• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
ঈদ সার্ভিসে যুক্ত হবে ঢাকায় চলাচলকারী বিআরটিসির ৫৫০ বাস
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনে অংশ নেবে ঢাকায় চলাচল করা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) ৫৫০টি বাস। বিআরটিসির দূরপাল্লার অন্যসব বাসের পাশাপাশি ঈদ সার্ভিস দেবে এ বাসগুলো। সোমবার (১৮ মার্চ) সকালে মতিঝিল বিআরটিসি ভবনে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। তিনি বলেন, আমরা গত সপ্তাহে ঈদে উপলক্ষে মিটিং করেছি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ঢাকা শহরে আমাদের ৬০০টি বাস আছে। এখান থেকে ঢাকা শহরের জন্য ৫০টি বাস রেখে বাকি ৫৫০টি বাস ঈদ সার্ভিসে যুক্ত করা হবে। এ ছাড়া আমাদের বাকি দূরপাল্লার বাসগুলো নিয়মিত চলবে। এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা পত্রিকায় গণ বিজ্ঞপ্তি আকারে কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেব বিষয়টি। তাজুল ইসলাম বলেন, আমাদের বহরের গাড়িগুলোর মাত্র ৩৪টি লিজে আছে। এর বাইরে লিজে আর গাড়ি চালাবো না আমরা। এটি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। তিনি বলেন, ২০২০ সালে বিআরটিসির ১ হাজার ৮২৫টি বাসের মধ্যে ৮৮৫টি বাস অনরুটে ছিল; ২০২১ সালে ১ হাজার ৭৬২টি বাসের মধ্যে ১ হাজার ১০৬টি বাস অনরুটে ছিল, ২০২২ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৩৩টি বাস অনরুটে ছিল এবং ২০২৩ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৫৩টি বাস অনরুটে ছিল।  
১৯ ঘণ্টা আগে

ফরেন সার্ভিস একাডেমীতে দিনব্যাপী ঈদ চ্যারিটি বাজার অনুষ্ঠিত
ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশনের (ফোসা) উদ্যোগে ফরেন সার্ভিস একাডেমীতে আজ দিনব্যাপী ‘ঈদ চ্যারিটি বাজার’ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ফোসা’র প্রধান পৃষ্ঠপোষক নুরান ফাতেমা। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, মন্ত্রিপরিষদ সচিবের সহধর্মিণী দীনা হক, ফোসার সভাপতি ফাহমিদা জাবীন এবং ফরেন সার্ভিস একাডেমীর রেক্টর মাশ্‌ফী বিন্তে শাম্‌স্।  পরে, প্রধান অতিথি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ৩৫টি স্টলে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী হস্ত ও কারু পণ্যসহ দেশীয় বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় করা হয়। সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত মেলা চলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীগণসহ সর্বসাধারণ এই উন্মুক্ত মেলায় কেনাকাটা করেন।  উল্লেখ্য, ফোসা বছরজুড়ে বিভিন্ন উপলক্ষে নিয়মিত চ্যারিটি বাজার আয়োজন করে থাকে। মেলা হতে প্রাপ্ত অর্থ দিয়ে ফোসা বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে।
১৭ মার্চ ২০২৪, ১৫:৫৩

বিশ্বব্যাপী একই তারিখে রোজা ও ঈদ পালনের আহ্বান
ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সর্বোচ্চ ফিক্‌হ একাডেমির নেওয়া সিদ্ধান্তে বিশ্বব্যাপী অভিন্ন হিজরি তারিখ বাংলাদেশেও বাস্তবায়নের জানিয়েছে মুসলিম উম্মাহ ট্রাস্ট। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে এ দাবি জানানো হয়েছে। মুসলিম উম্মাহ ট্রাস্ট জানায়, বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি হওয়ায় আকাশে চাঁদ দেখা গেলে সারা বিশ্বে গ্রহণযোগ্য পদ্ধতিতে খবর পৌঁছে যাচ্ছে। ফলে একই সময়ে রোজা ও ঈদ পালনে ইসলামী শরিয়তে কোনো বাধা নেই। তাই ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সর্বোচ্চ ফিক্‌হ একাডেমির নেওয়া সিদ্ধান্তে বিশ্বব্যাপী অভিন্ন হিজরি তারিখ বাংলাদেশেও বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানায়।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়