• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
লুটনকে উড়িয়ে শীর্ষে ম্যান সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে লুটন টাউনকে গোলবন্যায় ভাসিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। শিরোপার দৌড়ে লুটনের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে তারা।  সিটিজেনদের হয়ে মাতেও কোভাসিচ, আর্লিং হল্যান্ড, জেরেমি ডকু ও ইস্কো ভার্দিওল গোল করেন। অন্য গোলটি আত্মঘাতী। অন্যদিকে লুটনের হয়ে একমাত্র গোলটি করেন রস বার্কলে। শনিবার (১৩ এপ্রিল) ইতিহাদ স্টেডিয়ামে লুটন টাউনকে আতিথ্য দেয় ম্যান সিটি। ঘরের মাঠ সফরকারীদের পাত্তাই দেয়নি গার্দিওলার শিষ্যরা। বড় জয়ের দিনে লুটনের ভুলে প্রথমার্ধের শুরুতেই এগিয়ে যায় ম্যানসিটি। গোলের জন্য হালান্ড শট নিলে হাশিওকার ভুলে বল জালে ঢুকে যায়। এরপর প্রথমার্ধে আরও বেশ কিছু সুযোগ পেলেও নিখুঁত ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ম্যানসিটি। বিরতি থেকে ফিরে রীতিমতো গোলের পসরা সাজায় স্বাগতিকেরা। ম্যাচের ৬৪তম মিনিটে হুলিয়ান আলভারেজের কাছ থেকে পাওয়া বলে লক্ষ্যভেদ করেন মাতেও কোভাসিচ। এরপর ১২ মিনিট পরে পেনাল্টি পায় সিটিজেনরা। স্পট কিক থেকে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন হালান্ড। তবে ম্যাচের ৮১তম মিনিটে ব্যবধান কমান বার্কলে। ম্যাচের বাকি সময়ে আরও দুই গোলের রোমাঞ্চে শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি। এই জয়ে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট সিটিজেনদের। অন্যদিকে একটি করে কম ম্যাচ খেলা লিভারপুল ও আর্সেনালের পয়েন্ট সমান ৭১। তবে গোল ব্যবধানে এগিয়ে তালিকায় দুইয়ে মিকেল আর্তেতার শিষ্যরা।  
১৪ এপ্রিল ২০২৪, ১৩:৩৬

সাকিবকে ছাড়াই প্রাইম ব্যাংককে উড়িয়ে দিলো শেখ জামাল
চলমান ডিপিএলে সাকিব-তামিম দ্বৈরত দেখার অপেক্ষায় ছিল অনেকেই। তাবে প্রাইম ব্যাংকের হয়ে তামিম মাঠে থাকলেও ওমরাহ পালন করতে যাওয়ায় মাঠে নামা হয়নি সাকিবের। দলের সেরা তারকাকে ছাড়ায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে শেখ জামাল। শনিবার (৬ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে তামিমদের ২৯৩ রানের লক্ষ্য দেয় সোহানের দল। জবাবে দিতে নেমে ২১৯ রানেই গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। ৯ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে শেখ জামাল। এক ম্যাচ কম জিতে প্রাইম ব্যাংক আছে চারে।   টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯১ রানের উদ্বোধনী জুটি পায় শেখ জামাল। ৫৫ বলে ৪৩ রান করা সৈকত আলীকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রুবেল হোসেন। এরপর ৯৩ রানের জুটি গড়েন ফজলে মাহমুদ রাব্বি ও সাইফ হাসান। ৬০ বলে ৪২ রান করে রান আউট হন ফজলে মাহমুদ রাব্বি।   তবে হাফ সেঞ্চুরি পেরিয়েও ছুটতে থাকেন সাইফ হাসান। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের নবম সেঞ্চুরি পান তিনি। শেষ অবধি ১১৫ রান করে হাসান মাহমুদের বলে হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন সাইফ। শেষ দিকে ইয়াসির আলি ২২ বলে ২৭ ও জিয়াউর রহমানের ৩২ বলে ৩৯ রানে ভর করে ২৯২ রানের বড় পুঁজি পায় শেখ জামাল। রান তাড়ায় নেমে দুই দফা জীবন পান তামিম ইকবাল। তার ক্যাচ ছাড়েন শেখ জামালের ফিল্ডাররা। শেষ অবধি ৭০ বলে ৬৯ রান করে তিনিই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৪৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে মোহাম্মদ মিঠুনের ব্যাটে।  সব উইকেটে হারিয়ে ২১৯ রান তুলতে পারে কোচ সালাউদ্দিনের শিষ্যরা। ১০ ওভারে ৫৩ রান দিয়ে চার উইকেট নেন শেখ জামালের টিপু সুলতান।  
০৬ এপ্রিল ২০২৪, ১৯:৫৬

চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে বসুন্ধরার বিশাল জয়
চলমান প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে এসেও ভাগ্য বদল হয়নি চট্টগ্রাম আবাহনীর। প্রথম দেখায় বর্তমান চ্যাম্পিয়নদের কাছে ৩-০ গোলে হেরেছিল বন্দর নগরীর দলটি। দ্বিতীয় দেখায় রাকিব হোসেনের জোড়ায় গোলে তাদের ৫-০ গোলে বিধ্বস্ত করেছে কিংস। শুক্রবার (৫ এপ্রিল) মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু থেকেই চড়াও হতে থাকে কিংস। ম্যাচের দ্বিতীয় মিনিটেই তাদের এগিয়ে দেন দরিয়েলতন। রিমন হোসেনের পাস থেকে দারুণ শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।  ১২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রবসন। বক্সে চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার রায়হান হ্যান্ডবল করলে পেনাল্টি দেন রেফারি। এর সাত মিনিট পরই রবসনের লং পাস থেকে চিপ শটে ব্যবধান বাড়ান রাকিব। প্রথমার্ধের যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন গফুরভ। ৪-০ গোল এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরার দলটি। দ্বিতীয়ার্ধেও অবশ্য আক্রমণের সেই ধার ধরে রাখতে পারেনি কিংস। তবে কোনো বিপদও ঘটেনি। ৫৩তম মিনিটে দরিয়েলতনে ক্রসে টোকা মেরে নিজের দ্বিতীয় গোলটি করেন রাকিব। শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এমন নৈপুণ্যে কিংস প্রিমিয়ার লিগের মুকুট ধরে রাখার পথেই থাকলো। ১১ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে তারা। চট্টগ্রাম আবাহনী আগের ১০ পয়েন্টে অষ্টম স্থানেই আছে।
০৫ এপ্রিল ২০২৪, ২১:০১

ড্রোন উড়িয়ে কেএনএফের সন্ত্রাসীদের খুঁজছে পুলিশ
বান্দরবানের কয়েকটি ব্যাংকসহ কয়েক জায়গায় হামলার পর গহিন পাহাড়ে আত্মগোপনে চলে গেছে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা। তাদের অবস্থান শনাক্ত করতে ড্রোন ব্যবহার করছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিন দিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কেএনএফ। বৃহস্পতিবার রাতে থানচি বাজার ও থানার তিন দিক থেকে এলোপাতাড়ি গুলি ছুড়ে তারা থানা দখলের চেষ্টা করে। এ সময় আমরা পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। কেএনএফ সদস্যরা এখন থানার দেড় কিলোমিটারের মধ্যে আত্মগোপনে রয়েছে বলে গোয়েন্দা তথ্যে নিশ্চিত হয়েছি। তারা আবারও আক্রমণ করতে পারে। সন্ত্রাসীদের প্রতিরোধে আমরাও প্রস্তুত রয়েছি। গত ২ এপ্রিল রাত ৯টার দিকে তারাবির নামাজ চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখায় ঢুকে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটে করে। এ সময় তারা ব্যাংকের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যদের অস্ত্রও লুট করে। একই সঙ্গে মসজিদ থেকে ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।  পরদিন বুধবার (৩ এপ্রিল) দুপুরে থানচিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এরপর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জরুরি প্রয়োজন ছাড়া তারা বাইরে বের হচ্ছেন না। একের পর এক সন্ত্রাসী হামলায় থমথমে অবস্থা বিরাজ করছে থানচি এলাকায়। পাহাড়ি এক ব্যবসায়ী বলেন, কুকি-চিন সন্ত্রাসীরা কী চায় আমরা বুঝতে পারছি না। জীবনে প্রথম ব্যবসা করতে গিয়ে চাঁদা দিতে হয়েছে। এভাবে চললে ব্যবসায় ধস নামবে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে সোনালী ব্যাংকের অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকেকে উদ্ধার করেছে র‌্যাব। এরপর শুক্রবার সকালে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
০৫ এপ্রিল ২০২৪, ১৬:৪১

