স। এরই মধ্যে সরকারের দুই মন্ত্রণালয় (বাণিজ্য ও তথ্য) থেকে অনুমতি পেয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে হলিউডসহ বিভিন্ন ইন্ডাস্ট্রির ছবি আমদানি করে বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে প্রদর্শন করে আসছে স্টার সিনেপ্লেক্স। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ আহমেদ জানান, সরকারের অনুমতিক্রমে যাবতীয় প্রক্রিয়া মেনে একই দিনে ‘ক্রু’ মুক্তি দেবেন তাঁরা। মেজবাহ আহমেদ বলেন, ‘আমরা তো হলিউড, কোরিয়ান, জাপানি, টার্কিশ ছবি এনে প্রদর্শন করি নিয়মিত। হিন্দি ছবি আনার অনুমতি যেহেতু আছে, কেন আনব না? এই দেশে হিন্দি ছবির দর্শক আছে। সামনেই রোজার ঈদ। যেহেতু উৎসবে হিন্দি ছবি আমদানিতে নিষেধাজ্ঞা আছে, তাই সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ঈদের আগের সপ্তাহে ‘ক্রু’ চালাবে। ঈদে বাংলাদেশি ছবির প্রদর্শনী শেষে ফের ছবিটি দেখাবে তারা।  হাস্যরসাত্মক ছবি ‘ক্রু’র পরিচালক রাজেশ কৃষ্ণান। টাবু, কারিনা কাপুর ও কৃতি শ্যানন ছাড়াও ছবিতে আছেন পাঞ্জাবি অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ ও স্ট্যান্ডআপ কমেডিয়ান কপিল শর্মা। তিন বিমানবালাকে নিয়ে গল্প। কীভাবে তারা স্বর্ণের বার চুরি করে তা নিয়েই কাহিনি।
২৩ মার্চ ২০২৪, ১৭:২৫

এবার বিয়ের পিঁড়িতে বসছেন কঙ্গনা
এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সিনেমা পাড়ায় জোর গুঞ্জন চলছে, ভারতের লোকসভা ভোটের পরেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন এই অভিনেত্রী!  ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, কঙ্গনার হবু স্বামী বিদেশে থাকেন এবং জনপ্রিয় ব্যবসায়ী। বলিউডের সঙ্গে তার কোনো সংযোগই নেই। বেশ কিছুদিন ধরেই নাকি এই ব্যবসায়ীর সঙ্গে গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কঙ্গনা। এবার তাদের গাঁটছড়া বাঁধার পালা।    শোনা যাচ্ছে— হিমাচল প্রদেশে ছিমছামভাবেই কঙ্গনার বিয়ের আসর বসবে। ইতোমধ্যে জনপ্রিয় এক ফ্যাশন ডিজাইনারের কাছ থেকে নিজের বিয়ের পোশাকও তৈরি করে ফেলেছেন এই অভিনেত্রী। জানা গেছে, সম্প্রতি ইংরেজি এক গণমাধ্যমে ভুল করে কঙ্গনার বিয়ের তথ্য ফাঁস করে দেন তার ফ্যাশন ডিজাইনার।     অতীতে একাধিকবার প্রেমে জড়ালেও কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি কঙ্গনার। প্রেমের জেরে বহুবার বিতর্কের মুখেও পড়েছেন তিনি। বর্তমানে ফিল্মি ক্যারিয়ারে খারাপ সময় পার করছেন কঙ্গনা। একের পর এক সিনেমা ফ্লপ হচ্ছে অভিনেত্রীর। ব্যক্তিগত জীবনেও বছরখানেক ধরে একাকী জীবনযাপন করছেন কঙ্গনা। বর্তমানে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাতে দেখা যায় তাকে।        তবে সাম্প্রতিক সময়ে রাজনীতি নিয়েও আগ্রহ প্রকাশ করছেন কঙ্গনা। অনেকের ধারণা— মোদির হাত ধরেই রাজনীতিতে নাম লেখাতে চান তিনি। তবে বিজেপির পক্ষ থেকে এখনও সবুজ সংকেত দেওয়া হয়নি তাকে।  সূত্র : কলকাতা টিভি   
২৩ মার্চ ২০২৪, ১৫:৫৮

এবার হাইব্রিড মডেলে কোচ নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান
