• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
গোমস্তাপুরে ট্রাক্টর উল্টে চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টর উল্টে আশিক আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনায় আহত হয়েছেন তার সহযোগী ওহেদুল ইসলাম (১৬)। সোমবার (১৮ মার্চ) রহনপুর-গোমস্তাপুর সড়কের নিমতলা মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক আশিক নাচোল উপজেলার ফুলকুঁড়ি পাহাড়পুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে। আহত সহযোগী একই গ্রামের বাসিন্দা ওহেদুল ইসলাম। স্থানীয়ারা জানান, একটি চলন্ত ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় আহত হন চালক আশিক ও তার সহযোগী অহেদুল ইসলাম। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চালক আশিক মারা যান।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ।  তিনি বলেন, তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে চালক আশিক আলী মারা গেছেন। আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার সহযোগী ওহেদুল ইসলাম।
১৯ মার্চ ২০২৪, ০৮:৪৮

কুমিল্লায় মাছবাহী পিকআপ উল্টে নিহত ৪
কুমিল্লায় ইলিয়টগঞ্জে মাছবাহী পিকআপ উল্টে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার (১২ মার্চ) ভোর ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ইলিয়টগঞ্জের বেলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাতক্ষীরার সদর থানা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (২৩), ভোলার মনপুরা এলাকার মনির হোসেন (২৮), একই এলাকার হাবীবুর রহমান (৩২) এবং আক্তার হোসেন (৩৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম। ওসি মঞ্জুরুল বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় দাউদকান্দি অভিমুখে মাছ নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে চান্দিনার বারেশ্বর এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দিয়ে মাছবাহী ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের নিচে পড়েই ৪ শ্রমিক নিহত হন। এ সময় আরও তিনজন আহত হন।  আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
১২ মার্চ ২০২৪, ১৪:০৫

ফরিদপুরে বাস উল্টে নিহত ৩, আহত ৩০
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও একজন।  শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলার বাবনা তলা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই আবু সাঈদ। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। নিহতরা হলো- পাবনা জেলার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র শফিকুল ইসলাম সুরুজ (৪৫)। বাকি দুজনার পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামের গাড়িটি ঢাকার দিকে যাচ্ছিলো। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়েছে। আহত এক যাত্রী জানায়, হঠাৎ বাউলি দিয়ে রাস্তার ওপর উল্টে যায় বাসটি। এতে গাড়ির অধিকাংশ যাত্রী আহত হয় এবং ঘটনাস্থলে দুই জন নিহত হয়। 
০৮ মার্চ ২০২৪, ১৫:৪৩

সুনামগঞ্জে বরযাত্রীর গাড়ি উল্টে নিহত ১, আহত ১৫
সুনামগঞ্জের দিরাই মদনপুর সড়কে বরযাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১ নিহত ও ১৫ আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৪ মার্চ) রাত ৮টার দিকে শান্তিগঞ্জ উপজেলার গাগলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত রাহুল সরকার (১৫) হবিগঞ্জ জেলার ভুষন সরকারের ছেলে বলে জানা যায়। তাৎক্ষণিক মুহূর্তে আহতদের নাম পরিচয় জানা যায়নি।   দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে বরসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে দিরাই উপজেলা আসছিলো বাসটি। দিরাই মদনপুর সড়কের গাগলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যাত্রীসহ খাদের কিনারে পড়ে যায়। এ সময় যাত্রীদের অধিকাংশই অক্ষত অবস্থায় বের হয়ে আসলেও দুর্ঘটনায় গুরুতর আহত অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান স্থানীয়রা। একপর্যায়ে ফায়ারসার্ভিসকে খবর দিলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন উদ্ধারকর্মীরা। গুরুতর আহত অবস্থায় রাহুল সরকার নামে এক কিশোরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।  সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, রাতে দুর্ঘটনার কবলে পড়ে ১০-১৫ জন হাসপাতালে আসেন। এদের মধ্যে রাহুল নামের কিশোর মারা যান। বাকি আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে৷ অনেকেই এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। শান্তিগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন বলেন, হবিগঞ্জ থেকে আসা বরযাত্রীসহ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে। 
০৫ মার্চ ২০২৪, ০১:১৮