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে শাশুড়ির সঙ্গে হোলি খেললেন ঐশ্বরিয়া
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছি যে বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বচ্চন পরিবারে সঙ্গে রঙের উৎসব পালন করলেন ঐশ্বরিয়া। বচ্চন পরিবারের নাতনি নভ্যা নাভেলি নন্দার শেয়ার করা ছবিতে পরিবারের সঙ্গে দোল উদযাপন করতে দেখা গেছে ‘রাইসুন্দরী’কে।  শোনা গিয়েছিল বচ্চন পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছে না। আর সে কারণেই নাকি বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া। তার জন্মদিনে বচ্চন পরিবারের পক্ষ থেকে কোনো শুভেচ্ছা আসেনি। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেলেও দূরত্ব যেন কমছিল না। তবে এরপর দুজনের একসঙ্গে ছবি শেয়ার করেছিলেন অভিষেক বচ্চন। তবে পরিবারের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। গুঞ্জনের পর এই প্রথম পরিবারের সঙ্গে দেখা গেল ঐশ্বরিয়াকে। সোশ্যাল মিডিয়ায় হোলির আগের রাতে হোলিকা দহন পালনের ছবি শেয়ার করেছিলেন নভ্যা। বাড়ির উঠানে আগুন জ্বেলে পালন হয় হোলিকা দহন উৎসব। একে অপরকে আবিরের টিপ পরিয়ে দেন সবাই। এরপর দোলের দিন সকালেও একগুচ্ছ ছবি শেয়ার করেন নভ্যা। আদরের নাতনি জড়িয়ে ধরে রয়েছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনকে। কখনো আবার সেই ছবিতেই ধরা পড়ল ছোটদের মতোই দোল খেলছেন জয়া। একেবারে অন্য মেজাজে দেখা গেল বর্ষীয়ান অভিনেত্রীকে। সেই সঙ্গে খাওয়া-দাওয়ার ছবিরও শেয়ার করেছেন নভ্যা। বচ্চন পরিবারে এদিন বাড়তি আয়োজন ছিল খাওয়া-দাওয়ারও। আর নভ্যার শেয়ার করে সেই ছবিতে দেখা মিলল ঐশ্বরিয়ারও। সেখানেই দেখা যায়, মেয়ে আরাধ্যাকে নিয়ে বচ্চন পরিবারের সঙ্গেই বিশেষ দিনটি কাটাচ্ছেন ঐশ্বরিয়া। তবে তিনি নিজে বা অভিষেকও সোশ্যাল মিডিয়ায় নিজেদের কোনো ছবি শেয়ার করে দোলের শুভেচ্ছা জানাননি অনুরাগীদের।
২৬ মার্চ ২০২৪, ১২:১৫

ইমরানকে হটাতে ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দিলেন ডোনাল্ড লু
প্রথমবারের মতো ২০২২ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্রের অভিযোগ প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুলেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।  বৃহস্পতিবার (২১ মার্চ) যুক্তরাষ্ট্রের হাউস ফরেন রিলেশনস কমিটির সামনে সাক্ষ্য দিতে গিয়ে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন শীর্ষ এ মার্কিন কর্মকর্তা। কমিটির চেয়ারম্যান প্রতিনিধি জো উইলসনের প্রশ্নের জবাবে ডোনাল্ড লু বলেছেন, এই অভিযোগ, এই ষড়যন্ত্র তত্ত্ব মিথ্যা। এটি একটি ডাহা মিথ্যা অভিযোগ।  প্রসঙ্গত, ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর থেকেই ইমরান তার এই পরিণতির জন্য বিদেশি ষড়যন্ত্রের কথা বলছিলেন। যেখানে একটা সময় ডোনাল্ড লুর নাম স্পষ্টভাবে উল্লেখ করেন তিনি।    গণমাধ্যমে ইমরান দাবি করেন, যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনীতিক ডোনাল্ড লু-ই সেই ব্যক্তি, যিনি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিল। এরপর নিজ দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতাদের সঙ্গে এক বৈঠকেও একই অভিযোগ তোলেন ইমরান খান।  ইমরানের দাবি করেছিলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতকালে তার রাশিয়া সফর করার কারণে পাকিস্তানের রাষ্ট্রদূতের মাধ্যমে ইসলামাবাদকে হুমকির বার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্র। ইমরানের ভাষ্য, ২০২২ সালের ৭ মার্চ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদের সঙ্গে বৈঠক করেছিলেন ডোনাল্ড লু। সেখানে তিনি আসাদ মজিদকে সতর্ক করে বলেছিলেন, পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ইমরান টিকে গেলে তার প্রভাব দেখা যেতে পারে। এ সংক্রান্ত একটি তারবার্তা আসাদ মজিদ পাঠিয়েছিলেন ইমরান খানকে। গত আগস্টে ওই সাইফারের কথিত বয়ান প্রকাশ করেছিল আমেরিকার এক সংবাদ সংস্থা ‘দ্য ইন্টারসেপ্ট’।  