গত বছর হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করেছিল পাকিস্তান। যেখানে কিছু ম্যাচ নিজ দেশে এবং বাকিগুলো অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কাতে। এবার একই মডেলে জাতীয় দলের কোচ নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপের পর থেকে স্থায়ী কোনো কোচ খুঁজে পায়নি দ্য গ্রিন ম্যানরা।  কয়েক দিন আগেই গুঞ্জন উঠেছিল শেন ওয়াটসনকে বাবর আজমের স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিতে চায় পিসিবি। তবে গণমাধ্যমে তথ্য ফাঁস হওয়ার কথা জানিয়ে পাকিস্তানের প্রধান কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। জানা গেছে, প্রধান কোচ হিসেবে চান কোনো বিদেশিকে এবং সহকারী পদে পাকিস্তানি কাউকে চান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এর আগে দেশটির গণমাধ্যমে জানানো হয়েছিল, পিসিবি বার্ষিক ২ মিলিয়ন ডলারের চুক্তিতে ওয়াটসনকে প্রধান কোচ হওয়ার ব্যাপারে আলোচনা চালাচ্ছিল। গণমাধ্যমে বিস্তারিত তথ্য চলে আসায় সেই চুক্তি সম্পন্ন করা যায়নি। এমন মন্তব্য করেছিলেন পিসিবি প্রধান। এদিকে, ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকেও পিসিবি কোচ করতে চেয়েছিল বলে জানিয়েছিল দেশটি জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান। কিন্তু তিনিও সেটি গ্রহণ করেননি। একইভাবে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডকে এবার চ্যাম্পিয়ন বানানো কোচ মাইক হেসনও বাবর-শাহিনদের কোচ হতে আগ্রহ দেখাননি। এ ছাড়াও কোচ হওয়ার আলোচনায় ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও বর্তমান টেস্ট দলের কোচ ড্যারেন সামি। তবে ক্যারিবীয় বোর্ডের সঙ্গে চুক্তি থাকায় তার পক্ষেও এখন পাকিস্তানের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। পরবর্তীতে আরেক সাবেক অজি ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে পিসিবি আলোচনায় গেলেও, এখন পর্যন্ত ইতিবাচক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের কোনো সাবেক ক্রিকেটারকে প্রধান কোচ বানাতে আগ্রহী নয়। সূত্রের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ইংল্যান্ডে বসবাস করা সাবেক দুই ক্রিকেটার আজহার মাহমুদ ও সাকলাইন মুশতাক নিশ্চিত করেছেন তাদের সঙ্গেও পিসিবি থেকেও যোগাযোগ করা হয়নি।  পিএসএলের ফাইনাল শেষে আগামী ১০ দিনের মধ্যেই পাকিস্তান দলের কোচ চূড়ান্ত করা হবে জানান পিসিবি সভাপতি নাকভি। তিনি বলেন, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আগামী সাত থেকে দশদিনের মধ্যে আমরা কোচ নিয়োগের কাজ সম্পন্ন করব। 
২২ মার্চ ২০২৪, ১৯:৩২

এবার স্বাগতাকে নিয়ে প্রাক্তন স্বামীর বিস্ফোরক মন্তব্য
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। চলতি বছর শুরুর দিকে বিয়ে করেছেন তিনি। বিয়ের পর প্রাক্তন ও বর্তমান স্বামীকে নিয়ে অনেক কথাই শুনতে হয়েছে তাকে। কিন্তু এসব কথা কানে না নিয়ে আপন গতিতে এগিয়ে গেছেন এই অভিনেত্রী। ব্যস্ত ছিলেন পরিবার ও কাজ নিয়ে। দুই মাস পর এবার মুখ খুললেন স্বাগতা। তিনি বলেন, এর আগেও ভালোবেসে বিয়ে করেছিলাম। কারণ, ভালো না বেসে বিয়ে করে কারও সঙ্গে সংসার করা কঠিন। এটা আমার কাছে অসম্ভব। আমি ভালোবেসেই দ্বিতীয় বিয়ে করেছি। আর আমার বিচ্ছেদ হয়েছে আইন মোতাবেক। মেয়েরা ডিভোর্স দিতে পারে। এটা আমার জীবন, আমি সিদ্ধান্ত নিতে পারি। জীবন কি সবসময় একরকম চলে? সাক্ষাৎকারে এই অভিনেত্রী আরও বলেন, এই সমাজে মেয়ে হয়ে একা থাকা কঠিন। যখন আমি একা থাকলাম, তখন দেখলাম, যার বয়স ১৬ সেও আমার প্রেমিক, আবার যার বয়স ৭০, সেও আমার প্রেমিক। এমন অনেকেই প্রেম করতে চায়। তখন দেখা গেল, আমার কাজের বাইরে প্রেমিক ঠেকানো একটা বাড়তি কাজ হয়ে দাঁড়াল। এটা তো আমি চাই না। কেন আমাকে নিয়ে এসব ভাবার সুযোগ দেব? তখন মনে হলো, আমার অভিভাবক লাগবে। এই জন্য আমি আবার প্রেমে পড়ি। পরে দ্বিতীয় বিয়ে করেছি। প্রথম বিয়ের ৭ বছরের মাথায় বিচ্ছেদের পথ বেছে নিতে হয় স্বাগতাকে। সেই সংসারে মানসিক ও শারীরিকভাবে তাকে চাপের মধ্যেও থাকতে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আর তাই  একটা সময় বাধ্য হয়ে বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে।  