• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান হলেন এমপির এপিএস 
লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এমপির (ব্যক্তিতগ সহকারী) এপিএস আবু বক্কর সিদ্দিক। তিনি মোবাইল ফোন প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। আবু বক্কর লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেনের এপিএস। বেসরকারি ফলাফলে মো. আবু বক্কর সিদ্দিক মোবাইল ফোন প্রতীক পেয়েছেন ২৮২ ভোট। তার নিকটতম প্রার্থী সফুরা বেগম কাপ-পিরিচ প্রতীক পেয়েছেন ২৭৩ ভোট। মোট ৯ ভোট বেশি পেয়ে মো. আবু বক্কর সিদ্দিক বেসরকারি ফলাফলে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারময়ান পদে নির্বাচিত হয়েছেন। এদিকে বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া জেলার ৫টি উপজেলার ৬টি কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৬টি কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোটাররা ভোট প্রদান করেছেন। উপনির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরমধ্যে মো. আবু বক্কর সিদ্দিক মোবাইল ফোন প্রতীক, মো. আশরাফ হোসেন বাদল চশমা প্রতীক, মো. নজরুল হক পাটোয়ারী ভোলা আনারস প্রতীক, মো. মমতাজ আলী মোটরসাইকেল প্রতীক এবং সফুরা বেগম কাপ-পিরিচ প্রতীক এ নির্বাচন করছেন। ৫টি উপজেলা, ২টি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নের ৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬২৪ জন। উল্লেখ্য, গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান থেকে অ্যাড. মো. মতিয়ার রহমান পদত্যাগ করায় শুন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
০৩ এপ্রিল ২০২৪, ২০:১২

নির্বাচনে অনিয়ম করার সুযোগ নেই : ইসি আনিছুর
নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে কোনো প্রকার অনিয়ম করার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে কুসিক উপনির্বাচনের আইনশৃঙ্খলা সভা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী-নির্বাচনী এজেন্টের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, গত সিটি নির্বাচনের ফলাফলের মতই বিরতিহীনভাবে ফল প্রকাশ করা হবে। একাধিক কর্মকর্তা ফল প্রকাশের সময় থাকবেন। যেন বিরতীহীনভাবে ফলাফল প্রকাশ করা যায়। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিভিন্ন অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।  ইসি বলেন, স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া আছে। নির্বাচনের দিন কোনো প্রকার বিশৃঙ্খলা বা অনিয়ম দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।    এর আগে বেলা সাড়ে ১১টায় কুমিল্লা সার্কিট হাউসে সিটি করপোরেশন উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনার আনিছুর রহমান আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন। আইনশৃঙ্খলা সভা শেষে একই স্থানে তিনি চার প্রার্থীকে নিয়ে মতবিনিময় করেন। এ সময় চার প্রার্থী ও প্রার্থীদের প্রধান এজেন্টদের সাথে কথা বলেন। এ সময় হাতি প্রতীকের প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম, ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দীন কায়সার ও টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন। তবে বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসীন বাহার সূচনা কোনো অভিযোগ করেননি।   সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। সভাপতিত্ব করেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোংনে থোয়াই মারমাসহ উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৬

কুমিল্লা উপনির্বাচন : শিক্ষায় এগিয়ে সূচনা, মামলায় কায়সার, সম্পদে সাক্কু