এদিকে বুধবারের শুনানিতে লু বলছিলেন, আমরা পাকিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করি। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একমাত্র পাকিস্তানি জনগণই তাদের নিজস্ব নেতা নির্বাচন করবে। এ সময় উপস্থিত কেউ কেউ তাকে মিথ্যাবাদী বলে উঠে দাঁড়ান। এতে শুনানি কার্যক্রম বেশ কয়েকবার থেমে যায়। পরে সেখান থেকে উত্তেজিত কয়েকজনকে সরিয়ে নেয় ক্যাপিটাল পুলিশ। কমিটির সামনে এদিন ডোনাল্ড লু এমনও দাবি করেন যে, খানকে অপসারণের পর থেকে তিনি বেশ কয়েকটি হত্যার হুমকি পেয়েছেন। এমনকি তার পরিবারকেও ভিত্তিহীন এ অভিযোগে হুমকি দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যতই ষড়যন্ত্রের এই অভিযোগ প্রত্যাখ্যান করুক, বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার গত বছর স্বীকার করেছিলেন যে, ইমরান খানের রাশিয়ার দিকে ঝুঁকে পড়ায় অসন্তুষ্ট ছিল বাইডেন প্রশাসন। ম্যাথিউ মিলার তখন বলেছিলেন, আমরা পাকিস্তান সরকারের কাছে ব্যক্তিগতভাবে উদ্বেগ প্রকাশ করেছিলাম। কারণ, আমরা ইউক্রেনে রাশিয়ার আক্রমণের দিনেই তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের মস্কো সফর নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছিলাম। আমরা সেই উদ্বেগটি বেশ পরিষ্কার করে দিয়েছিলাম। 
২২ মার্চ ২০২৪, ১৮:৫০

মুশফিক ও শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজ ধরে রাখতে প্রথম ম্যাচেই লঙ্কানদের উড়িয়ে দিয়েছে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ছয় উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। বুধবার (১৩ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ২৫৬ রানের লক্ষ্য পায় টাইগাররা। জবাব দিতে নেমে ৭ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।  লঙ্কানদের দেওয়া ২৫৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। ৯ বলে ৩ রান করে বাজে শট খেলে আউট হন আরেক ওপেনার সৌম্য সরকার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তাওহীদ হৃদয়ও। ৮ বলে ৩ রান করে সৌম্যকে সঙ্গ দেন তিনি। দলীয় ২৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তবে শান্তকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে হাল ধরেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। ৩৭ বলে ৩৭ রান করে আউট হন দেশ সেরা এই ফিনিশার ব্যাটার। এরপর আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন টাইগার অধিনায়ক। দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। ৫৯ বলে মুশফিক ফিফটির দেখা পেলে, ১০৮ বলে সেঞ্চুরি তুলে নেন শান্ত। শেষ পর্যন্ত মুশফিকের ৮৪ বলে ৭৩ রান এবং শান্তর ১২৯ বলে অপরাজিত ১২২ রানের ইনিংসে ভর করে ৭ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে দুই উইকেট শিকার করেন দিলশান মাদুশানকা। এ ছাড়াও প্রামোদ মাদুশান ও লাহিরু কুমারা একটি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই লঙ্কান ওপেনার পাথুম নিশানকা ও আভিষ্কা ফার্নান্দো। তবে ফিফটি তুলতে পারেননি কেউই। ৩৩ বলে ৩৩ রান করে ফার্নান্দো আউট হলে, ২৮ বলে ৩৬ রান করে তাকে সঙ্গ দেন নিশানকা। