• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ
নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল-আমিনের (৩৮) লাশ ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে ১৬ বিজিবি হাঁপানিয়া বিওপি-সংলগ্ন কৃষ্ণসদা এলাকায় সীমান্তের শূন্যরেখায় উভয় দেশের পুলিশ সদস্য ও বিজিবি-বিএসএফ সদস্যদের উপস্থিতিতে লাশ পৌঁছে দেয় বিএসএফ সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন হাঁপানিয়া বিওপি’র নায়েক সুবেদার আবু তালেব। তিনি জানান, বুধবার দিবাগত রাত ৮টার দিকে কৃষ্ণসদা সীমান্তের ২৩৬ মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাত পৌনে ৯টার দিকে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ সময় পোরশা ও সাপাহার থানা পুলিশ উপস্থিত ছিলেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে আল-আমিন আরও কয়েকজনের সঙ্গে নীতপুর সীমান্ত এলাকার ২৩২ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে গরু নিয়ে নিতপুর সীমান্তের নীলমারি এলাকা দিয়ে বাংলাদেশে ফেরার সময় মঙ্গলবার ভোর ৪টার দিকে ভারতের দাল্লাপাড়া কাঠের ব্রিজ নামক স্থানে পৌঁছলে বিএসএফ ১৫৯ ব্যাটালিয়নের কেদারীপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আল আমিন গুলিবিদ্ধ হন। ভারত-বাংলাদেশ সীমান্তের শুন্যরেখা থেকে ১ কিলোমিটার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পরে বিএসএফ সদস্যরা আল আমিনের মরদেহ নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে হাঁপানিয়া সীমান্ত ফাঁড়ি এলাকায় বিএসএফ ও বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে লাশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। স্থানীয় পুলিশ সূত্র জানায়, ভারতীয় পুলিশ ময়নাতদন্তের পর লাশ ফেরত দিয়েছে। নিহতের শরীরে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন ছিল। নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক জানান, তার জানামতে আল আমিন ভারত থেকে গরু আনা-নেওয়া করতেন। তিনি টাকার বিনিময়ে রাখাল হিসেবে গরু নিয়ে আসতেন। হঠাৎ মঙ্গলবার ভোরে বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই আল আমিন মারা যান বলে তিনি শুনেছেন।
২২ ঘণ্টা আগে

নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদরাসাছাত্র, একদিন পর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শওকত মিয়া (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়ায় মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শওকত মিয়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে। সে পানিশ্বর দেওবাড়িয়া গাউছিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসারছাত্র ছিল। ভৈরব নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান চৌধুরী জানান, মঙ্গলবার গোসল করতে নেমে শিশুটি নিখোঁজ হয়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভৈরব নৌপুলিশ উদ্ধার অভিযান চালায়। আজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
২৭ মার্চ ২০২৪, ২১:৩৬

একদিন আগে ওয়ানডে দল ঘোষণা শ্রীলঙ্কার
টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে'র প্রস্তুতি হিসেবে চট্টগ্রামে গিয়ে অনুশীলনও করেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। আগামী বুধবার (১৩ মার্চ) থেকে মাঠে গড়াচ্ছে ৫০ ওভারের সিরিজটি। অথচ সিরিজ শুরুর ২৪ ঘণ্টা বাকি থাকতেও স্কোয়াড দেওয়া নিয়ে দ্বিধায় ছিল লঙ্কানরা।  অবশেষে ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে সফরকারীরা। ৫০ ওভারের এই সিরিজের জন্য কুশল মেন্ডিসকে অধিনায়ক করা হয়েছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন পাথুম নিশাঙ্কা। অলরাউন্ডার চামিকা করুণারত্নেও দলে রয়েছেন। অন্যদিকে কুড়ি ওভারের ফরম্যাট শেষে লঙ্কায় ফিরেছেন দাসুন শানাকা, নুয়ান তুশারা ও মাথিশা পাথিরানারা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে। প্রথম দুটি ম্যাচ শুরু হবে বেলা দুইটায়। অন্যদিকে শেষ ম্যাচটি সকাল ১০টায় মাঠে গড়াবে। এর আগে, প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। কিন্তু তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে এক নুয়ান থুসারার তাণ্ডবে গুঁড়িয়ে যায় বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। অন্যদিকে চট্টগ্রাম যাত্রা শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও ফিরবে সিলেটে। সেখানে ২২ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শেষ হলে তিনদিনের বিরতি দিয়ে ফের চট্টগ্রামে ফিরে দ্বিতীয় টেস্ট খেলবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০ মার্চ থেকে গড়াবে সিরিজের শেষ টেস্ট। শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড : কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে, আকিলা ধনাঞ্জয়া, চামিকা করুণারত্নে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, জানিথ লিয়ানাগে, সাহান আরাচ্চিগে।
১২ মার্চ ২০২৪, ১৮:০১

