• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
চ্যাম্পিয়ন্স লিগে এখনও খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি ফুটবলের উজ্জ্বল তারকারা। তবে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির বিশ্বাস, অচিরেই কিলিয়ান এমবাপ্পেসহ অন্য তারকারা নিজেদের ফর্মে ফিরবেন। চলতি সপ্তাহে অনুষ্ঠিত চারটি কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচই দারুণ আনন্দ দিয়েছে সমর্থকদের। তবে বড় আসরে যে সমস্ত বড় তারকাদের দিকে চোখ ছিল, তারা কেউই সেভাবে নিজেদের প্রমাণ করতে পারেনি। পিএসজির তারকা স্ট্রাইকার এমবাপ্পে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলের পরাজয়ের ম্যাচটিতে হতাশ করেন। অন্যদিকে মাদ্রিদ ডিফেন্ডার এন্টোনিও রুডিগার ও ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড আর্লিং হালান্ডও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মাদ্রিদের শীর্ষ গোলদাতা জুড বেলিংহাম সান্তিয়াগো বার্নাব্যুতে ইংলিশ চ্যাম্পিয়নদের সঙ্গে ৩-৩ গোলের ড্রয়ের ম্যাচটিতে ফর্মহীনতায় ভুগেছেন। এক সংবাদ সম্মেলনে মাদ্রিদ বসের মন্তব্য, ‘ধৈর্য ধরো, হতে পারে প্রথম লেগে নিজেদের মেলে ধরতে পারেনি তারা। কিন্তু এখনও ম্যাচ বাকি আছে, তাদেরকে সময় দাও। অবশ্যই তারা স্বরূপে ফিরে আসবে।’ আনচেলত্তি আরও বলেন, ‘২০ বছর বয়সী বেলিংহাম তার ভূমিকা যথাযথভাবে পালন করে চলেছেন। যদিও মৌসুমের শুরুতে তিনি যেভাবে গোল পেয়েছেন, সেই ধারা আর ধরে রাখতে পারেননি।’ মাদ্রিদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় এবার ২০ গোল করেছেন বেলিংহাম। তবে শেষ ১৩ ম্যাচে অবশ্য করেছেন মাত্র তিন গোল।  আনচেলত্তির ভাষ্য, ‘বেলিংহামের গোলের ধারা কিছুটা কমে গেছে, এটা বিস্ময়কর। কিন্তু সে নিজের দায়িত্বটুকু পালন করে চলেছে। মাঠে বেলিংহামের ভূমিকা একজন মিডফিল্ডারের। কিন্তু ফুটবলীয় ধারায় বলা যায় সে দারুণভাবে নিজের দায়িত্ব পালন করেছে, কিছুই সে মিস করেনি। গোল করেছে, সতীর্থদের দিয়ে গোল করিয়েছে।’
১৩ এপ্রিল ২০২৪, ১৫:৪৮

‘আমার মৃত্যুর জন্য উজ্জ্বল বিশ্বাস দায়ী থাকলো’
ফেসবুকে স্ট্যাটাস লিখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন নদী বিশ্বাস (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী।  বুধবার (৭ ফোব্রুয়ারি) সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া গ্রাম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।  নদী বিশ্বাস একই এলাকার কার্তিক বিশ্বাসের মেয়ে ও জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এর আগে নিজ ফেসবুক আইডি ‘Angel Nodi’ থেকে ‘আমার মৃত্যুর জন্য উজ্জ্বল বিশ্বাস দায়ী থাকলো’ বলে ফেসবুকে স্ট্যাটাস দেন ওই স্কুলছাত্রী।  বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করতেন উজ্জ্বল বিশ্বাস নামে এক বখাটে যুবক। বুধবার সকালে তার সঙ্গে মুঠোফোনে কথা-কাটাকাটি হয় উজ্জ্বলের। এরপর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবার অজান্তে নিজঘরে আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনা খবর পেয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা থানায় প্রক্রিয়াধীন রয়েছে।  অভিযুক্ত উজ্জ্বলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়