• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
শৈলকুপায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত
“বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিফ চিলড্রেন ওয়ার্ল্ডওয়াইডের অর্থায়নে সেন্ট্রাল ফর ডিসেবলড অ্যান্ড ডেভেলপমেন্টের কারিগরি সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহের এইড ফাউন্ডেশনের স্মাইল প্রকল্প। এইড ফাউন্ডেশনের প্রতিবন্ধী শিশু পুনর্বাসন কর্মসূচির সহকারি পরিচালক সুরাইয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওই বিদ্যালয়েরপ্রধান শিক্ষক ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়ন করেন স্মাইল প্রকল্পের অ্যাডভোকেসি ক্যাপাসিটি বিল্ডিং ডকুমেন্টেশন অফিসার আয়াতুল্লাহ। দিনব্যাপী এই অনুষ্ঠানে জাতীয় সংগীত ইশারা ভাষায় ইন্টারপেট করা, ইশারা ভাষার সেশন, আলোচনা সভা, বাংলা ইশারা ভাষা দিবসের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সাক্ষরতা ক্যাম্পেইন ও হাতের ছাপ নেওয়া হয়।  অনুষ্ঠানে প্রকল্পের আওতাভুক্ত শ্রবণ প্রতিবন্ধী শিশু, অভিভাবক, সুশীল সমাজসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩১

লক্ষ্মীপুরে বাংলা ইশারা ভাষা দিবসে আলোচনা সভা 
বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে পালিত হলো বাংলা ইশানা ভাষা দিবস।  বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, সদর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মো. শরীফ হোসেনসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে বিশেষ চাহিদা সম্পন্ন ক্ষুদে শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়