জমে উঠেছে কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচন। হলফনামা প্রকাশের পর জানা গেছে, প্রার্থীদের বিভিন্ন তথ্য। প্রার্থীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে আছে তাহসীন বাহার সূচনা। শিক্ষায় পিছিয়ে থাকলেও আয় ও সম্পদের পরিমাণে এগিয়ে আছেন সাবেক দুবারের মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কু। মামলা বেশি বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারের। আয় ও সম্পদে সবচেয়ে পিছিয়ে নূর-উর রহমান মাহমুদ তানিম। সম্প্রতি নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।  নির্বাচন কমিশনে জমা দেওয়া মনিরুল হক সাক্কুর হলফনামা থেকে জানা যায়, সাবেক দুবারের মেয়র মনিরুল হক সাক্কুর পেশা ব্যবসা ও ঠিকাদারি। এ প্রার্থী এসএসসি পাস। তার বাৎসরিক আয় ৭২ লাখ ৩০ হাজার ৪২৬ টাকা। এর মধ্যে বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকানসহ অন্যান্য ভাড়া পান ৪২ লাখ ৯২ হাজার ৬৭৬ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে পান ২ লাখ টাকা। এ ছাড়া তার ব্যবসায়িক আয় ২৭ লাখ ৩৮ হাজার ১৫০ টাকা। তার নগদ, ব্যাংক জমা, বন্ড ও শেয়ার, ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র মিলিয়ে মোট অস্থাবর সম্পদ আছে ৩৮ লাখ ২৫ হাজার ৪৩৫ টাকা। কিন্তু তার স্ত্রী আফরোজা জেসমিন টকলির নামে আছে সম্পদের পাহাড়। তার মূল্য টাকার পরিমাণে তিন কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৬১৪ টাকা। এর বাইরে আছে স্বামী-স্ত্রীর মিলিয়ে ২০ তোলা স্বর্ণ ও দুটি জিপ গাড়ি। স্থাবর সম্পদের মধ্যে সাক্কুর কৃষিজমি আছে মনোহরগঞ্জের শরীফপুরে ২০ একর নাল, ভিটি, পুকুর। এছাড়া লালমাই মৌজায় ১০৪ শতক নাল ও ১৪৬ শতক পুকুর আছে। স্ত্রীর নামে গাইবান্ধার পলাশবাড়ীতে ১ দশমিক ২৩ একর ডাঙা জমি আছে। এ ছাড়া মনিরুল ও তার স্ত্রীর আফরোজা জেসমিনের নামে ঢাকা ও কুমিল্লায় অকৃষি জমি, দালান, দোকান আবাসিক/বাণিজ্যিক ফ্ল্যাট ও প্লট রয়েছে। তাহসীন বাহার সূচনার হলফনামা থেকে জানা যায়, এ প্রার্থী পেশায় ব্যবসায়ী। তিনি এমবিবিএস পাস। তাহসীন বাহার সূচনার ব্যবসা থেকে বাৎসরিক আয় ১০ লাখ টাকা, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত তিন লাখ ৬৪ হাজার ৭৬৩ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে আছে নগদ টাকা আট লাখ ৪৬ হাজার ৯০ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৫৬ লাখ তিন হাজার ৯১০ টাকা। নাইস পাওয়ার অ্যান্ড আইটি থেকে আট লাখ টাকা, সোনালী সুইটস লিমিটেড থেকে ২৫ লাখ টাকা, ময়নামতি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ১৫ লাখ টাকা, এমবি টেক্সটাইল অ্যান্ড ফ্যাক্টরি থেকে চার লাখ টাকা, গোমতী ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ১০ লাখ টাকা, পোস্টাল, সেভিংস সনদসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতের বিনিয়োগ এক কোটি ৫ লাখ টাকা, জিপ গাড়ি আছে ৯১ লাখ ৫০ হাজার টাকা ও ৪০ তোলা স্বর্ণের দাম এক লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী এক লাখ টাকা, আসবাব এক লাখ টাকা ও ব্যবসায় পুঁজি পাঁচ লাখ টাকা। স্থাবর সম্পদের মধ্যে রাজধানীর উত্তরায় ৪২ লাখ টাকার একটি ফ্ল্যাট আছে। নিজাম উদ্দিন কায়সারের হলফনামা থেকে জানা যায়, নিজাম উদ্দিন কায়সার পেশায় একজন ব্যবসায়ী। তিনি বি.কম. উত্তীর্ণ। তার চাকরি থেকে বাৎসরিক আয় চার লাখ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা ৩২ লাখ ৪০ হাজার ৩৭ টাকা, ব্যাংকে জমা ২ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা, বন্ড ৪০ হাজার টাকা, স্বর্ণ ৩০ তোলা, টিভি ও ফ্রিজ ১ লাখ ৯ হাজার টাকা। তাঁর কোনো স্থাবর সম্পদ নেই। নূর-উর রহমান মাহমুদ তানিমের হলফনামা থেকে জানা যায়, নূর-উর রহমান মাহমুদ তানিম বিএ পাস। তার পেশা ব্যবসায়ী। তার ব্যবসা থেকে বাৎসরিক আয় চার লাখ পাঁচ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা দুই লাখ টাকা, স্ত্রীর নামে এক লাখ টাকা, ব্যাংকে নিজ নামে ২০ হাজার ও স্ত্রীর নামে ১০ হাজার টাকা আছে। স্ত্রীর ২০ ভরি স্বর্ণ আছে। স্থাবর সম্পদের মধ্যে যৌথ মালিকানায় ৮ শতক জমির মধ্যে তিনি ২ শতকের মালিক। তবে এনআরবিসি ব্যাংকে ৩০ লাখ টাকা ঋণ আছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘প্রার্থীদের পাওয়া হলফনামা আমরা গ্রহণ করেছি। তারা হলফনামার প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করেছেন।’
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়