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাদিরা সামারাবিক্রমা। ৫ বলে ৩ রান করেন তিনি। ৩৭ বলে ১৮ রান করে তাকে সঙ্গ দেন আসালাঙ্কা। তবে জানিথ লিয়ানাগেকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন কুশল মেন্ডিস। দুজনের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে লঙ্কানরা। ৭৫ বলে ৫৯ রান করে মেন্ডিস আউট হলে বিপাকে পড়ে লঙ্কানরা। কারণ, চার রানে ব্যবধানে ওয়েনিন্দু হাসানাঙ্কা (১৩) এবং মাহেশ থিকশানা (১) হারায় বাংলাদেশ। ৬৯ বলে ৬৭ রান করে লিয়ানাগে আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা। প্রামোদ মাদুশান (৮) ও দিলশান মাদুশানকা শূন্য রান করে আউট হলে ৭ বল হাতে থাকতেই ২৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব তিন করে উইকেট শিকার করেন। এ ছাড়াও মেহেদী হাসান মিরাজ নেন এক উইকেট।
১৩ মার্চ ২০২৪, ২৩:১০

মুশফিক ও শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
  ছয় উইকেটের জয় বাংলাদেশের ২২:১৫, মার্চ ১৩ শেষ পর্যন্ত মুশফিকের ৮৪ বলে ৭৩ রান এবং শান্তর ১২৯ বলে অপরাজিত ১২২ রানের ইনিংসে ভর করে ৭ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।   শান্তর দুর্দান্ত সেঞ্চুরি   ২১:৩৫, মার্চ ১৩ ইনিংসে দ্বিতীয় বলে ব্যাট করতে নামেন নাজমুল হাসান শান্ত। এদিন আশা যাওয়ার মিছিলে লিটন-সৌম্যরা যোগ দিতে যখন ব্যস্ত ছিলেন, তখন নিজেকে বেশ শান্ত রাখেন টাইগার অধিনায়ক। দুর্দান্ত ব্যাটিংয়ে ১০৮ বলে সেঞ্চুরি তুলে নেন শান্ত।   মুশফিকের ফিফটি ২১:৩৫, মার্চ ১৩ নিয়ন্ত্রিত ব্যাটিংযে ৫৯ বলে নিজের ফিফটি তুলে নেন মুশফিক। অন্যদিকে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান শান্ত।   শান্ত-মুশফিকের ১০০ রানের জুটি ২১:৩১, মার্চ ১৩ মাহমুদউল্লাহর আউটের পর শান্তকে সঙ্গ দেন মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। ১১৭ বলে ১০০ রানের জুটি গড়ে এই দুই ব্যাটার।     অধিনায়ক শান্তর ফিফটি ২০:২৭, মার্চ ১৩ মাহমুদউল্লাহ ৩৭ রানে আউট হলেও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৫২ বলে নিজের ফিফটি তুলে নেন শান্ত। তাকে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।   ফিফটির আক্ষেপ মাহমুদউল্লাহর ২০:০০, মার্চ ১৩ তিন উইকেট হারিয়ে দল যখন বিপদে, তখন শান্তকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ১৩ রানের আক্ষেপ নিয়ে আউট হন তিনি। ৩৭ বলে ৩৭ রান করে কুমারার বলে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার।   ব্যর্থ হয়ে ফিরলেন হৃদয়ও   ১৯:১০, মার্চ ১৩ এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তাওহীত হৃদয়ও। ৮ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ২৩ রানে তিন উইকেট হারায় টাইগাররা।   লিটনের পর সৌম্যর বিদায় ১৮:৫৫, মার্চ ১৩ লিটনের পর পিচে থিতু হতে পারেননি আরেক ওপেনার সৌম্য সরকারও। ৯ বলে ৩ রান করে ভুল শট খেলে ক্যাচ আউট হন তিনি। এতে দলীয় ১৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।   প্রথম বলেই সাজঘরে ফিরলেন লিটন ১৮:৪৪, মার্চ ১৩ জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। ইনিংসে প্রথম বলেই মাদুশানকার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস।   ২৫৬ রানের লক্ষ্য পেল টাইগাররা ১৮:০৯, মার্চ ১৩ ১৫ বলে ৮ রান করে আউট হন প্রামোদ মাদুশান। ৪৯তম ওভারে  দিলশান শূন্য রানে আউট হলে ২৫৫ রানে অলআউট হয় লঙ্কানরা।     লিয়ানাগেকে ফিরিয়ে শরিফুলের আঘাত ১৭:৫৩, মার্চ ১৩ মেন্ডিসের আউটের পর এক প্রান্ত থেকে একাই লড়াই করে যাচ্ছিল জানিথ লিয়ানাগে। ৬৮ বলে ৬৭ রানের দায়িত্বশীলি ইনিংস খেলেন তিনি। ৪৭ তম ওভারে শরিফুলের বলে আউট হন এই লঙ্কান ব্যাটার।   তাসকিনের তৃতীয় শিকার ১৭:৩৬, মার্চ ১৩ ৪১তম ওভারে হাসানাঙ্গাকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন। এক ওভার পরেই থিকশানাকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। এতে ৪ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা।   