• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম। এর আগে বুধবার রাতে পুলিশের মাদকবিরোধী অভিযানের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের নোয়ামোড়া এলাকা থেকে মাদকসহ তাকে আটক করে। আটক ব্যবসায়ী ওই ইউনিয়নের মাঝিগাছা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মো. আবুল কাশেম (৫৫)।  আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়েছে। মাদকবিরোধী বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
১৮ এপ্রিল ২০২৪, ১৯:২৪

শ্রীপুরে পিস্তল ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 
গাজীপুরের শ্রীপুরে বিদেশী পিস্তল ও ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকার মৃত শরাফত আলীর ছেলে। শ্রীপুর থানার উপপরিদর্শক এনায়েত কবির বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টায় বরমী ইউনিয়নের বরামা-সিংহশ্রী সড়কের খলিফা বাড়ি মোড় থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল এবং এক’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান জানান, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৬

পাথরঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বরগুনার পাথরঘাটা উপজেলায় ইয়াবাসহ ইব্রাহীম (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড। এ সময় তার কাছে থাকা অবৈধ মাদক ইয়াবা, একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পাথরঘাটা উপজেলার বিএনপি অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচ এম এম হারুন অর রশীদ রাত ১০টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত মাদক ব্যবসায়ী ইব্রাহীম পাথরঘাটা  উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাড়াকান্দা নামক এলাকার বাসিন্দা মো. আবদুল হালিমের ছেলে।  কোস্টগার্ড সূত্রে জানা যায়, ইয়াবা পাচারের গোপন তথ্যের ভিত্তিতে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি অফিস সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড। এ সময় দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটার স্টেশন কমান্ডার লে. শাকিব মেহবুবের নেতৃত্বে ইব্রাহীম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। পরে তাকে তল্লাশি করে ১০০ পিস ইয়াবা, একটি বাটন মোবাইল ও নগদ ১৩ হাজার ৮১২ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচ এম এম হারুন অর রশীদ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আটককৃত ইয়াবা ব্যবসায়ীকে জব্দকৃত আলামতসহ পাথরঘাটা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।     
২৭ জানুয়ারি ২০২৪, ১৩:৩৮

৪৩ হাজার পিস ইয়াবাসহ ৯ মাদককারবারি গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৪৩ হাজার পিস ইয়াবাসহ ৯ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২২ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর উপঅঞ্চলের সহকারী পরিচালক (এডি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদককারবারি। তারা সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।  সোমবার দুপুর ১টার দিকে তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান মো. মেহেদী হাসান।
২২ জানুয়ারি ২০২৪, ১১:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়