• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
‘শেষমেশ’-এ কাজের অভিজ্ঞতা দারুণ ছিলো : পারসা ইভানা
ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী পারসা ইভানা। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে ভক্তদের কাছে দারুণ খ্যাতি অর্জন করেছেন করেছেন তিনি। এই ভালোবাসা দিবসে বেশ কয়েকটি কাজ তার মুক্তি পেয়েছে। এবার ঈদে ব্যস্ত আছেন ‘শেষমেশ’ নিয়ে। যেটি পরিচালনা করেছেন বর্তমান সময়ের হিট মেশিন খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। ইভানা তার ফেসবুকে দুটো ছবি পোস্ট করে রহস্য জিইয়ে রেখেছেন। তিনি প্রকাশ করেননি তার চরিত্রের নাম ও ধরন। তবে আরটিভির সঙ্গে আলাপ হলে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, কাজের অভিজ্ঞতা বেশ দারুণ ছিল। গল্প, নির্মাণ সব কিছুতেই দর্শক ভিন্নতা খুঁজে পাবে। পাশাপাশি প্রতিটা চরিত্রে ভিন্নতা থাকছে। যা আগের কোনো কাজে ছিল না।  নির্মাতা অমি বলেন, আমাদের আশপাশে ফ্যামিলি প্রিয় এমন অনেক ছেলে দেখা যায়। অনেকে রিলেট করবে। পারিবারিক গল্পে আবেগের সঙ্গে অনেক হাস্যরস থাকে, সেই লেয়ারগুলো তুলে ধরতে চেয়েছি। ঈদে আমার এই একটিমাত্র কাজ আসবে। তাই সবসময়ের মতো কাজে যত্নশীল ছিলাম। ঈদুল ফিতরে ক্লাব ইলিভেনের ইউটিউবে ‘শেষমেশ’ প্রচারিত হবে। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, মনিরা মিঠু, চাষি আলম, শিমুল শর্মা, পাভেল, সুমন পাটোয়ারী, ইশরাত জাহিন, তানজিম অনিক, সাদিয়া তানজিন। ঈদের পরে শুরু হবে অমির ‘ফিমেল ৪’ ওয়েব ফিল্মের শুটিং। বহুল জনপ্রিয় এই কনটেন্টটি কোরবানির ঈদে ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাওয়ার কথা।
৯ ঘণ্টা আগে

‘আমরা কত অসহায়’
রাজধানীর বেইলি রোডের একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এর মধ্যে ৪০ জনের পরিচয় শনাক্ত হয়েছে এবং পরিবারের কাছে ৩৮টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নাড়া দিয়েছে দেশবাসীকে। এ ঘটনায় শোকে কাতর শোবিজ অঙ্গনের তারকারাও। ঢালিউড থেকে টিভি ইন্ডাস্ট্রির তারকারা সবাই শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেই কাতারে আছেন অভিনেত্রী ইভানা। ইভানা তার ফেসবুকে লিখেছেন, আমরা কত অসহায়, আল্লাহ। এদিকে শোকস্তব্ধ অভিনেত্রী রুনা খান। কিছু বলার ভাষা নেই তার। শুধু লিখেছেন, গভীর শোক। আলোচিত চিত্রনায়ক জায়েদ খান নিজের ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ঢাকার বেইলি রোডের ভয়াবহ আগুনে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি ও আহতদের প্রতি গভীর সমবেদনা। চিত্রনায়ক সাইমন সাদিক লিখেছেন, ৪৬ জন মানুষের মৃত্যু আপনার কাছে খুব অল্প মনে হচ্ছে??? একবার ভাবুন তো এই ৪৬ জনের সঙ্গে কতশত হাজার জনের সখ্যতা, ভালোবাসার সম্পর্ক ছিল! ভাবুন, আসুন সাবধান হই, বিবেকবান হই, সৎ হই, মানুষ হওয়ার চেষ্টা করি! মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে ছয়তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ২টা ২০ মিনিটের দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থলকে ‘ক্রাইম সিন’ ঘোষণা দিয়ে ভবনটির সামনে হলুদ ফিতা আটকে দেন। বিপুল সংখ্যক পুলিশ সদস্য ভবনের সামনে অবস্থান নেয়। ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও, স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইন আছে বলে জানা গেছে।
০১ মার্চ ২০২৪, ১৫:৩৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়