তাসকিনের দ্বিতীয় শিকার ১৭:২৬, মার্চ ১৩ মেন্ডিসের আউটের পর পিচে এসে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে থাকেন ওয়েনিন্দু হাসানাঙ্গা। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৪ বলে ১৩ রান করে তাসকিনের দ্বিতীয় শিকার হন হাসানাঙ্গা।   জানিথ লিয়ানাগের ফিফটি ১৭:২৩, মার্চ ১৩ ষষ্ঠ উইকেটে ব্যাটিংয়ে এসে দ্রুত রান তুলতে থাকেন জানিথ লিয়ানাগে। ৫০ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার।   তাসকিনের প্রথম শিকার মেন্ডিস ১৭:০৮, মার্চ ১৩ লিয়ানাগে এবং মেন্ডিস জুটি বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকে শ্রীলঙ্কা। ৩৭তম ওভারে মেন্ডিসকে ফিরিয়ে টাইগারদের খেলায় ফেরান পেসার তাসকিন আহমেদ। ৭৫ বলে ৫৯ রানের ইনিংস খেলেন মেন্ডিস।   কুশল মেন্ডিসের ফিফটি ১৬:৪৯, মার্চ ১৩ দলের বাকিরা যখন ইনিংস লম্বা করতে ব্যর্থ হচ্ছে, তখন এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন কুশল মেন্ডিস। ৬৭ বলে নিজের ফিফটি তুলে নেন এই লঙ্কান অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দেন জানিথ লিয়ানাগে।   মিরাজের প্রথম শিকার ১৬:২৫, মার্চ ১৩ তিন উইকেট হারিয়ে দল যখন চাপে, তখন চারিথ আসালাঙ্কাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক কুশল মেন্ডিস। তবে ইনিংস বড় করতে পারেনি আসালাঙ্কা। ৩৭ বলে ১৮ রান করে ২৬তম মিরাজের বলে বোল্ড আউট হন তিনি। এতে দলীয় ১২৮ রানে ৪ উইকেট হারায় লঙ্কানরা।   শ্রীলঙ্কার ১০০ ১৬: ০১, মার্চ ১৩ ইনিংসের ১৯তম ওভারে তাসকিনকে ফিরিয়েছিলেন শান্ত। এই পেসারের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে দলীয় ১০০ রান পূরণ করেছেন আভিস্কা ফার্নান্ডো। এর আগে, প্রথম ৫০ রান ৪০ বলে পেরিয়েছিল লঙ্কানরা, এবার পরের ৫০-এ লাগল ৭২ বল।      তানজিমের তৃতীয় শিকার ১৫: ৩৫, মার্চ ১৩ পরপর ৩ ওভারে তানজিমের ৩ উইকেট! তরুণ এই পেসারের সর্বশেষ শিকার সামারাবিক্রমা। তানজিমের ভেতরে ঢোকা ডেলিভারিতে ফ্লিক করতে চেয়েছিলেন সামারাবিক্রমা। তবে তাতে সফল হয়নি। ব্যাটের কানায় লেগে উল্টো উইকেটের পেছনে গেছে। সেখানে ডান দিকে ডাইভ দিয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন মুশফিক। ফলে ১৩ রানের মধ্যে ৩ উইকেট হারাল শ্রীলঙ্কা।   ফের তানজিমের আঘাত ১৫: ২৫, মার্চ ১৩ ক্যাচ নেওয়ার পর সৌম্য সরকারও হতবাক হয়েছিলেন। গালিতে অপ্রত্যাশিত এক ক্যাচ নিয়েছেন এই ওপেনার। তানজিমের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে ফাঁদে পড়েছেন লঙ্কান ওপেনার। তবে একটু তাড়াতাড়ি শট খেলায় ব্যাটের কানায় লেগে তা সৌম্যর হাতে গিয়েছে। পরপর ২ ওভারে দুই ওপেনারকে ফেরালেন এই পেসার। ২৮ বলে ৩৬ রানে থামলেন নিশাঙ্কা।   অবশেষে ব্রেকথ্রু ১৫: ১৮, মার্চ ১৩ নিজের প্রথম ওভারেই বেশ আঁটসাঁট বোলিং করেছেন তানজিম। এরপর অফ-স্টাম্পের বাইরে কিছুটা চেষ্টা করেছিলেন। তাতে ব্যাট ছুড়েছিলেন আভিস্কা। উইকেটের পেছনে ভুল করেননি মুশি। সহজেই লঙ্কান ওপেনারকে মুঠোবন্দি করেছেন। এতে প্রথম পাওয়ারপ্লের ১ বল বাকি থাকতে উইকেট খুইয়েছে সফরকারীরা।   এবার স্পিন...  ১৫: ১২, মার্চ ১৩ নিজের প্রথম ওভারে বেশ খরুচে বোলিং করেছেন শরিফুল। তাই অনুমিতভাবেই তাকে সরিয়ে স্পিনে আস্থা রাখতে চেয়েছেন টাইগার দলপতি। প্রথমবার আক্রমণে তাইজুল ইসলাম। তবে তার প্রথম ওভারে দ্বিতীয় ডেলিভারিতেই স্লগ করে ছক্কা মেরেছেন নিশাঙ্কা। তবে পরের ৪ বলে এসেছে ১ রান। ৯ ওভারে ৬৮/০   শ্রীলঙ্কার ৫০ ১৫: ০৫, মার্চ ১৩ ৬ দশমিক ৪ ওভারে ৫০ পেরিয়ে গেছে শ্রীলঙ্কা। প্রথম স্পেলে ৪ ওভারে শেষে ৩১ রান দিয়েছেন শরিফুল।   