নিখোঁজের একদিন পর বিএনপি নেতার মরদেহ উদ্ধার 
নিখোঁজের একদিন পর ফেরদৌস আলম (৩৫) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (১১ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকার রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।  নিহত ফেরদৌস উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দ বাজার কালমাটি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।  তিনি উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি।   নিহতের বড় ভাই আব্দুর রশিদ জানান, রোববার দুপুর ২টার সময় সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে স্থানীয় বিএনপির সমাবেশে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন ফেরদৌস। আড়াইটার সময় শহরের মিশন মোড় থেকে ফেরদৌস নিখোঁজ হয়। পরে রাত পর্যন্ত তাকে খুঁজে না পেয়ে লালমনিরহাট সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন। পরদিন সোমবার সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।  খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের ৮বছর ও ১২ বছরের দুইটি ছেলে সন্তান রয়েছে। সদর থানার ওসি ওমর ফারুক জানান, খরব পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
১১ মার্চ ২০২৪, ১৪:৩৯

বোনের মৃত্যুর একদিন পরেই মারা গেলেন অভিনেত্রী
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় অভিনেত্রী ডলি সোহি। ক্যানসারে আক্রান্ত হয়ে শুক্রবার (৮ মার্চ) মারা গেছেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৮। দীর্ঘদিন ধরেই জরায়ুর ক্যানসারে সঙ্গে লড়াই করছিলেন ডলি। অবশেষে মৃত্যুর কাছে হার মেনে চলে গেলেন না ফেরার দেশে। এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ডলির মৃত্যুর খবরটি নিশ্চিত করে একটি পোস্ট দেয় তার পরিবার।   ওই পোস্টে জানানো হয়েছে, ‘আমাদের আদরের ডলি আজ অমৃতলোকে পাড়ি দিলো আমাদের ছেড়ে। ওর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আজ দুপুরেই ওর শেষকৃত্য সম্পন্ন হবে।’   জানা গেছে, ডলির মৃত্যুর একদিন আগেই জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান তার বোন অমনদীপ সোহি। এর একদিন পার না হতেই চলে গেলেন তার বড় বোন ডলিও।  ভারতীয় সিরিয়াল ‘ঝনক’-এ কাজ শুরু করেছিলেন ডলি। কিন্তু ক্যানসার ধরা পড়ার পর মাঝপথেই ধারাবাহিকটির ছেড়ে দিতে হয় তাকে। কারণ, কেমোথেরাপির দেওয়ার পর এক টানা শুটিং করতে পারতেন না এই অভিনেত্রী। প্রসঙ্গত, ভারতের ছোট পর্দার পরিচিত মুখ ডলি সোহি। প্রায় দুই দশক ধরে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে এমিলি নামের একটি কন্যা সন্তান রয়েছে তার।     সূত্র : হিন্দুস্তান টাইমস
০৮ মার্চ ২০২৪, ১২:১৭

