• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
ছুটি শেষে অফিস খুললেও উপস্থিতি কম
শেষ কর্মদিবস ছিল ৯ এপ্রিল। এরপর ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা পাঁচদিন পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটি শেষে আজ সোমবার (১৫ এপ্রিল) খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান। তবে কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি রয়েছে তুলনামূলক কম। নেই তেমন কর্মব্যস্ততাও। দিন কাটছে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে। সংসদ সচিবালয়েও নেই উল্লেখযোগ্য দর্শনার্থীর ভিড়। এদিকে, এবারের ঈদের ছুটি লম্বা হওয়ায় কর্মজীবী মানুষের বাড়ি যেতে ও ঢাকায় ফিরতে কোনো ভোগান্তির শিকার হতে হয়নি। সড়ক, নৌ, রেল সব পথেই ছিল স্বস্তির যাত্রা। তাই মানুষ টানা ছুটি শেষে আনন্দের সুখ-স্মৃতি নিয়ে ফিরছেন রাজধানীতে। যা চলমান থাকবে সপ্তাহজুড়েই। অন্যদিকে, সংবাদপত্রে এবারই প্রথম  দীর্ঘ ৬ দিনের ছুটি পেয়েছেন সংবাদমাধ্যমের কর্মীরা। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছয়দিন ছুটি ঘোষণা করে। সে কারণে ১০-১৫ এপ্রিল পর্যন্ত দেশে কোনো সংবাদপত্র প্রকাশিত হয়নি। তবে বিশেষ ব্যবস্থাপনায়  অনলাইন গণমাধ্যম ও টেলিভিশনগুলো পরিচালিত হয়।
১৫ এপ্রিল ২০২৪, ১৩:৫৭

কুমিল্লা সিটিতে ভোটার উপস্থিতি কম
কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেল চলাচলে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা।  শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে সকাল থেকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার (বাস প্রতীক), মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম (হাতি প্রতীক), বিএনপির বহিষ্কৃত নেতা ও দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু (ঘড়ি প্রতীক) ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া প্রতীক)। নির্বাচনকালীন নিরাপত্তার জন্য ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আচরণবিধি প্রতিপালনে ২৭ জন ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন। ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, ২৭ টিমে ৯৩৯ র‌্যাব সদস্য, পুলিশের ২৭টি মোবাইল টিমে এক হাজার ৩৩৯ জন এবং নয়টি স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে। প্রতিকেন্দ্রে চারজন অস্ত্রধারী পুলিশ, দুজন অস্ত্রধারী আনসার ও ১০ জন নারী ও পুরুষ আনসার ভিডিপি সদস্য থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য একজন বেশি অস্ত্রধারী পুলিশ সদস্যা বেশি থাকবে। অর্থাৎ সাধারণ ভোটকেন্দ্রে ১৬ জন ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। এ সিটিতে পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ২৮২ জন ও নারী ভোটার এক লাখ ২৪ হাজার ২৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন রয়েছেন। ৬৪০টি ভোটকক্ষে দায়িত্ব পালন করবেন ১০৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৬৪০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, এক হাজার ২৮০ জন পোলিং এজেন্ট কাজ করবেন। এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ২৭ ওয়ার্ডের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
০৯ মার্চ ২০২৪, ১০:৫৯

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮২.১ শতাংশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে বিজ্ঞান শাখার বিভিন্ন বিভাগ অন্তর্গত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯টায় গ্রুপ-১ এর ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে চারটি গ্রুপের এই ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। ভর্তি পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবার ‘সি’ ইউনিটে মোট ৭৬ হাজার ৩৫৪ জন আবেদনকারীর মধ্যে চারটি গ্রুপের ভর্তি পরীক্ষায় মোট উপস্থিত ছিলো ৮২ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার দ্বিতীয়দিনে আজ (বুধবার) মানবিক শাখার বিভিন্ন বিভাগ অন্তর্গত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, ‘সি’ ইউনিটের চারটি গ্রুপের মধ্যে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ-১ এর ভর্তি পরীক্ষায় ৮২ দশমিক ০৩ শতাংশ, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ-২ এর ভর্তি পরীক্ষায় ৮১ দশমিক ৯০ শতাংশ, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ-৩ এর ভর্তি পরীক্ষায় ৮২ দশমিক ০৭ শতাংশ এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ-৪ এর ভর্তি পরীক্ষায় ৮২ দশমিক ৪৭ শতাংশ ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভর্তি পরীক্ষা উপলক্ষে এ দিন সকাল সাড়ে ৯টায় ড. কুদরাত-এ-খুদা একাডেমিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ভর্তি পরীক্ষার মোট আবেদন সংখ্যা এবং পরীক্ষার নিয়মাবলি সম্পর্কে সংবাদকর্মীদের অবহিত করেন। এ ছাড়া সকলের সহযোগিতায় বাকি পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  এ সময় বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, ‘সি’ ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক নাসিমা আখতার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এ দিকে ভর্তি পরীক্ষার দ্বিতীয়দিনে বুধবার মানবিক শাখার বিভিন্ন বিভাগ অন্তর্গত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুটি গ্রুপে অনুষ্ঠিত হতে যাওয়া ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন মোট ৭৪ হাজার ৭৮৫ জন শিক্ষার্থী। এবারের ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি-পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকছে। প্রতিটি প্রশ্নের মান থাকবে ১ দশমিক ২৫ শতাংশ। আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ শতাংশ করে কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাশ নম্বর থাকবে ৪০। ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিট মিলে বিশেষ কোটাসহ মোট আসন রয়েছে ৪ হাজার ৪৩৮টি।
০৫ মার্চ ২০২৪, ২২:৫১

জাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৭৫ শতাংশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় ৭৫ শতাংশ। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত কলা ও মানবিকী অনুষদভুক্ত (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ‘সি-১’ ইউনিট এবং কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক। প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। জালিয়াতি কিংবা অন্য কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবার ‘সি-১’ ইউনিটে ৩২টি ছাত্র এবং ৩২টি ছাত্রী আসনের বিপরীতে ১ হাজার ৮৯৫ জন ছাত্র এবং ২ হাজার ৩৩৪ জন ছাত্রী আবেদন করেন। সে হিসেবে ছাত্রদের প্রতি আসনের বিপরীতে ৫৯ জন এবং ছাত্রীদের প্রতি আসনের বিপরীতে ৭২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ‘সি’ ইউনিটে ছাত্র ও ছাত্রীদের পৃথকভাবে ১৯৪ টি করে মোট ৩৮৮ টি আসনের বিপরীতে ১৮ হাজার ৬৬ জন ছাত্র এবং ২১ হাজার ৭৭৯ জন ছাত্রী সহ মোট আবেদন জমা পড়েছে ৩৯ হাজার ৮৪৫ টি। সি ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৯৩ জন ছাত্র এবং ১১২ জন ছাত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা ৫০ পর্যন্ত চার শিফটে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ছাত্রীদের এবং পরদিন বুধবার চার শিফটে ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল ও এ সংক্রান্ত অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৪

আ.লীগের সভায় ব্যারিস্টার সুমনের উপস্থিতি নিয়ে হট্টগোল
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় ও বর্ধিত সভায় নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) উপস্থিতি নিয়ে হট্টগোল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।  রোববার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে। যদিও সভায় তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অবশ্য পরে দলের জ্যেষ্ঠ নেতারা উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করেন। সৈয়দ সায়েদুল হক আওয়ামী লীগের কেউ নন। তাকে দল এখনও গ্রহণ করেনি। এমন পরিস্থিতিতে দলের বর্ধিত সভায় তাকে কেন ডাকা হলো? আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা সভাপতির কাছে এমন প্রশ্ন রাখেন। জানা গেছে, আজ বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ধিত সভা ও মতবিনিময় সভার আয়োজন করে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে প্রধান অতিথি করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন ওরফে জিতুর সভাপতিত্বে বিকেল চারটায় শুরু হয়।  সভার একপর্যায়ে সংসদ সদস্যের বক্তব্য দেওয়ার আগমুহূর্তে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সাথী মুক্তাদির চৌধুরী দাঁড়িয়ে সভাপতির উদ্দেশে বলেন, ‘আজকের বর্ধিত সভায় সংসদ সদস্যের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে মতবিনিময় সভার আহ্বান করা হয়েছে, সেটি দলীয় কোনো সভার সিদ্ধান্ত ছিল কি না? ব্যারিস্টার সুমনকে দল (আওয়ামী লীগ) গ্রহণ করেছে কি না? না হয়ে থাকলে তার সঙ্গে মতবিনিময় কেন?’ সাংস্কৃতিক সম্পাদকের ওই প্রশ্নের পরপরই নেতাকর্মীরা হট্টগোল শুরু করেন। সূত্র জানায়, হট্টগোল শুরুর পর সভাপতি আকবর হোসেন হাতে মাইক নিয়ে নেতাকর্মীদের বোঝানোর চেষ্টা করেন। জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তে আজকের সভা আহ্বান করা হয়েছে বলে তিনি জানান। এ ছাড়া সংসদ সদস্য নিজে সবার সঙ্গে মতবিনিময় করতে চেয়েছিলেন। কিন্তু তখনো নেতাকর্মীরা হট্টগোল থামাননি।  একপর্যায়ে সংসদ সদস্য নিজেই মাইক নিয়ে নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘আপনারা সবাই আমার অভিভাবক। এখানে অনেক নেতা আছেন, যাদের রাজনীতির অভিজ্ঞতা আমার বয়সের চেয়ে বেশি। আমি স্বতন্ত্র সংসদ সদস্য হলেও আওয়ামী লীগের একজন কর্মী। নেত্রীর কথা অনুযায়ী প্রার্থী হয়েছি। আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। এলাকার উন্নয়নের স্বার্থে আপনারদের সঙ্গে আজ মতবিনিময় করতে এসেছি। তার বক্তব্যের সময় নেতাকর্মীরা একে অপরের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে থাকেন। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
২১ জানুয়ারি ২০২৪, ২৩:৫১