এবার তাসকিনের মেডেন ১৪: ৫৩, মার্চ ১৩ নিজের ব্যক্তিগত প্রথম ওভারে বেশ এলোমেলো ছিলেন তাসকিন। কিন্তু পরের ওভারে আক্রমণে এসেই ভেলকি দেখালেন। এই পেসার থেকে কোনো সুযোগই পাননি আভিস্কা ফার্নান্ডো। এই ওপেনারকে চাপে রেখে ইনিংসের প্রথম মেডেন তুলে নিয়েছেন টাইগার স্পিডস্টার। তবে মাঝের ওভারে চাপে জিইয়ে রাখতে পারেননি শরিফুল। ৪ ওভারে শ্রীলঙ্কা ২১/০   এলোমেলো তাসকিন ১৪: ৪১, মার্চ ১৩ ইনিংসের প্রথম ওভারে মাত্র ২ রান খরচায় বেশ ভালো শুরুটা করেছিলেন শরিফুল। তবে শুরুটা মোটেও ভালো হয়নি তাসকিনের। নিজের ব্যক্তিগত প্রথম ওভারে লাইন বা লেংথ—কোনোটিই ঠিক করতে পারেননি তিনি। তার এই ওভারে থেকে সফরকারীরা তুলেছে ১২ রান। ২ ওভারে ১৪/০ ‘২৮৬’ ১৪: ৩১, মার্চ ১৩  এটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে জয়ীয় দলের গড় স্কোর।  সাগরিকায় ২৯ ম্যাচের মধ্যে আগে ব্যাটিং করা দল ১১ বার জিতেছে, বিপরীতে ১৭ বার হেরেছে।   পিচ রিপোর্ট ১৪: ২৪, মার্চ ১৩ রাসেল আরনল্ড বলছেন, উইকেট সিলেটের টি-টোয়েন্টি সিরিজের উইকেটের মতই। পিচে ঘাস আছে, বেশ শক্তও। তাই স্বাভাবিকভাবেই ব্যাটিং নিয়েছে লঙ্কানরা।   শ্রীলঙ্কা একাদশ ১৪: ১৮, মার্চ ১৩ চোট কাটিয়ে লঙ্কান স্কোয়াডে ফিরেছেন পাতুম নিশাঙ্কা, লাহিরু কুমারা। দুজনই আছেন প্রথম ওয়ানডের সেরা একাদশে।  শ্রীলঙ্কা একাদশ : আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।   একাদশে নেই ফিজ ১৪: ১০, মার্চ ১৩ নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে একাদশ থেকে এই ম্যাচে তিনটি পরিবর্তন এসেছে। এনামুল, রিশাদ ও মোস্তাফিজের জায়গায় মাহমুদউল্লাহ, তাসকিন ও তাইজুল একাদশে এসেছেন। বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।     বাংলাদেশের সাফল্য... ১৪:০৮, মার্চ ১৩ ওয়ানডেতে শ্রীলঙ্কার সঙ্গে ৯টি সিরিজের মধ্যে মাত্র একটিতেই জিতেছে লাল-সবুজেরা। সেটিই দুই দলের সবশেষ মুখোমুখি লড়াই। সেবার ঘরের মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। অন্য ৯টি সিরিজের দুটি ড্র। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এর মধ্যে টাইগাররা ১০টিতে এবং লঙ্কানরা ৪২টি জিতেছে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।     টস ১৪:০৫, মার্চ ১৩ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এর আগে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। তাই তো ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে ভালো কিছু করার প্রত্যয় লাল-সবুজের প্রতিনিধিদের।   স্বাগতম ১৩:৫৫, মার্চ ১৩ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। স্থানীয় সময় বেলা আড়াইটায় মাঠে নামবে টাইগার।  
১৩ মার্চ ২০২৪, ২২:৩২

অবসর ভেঙে দলের ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন আগুয়েরো
২০২১ সালের ডিসেম্বরে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষনা দেন সার্জিও আগুয়েরো। সে সময়ে অসুস্থতার কারণে বার্সেলোনা থেকে ৩৩ বছর বয়সে ফুটবলকে বিদায় জানান তিনি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি গুঞ্জন ওঠে, আগুয়েরো বলেছেন ইন্ডিপেন্ডেন্টের কোচ কার্লোস তেভেজ যদি তাকে দলে ডাকে তবে তিনি কার্ডিওলোজিস্টের সঙ্গে পরামর্শ করবেন। তবে এবার আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে অনুশীলনের বিষয়টি অস্বীকার করেছেন আর্জেন্টিনার সাবেক এই ফরোয়ার্ড।   