স্বাগতার অভিযোগের পর এবার মুখ খুললেন তার প্রাক্তন স্বামী রাশেদ জামান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, স্বাগতার এসব বিষয়ে আমি কিছু বলতে চাই না। তার জীবন ও ক্যারিয়ার নিয়ে আমার দিক থেকে সবসময় শুভ কামনা থাকবে। স্বাগতা অনেক যোগ্য একজন মানুষ। গুণী মানুষ এবং গুণী শিল্পী। আমার পক্ষ থেকে অনেক শুভ কামনা। এরপর বলেন, অভিযোগ ছাড়া কোনো মানুষ নেই। কিন্তু আমার কোনো অভিযোগ নেই। আমি মানুষের কাছ থেকে অনেক সম্মান ও ভালোবাসা পেয়েছি। আমি খুব হ্যাপি। তবে এসব নিয়ে যত বেশি কথা হবে তত বেশি মানুষের কাছে মিডিয়া নিয়ে বাজে ধারণা যাবে। আমি সেটা করতে চাই না। আমাদের একটা পরিবার আছে। আত্নীয় স্বজন আছে। তাই এসব নিয়ে যত কথা বলব ততবেশি মানুষের কাছে নেতিবাচক বার্তা যাবে। শুধু তাই না, আমি একটা মেয়েকে জাস্টিফাই করতে চাই না। আমি বিশ্বাস করি স্বাগতা ভালো মানুষ। সে নতুন একটা সংসার শুরু করেছে। একজন ভালো মানুষের সঙ্গে সংসার শুরু করেছে। তার নতুন জীবনের জন্য শুভ কামনা। স্বাগতার প্রাক্তন আরও বলেন, আমি কোনো সেলিব্রেটি না। সাধারণ মানুষ। সাধারণ পরিবারের মানুষ। শুধু এতটুকু বলতে পারি আমাদের সাধারণ পরিবারের মানুষেরা ডিভোর্স বা নির্যাতন করর জন্য বিয়ে করে না। তবে আমি চাইবো তার নতুন জীবন সুন্দর হোক। দীর্ঘ সাত বছরের প্রেমের পর ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর প্রথমবার বিয়ে করেন স্বাগতা। ২০২১ সালের ১৬ ডিসেম্বর স্বামী রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদ হয় তার। এরপর চলতি বছরের ২৪ জানুয়ারী ফের গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। 
২২ মার্চ ২০২৪, ১৯:২১

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে জাতিসংঘে হাজির এবার যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা, অভিযান ও হত্যা বন্ধে যতবারই যুদ্ধবিরতির প্রস্তাব উঠেছে জাতিসংঘে, ঠিক ততবারই হয় ভেটো দিয়েছে, নয় ভোট পরিহার করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু অবরুদ্ধ এ উপত্যকায় এবার তাৎক্ষণিক যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব নিয়ে নিজেরাই এগিয়ে এসেছে ইসরায়েলের চরম মিত্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে প্রস্তাবটি জমা দিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার (২১ মার্চ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।  ব্লিঙ্কেন বলেছেন, আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে এমন একটি প্রস্তাব জমা দিয়েছি যাতে জিম্মিদের মুক্তি নিশ্চিতের জন্য গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়েছে। আমরা আশা করি অন্যান্য দেশ এতে সমর্থন দেবে। বুধবার সৌদি আরবে স্থানীয় গণমাধ্যম আল হাদাথকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি, নিরাপত্তা পরিষদে আমাদের এ যুদ্ধবিরতি প্রস্তাব একটি কঠোর বার্তা। গাজায় ইসরায়েলের নির্বিচার আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অবস্থানের