• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo
নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী, উঠলো নিষেধাজ্ঞা
দেশের বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্য করে মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা পাওয়া সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। ওই দুই আইনজীবী হলেন- মোহাম্মদ মহসিন রশিদ ও শাহ আহমেদ বাদল। রোববার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে দুজনই লিখিতভাবে নিঃশর্ত ক্ষমার আবেদন করেন। এ বিষয়ে আদেশের জন্য আগামী দিন ধার্য করেছেন আদালত। ওইদিন অভিযুক্ত দুই জনকে উপস্থিত থাকতে হবে। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি বিএনপিপন্থি এ দুই আইনজীবী আরও দুই সপ্তাহ (আপিল ও হাইকোর্ট বিভাগ) মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ। এদিন আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দেন এ দুই আইনজীবী। তবে এতে সন্তুষ্ট হননি আদালত। এরপর নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য সময় আবেদন করেন তাদের আইনজীবী। তারই ধারাবাহিকতায় আজ লিখিতভাবে আইনজীবীর মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন তারা। উল্লেখ্য, গত ১ জানুয়ারি আদালত বর্জন কর্মসূচি নিয়ে প্রধান বিচারপতির দপ্তরে চিঠি দেন ওই দুই আইনজীবী। পরদিন এ চিঠি প্রধান বিচারপতির দপ্তরে উপস্থাপন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের দেওয়া আদেশে বলা হয়, চিঠিতে কিছু অবমাননাকর বিবৃতি (শব্দ ও বাক্য চয়ন) রয়েছে যা প্রাথমিকভাবে রাষ্ট্রবিরোধী এবং সামগ্রিকভাবে বিচার বিভাগের ভাবমূর্তি, অবস্থান এবং মর্যাদার প্রতি অবমাননাকর বলে মনে হয়েছে। পরে গত ৩ জানুয়ারি এই দুই আইনজীবীকে হাজির হতে বলা হয়। তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা দিতে বলা হয়। ওই আদেশ অনুযায়ী এই দুই আইনজীবী ১১ জানুয়ারি আপিল বিভাগে হাজির হন। গত ১১ জানুয়ারি তাদের পক্ষে সময় আবেদন করলে আদালত ব্যাখ্যা দিতে দুই আইনজীবীকে চার সপ্তাহ সময় দেন। এই সময়ে তারা সুপ্রিম কোর্টে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশ দেন।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়