• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
এনজিওকর্মী হত্যায় ২ জনের যাবজ্জীবন
যশোর জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মী আব্দুল কুদ্দুস হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে স্পেশাল জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামসুল হক এ রায় দেন। দণ্ডিতরা হলো- ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের হোসেন আলীর ছেলে ইউনুস আলী ও মৃত মনু মিয়ার ছেলে রনি মিয়া। এদের মধ্যে ইউনুস আলী কারাগারে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা। মামলার বিবরণে জানা যায়, আব্দুল কুদ্দুস জাগরণী চক্র ফাউন্ডেশনের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ২০০৮ সালের ১০ সেপ্টেম্বর সকালে তিনি মল্লিকপুর গ্রামে কিস্তির টাকা আদায় বের হন। এরপর তিনি আর অফিসে ফিরে আসেননি এবং তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল। শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন তার সন্ধান না পেয়ে ওই গ্রামে খোঁজখবর নিতে যান এবং জানতে পারেন আব্দুল কুদ্দুস ওই গ্রামের ইউনুস আলীর বাড়িতে গিয়েছিলেন।  সবশেষ তিনি ইউনুসের বাড়িতে গিয়ে জানতে চাইলে তিনি জানান, আব্দুল কুদ্দুস তার বাড়িতে আসেনি। এরপর জাগরণ চক্রের লোকজন ওই এলাকায় তল্লাশি শুরু করে। একপর্যায়ে ইউনুসের বাড়ির পাশে কচুখেতে আব্দুল কুদ্দুসের ছাতা পাওয়া যায়। পরে পুলিশে খবর দেয় তারা। পুলিশ এসে ইউনুসের বাড়ির পুকুর থেকে বস্তাবন্দি আব্দুল কুদ্দুসের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আব্দুল কুদ্দুসের ভাই শামসুর রহমান বাদী হয়ে ৫ জনকে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে এসআই আব্দুর রব আকন্দ ৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। মামলা সাক্ষ্য গ্রহণকালে অভিযুক্ত আসামিদের মধ্যে আব্দুর রশিদ মারা যান। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষ অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউনুস আলী ও রনি মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। মামলার ওপর ৪আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় বিচারক তাদেরকে খালাস দেন।
০৪ জানুয়ারি ২০২৪, ২২:১১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়