• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
উখিয়ায় পুলিশের গাড়ির ধাক্কায় শিশু নিহত 
কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবিএন) গাড়ির ধাক্কায় মো. সাজ্জাদ (৮) নামের এক শিশু নিহত হয়েছে।  রোববার (৩১ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।  নিহত শিশু সাজ্জাদ রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার রফিক আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৯টার দিকে সাজ্জাদ নামের শিশুটি মায়ের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এ সময় আর্মড পুলিশকে বহনকারী দ্রুতগতির একটি সাদা রঙের মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে সাজ্জাদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।   এ বিষয়ে উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
০১ এপ্রিল ২০২৪, ০১:২২

উখিয়ায় ক্যাম্প থেকে গুলিসহ গ্রেপ্তার ৫
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময়  দুটি ওয়ানশুটারগান ও গুলিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  রোববার (১০ মার্চ) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা অভিযান চালিয়ে দুটি ক্যাম্প থেকে ৫ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বর্ধিত ক্যাম্প-৪ এর আবুল বাছেরের ছেলে মোহাম্মদ সালাম, বি-১ ব্লকের আমির হোসেনের ছেলে জিয়াউর রহমান, ক্যাম্প-৮ ওয়েস্ট আই-১৩ ব্লকের মোহাম্মদ ওলা মিয়ার ছেলে হাশিম উল্লাহ প্রকাশ মাস্টার হাশিম, এ-২৯ ব্লকের জাফর উল্লাহর ছেলে রহিম উল্লাহ ও ক্যাম্প-৪ এর এ-১১ ব্লকের মৃত মো. রশিদের ছেলে আতাউল্লাহ। অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮ ওয়েস্ট ও ক্যাম্প-১৭ এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগান, এক রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ২ রাউন্ড তাজা গুলিসহ দুজন এবং ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। ১৪ এপিবিএন, জেলা পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসারসহ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অভিযানে অংশ নেয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা ক্যাম্পে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে ৷ এর মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
১১ মার্চ ২০২৪, ১৫:৪০

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ভয়াবহ ঘটনা ঘটছে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সাভির্সের আটটি ইউনিট। রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রোববার (৭ জানুয়ারি) রাত ১টার দিকে উখিয়া ৫নং ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ১৪ আমর্ড পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, আগুনে এ পর্যন্ত ১৫ থেকে ২০টি ঘর পুড়েছে। আগুনের উৎপত্তি কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদ্‌ঘাটনে তৎপরতা অব্যাহত আছে। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা অবস্থান করছেন। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, শনিবার দিবাগত রাত একটা ৫ মিনিটের দিকে ৫ নম্বর ক্যাম্পের ‘এ’ ব্লকে আগুন ছড়িয়ে পড়ে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভোররাত সাড়ে চারটার দিকে যোগাযোগ করা হলে অতীশ চাকমা বলেন, আগুনে ৫ নম্বর ক্যাম্পের ‘এ’ থেকে ‘ই’ পর্যন্ত পাঁচটি ব্লকের ঘরগুলো পুড়ে যায়। তিনি বলেন, এসব ব্লকে ৪৭ জন মাঝির অধীনে থাকা সব ঘর পুড়ে গেছে। একজন মাঝির অধীনে গড়ে ১৫০টি করে ঘর থাকে বলে তারা জানান। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
০৭ জানুয়ারি ২০২৪, ০৬:৪৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়