• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে মধ্যপ্রাচ্যকে এখনই ফেরাতে হবে : জাতিসংঘ
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্যের মানুষ একটি পূর্ণমাত্রার ধ্বংসাত্মক সংঘাতের মুখোমুখি। এখনই সময় তাদের যুদ্ধের দ্বারপ্রান্তে থেকে ফিরিয়ে আনার।  স্থানীয় সময় রোববার (১৪ এপ্রিল) বিকেলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি সভায় দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। আন্তোনিও গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দিকের বড় বড় সামরিক পক্ষগুলো সংঘাতে জড়িয়ে যেতে পারে। ইতোমধ্যে এখানকার (গাজাবাসী) বেসামরিক নাগরিকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের চরম মূল্য দিতে হচ্ছে। তাই এখনই সময়, সবাইকে যুদ্ধের কিনার থেকে ফিরে আনার। তিনি বলেন, সংঘাত যাতে ফের উসকে না যায়, তা প্রতিরোধে সবার দায়িত্ব রয়েছে। সবাইকে সক্রিয়ভাবে এই দায়িত্ব পালন করতে হবে। এ অঞ্চলের (মধ্যপ্রাচ্য) বা বিশ্বের কেউ আর যুদ্ধ চায় না। এসময় সবার যৌথ অংশগ্রহণে এখনই গাজায় যুদ্ধ বিরতি প্রয়োজন উল্লেখ করেন জাতিসংঘের মহাসচিব। তিনি বলেন, গাজায় মানবিক অবস্থা বিপর্যস্ত। এ জন্য সব জিম্মিদের নিঃশর্ত মুক্তি ও বাধাহীনভাবে ত্রাণ তৎপরতা চালাতে দেওয়া দরকার। সভায় জাতিসংঘে নিযুক্ত ইসরায়েল ও ইরানের রাষ্ট্রদূতরা তাদের স্ব স্ব দেশের অবস্থানের পক্ষে নিজেদের বক্তব্য তুলে ধরেন। 
১৫ এপ্রিল ২০২৪, ১০:৩৩

এখনই বিএনপিকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া উচিত : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের ভিসানীতি নিয়ে যদি নিজেদের অবস্থান ঠিক রাখে, তাহলে এখনই বিএনপিকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া উচিত। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে সিলেটে নিজ বাসভবনে মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৭ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিন সদস্যের মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে প্রায় দুঘণ্টা ব্যাপী নির্বাচনের পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। জানা গেছে, মার্কিন পর্যবেক্ষক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সম্পর্কের দূরত্ব কমানোর ওপর গুরুত্বারোপ করেন।   বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপির জনপ্রিয়তা কমে গেছে বলে পর্যবেক্ষক দলকে জানান। একইসঙ্গে তিনি নির্বাচনের মধ্যেও বিএনপির কর্মসূচি নিয়ে সমালোচনা করেন।
০৫ জানুয়ারি ২০২৪, ২২:০৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়