• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
রাজবাড়ী-২ : অনিয়মের অভিযোগে পুনর্নির্বাচনের দাবি ঈগল প্রতীকের প্রার্থীর
বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে রাজবাড়ী-২ আসনের ঘোষিত ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন আসনটির স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।   সোমবার (৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি লিখিতভাবে এ আবেদন করেন। সেখানে তিনি আসনটিতে পুনর্নির্বাচনের দাবি জানান। পরে সাংবাদিকদের এ তথ্য জানান নূরে আলম সিদ্দিকী হক। আবেদনে তিনি উল্লেখ করেন, ভোটগ্রহণের তিন দিন পূর্ব থেকেই নৌকা সমর্থক ও বহিরাগত সশস্ত্র সন্ত্রাসীরা গভীর রাতে ঈগল প্রতীকের সমর্থকদের বাড়িতে গিয়ে ভয়-ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন এবং বোমা ফাটিয়ে আতংকের সৃষ্টি করেন। এ ছাড়া ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা বল প্রয়োগ করে দায়িত্বরত প্রিসাইডিং অফিসারদের সহায়তায় প্রায় সব কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেয়। এমনকি ভোট গণনার সময়ও ভোট কেন্দ্রে আমার কোনো পোলিং এজেন্টকে বুথে থাকতে দেওয়া হয়নি। পরবর্তীতে জানা যায় নিজেদের মনোনীত ব্যক্তিকে ঈগল প্রতীকের এজেন্ট হিসেবে দেখিয়ে নির্বাচনী ফলাফল সিটে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে। এছাড়া নৌকার কর্মীরা বিভিন্ন কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল মেরে বক্সে ফেললেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।   আবেদনে এসব অনিয়ম বিশেষ বিবেচনায় নিয়ে রাজবাড়ী-২ আসনে ঘোষিত বেসরকারি নির্বাচনী ফলাফল জরুরিভাবে বাতিল করে পুনর্নির্বাচনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান ঈগল প্রতীকের এ প্রার্থী।
০৮ জানুয়ারি ২০২৪, ২২:১২

মুরাদের আসনে ট্রাক প্রথম, দ্বিতীয় নৌকা, ঈগল তৃতীয়
জামালপুর-৪ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদ ৫০ হাজার ৬৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। ৪৭ হাজার ৬৩৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল। আর ঈগল প্রতীকের প্রার্থী ডা. মুরাদ হাসান ৩৭ হাজার ৪৩৩ ভোট পেয়ে  তৃতীয় হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে সরিষাবাড়ী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার বেসরকারি ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। এই আসনে মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ২৬১ জন। জামালপুর জেলা রিটার্নিং অফিসের সূত্রে জানা গেছে, জেলার ৫টি আসনে ১০টি রাজনৈতিক দলের ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৯৯ হাজার ৯৬৬ জন। এই আসনে আরও অংশ নিয়েছিলেন - বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের তারিক মেহেদী (টেলিভিশন প্রতীক), তৃণমূল বিএনপি মো. সাইফুল ইসলাম (সোনালী আঁশ প্রতীক),  জাতীয় পার্টি মো. আবুল কালাম আজাদ (লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের গোলাম মোস্তফা জিন্নাহ (মশাল)। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এ সময়ে কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ হয়েছে। ৩০ থেকে ৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ হয়েছে। অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট বাতিল করা হয় এবং ১৫ ব্যক্তিকে জাল ভোটে সহায়তা করার জন্য দণ্ড দেওয়া হয়েছে। কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী। এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী ছিল আওয়ামী লীগের। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।
০৮ জানুয়ারি ২০২৪, ১২:১৪

দাউদকান্দিতে ঈগল সর্মথকদের হামলায় নৌকার দুই সমর্থক আহত
কুমিল্লার দাউদকান্দি পৌরসদরের একটি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাইম হাসানের (ঈগল মার্কা) সমর্থকদের হামলায় নৌকা সমর্থক সংখ্যালঘু দুই ভোটারকে কুপিয়ে জখম করেছে। রোববার (৭ জানুয়ারি) দুপুরে দাউদকান্দির বেগম আমেনা সুলতান সরকারী বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন- পিপলু সাহা (৪৫) ও রঞ্জন সাহা (৩৫)। এদের মধ্যে পিপলু সাহাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷  পরে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি পুলিশকে জানালে আইনশৃংঙ্খলা বাহিনীর তৎপরতায় ভোটাররা আবারও ধীরে ধীরে ভোট কেন্দ্রে ফিরতে শুরু করে। এ বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। তবে ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিতে আইনশৃংঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এদিকে অভিযোগ ওঠেছে, সাহাপাড়ার পাশ্ববর্তী সবজিকান্দি গ্রামে ঈগল সর্মথকর অস্ত্রসস্ত্রসহ হামলার প্রস্তুতি নিচ্ছে।
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩১

নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, থমথমে অবস্থা
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের ঈগল প্রতীকের প্রচারণায় অংশ নেওয়া লোকজনের ওপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগ উঠেছে। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ অভিযোগ করেন, নৌকা প্রাতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে কয়েকশ কর্মী এই হামলা চালিয়েছেন। হামলাকারীরা রামুর জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্সকে মারধর করে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় চেয়ারম্যান আহত হয়েছেন।  বুধবার (৩ জানুয়ারী) বিকেলে রামুর জোয়ারিয়ানালা মাদরাসা গেইট এলাকায় এ ঘটনা ঘটে। জোয়ারিয়ানালার চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্স অভিযোগ করেন, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মাদরাসা গেইটে তিনিসহ অন্যান্যরা স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন। ওই সময় কয়েকটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে নৌকার প্রার্থী এমপি কমলের নেতৃত্বে কয়েক শত কর্মী গাড়ি থেকে নেমে লাঠিসোটা হাতে এগিয়ে এসে মারধর শুরু করেন। এ সময় জনতা তার সামনে এসে দাঁড়িয়ে গেলে এমপি নিজেই ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে বলে অভিযোগ করেন চেয়ারম্যান। ঘটনার জেরে উত্তেজিত জনগণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে। ঘটনাস্থলে পুলিশ-বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।   চেয়ারম্যান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন উত্তেজিত জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন বলেন, জোয়ারিয়ানালা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিস্থিতি এখন শান্তিপূর্ণ। রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে রয়েছেন। জড়ো হওয়া লোকজনকে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম পালের নেতৃত্বে পুলিশ ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে নৌকার প্রার্থী এমপি সাইমুম সরওয়ার কমলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি। উল্লেখ্য, এর আগে ২৭ ডিসেম্বর রামু বাইপাস এলাকায় ঈগলের একটি প্রচারগাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পরের দিন ১২ জনকে আসামি করে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।    
০৩ জানুয়ারি ২০২৪, ২৩:২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়