বিপিএলে দর্শকদের উপস্থিতি বাড়াতে পুরস্কারের ঘোষণা 
বিপিএলকে জাঁকজমক করতে যেন উঠে পড়ে লেগেছে আয়োজকরা। বিতর্ক এড়াতে বিভিন্ন ধরনের উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হবে। এ ছাড়াও মাঠে দর্শকদের উপস্থিতি বাঁড়াতে থাকছে পুরস্কারের ব্যবস্থা।  বিপিএলের দশম আসরের প্রতি ম্যাচে একজন দর্শককে 'ফ্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত করা হবে। দর্শকদের পোশাক, প্ল্যাকার্ড এবং সামগ্রিক এক্টিভিটি বিবেচনা করে খুঁজে বের করা হবে ম্যাচের সবচেয়ে আগ্রহী দর্শককে। তার ছবি স্টেডিয়ামের বড় স্ক্রিনে দেখানো হবে। সেই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ এর সাথে ছবি তোলারও সুযোগ পাবেন তিনি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বিপিএলের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তা ছাড়া ম্যাচ সেরা খেলোয়াড়ের সিগনেচার করা ব্যাট উপহার পাবেন সেই দর্শক। এমনকি 'ফ্যান অব দ্য ম্যাচের' ছবি বিপিএলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পোস্ট করা হবে। আগামীকাল আসরের উদ্বোধনী ম্যাচে  মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে মোকাবিলা করবে দুর্দান্ত ঢাকা। দিনের অপর ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে সিলেট ও চট্টগ্রাম। 
১৮ জানুয়ারি ২০২৪, ২০:৪১

‘ভোটার উপস্থিতি সন্তোষজনক, কোথাও কারচুপি হয়নি’
বিএনপির নির্বাচনবিরোধী অপপ্রচার ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার পরও সারাদেশে ভোটার উপস্থিতি সন্তোষজনক। এটা গণতন্ত্রের জয়। নিরপেক্ষ নির্বাচন করার যে ঘোষণা প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন দিয়েছিল, সেটা বাস্তবায়ন হয়েছে বলে মনে করে আওয়ামী লীগ। রোববার (৭ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির নির্বাচনবিরোধী অপপ্রচার, জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার পরও সারাদেশে ভোটার উপস্থিতি সন্তোষজনক। এটা গণতন্ত্রের জয়। নিরপেক্ষ নির্বাচন করার যে ঘোষণা প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন দিয়েছিল, সেটা বাস্তবায়ন হয়েছে। বিপ্লব বড়ুয়া বলেন, কোথাও কোনো কারচুপি নেই, নির্বাচনবিরোধী চক্রের আগাম অভিযোগ সঠিক নয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত ভোট সুষ্ঠু সুন্দর হচ্ছে। নির্বাচনের বিরুদ্ধে সক্রিয় থাকা চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। ঢাকার ভোটাররা ছুটি পেয়ে অনেকেই গ্রামে গেছেন, অনেকেই ঘুরতে গেছেন। তাই ঢাকায় ভোটার উপস্থিতি কম।
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৫৫

ভোটারের উপস্থিতি নিশ্চিতে রিটের শুনানি ১০ জানুয়ারি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের সুবিধাভোগী ভোটারদের উপস্থিতি নিশ্চিতের জন্য রিট করা হয়েছে। এ রিটের শুনানির জন্য আগামী ১০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে আগামী ৭ জানুয়ারি। বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবীরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ জনস্বার্থে এ রিটটি দায়ের করেন। আইনজীবী ড. বশির আহমেদ জানান, কমনওয়েলথভুক্ত অনেক দেশে নির্বাচনে ভোটারদের ভোটদানে বাধ্যতামূলক করার বিধান রয়েছে। আমেরিকার দুটি অঙ্গরাজ্যেও ভোট দেওয়ার বাধ্যতামূলক বিধান চালু রয়েছে। বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশ। এই দেশেও সরকারের সুবিধাভোগী নাগরিকদের ভোটদান বাধ্যতামূলক করা প্রয়োজন। এ কারণে রিট দায়ের করেছি। তিনি জানান, সরকারের সরাসরি সুবিধাভোগী ২ কোটি ৭৫ লাখ ভোটার রয়েছে। এ ছাড়াও আধা-সরকারি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী মিলে মোট সোয়া ৩ কোটি ভোটার রয়েছে। ভোটকেন্দ্রে এসব ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়েছেন বলে জানান তিনি।
০৩ জানুয়ারি ২০২৪, ১৬:০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়