একটি বলিষ্ঠ ইঙ্গিত। তবে, ইসরায়েলের হাত ছেড়ে দিচ্ছেন না জানিয়ে ব্লিঙ্কেন বলেন, আমরা অবশ্যই ইসরাইলের পাশে আছি এবং তাদের আত্মরক্ষার অধিকারের প্রতিও আমরা সম্মান জানাই। কিন্তু একইসঙ্গে, যেসব বেসামরিক মানুষ আক্রান্ত হচ্ছেন, যারা চরম দুর্দশায় আছেন—তাদের ওপরও আমাদের নজর দিতে হবে। এটাও গুরুত্বপূর্ণ। তাদেরকে প্রাধান্য দিতে হবে। বেসামরিক মানুষকে সুরক্ষিত রাখতে হবে এবং তাদের জন্য মানবিক সহায়তা জোগাড় করতে হবে। ওইদিন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ও দেশটির নেতা মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন। এরপর মিশর ও ইসরাইলেও সফর করবেন তিনি।  উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের এক হামলার প্রতিক্রিয়ায় গাজায় আগ্রাসন শুরু করে দখলদার রাষ্ট্রটির সেনারা। এরপর থেকে হামাস উৎখাতের নামে ইসরায়েলি সেনারা সাড়ে ৫ মাসেরও বেশি সময় ধরে হামলা ও অভিযান চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে। ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। সঙ্গে আহতের সংখ্যা ছাড়িয়েছে ৭০ হাজার।  প্রসঙ্গত, গাজায় চলমান এই গণহত্যায় ইসরায়েলকে সরাসরি অস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির মতো পশ্চিমা দেশগুলো। এমনকি জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো।       
২২ মার্চ ২০২৪, ১০:১৪

যে কারণে এবার খলিলও বাড়ালেন গরুর মাংসের দাম
প্রথম রোজার দিন থেকে গরুর মাংস কেজিতে ৫৯৫ টাকায় বিক্রি শুরু করেন শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিলুর রহমান। ঘোষণা ছিল রমজান মাসের ২৫ তারিখ পর্যন্ত তিনি এ দামে বিক্রি করবেন। কিন্তু ১০ রোজা শেষ হওয়ার আগেই গরুর মাংসের দাম কেজিপ্রতি ১০০ টাকা বাড়িয়ে দিয়েছেন খলিল। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে একটি গণমাধ্যমকে মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন তিনি। খলিলুর রহমান বলেন, ‘খামার থেকে যে দামে গরু কিনতে হচ্ছে, তাতে ৫৯৫ টাকা দরে মাংস বিক্রি করে পোষাতে পারছিলাম না। লোকসানে পড়তে হচ্ছে। ক্রেতাদের ভিড় অনেক। বাধ্য হয়ে মাংসের দাম কেজিতে ১০০ টাকা বাড়াতে হয়েছে। এখন থেকে প্রতি কেজি গরুর মাংস ৬৯৫ টাকায় পাওয়া যাবে।’ তিনি বলেন, ‘আগে কিছুটা কম দামে গরু কিনতে পারছিলাম। কিন্তু এখন আর আগের দামে গরু পাচ্ছি না। আমার নিজের যেহেতু খামার নেই, তাই বাড়তি দামে গরুর কেনা হলে মাংসের দাম না বাড়িয়ে উপায় থাকে না। আমি ভেবেছিলাম, বর্ডার খুলে দেওয়া হবে। ভারত থেকে গরু আমদানি করা হবে। আর তাতে কম দামে গরু পাওয়া যাবে। সেটা করা হলে আগের দামে মাংস বিক্রি করা সম্ভব হতো। কিন্তু তা না হওয়ায় নানামুখী চাপে আছি।’ বাজারে কেজিপ্রতি গরুর মাংস যখন ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছিল, তখন ৫৯৫ টাকায় মাংস বিক্রির ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া ফেলেন খলিলুর রহমান। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে তার দোকান থেকে মাংস কেনা শুরু করে। এরই ধারাবাহিকতায় রোজার প্রথম দিনেই খলিলের বেচাবিক্রির পরিমাণ ছাড়িয়ে যায় অর্ধকোটি টাকা। তবে সব রেকর্ড ভেঙে যায় গত শুক্রবার। সেদিন তিনি ৫০টি  গরু জবাই করে কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন বলে জানা গেছে।
২১ মার্চ ২০২৪, ২৩:১১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়