একদিন পরেই জয় বাংলা কনসার্ট, প্রস্তুতি শেষ পর্যায়ে
সাতই মার্চ এক দিন পরেই। ১৯৭১ সালের ৭ মার্চে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদিন স্মরণে এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। বর্তমানে কনসার্টটির আয়োজনে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। প্রতি বছর ঢাকা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবারই প্রথমবারের মতো চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন চলছে। ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের মনমাতাতে প্রায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তত্ত্বাবধানে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে এ আয়োজন হতে যাচ্ছে। পাশাপাশি সম্পূর্ণ আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত মনিটরিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। কনসার্টে আসছে দেশের স্বনামধন্য আর্টসেল, নেমেসিস, চিরকুটসহ বিভিন্ন ব্যান্ড দল। এছাড়াও মঞ্চ মাতাবেন জনপ্রিয় সব সংগীতশিল্পীরা। এরই মধ্যে ব্যান্ডদলগুলোকে নিয়ে নিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রমোও প্রকাশ করেছে ইয়াং বাংলা।   বরাবরেই মতই এবারও রেজিস্ট্রেশন করা যাবে একেবারেই বিনামূল্যে। নির্ধারিত সময়ে ইয়াং বাংলার ওয়েবসাইট বা ফেসবুক পেইজ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন লিংকে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস দিতে হবে। অনলাইনেই নিবন্ধন হলেই পাওয়া যাবে প্রবেশ টিকেট। এ প্রসঙ্গে আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ জানান, ২০২৪ সালের ৭ মার্চ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। তরুণরা দীর্ঘদিন ধরেই ঢাকার বাহিরে কনসার্ট আয়োজনের অনুরোধ করে আসছিল। মূলত তাদের ইচ্ছাতেই এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট। বরাবরই জয় বাংলা কনসার্ট নিয়ে তরুণদের মধ্যে থাকে বাড়তি উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম হলো না। কনসার্টের ঘোষণার পর থেকেই ইয়াং বাংলার পেজ জুড়ে মন্তব্য করছে তরুণরা। এ ছাড়াও চট্টগ্রামের তরুণরা এই কনসার্ট উপভোগ করতে দেশের অন্যান্য অঞ্চলের তরুণদের আমন্ত্রণ জানাচ্ছেন চট্টগ্রামে। ইয়াং বাংলার  অফিসিয়াল ফেসবুক পেজে জান্নাতুল নাইম নামক এক জন চট্টগ্রামের ভাষায় মন্তব্য করেন, ‘চলি আইয়্যু অনেরা সবাই, আঁরার চিটাঙ্গত অনেরার সকলেরে সাদর আমন্ত্রণ।’  ২০১৫ সাল থেকে এই কনসার্ট ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত হয়ে আসছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা। মাঝে করোনা মহামারির কারণে ২০২১–২২ সালে কনসার্ট আয়োজন করা হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ শত ভাষণের একটি। আর একাত্তরে মুক্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ করেছিল ‘জয় বাংলা’ স্লোগান। ‘বেলা বিস্কুট আর চা লইয়েরে, রেডি অওন রেজিস্ট্রেশন হরিবার লাই’— বিস্তারিত জানতে  ক্লিক করুন। এভাবেই এবার চট্টগ্রামের ভাষায় ‘জয় বাংলা কনসার্ট-২০২৪’ এর রেজিস্ট্রেশনের আহ্বান জানিয়েছে আয়োজক ইয়াং বাংলা। তারুণ্যের সর্ববৃহৎ এই প্লাটফর্ম তাদের অফিসিয়াল ফেসবুক পেজে করা এক পোস্টে শনিবার সকাল ১০টা থেকে কনসার্টে উপস্থিত থাকতে আগ্রহী সকলকে রেজিস্ট্রেশনের আহ্বান জানায়। এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। 
০৬ মার্চ ২০২৪, ১৮:৩০

নির্যাতনের বিচার একদিন হবেই : নজরুল
নির্যাতনের বিচার একদিন হবেই বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর গোপীবাগে কারাগারে নিহত বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, অত্যাচার-নির্যাতন চিরজীবন চলবে না। তাহলে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হতো না। নির্যাতনের বিচার একদিন হবেই। তিনি বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে যারা নির্যাতন, গুম, খুন ও শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। কর্মসূচির বিষয়ে বিএনপির এই নেতা বলেন, সময়ের দাবিতে রাজনৈতিক কর্মসূচি বিভিন্ন রকমের হয়ে থাকে। অনেক আন্দোলনে বিএনপি বিজয়ী হয়েছে। গণতন্ত্র ফিরে আসবে। বিএনপি আবারও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের কোনো কথায় বিএনপি গুরুত্ব দেয় না। জোট করে বিএনপি আন্দোলন করছে না, করছে যুগপৎভাবে।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৮

