• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
মোংলায় বাল্কহেড ডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোংলায় ঝড়ের কবলে পড়ে বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ মোকছেদ হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (২৯ মার্চ) দুপুরে স্থানীয়রা টিএমএসএস গ্যাস ফ্যাক্টরির জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মোংলা নৌপুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেছে।  মোকছেদ খুলনার রুপসা এলাকার রহিম নগর এলাকার বাসিন্দা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মোংলা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম। তিনি জানান, মরদেহটি উদ্ধার করে তার সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  উল্লেখ্য, গত বুধবার (২৭ মার্চ) মোংলা বন্দরের পশুর নদীতে দিগরাজ বিদ্যারবাহন খাল সংলগ্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ইটবোঝাই একটি বাল্কহেড। এতে নিখোঁজ হন ওই বাল্কহেডের স্টাফ মো. মোকছেদ হাওলাদার।
৩ ঘণ্টা আগে

জিম্মি জাহাজ উদ্ধার প্রসঙ্গে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী
সোমালি জলদস্যুদের কবলে পড়া এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিককে উদ্ধার করার বিষয়ে সরকার অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যোগাযোগের মধ্যে আছি। নাবিকদের রিলিজ করার জন্য আমরা নানামুখী তৎপরতা চালাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে, নাবিকদের আনহার্ট (কোনো ক্ষতি যেন না হয়) অবস্থায় উদ্ধার করা এবং একইসঙ্গে জাহাজটা উদ্ধার করা। শুধু এতটুকু বলতে চাই, আমরা অনেক দূর এগিয়েছি।’ তিনি বলেন, ‘অতীতে যখন জাহাজ হাইজ্যাক হয়েছে কখনও খাদ্য সংকট হয়নি। তিন বছর ছিল তখনও হয়নি, ১০০ দিন ছিল তখনও হয়নি। আশা করি এক্ষেত্রেও হবে না।’ এর আগে বুধবার (২৭ মার্চ) জাহাজটির মালিকপক্ষ ও নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, সোমালি জলদস্যুদের কবলে পড়া এমভি আবদুল্লাহ নামের বাংলাদেশি জাহাজে খাবার কমে আসছে। তবে খাবার কমলেও নাবিকদের দুশ্চিন্তার কিছু নেই। কারণ তীর থেকে দস্যুরা জাহাজে খাবার সরবরাহ করছে। এ বিষয়ে জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জিম্মি নাবিকেরা সুস্থ আছেন। জাহাজে নাবিকদের খাবার কমলেও দুশ্চিন্তার কিছু নেই। কারণ তীর থেকে দস্যুরা জাহাজে খাবার নিয়ে আসছে। নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, দস্যুরা নিজেদের স্বার্থেই খাবার নিয়ে আসে। এমভি আবদুল্লাহ জাহাজেও তেহারিজাতীয় খাবার নিয়ে আসার খবর পেয়েছি। উল্লেখ্য, গত ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। দস্যুদের কাছে জিম্মি হয় ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। পরে দুই দফা স্থান পরিবর্তন করে জাহাজটিকে সবশেষ সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করে রাখা হয়েছে। জাহাজসহ নাবিকদের উদ্ধারে নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার ও জাহাজটির মালিকানা প্রতিষ্ঠানটি।
২৮ মার্চ ২০২৪, ১৬:২২

ধানখেতে পড়ে ছিল যুবকের মরদেহ
কিশোরগঞ্জের কটিয়াদীতে ধানখেত থেকে বুরহান (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকার একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুরহান নাগেরগ্রাম পূর্বপাড়া এলালার বিল্লাল হোসেনের ছেলে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ গণমাধ্যমকে জানান, উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকার ধানখেতে মৃত অবস্থায় বুরহানের মরদেহ দেখতে পেলে স্থানীয় লোকজন থানায় খবর দেন৷ পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৮ মার্চ ২০২৪, ১৪:৩৩

যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে কার্গো জাহাজের ধাক্কায় ফ্রান্সিস স্কট কি সেতু ভেঙে পড়ার ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে মেরিল্যান্ড স্টেট পুলিশ দু’জনের মরদেহ উদ্ধারের খবর জানায়। তারা হলেন- মেক্সিকোর আলেহান্দ্রো হার্নান্দেজ ফুয়েন্তে, ৩৫, এবং গুয়েতেমালার ডর্লিয়ান রনিয়েল ক্যাস্টিলো ক্যাব্রেরা, ২৬। পানিতে নিমজ্জিত একটি ট্রাকের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।  এর আগে, গত মঙ্গলবার ভোরে একটি কার্গো জাহাজের ধাক্কায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের ফ্রান্সিস স্কট কি সেতুটি ভেঙে পড়ে। এতে সেতুতে থাকা বেশ কয়েকটি গাড়ি পানিতে পড়ে যায়। এসময় আটজন নির্মাণ শ্রমিক নদীতে পড়ে যান। পরে দু’জনকে উদ্ধার করা গেলেও ছয়জনকে নিখোঁজ ঘোষণা করা হয়। সেতু ভেঙে নদীতে প্রচুর কংক্রিট এবং অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে থাকার কারণে বর্তমানে আর নিরাপদে উদ্ধারকাজ চালানো যাচ্ছে না। সোনার স্ক্যান ব্যবহার করে বাকি মরদেহগুলো খোঁজা  হচ্ছে। সূত্র : বিবিসি
২৮ মার্চ ২০২৪, ১০:১৪

পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
কক্সবাজারের টেকনাফের জাহাজপুরা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ১০ জনকে উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ। বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় অভিযান শুরু হয়। দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে অপহৃতদের উদ্ধার করা হয়। অপহরণকারীদের ধরতে এখনও অভিযান চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাম্মদ ওসমান গনি। তিনি বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারী চক্রের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বুধবার সন্ধ্যা ৬টা থেকে টেকনাফ থানা, হোয়াইক্যং ও বাহারছড়া ফাঁড়ির ৫০ জন পুলিশ একযোগে টেকনাফের জাহাজপুরা পাহাড়ে অভিযান শুরু করে। তিনি আরও জানান, পুলিশের পাশাপাশি অভিযানে যোগ দেয় র‌্যাব সদস্যরাও। অভিযানের এক পর্যায়ে পুরো পাহাড় ঘিরে ফেলা হয়। তারপর রাতে সাড়ে ১২টার দিকে অপহৃত ১০ জনকে পাহাড়ে ছেড়ে পালিয়ে যায় অপহরণকারীরা। এরপর অপহৃতদের উদ্ধার করা হয়।তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আর অপহরণকারীদের ধরতে পাহাড়ে অভিযান চলমান রয়েছে।  
২৮ মার্চ ২০২৪, ০৮:৪৩

ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত (৪০) যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।  বুধবার (২৭ মার্চ) বিকেল ৩টার দিকে সদর উপজেলার খাগডহর কল্যানপুর সংলগ্ন ব্রহ্মপুত্র নদের হাটুজল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন এই খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।   তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে কেন বা কি কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি। ওসি আরও বলেন, মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় জেনে বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন। 
২৭ মার্চ ২০২৪, ২২:৩০

নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদরাসাছাত্র, একদিন পর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শওকত মিয়া (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়ায় মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শওকত মিয়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে। সে পানিশ্বর দেওবাড়িয়া গাউছিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসারছাত্র ছিল। ভৈরব নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান চৌধুরী জানান, মঙ্গলবার গোসল করতে নেমে শিশুটি নিখোঁজ হয়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভৈরব নৌপুলিশ উদ্ধার অভিযান চালায়। আজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
২৭ মার্চ ২০২৪, ২১:৩৬

মরিচের বস্তায় মিলল গাঁজা
মরিচের বস্তায় অভিনব কায়দায় পাচারের সময় খাগড়াছড়ির রামগড়ে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে রামগড় উপজেলার বলিপাড়া এলাকায় দুটি মরিচের বস্তাসহ সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরিচের বস্তা তল্লাশি করলে বস্তায় লুকিয়ে রাখা গাঁজা জব্দ করে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায় পুলিশ। আটক ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম (৩৭)। তিনি খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার মেরুং ইউনিয়নের বাচাঁ মেরুং গ্রামের মৃত ওমর আলীর ছেলে।  রামগড় থানার উপপরিদর্শক মহসিন মোস্তফা জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
২৭ মার্চ ২০২৪, ১২:৩৪

মিশুকচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরমান (২২) নামে ব্যাটারিচালিত এক মিশুকচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) সকালে নলকা-কামারখন্দ আঞ্চলিক সড়কের ঝাকরি এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত আরমান উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের মো. আয়নাল শেখের ছেলে।  পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রোববার সন্ধ্যায় নিজের মিশুকটি নিয়ে বাড়ি থেকে বের হন আরমান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করে তাকে বা তার মিশুকটি পাওয়া যায়নি। সোমবার সকালে ঝাকরি এলাকায় রাস্তার পাশে তার গলাকাট মরদেহ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, চালকের গলাকেটে হত্যার পর মিশুকটি নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
২৫ মার্চ ২০২৪, ১৭:১১

চালের আড়ত থেকে যুবকের মরদেহ উদ্ধার
যশোরে বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের চালের আড়ত থেকে বায়েজিত হাসান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  সোমবার (২৫ মার্চ) সকালে শহরের বড় বাজার লোন অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) জুয়েল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন। বায়েজিত হাসান খুলনা জেলার বানরগাতি গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে মুল্লুক চাঁদের আড়তের কর্মী ছিলেন।  পুলিশের ধারণা, ওই আড়তেই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় আড়তের নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বেশ কয়েকদিন আগে পাঁচ লাখ টাকা চুরি করে পালিয়ে যায় বায়োজিদ। সেই টাকাকে কেন্দ্র করে খুলনা থেকে তাকে যশোরে ডেকে এনে মারপিট করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বায়োজিতকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মুল্লুক চাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। সে পাওনা টাকার বিষয়টি স্বীকার করেছেন।  তিনি বলেন, এ ঘটনার নেপথ্যের কাহিনী খুঁজতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
২৫ মার্চ ২০২৪, ১৪:৫০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়