• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
বিপিএলের উদ্বোধনী ম্যাচেই শরিফুলের হ্যাটট্রিক
আসর শুরুর আগেই আয়োজকরা বলেছিলেন, এবারের বিপিএল মানসম্পন্ন বা স্পোর্টিং উইকেটে হবে। উদ্বোধনী ম্যাচের শুরু থেকে সেটাই প্রমাণ দিচ্ছিলেন ব্যাটাররা। তবে ইনিংসের একদম শেষ দিকে এসে মোড় ঘুরিয়ে দিয়েছেন পেসার শরিফুল ইসলাম। তুলে নিয়েছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। একে একে খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়েছেন এই পেসার। বিপিএলের ইহিতাসে সপ্তম বোলার হিসেবে এই কীর্তিতে নাম তুলেছেন তিনি। এতে মাত্র ১৪৩ রানেই থেমেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন কুমিলার ইনিংস। শুক্রবার (১৯ জানুয়ারি) টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকার দলপতি মোসাদ্দেক। ইনিংসের শুরুর দিকে জাতীয় দলের দুই তারকা পেসার তাসকিন ও শরিফুলের হাতে বল তুলে দেন তিনি। বাউন্স ও গতিতে দুই ওভারে মাত্র ৬ রান দেন এই দুই পেসার। এরপর ইনিংসের তৃতীয় ওভারে সানিকে আক্রমণে আনেন ঢাকার অধিনায়ক। এই ওভারে মাত্র ৩ রান দেন এই স্পিনার। পরের ওভারে শ্রীলঙ্কান চতুরাঙ্গা ডি সিলভাকে পেয়ে চলতি আসরের প্রথম ছক্কা হাঁকান ওপেনার লিটন। এরপর আরও এক বাউন্ডারি হাঁকান এই ওপেনার। তবে এই ওভারের শেষ বলেই উদ্বোধনী ম্যাচে নিজের শেষটা লিখে ফেলেন লিটন। স্কয়ার কাট করতে গিয়ে নাঈমের হাতে ক্যাচ দিয়ে ১৩ রানে ফেরেন তিনি।   সেখান থেকে কুমিল্লাকে টেনে নেওয়ার দায়িত্ব নেন ইমরুল ও হৃদয় জুটি। দলীয় ২৩ রানে লিটন ফেরার পর ১০০ রানের জুটি গড়েন তারা। এরপর ৪২ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন ইমরুল। তবে ব্যক্তিগত অর্ধশতকের পর খুব বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি তিনি। দুই ছক্কা ও ৬ চারে ব্যক্তিগত ৬৬ রানে তাসকিনের বলে শরিফুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।  এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কুমিল্লা। তাসকিনের বলে ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফেরেন হৃদয়। আর শেষ দিকে শরিফুলের নৈপুণ্যে মাত্র ১৪৩ রানেই গুটিয়ে গেছে কুমিল্লার ইনিংস।
১৯ জানুয়ারি ২০২৪, ১৬:৪৫

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে ঢাকা
সমালোচনা আর বিতর্ক এড়িয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। ঘরোয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।  শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়। আরও পড়ুন : বিপিএলের দশম আসরে প্রথম ফিফটি ইমরুলের   কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিক হাসান, রোস্টন চেস, খুশদীল শাহ ও ম্যাথু ওয়াল্টার ফোর্ড। দুর্দান্ত ঢাকা একাদশ : মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, সাইফ হাসান, ইরফান শুক্কর, নাঈম শেখ, চাতুরঙ্গা ডি সিলভা,  ওসমান কাদির, ভানুকা গুনাথিলিকা, লাসিথ ক্রুসপুলি।
১৯ জানুয়ারি ২০২৪, ১৫:৫৭