এ সম্পর্কে আগুয়েরোর ভাষ্য, এটা একেবারেই মিথ্যে কথা। আমি কখনই ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে অনুশীলন করিনি। কখনো কখনো কিছু বিষয় উদ্ভাবিত হয়। আবারও বলছি কার্ডিওলোজিস্ট করেছেন আমি ভালো আছি। আমার শরীর ভালো আছে, এটাই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রথম বিভাগের দলের সঙ্গে অনুশীলনে ফেরার আগে আমার বেশ কিছু পরীক্ষার প্রয়োজন আছে। উল্লেখ্য, ফুটবল অঙ্গনে অন্যতম জনপ্রিয় স্ট্রাইকার আর্জেন্টিনার সার্জিও আগুয়েরো। ২০০৩ সালে আর্জেন্টিনার একটি ক্লাবে যোগদানের মাধ্যমে খেলোয়াড় হিসেবে যাত্রা শুরু করেন তিনি। আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে ২০০৬ সালের ৩ সেপ্টেম্বর ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে আগুয়েরোর অভিষেক হয়। একজন টিনএজার হিসেবে তিনি আর্জেন্টিনার হয়ে ফিফা যুব চ্যাম্পিয়নশিপগুলোতেও অংশগ্রহণ করেন। লিওনেল মেসি এবং ফেরন্যান্দো গ্যাগোর সঙ্গে ২০০৫ ফিফা যুব চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি। এ ছাড়া ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকেও বিজয়ী হন তারা।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৫

রাসেল তাণ্ডবে রংপুরকে উড়িয়ে দিলো কুমিল্লা
চলমান বিপিএলে হার দিয়ে আসর শুরু করলেও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর। লিগ পর্বের শেষ ম্যাচে কুমিল্লার কাছে ছয় উইকেটে হেরেছে সাকিব-সোহানরা। ১২ ম্যাচে নয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করল রংপুর। অন্যদিকে ১৬ পয়েন্ট নিয়ে রংপুরের পরেই রয়েছে কুমিল্লা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে কুমিল্লাকে ১৫১ রানের লক্ষ্য দেয় রংপুর। জবাব দিতে নেমে ১৪ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। এতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান মজবুত করেছে কুমিল্লা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন কুমিল্লার দুই ওপেনার লিটন কুমার দাস এবং সুনীল নারিন। তবে সাকিবের দ্বিতীয় ওভারে তিন বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বসে গতবারের চ্যাম্পিয়নরা। পঞ্চম ওভারের প্রথম বলে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে শামীমের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন নারিন। তৃতীয় উইকেটে ব্যাটিংয়ে এসে এক বল পরেই সাকিবকে উড়িয়ে মারার চেষ্টা করেন হৃদয়ও। তবে বাউন্ডারি লাইনে ধরা পড়েন এই টাইগার ব্যাটার। চতুর্থ উইকেটে লিটনকে সঙ্গ দেন মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যেতে থাকে কুমিল্লা। ৪২ বলে ৪৩ রান করে আউট হন লিটন। সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই টাইগার ব্যাটার। ২৯ বলে ৩৯ রান করে অঙ্কন আউট হলে খেলা ফেরে টিম রাইডার্স। শেষ দিকে মঈন আলীকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রাসেল। ১৭তম ওভারে হাসান মাহমুদের বলে ২৫ রান তোলেন এই ক্যারিবিয়ান ব্যাটার। শেষ পর্যন্ত মঈন আলীর ১০ রান এবং রাসেলের ১২ বলে ৪৩ রানের ব্যাটিং তাণ্ডবে ভর করে ১৪ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন সাকিব আল হাসান। এ ছাড়াও এক উইকেট শিকার করেন আবু হায়দার রনি। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুর। ৪ রান করে ব্যান্ডন কিং এবং ৮ বলে ১৪ রান করে আউট হন আরেক ওপেনার রনি তালুকদার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি শেখ মাহেদী ও নুরুল হাসান সোহান। মাহেদী ৬ বলে ৮ রান করে আউট হলে, ২ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন রংপুর অধিনায়ক। কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে রংপুর শিবিরে হাল ধরেন সাকিব আল হাসান। ১৯ বলে ২৪ রান করে আউট হন তিনি।  টম মুরেস ৮ রান এবং শামীম পাটোয়ারি২ রান করে আউট হলেও রংপুর শিবিরে হাল ধরেন জেমি নিশাম।  ৩৩ বলে ফিফটি তুলে নেন এই তারকা ক্রিকেটার। নিশামের ৪২ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৫০ রানের লড়াকু পুঁজি পায় রংপুর। Copied from: https://www.rtvonline.com/sports/261858
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়