‘আমি আত্মবিশ্বাসী ছিলাম, একদিন না একদিন এই পুরস্কার পাব’
সংগীত জগতে চার দশকের পথ চলা জনপ্রিয় গায়ক শুভ্র দেবের। আশির দশকে গানের দুনিয়ায় পদার্পণ হলেও নব্বই দশকে এসে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। একে একে উপহার দেন বেশকিছু গান। যা আজও শ্রোতা-দর্শকদের মনে দাগ কেটে আছে। এই গায়কের জনপ্রিয় গানগুলো এখনও গুনগুন করে গায় শ্রোতারা। এবার একুশে পদক পেলেন শুভ্র দেব।  রাষ্ট্রীয় এই সম্মাননা প্রাপ্তির পর দেশের একটি গণমাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করেন শুভ্র দেব। এসময় গায়ক জানান, তার বিশ্বাস ছিল, একদিন না একদিন পুরস্কারটি পাবেনই।  শুভ্র দেব বলেন, আমি আত্মবিশ্বাসী ছিলাম যে, একদিন না একদিন এই পুরস্কার পাব। আমি সব সময় বিশ্বাস করতাম বাংলা গানের জন্য অনেক আগে থেকেই আন্তর্জাতিকভাবে কাজ করছি। ক্রিকেটের থিম সং করেছি, বিবিসি এশিয়া টুডেতেও আমার গান প্রচার হয়েছে। পুরস্কার পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, প্রথম যখন আমি শুনেছি, তখন আমার কাছে খুবই ভালো লাগছে। বাবা-মা বেঁচে থাকলে খুব খুশি হতেন। স্ত্রী পরিবারসহ সবাই খুশি। এই পুরস্কার প্রাপ্তি আমার জন্য বিশাল পাওয়া। কেননা আমি নিরলসভাবে সংগীতে কাজ করে গেছি। শুরু থেকেই চেষ্টা করেছি বাংলা গান যেন বিশ্ব দরবারের ভালো জায়গায় পৌঁছাতে পারে। এদিকে পুরস্কারটি পাওয়ার পর কেউ কেউ মনে করছেন— অনেক আগেই একুশে পদক পেলেন শুভ্র দেব। এ প্রসঙ্গে গায়ক বলেন, আমি মনে করি, আরও আগেই এই পুরস্কার পেতে পারতাম। কারণ আমি তো শুধু গান গাইনি। ২০০০ সালে মিনি বিশ্বকাপ থিম সং করেছি। সর্বোচ্চ থিম সং আমার গাওয়া। আর্চারি, ফুটবল, ক্রিকেটসহ ছয়-সাতটি থিম সং আছে। এগুলো তো ইন্টারন্যাশনাল কাজ। বিবিসি এশিয়া টিভিতে প্রথম আমার গান দেখায়।  শুভ্র দেব আরও বলেন, ১৯৯৮ সালে প্রথম বাংলা মিউজিক ভিডিও ‘চম্পাবতী’ তৈরি করি। সেটি টেলিভিশনে প্রচার হয়। যারা এমনটা বলছে, তারা নিউ জেনারেশন। আমার কাজ সম্পর্কে জানে না। শুধু বয়স দিয়ে নয়, কনট্রিবিউশন দেখেও একুশে পদক দেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়। মিউজিক ওয়ার্ল্ডে কী কনট্রিবিউশন, গানের জগতে কী করলাম। আমি ভারতের অন্যতম মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছি। বাংলা গানের অগ্রগতির ক্ষেত্রে একজন গায়কের অবদানটা কী এসব দেখতে হয়।   প্রসঙ্গত, শুভ্র দেবের উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে— ‘যে বাঁশি ভেঙে গেছে’, ‘আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা’, ‘এ মন আমার পাথর তো নয়’, ‘কোনো এক সন্ধ্যায়’ কিংবা ‘মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে’।   
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪২

সপ্তাহে একদিন বন্ধ থাকবে ধানমন্ডি লেক
সপ্তাহের একদিন ধানমন্ডি লেক ঘিরে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। দূষণরোধ এবং পরিচ্ছন্ন রাখার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ নিয়ম না মানলে শাস্তির ব্যবস্থাও থাকছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। এদিন ধানমন্ডি লেকে পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে আসেন মেয়র। এ সময় তিনি বলেন, ধানমন্ডি লেক ঘিরে পরিচালিত সব ধরনের কার্যক্রম প্রতি সপ্তাহের বুধবার বন্ধ থাকবে। এ নিয়ম না মানলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানার পাশাপাশি কারাদণ্ডের ব্যবস্থা করা হবে। মেয়র বলেন, ধানমন্ডি লেককে আরও সুন্দর এবং আকর্ষণীয় স্পটে পরিবর্তনের লক্ষ্যে নজরুল সরোবর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই এর উদ্বোধন করবেন।  
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৫

একদিন ‘ম্যানেজ’ হলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
ফেব্রুয়ারি মাসের শেষের দিকে টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ আসছে সরকারি চাকরিজীবীদের জন্য। এজন্য তাদের মাঝের একদিনের ছুটি ম্যানেজ করতে হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি রোববারের ছুটি কোনোভাবে ম্যানেজ করতে পারলেই টানা চার দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অথবা ২২ ফেব্রুয়ারির ছুটি ম্যানেজ করলেও একই সুযোগ মিলবে। ক্যালেন্ডার বিশ্লেষণ করে দেখা যায়, ২১ ফেব্রুয়ারি বুধবার সরকারি ছুটি পড়েছে। একদিন পর ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শুক্রবার শনিবার হওয়ায় এই দুইদিন সাপ্তাহিক ছুটি। কোনো সরকারি চাকরিজীবিদের ২২ ফেব্রুয়ারির (বৃহস্পতিবার) ছুটি নিতে পারলে তিনি টানা চারদিন ছুটি ভোগ করতে পারবেন। অথবা ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শুক্রবার, শনিবার হওয়ায় এই দুইদিন সাপ্তাহিক ছুটি। একদিন পর ২৬ তারিখ শবে বরাতের সরকারি ছুটি। মাঝের ২৫ ফেব্রুয়ারি (রোবিবার) সরকারি অফিস আদালত খোলা রয়েছে। এই একদিনের ছুটিও কোনোভাবে ‘ম্যানেজ’ করতে পারলেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিনের ছুটি ভোগ করতে পারবেন। উল্লেখ্য, রোবিবার (১১ ফেব্রুয়ারি) শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। শবে বরাতের পরদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবারের শবে বরাতের ছুটি পড়েছে ২৬ ফেব্রুয়ারি (সোমবার)।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়