ভারতে পিকআপ উল্টে নিহত ১৪
ভারতের মধ্যপ্রদেশে পিকআপ ভ্যান উল্টে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ২১ জন আহত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। স্থানীয় পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, দেবরি গ্রামের এক দল মানুষ একটি অনুষ্ঠানে যোগদান শেষে পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিল। পথে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করেছেন স্থানীয়রা ও পুলিশ। এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। পাশপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৩

আদিতমারীতে ট্রাকের ধাক্কায় উল্টে গেল ট্রলি, নিহত ১ 
লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় ফরিদুল ইসলাম (২৮) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন।  রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার সাপ্টিবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী।  নিহত ট্রলিচালক ফরিদুল ইসলাম হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাসিম বাজার এলাকার বাসিন্দা।  প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে আলুবোঝাই ট্রলি নিয়ে হিমাগারে যাচ্ছিলেন ট্রলিচালক ফরিদুল ইসলাম। সাপ্টিবাড়ি বাজারে পৌঁছালে বুড়িমারী থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক আলুর ট্রলিটিকে ধাক্কা দেয়।  এতে ট্রলিটি উল্টে গিয়ে সড়কের পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই ট্রলিচালক ফরিদুল ইসলাম নিহত হন। খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।  আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, নিহতের পরিবারের কোনো প্রকার অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৮

কাপ্তাইয়ে পিকনিক বাস উল্টে আহত ১৩
রাঙামাটির কাপ্তাই উপজেলার সদর ইউনিয়ন এলাকার কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ব্যাঙছড়ি মুসলিম পাড়া স্টিল ব্রিজের সামনে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে উল্টে যায়। এতে ১৩ যাত্রী আহত হয়েছেন।  আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাসের সকল যাত্রী চট্টগ্রাম মহানগর থেকে কাপ্তাইয়ে পিকনিক করতে আসছিলেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ, ৪১ বিজিবি, ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর সদস্যরা বেলা ২টায় কাপ্তাই-চট্টগ্রাম সড়ক থেকে গাড়িটি সরিয়ে সড়কের পাশে রাখলে সড়কে চলাচল স্বাভাবিক হয়।     এ দিকে দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা, কাপ্তাই নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৮

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর উল্টে খাদে, নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে নবীনগর রাধিকা সড়কের উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নের নারুই বারহতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ব্রাহ্মণহাতার বজলু মিয়ার ছেলে আমির হোসেন (১৫) ও আখাউড়া উপজেলার রুটি গ্রামের শাহজাহানের ছেলে এনামুল (২৬)। এ ঘটনায় রাকিব (১৫) নামের আরও একজন আহত হন।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। তিনি জানান, একটি ট্রাক্টর শিবপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেপরোয়া গতির কারণে বড়হিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক এনামুল ও তার তার সহযোগী আমির মারা যান। দুর্ঘটনায় ট্রাক্টর চালকের আরেক সহযোগী রাকিব আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৫

কর্ণফুলীর বঙ্গবন্ধু টানেলে ট্রাক উল্টে আহত ২
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতর পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে টানেলের ডেকোরেশন বোর্ড। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (টোল-ট্রাফিক) তানভীর রিফা। তিনি বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের সঙ্গে ধাক্কা খায়। এতে টানেলের ডেকোরেশন বোর্ড ভেঙে যায়। নিরাপত্তাকর্মীরা ট্রাকটি জব্দ করেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, ট্রাকটি নগরের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে টানেলে ধাক্কা লাগে। এ সময় ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে টানেলের ভেতরে কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৩

পাটগ্রামে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত 
লালমনিরহাটের পাটগ্রামে জমি চাষের ট্রাক্টর উল্টে আবুল কালাম আজাদ নাজু (২৪) নামে এক চালক নিহত হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের পানবাড়ি গোলডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত আবুল কালাম আজাদ নাজু ওই এলাকার হামিদুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার পানবাড়ি গোলডাঙা এলাকায় তার নিজ ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে যান আবুল কালাম আজাদ। জমিতে চাষ শেষে ট্রাক্টর নিয়ে রাস্তায় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তার ট্রাক্টরটি উল্টে গিয়ে নিচে পড়ে যান চালক আবুল কালাম আজাদ নাজু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়