যে কারণে হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান
বিপিএলের দশম আসরের পর্দা উঠছে আজ। তবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি লিগে থাকছে না জমকালো কোনো উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো না হলেও উদ্বোধনী দিনে স্বল্প পরিসরে ছোট অনুষ্ঠানের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে তিনি (ইসমাইল) জানান, ইচ্ছে থাকা সত্ত্বেও সময় স্বল্পতা ও নিরাপত্তার কারণে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করা সম্ভব হয়নি। আরও পড়ুন : দেখে নিন ২০২৪ বিপিএলের পূর্ণাঙ্গ সূচি   বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের ভাষ্য, এই বছর আমাদের বড় পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান করার ইচ্ছে ছিল। সময় স্বল্পতার কারণে সেটি করা সম্ভব হয়নি। আর নির্বাচনের ঠিক পরে উদ্বোধনী অনুষ্ঠান করাটাও কঠিন। কারণ, নিরাপত্তার পাশাপাশি অনুমতি পাওয়ারও ব্যাপার ছিল। তাই ছোট পরিসরে যা যা করা সম্ভব, তার সবই করছি। উল্লেখ্য, শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে কুমিল্লার মুখোমুখি হবে ঢাকা। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে। ঢাকা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা—পাঁচটি পর্বে এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। ঢাকার পর আগামী ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মোট ১২টি ম্যাচ হবে। এরপর ফের ঢাকায় ফিরবে বিপিএল; এই পর্বে ৬ থেকে ১০ ফেব্রুয়ারি আটটি ম্যাচ হবে। আরও পড়ুন : বিপিএলের পর্দা উঠছে আজ   ঢাকা পর্ব শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে। এরপর পঞ্চম ও শেষ পর্বে আবারও ঢাকা ফিরবে বিপিএল। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে প্রত্যেক শুক্রবার দিনের ম্যাচ শুরু দুপুর ২টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিনই দিনের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
১৯ জানুয়ারি ২০২৪, ১১:১৪

বিপিএলের উদ্বোধনী দিনেই বৃষ্টির শঙ্কা
ঢাকাসহ সারাদেশে গত কয়েকদিন ধরেই তীব্র শীতের মহড়া চলছে। দিনের বেলায় খানিকটা সূর্য উঁকি দেওয়ার চেষ্টা করলেও নিমিষেই তা হারিয়ে যাচ্ছে। অন্যদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাসও মিলছে। ঠিক এমন সময়েই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। যেখানে দেশের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই বৃষ্টির শঙ্কা রয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্ট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দুপুর আড়াইটায় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার বলছে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকায় ৯৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার সূর্যের আলো দেখা যেতে পারে। সেই সঙ্গে হালকা মেঘ থাকবে আকাশে এবং বৃষ্টি নামার সম্ভাবনা ২৫ শতাংশ। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উল্লেখ্য, এবারের আসরে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট, তিনটি ভেন্যুতে খেলা হবে। ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। এবার গ্রুপ পর্বের ৪২ ম্যাচগুলো প্রতিদিন দুটি করে অনুষ্ঠিত হবে। এ ছাড়াও আগামী ২৫ ফেব্রুয়ারি এলিমিনিটর ও প্রথম কোয়ালিফাই ম্যাচটিও একই দিনে অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর দেড়টায় প্রথম ম্যাচ শুরু হবে ও সন্ধ্যা সাড়ে ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে। তবে শুক্রবার ম্যাচগুলো দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায় শুরু হবে। এবার ঘরোয়া এই টুর্নামেন্টে প্লে-অফ আর ফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে। বিসিবি সূত্র জানিয়েছে, এবার বিপিএলে প্লে-অফ ও ফাইনালে যদি বৃষ্টি বা প্রাকৃতিক কারণে সময়ের মধ্যে ফল বের না করা যায়; তবে তা রিজার্ভ ডে-তে গড়াবে। তবে গ্রুপ পর্বে অমীমাংসিত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করবে দুই দল। এবারের আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি দল দুর্দান্ত ঢাকা। এ ছাড়া গত আসরের ছয় ফ্র্যাঞ্চাইজি এবারও থাকছে। সেগুলো হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স।
১৮ জানুয়ারি ২০২৪, ১৫:৩০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়